ইসলামিক ভাবধারায় উপন্যাস

  • Home
  • Tunisia
  • Sousse
  • ইসলামিক ভাবধারায় উপন্যাস

ইসলামিক ভাবধারায় উপন্যাস আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্ত কালের,
উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কখনো বিহ্বল করতে পারে নি
(12)

14/06/2025

ইরানের সক্ষমতা আমেরিকা আর শয়তানিয়াহুদের সমান নয়, কিন্তু তারা পাল্টা প্রতিঘাতটা করে। অনেকের কাছে তা হয়ত লোক দেখানো বলে মনে হয়। লোকদের দেখানোর জন্য হলেও, আঘাতপ্রাপ্ত হয়ে একটা মিশাইল বা ড্রোন তারা জবাব হিশেবে ছুঁড়ে। দুনিয়ার আর কেউ তো এই সাহস বা হিম্মত শয়তানিয়াহুদের বিরুদ্ধে দেখাতে পারে না।

বাঘা বাঘা সব সামরিক নেতা, নিরাপত্তা বাহিনীর প্রধান, দেশের শীর্ষ বিজ্ঞানী, নেতা আর রাজনৈতিক ব্যক্তিত্বকে শয়তানিয়াহুদের হাতে ক্রমাগত হারাতে থাকার পরও যে জাতিটা নতজানু হয় না, পশ্চিমে ঝুঁকে পড়ে না, তাদের এই সক্ষমতাকে সমীহ না করে পারা যায় না।

শয়তানিয়াহুদের বিরুদ্ধে একটা পাথর যে ছুঁড়বে, আমি তার পক্ষে আছি। ইরানের জয় হোক।

14/06/2025

ইলেকশন নিয়ে এনসিপির একটা কথা বলারও দরকার নাই।

কারণ, ইলেকশন ফেব্রুয়ারিতে হোক, এপ্রিলে হোক আর জুনেই হোক, তাতে এনসিপির কোন লাভ নাই। লাভ হাওয়ার দরকারও নাই।

এই ইলেকশনে বিএনপির সামনে দাড়ানোর মত কোন দল নাই।

হ্যা, চাদাবাজি আর সংস্কার প্রশ্নে বেশ কিছু ভোট বিএনপি হারাবে। তবে এবারের ইলেকশনে সংখ্যালঘু ভোট বিএনপির বাক্সেই যাবে।

সো, যতই লাফান, লাভ নাই।

বাট ভোট না পাইলেই কি সব শেষ?

আমি মনে করি না।

বরং বিএনপি যত সিট নিয়ে ক্ষমতায় আসবে, এক্সপেকটেশন তত বাড়বে, মানুষ হতাশও তত তাড়াতাড়ি হবে।

তখন মানুষের সামনে আশা ভরসা হয়ে দাড়াতে হবে।

ঠিক ঐ মুহুর্ত থেকে এনসিপির রাজনীতি দাড়াতে শুরু করবে।

সেই হিসেবে ইলেকশন যত দ্রুত হবে, বিএনপি যত তাড়াতাড়ি পাওয়ারে আসবে,আপনারাও তত তাড়াতাড়ি মাঠের প্রধান বিরোধি দল হয়ে উঠতে শুরু করবেন।

আমি যদি বুঝতে ভুল না করে থাকি, ছাত্রদল ক্যাম্পাসগুলোতে আবার ত্রাসের রাজত্ব কায়েম করবে।

সরকারি চাকরির নিয়োগে দুর্নীতি হবে।

সরকারি অফিসগুলোতেও ভরপুর দুর্নীতি চলবে।

তো এসব নিয়ে প্রচুর রাজনীতি আপনারা করতে পারবেন। দেখবেন, আপনাদের জনপ্রিয়তা তখন হু হু করে বাড়তে শুরু করেছে।

৫ বছর বিএনপিকে চাপে রাখতে পারলে আরবান মিডল ক্লাস আপনাদের ভোট দেওয়ার কথা চিন্তা করা শুরু করবে।

মানে বিএনপি যত দ্রুত ক্ষমতায় বসবে, আপনারাও তত দ্রুত অপোজিশন হওয়ার সুযোগ পাবেন।আপনাদের রাজনীতি দাড়ায়ে যাবে।

সো, এই ইলেকশন ডিসেম্বরে হলেও আপনাদের চিন্তা করার কিছু নাই।

বরং ইলেকশন যদি পরশু হয়, তাহলে আপনাদের কাজ হবে, কালকের মধ্যে কিছু বেসিক সংস্কার আর জুলাই সনদ আদায় করে নেওয়া।

বিচার চলতে থাকুক। বিএনপি আইসা বিচার যদি না চালায়, অইটা নিয়েও রাস্তায় নামা যাবে, প্যারা নাই তো।

হাসিনার মত ভয়ংকর এক রেজিমের সাথে লড়াই করতে করতেই আপনাদের উত্থান। ঐ হিসেবে হাসিনাই আপনাদের নেতা বানাইসে।

এখন সারা বাংলাদেশের ছোট্ট বাচ্চারা পর্যন্ত নাহিদ, হাসনাত, আসিফ, সার্জিসের নাম জানে।ফেস চেনে।

আওয়ামী লীগ যদি নাহিদ ভাইরে না পেটাইত, মানুষ চিনত?

২০২৪ এ আওয়ামী লীগের বিরুদ্ধে করা সংগ্রাম আপনাদের বাংলাদেশের মানুষের ঘরে ঘরে চেনাইয়া দিসে।

২০২৬-৩১ পর্যন্ত বিএনপির বিএনপির বিরুদ্ধে এই সংগ্রাম করে যাইতে পারলে, এই সংগ্রাম আপনাদের ক্ষমতা পর্যন্ত নিয়ে যাবে।

আর ইলেকশন যত দ্রুত হবে, এই লড়াইও আপনারা তত দ্রুতই শুরু করতে পারবেন।

27/03/2025

দেখতে দেখতে রমজানুল মোবারক শেষ হয়ে গেছে, আল্লাহ পাক আমাদের ক্ষমা করুন,,
االلهم انك عفو تحب العفو فاعف عني

الحمد لله رب العالمين- والعاقبةللمرسلين - وعلي اله واصحبه اجمعين - اما بعد সকল প্রশংসা মহান আল্লাহর উপর যিনি সকল সৃষ্টি ...
27/03/2025

الحمد لله رب العالمين- والعاقبةللمرسلين - وعلي اله واصحبه اجمعين - اما بعد
সকল প্রশংসা মহান আল্লাহর উপর যিনি সকল সৃষ্টি জগতের প্রতি পালক। দরুদ সালাম পেশ করি মহানবি হজরত মুহাম্মদ ﷺ এর উপর।
লাইলাতুল কদর এমন একটি রাত, যে রাতের কারনে পুরা রামাদান দামি হয়েছে। আল্লাহ পাক বলেছেন___ انا انزلنه في ليلة القدر- وما ادرك ما ليلة القدر- ليلة القدر خير من الف شهر-
আমি কুরআন নাযল করেছি লাইলাতুলকদরে- আপনি কি জানেন লাইলাতুলকদর কি? লাইলাতুলকদর হাজার মাসের চেয়ে উত্তম।
লাইলাতুলকদরের কারনে রামাদান দামি হয়েছে। লাইলাতুলকদর কদর কেন দামি হয়েছে? কুরআন নাযিলের কারনে।
এখন বলুন তো কুরআন কারীম রহমত হিসাবে বড় নাকি আমার হুজুর রাসুল ﷺ রহমত হিসাবে বড়? আল্লাহর ভাষ্য অনুযায়ী কোনটি রহমত হিসাবে বড়? কুরআন নাকি রাসুলﷺ?
আল্লাহ পাক বলেছেন___ وما ارسلنك الا رحمة للعالمين- ও আমার হাবীব! গোটা সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। আর কুরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন__ ونزلنا عليك القران تبيان لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين
মুহাম্মদ ﷺ এই কুরআনকে আপনার উপর নাযিল করেছি সকল বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা হিসাবে, পৃথিবীর সকল মুসলমানদের জন্য কুরআন হেদায়েত কারী, রহমতের কান্ডারী ও সুসংবাদের বাহক।
কুআরনকে আল্লাহ বলেছেন মুসলমানদের জন্য রহমত, আর আমার হুজুরﷺ কে বলেছেন সৃষ্টি জগতের রহমত।
কুরআন হচ্ছে সবার জন্য হেদায়ত আর শুধু মুমিনের জন্য রহমত। আল্লাহ পাক বলেছেন ___شهر رمضان الذي انزل فيه القران هدى للناس রামাদান এমন একটি মাস যাতে মানবজাতির হেদায়েতের জন্য কুরআন নাযল হয়েছে। আর আমার রাসুলﷺকে বলেছেন وما ارسلنك الا رحمة للعالمين__ হাবীব মুহাম্মদ ﷺ গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি।
তাহলে রহমত হিসাবে বড় কোনটি? কুরআন নাকি হুজুর ﷺ ?
কুরআনের রহমত থেকে আমার রাসুলﷺ এর রহমতের ব্যাপকতা আরো বেশি, আরো বিশাল, আরো ব্যাপক।
মুমিনের রহমত মুসলামনের রহমত এই কুরআন এসেছে বলেই লাইলাতুল কদর একটি রাত দামি হয়েছে। আর এই একটি রাতের জন্য রামাদান মাস দামি হয়েছে।( কিন্তু আখেরি নবি, নবীগণের মাথার তাজ নুর নবিজি মুহাম্মদﷺ রহমাতুল লিল আলামিন হিসাবে ১৫০০ বছর আগে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ রাতে এসেছেন, সেই রাতকে বলা হয় ليلة مولد المصطفى এই কারনে সে রাতের দাম লাইলাতুলকদর থেকে লক্ষগুণ বেশি দামি। সে একটি রাতের কারনে রবিউল আউয়াল মাস সকল মাসের চেয়ে উত্তম)।
আল্লাহ পাক মানবজাতির হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছেন, যদি মানবজাতির পিতা আদম (আঃ) সৃষ্টি না করতেন মানুষ আসতো? আদম (আঃ) কে তো সৃষ্টি করেছেন মুহাম্মদ ﷺ এর খাতিরে। যদি আল্লাহ পাক তার হাবিবকে সৃষ্টি না করতেন, তাহলে আদম তো দূরে থাক, আরশ-কুরসি, লৌহ-কলম কোন কিছু সৃষ্টি করতেন না। সুতরাং কুরআন কারিমের ওসিলায় আদম বা মানবজাতি সৃষ্টি করেন নাই, বরং রাসুল ﷺ এর ওসিলায় আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন। সে জন্য কুরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য রাসুলﷺ এর শ্রেষ্ঠ মো'জিযা হিসাবে।
লাইলাতুলকদরে আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দিবেন কিন্তু কিছু মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ পাক ক্ষমাশীল, ক্ষমা করতে ভালবাসেন। কিন্তু তারপরেও কিছু মানুষকে ক্ষমা করবেন না তারা হলেন
১। মুশরিকদের আল্লাহ ক্ষমা করবেন না।
মুশরিক কারা যারা অন্যকে আল্লাহর সমকক্ষ মনে করেন, যা শুধুই আল্লাহ দিতে পারেন সে ব্যাপারে আল্লাহ ব্যতিত অন্যের মুখাপেক্ষী হন, অন্যের কাছে ধরনা দেয় এসব ব্যক্তিদের আল্লাহ ক্ষমা করেন না
২। মাতা-পিতার অবাধ্য সন্তানকে আল্লাহ পাক ক্ষমা করেন না। যারা বাবা - মাকে কষ্ট দেয়, মনে আঘাত দেয়, দেখাশোনা করে না, খাবার দেয় না, সেবা যত্ন করে না, অবহেলা করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেন না
৩। হিংসুক ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করে না। মনে হিংসা তো সবার তো একটু আধটু থাকে কিন্তু যারা হিংসার কারনে অন্যের বাড়িঘর, ব্যবসা, প্রতিষ্ঠান বা সন্তানের উপর আঘাত করে আল্লাহ পাক কদরে তাদেরকে ক্ষমা করেন না
৪। জালিমকে আল্লাহ পাক ক্ষমা করেন না। যারা অন্যায়ভাবে মানুষের ক্ষতি করে, অত্যাচার, অবিচার, জুলুম করে আল্লাহ পাক তাদের ক্ষমা করেন না।
৫। যারা মদ, জোয়া, আফিম ড্রাগ এডিক্টেড বা ড্রাগ ব্যবসায় জড়িত আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেন না।

কদর রাতের করণীয়
১। তাওবা করা
২। নফল ইবাদত করা
৩। কাযা নামায আদায় করা
৪। কদর তালাশ করা
৫। কল্যাণের জন্য দোয়া করা
৬। বাবা মা থেকে ক্ষমা চাওয়া
৭। যাদের উপর জুলুম করেছেন তাদের কাছে ক্ষমা চাওয়া।
৮। কম ঘুমানো
৯। তাহাজ্জুদ পড়া।
১০। কুরআন তেলাওয়াত করা
১১। মুরব্বিদের কবর জিয়ারত করা
১২। বেশি দরুদ শরীফ পড়া
যতবেশি সম্ভব আল্লাহর বন্দেগিতে রাত যাপনে কান্না করা কদরের করণীয়
আল্লাহ পাক আমাদের কবুল কুরুন আমিন

আর্জেন্টিনা vs ব্রাজিল ৬: ০০কোন দল জিতার সম্ভাবনা
25/03/2025

আর্জেন্টিনা vs ব্রাজিল ৬: ০০
কোন দল জিতার সম্ভাবনা

25/03/2025

আলহামদুলিল্লাহ

কত সহস্র পথিক কতটা অসহায় জীবন পার করছে, তাই বলে কি আল্লাহ পাক তাদের উপর জুলুম করতেছেন?আসলে দুনিয়ার সামন্য কষ্ট আখিরাতের ...
22/03/2025

কত সহস্র পথিক কতটা অসহায় জীবন পার করছে, তাই বলে কি আল্লাহ পাক তাদের উপর জুলুম করতেছেন?
আসলে দুনিয়ার সামন্য কষ্ট আখিরাতের জন্য মুক্তি।
তবে হ্যাঁ!
মানুষের কাছে বিপদ আপদ আসুক না কেন তা অধিকাংশ তার হাতের কামাই। বাকিটা পরীক্ষা মাত্র
আল্লাহ পাক এই রমজানের ওসিলায় সবাইকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখুন।

Asif Mahmud Shojib Bhuyain
21/03/2025

Asif Mahmud Shojib Bhuyain

21/03/2025

বাংলাদেশ ইস্যুতে কাউকে ছাড় দিতে নারাজ

19/02/2025

কাউকে আঘাত করলে তার প্রতিঘাত যদি সাথে সাথে না আসে, তবে এরকম ব্যক্তি খুবই ভয়ংকর হয়

26/01/2025

ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা তাদের দাবী দাওয়া নিয়ে আন্দোলন করতেই পারে। সরকার তাদেরকে আশ্বাস দিয়ে সুন্দর সামাধান করতে পারত। পুলিশ কেন গায়ে হাত তুললো?

Address

Sousse

Telephone

01840043162

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক ভাবধারায় উপন্যাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলামিক ভাবধারায় উপন্যাস:

Share

Category