03/11/2025
ইয়া রাব্ব, জীবনে যা কিছু আপনার নিকট চেয়েছি তা হয়তো আমার জন্য উত্তম নয় কল্যাণজনক নয়। তাই তো আপনি আমাকে তা দেননি।
এখন আর চাওয়ার মত তেমন কিছু নেই। আপনি উত্তম পরিকল্পনাকারী বলে সবকিছু আপনার নিকট সমর্পণ করেছি। এখন শুধু এতটুকুই চাই
দ্বিধাগ্রস্ত মানসিক চাপ থেকে আমাকে মুক্ত করে দিন। কিছুটা মানসিক শান্তি ও মন ভরে নিশ্বাস নিতে চাই। আপনি মহান দয়ালু- এতটুকু দয়া আপনি আমাকে করতেই পারেন।🤲🤲