Tech Rakib

Tech Rakib Always desire to learn something useful �

শিশুকে কোন চ্যানেল দেখতে দিচ্ছেন,🤷‍♀️❌ ৭টি ক্ষতিকর ইউটিউব চ্যানেল (শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ)চ্যানেল নাম ক্ষতিকর দিক উদাহর...
22/06/2025

শিশুকে কোন চ্যানেল দেখতে দিচ্ছেন,🤷‍♀️
❌ ৭টি ক্ষতিকর ইউটিউব চ্যানেল (শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ)

চ্যানেল নাম ক্ষতিকর দিক উদাহরণ

১. ChuChu TV ❌
অতিরিক্ত রঙ, শব্দ ও দ্রুতগতির ফুটেজ 👉
শিশুদের অস্থির করে তোলে, মনোযোগের সমস্যা তৈরি করে শিশু ঘুমানোর সময় বারবার এই কার্টুন দেখতে চায়, মনোযোগ কমে।

২. Cocomelon❌
অত্যধিক repetitive ও overstimulating; 👉
শব্দ ও সংগীতের মাধ্যমে “screen addiction” হয়ে যয়, বাচ্চা রেগে যায় যদি Cocomelon বন্ধ করা হয়।

৩. Diana and Roma ❌
বাস্তব জীবনের বিলাসীতা, খেলনা, ঘোরাফেরা দেখিয়ে শিশুদের ভোগবাদী মানসিকতা শেখায়👉
শিশু খেলনার জন্য জেদ করে কারণ "Diana" সেটাই করছে

৪. Vlad and Niki❌
নাটকীয়, চিৎকার ও অস্বাভাবিক আচরণ শেখায় 👉
যা শিশুরা অনুকরণ করে শিশু ঘর ভাঙচুর করে বলে “Vlad does it!”

৫. Little Baby Bum ❌
গান ও কার্টুনের মধ্যে বাস্তবতা ও কল্পনার বিভাজন দুর্বল করে, শিশুর চিন্তাশক্তিতে নেতিবাচক প্রভাব ফেলে👉
শিশু সবসময় গানেই চিন্তা করে, বাস্তব কথা শুনতে চায় না

৬. Morphle❌
হিংসাত্মক ও অপ্রাসঙ্গিক রূপান্তর ও আচরণ শিশুদের মধ্যে হিংসা ও অলীক চিন্তা তৈরি করে👉
Morphle হয়ে মানুষকে ‘হারিয়ে দেওয়া’ মজার মনে করে

৭. Elsa and Spiderman Parody Videos ❌
সেক্সুয়াল সাবটেক্সট, হিংসাত্মক কনটেন্ট – এগুলো শিশুর চোখে ঝাঁকুনির মতো👉
Elsa-Spiderman ভিডিওতে অশালীন পোশাক ও সংলাপ থাকে

✅ ৭টি শিক্ষনীয় ও মেধা বিকাশমূলক ইউটিউব চ্যানেল (নিরাপদ ও উপকারী)

চ্যানেল নাম -ভালো দিক -উদাহরণ

১. Peep and the Big Wide World- বৈজ্ঞানিক চিন্তা ও অনুসন্ধান শেখায় 👉
শিশু পিপের মতো প্রশ্ন করে: “পানি কেন শুকায়?”

২. Blippi -রঙিন হলেও বাস্তব অভিজ্ঞতা শেখায় (যেমন: মিউজিয়াম, গাড়ি, কাজ) 👉
“Construction Vehicle” দেখিয়ে শেখায় কাজের প্রতি আগ্রহ

৩. Sesame Street -নৈতিক শিক্ষা, গঠনমূলক ভাষা, আবেগ নিয়ন্ত্রণ শেখায় 👉
“Elmo says: Sharing is caring” শিশু মনে রাখে

৪. Ms. Rachel (Songs for Littles) -
স্পিচ থেরাপি ও ভাষা শেখাতে সহায়ক, খোলামেলা ও আসল মানব মুখ ব্যবহার করে 👉
দেরিতে কথা বলা শিশুরা Ms. Rachel দেখে শব্দ শেখে

৫. Super Simple Songs -
স্লো, ক্লিয়ার এবং নির্দিষ্ট বয়স উপযোগী গান – শিশুর শব্দভাণ্ডার বাড়ে👉
“If You’re Happy and You Know It” গান শেখায় শরীরচর্চা ও শব্দ

৬. National Geographic Kids প্রাণীজগত, প্রকৃতি, পৃথিবী সম্পর্কে শেখায় “How bees make honey” দেখে শিশুর জিজ্ঞাসা বেড়ে যায়
৭. SciShow Kids বিজ্ঞানভিত্তিক সহজ ব্যাখ্যা ও পর্যবেক্ষণ শেখায় “Why do leaves change color?” দেখে শিশু জানতে চায় প্রকৃতি নিয়ে

🔍 সচেতনতা ও পরামর্শ:

YouTube Kids অ্যাপে Parent Control ব্যবহার করুন

প্রতি ভিডিওর বিষয়বস্তু আগে দেখে দিন

সময় সীমা দিন — দিনে সর্বোচ্চ ২০ মিনিট (২-৫ বছর বয়সে) প্রতিদিনেম ৬০ মিনিট।

শিশুর পাশে বসে ভিডিও দেখুন ও আলাপ করুন
এই পোস্টের প্রতিটা চ্যানেলের কার্টুন আমি ৫-৮মিনিট করে দেখে দেখে এই চ্যানেলগুলো সিলেক্ট করেছি। তাই বলছি, কি দেখতে দিচ্ছেন তা খুব গুরুত্বপূর্ণ।

দয়া করে সচেতন হবেন।🙏
(post of shebikamit page)

আহহা! Liquid Glass এর জন্য Apple সেরা রেহ!!!
10/06/2025

আহহা! Liquid Glass এর জন্য Apple সেরা রেহ!!!

14/04/2025

কথা গুলো - Amir Hossan
Tsinghua University

21/02/2025

কেন নিকোশ বেশি জনপ্রিয় হচ্ছে সুটুনি ফন্ট এর থেকে ?

12/01/2025

New Phone Setup (Android)

04/12/2024

File share phone to pc

16/11/2024

ছাত্রদের জন্য গ্রাফিক্স টেবলেট ! GRAPHICS TABLET for STUDENT 🗿

যে ৮ টি কারণে Windows 11 এর Microsoft's official 24H2 Update আপাতত এড়িয়ে চলতে হবে-1. System File Checker bug2. Cache fil...
22/10/2024

যে ৮ টি কারণে Windows 11 এর Microsoft's official 24H2 Update আপাতত এড়িয়ে চলতে হবে-
1. System File Checker bug
2. Cache file deletion glitch
3. Conflict with Easy Anti-Cheat online gaming app
4. Blue screens in other instances
5. Disappearing mouse pointer
6. Internet connection issues
7. Fingerprint sensor glitch
8. Broken clipboard history
Source: zdnet

18/10/2024

নোকিয়া নতুন অ্যান্ড্রয়েড ফোন - Nokia C32

03/10/2024

সিরাজগঞ্জ সরকারি গণগ্রন্থাগার

22/08/2024

It's high time to make seven sisters into Step Sisters.

and boycot In*dia Product, Make some opposite water damm

15/07/2024

🔴 মেধা শূন্য হতে যাচ্ছে দেশ সামনে....
আমার মনের ভিতর থাকা কিছু কথা ব্যাক্ত করি “ আমার ভালো বন্ধু সব বাংলাদেশের ভালো ভালো পাবলিক বিশ্ববিদ্যালয় এ পরে । “ মাঝে মাঝে অনলাইনে কথা হয় । সামনা সামনি কম হয় বুঝলাম আমার আইডিয়া মতে প্রতি ৩ জনের একজন বিদেশে পাড়ি জমাতে যাচ্ছে । সেই দিন রাজশাহি বিশ্ববিদ্যালয়ের আমার এক বন্ধু আমাকে বলল যে ভবিষ্যৎ পরিকল্পনা কি ? আমি আমার টা বললাম বন্ধুকে বলতে বললাম সময় কম উঠে যাওয়ার সময় সে আমায় একটা কথা বলল যে “ দেশের প্রতি আর ভালো লাগা কাজ করে না । “ আমি পরে যখন বাসায় এসে খুব করে কথা টা নিয়ে ভাবলাম । তার ২/১ পর আমরি এক গনিষ্ঠ বন্ধু {ইসলামিক বিশ্ববিদ্যালয়) বলে যে তার বিদেশে পড়ার জন্য আবেদন করে দিতে । আবেদন করেও দিলাম । হয়নি .. সামনে আরও করবে সবে শুরু তার ।
এখন যে দেশের পরিস্থিতি তা আপনাদের সামনে । .. সামনের দিন গুলো যে কি হবে “আল্লাহু আলাম“

Address


Alerts

Be the first to know and let us send you an email when Tech Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tech Rakib:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share