Ramisha anni

Ramisha anni Welcome To My Page ' Ramisha anni '& Thanks For Support..
(1)

03/11/2025

ইয়া রাব্ব, জীবনে যা কিছু আপনার নিকট চেয়েছি তা হয়তো আমার জন্য উত্তম নয় কল্যাণজনক নয়। তাই তো আপনি আমাকে তা দেননি।

এখন আর চাওয়ার মত তেমন কিছু নেই। আপনি উত্তম পরিকল্পনাকারী বলে সবকিছু আপনার নিকট সমর্পণ করেছি। এখন শুধু এতটুকুই চাই

দ্বিধাগ্রস্ত মানসিক চাপ থেকে আমাকে মুক্ত করে দিন। কিছুটা মানসিক শান্তি ও মন ভরে নিশ্বাস নিতে চাই। আপনি মহান দয়ালু- এতটুকু দয়া আপনি আমাকে করতেই পারেন।🤲🤲

জীবনেও ফেসবুকে লিখবেন না যে, "আমার প্রানের  স্বামীর মতো ভালো স্বামী দুনিয়াতে নাই।"😐 তাহলে সাদা-কালো চোখের কিছু নাগিন আছে...
02/18/2025

জীবনেও ফেসবুকে লিখবেন না যে, "আমার প্রানের স্বামীর মতো ভালো স্বামী দুনিয়াতে নাই।"😐 তাহলে সাদা-কালো চোখের কিছু নাগিন আছে না, তারা এমনভাবে বদনজর দিব তারপর তিন মাস খালি কাইজ্জা লাইগাই থাকবো!🥹

সবসময় লিখবেন, "বইনগো, কোনো রকম সংসার করতাছি।" একে তো আনরোমান্টিক, তার উপর আবার উঠতে-বসতে সারাদিন কাম করায়!,🥹🥹

শুভ সকাল 🌿🌸💐
02/17/2025

শুভ সকাল 🌿🌸💐

02/16/2025

শীতের রাতে গরম গরম হাঁসের মাংসের মজাই আলাদা 🌸🥰

শুভ সন্ধ্যা সবাই কে ☕🫖🧈
02/16/2025

শুভ সন্ধ্যা সবাই কে ☕🫖🧈

02/16/2025

🌸🙂

যারা আমাকে ধরেই নিয়েছে আমি খারাপ😔 আমি তাদেরকে আর প্রমাণ দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি কেমন😄
02/14/2025

যারা আমাকে ধরেই নিয়েছে আমি খারাপ😔 আমি তাদেরকে আর প্রমাণ দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি কেমন😄

সকালের শুভ্র আলোয় ধুয়ে যাক সব দুঃখ-কষ্ট, আনন্দে ভরে উঠুক সবার জীবন। শুভ সকাল!
02/14/2025

সকালের শুভ্র আলোয় ধুয়ে যাক সব দুঃখ-কষ্ট, আনন্দে ভরে উঠুক সবার জীবন।

শুভ সকাল!

মাঝে মাঝে প্রিয় মানুষের অভিমান ভাঙানোতে অনেক সুখ।এটাকে ন্যাকামো মনে করলে আপনি ভিশন রকম একজন হতভাগা।তার জীবনের বিশেষ দিন...
02/12/2025

মাঝে মাঝে প্রিয় মানুষের অভিমান ভাঙানোতে অনেক সুখ।এটাকে ন্যাকামো মনে করলে আপনি ভিশন রকম একজন হতভাগা।
তার জীবনের বিশেষ দিন, তারিখে ছোট্ট ছোট্ট উপহার দিয়ে তাকে খুশি করায় কোনো ন্যাকামো নয়।
মাঝে মাঝে তাকে নিয়ে ঘুরতে যাওয়া, ব্যাস্ত তার মধ্যে ও একটু সময় দেওয়ায় আপনার অনেক বড় লস হবে না।
কিন্তু এর বিনিময়ে আপনি যে মানুষিক শান্তি টা পাবেন তা হয়তো প্রচুর টাকা দিয়ে ও কিনতে পারবেন না।

কি ভাবছেন? এখন কি আর সেই বয়স আছে তাই তো?

আমার তো ভিশন কিউট লাগে যদি দীর্ঘদিন সংসার জীবন পার করা দুজন মানুষ কে একসাথে বসে পান চিবিয়ে হাসতে হাসতে কথা বলা দেখতে।মনে হয় কতোই না সুখী তারা।আসলে সুখী হতে খুব বেশি কিছু লাগে না, শুধু উপলব্ধি করার মত সুন্দর একটা মন থাকলেই যথেষ্ট।

মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে। তবুও টেনে হ্যাচরে জীবনটাকে মানিয়ে নিতে হয়।      😥 আহারে জীবন 😥
02/11/2025

মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে। তবুও টেনে হ্যাচরে জীবনটাকে মানিয়ে নিতে হয়।
😥 আহারে জীবন 😥

02/10/2025

জীবনে বহুবার হোঁচট খেয়েছি, পড়ে গিয়েছি, উঠে দাড়ানোর শক্তি হারিয়ে ফেলেছি; তবুও উঠে দাঁড়িয়েছি..!

জীবনে কম ক'ষ্ট পাইনি..!
ক'ষ্টে ভে'ঙে গিয়েছি, বেঁচে থাকার ইচ্ছে হারিয়েছি; তবুও ক'ষ্টের সাথে ল'ড়াই করে বেঁচে আছি..!

জীবনে এমন কিছু পরিস্থিতিতে পড়েছি, যে পরিস্থিতি থেকে বারবার পালাতে চেয়েছি, ভীষণ ভাবে মুক্তি চেয়েছি, ক্ষ'তবিক্ষ'ত হয়েছি; তবুও সেই পরিস্থিতির সম্মুখীন হয়েছি, নিজেকে শক্ত করে পরিস্থিতির সামনে দাড়িয়ে থেকেছি..!

জীবনে এমন কিছু অনাকা'ঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছি যে, জীবনের প্রতি আলাদা একটা অ'ভিযোগ জমে গেছে।

তবে এই সব কিছু আমাকে শক্ত হতে শিখিয়েছে, নতুন করে বাঁচতে শিখিয়েছে, ভ'য়কে জয় করতে শিখিয়েছে..।

এখন যে রকমেই থাকি, যে পরিস্থিতিতেই পড়ি, যত ক'ষ্টই হোক; সব কিছুর মোকাবিলা করে ঠায় দাঁড়িয়ে থাকি।

আগে সব কিছুতেই ভয়ে কুঁকড়ে যেতাম; কিন্তু এখন আর ভ'য় পাই না, ক'ষ্ট হয় না কোনো কিছুর জন্যই..!
এখন এসবের সাথে নিজেকে খুব সুন্দর মসৃ'ণ ভাবে খাপ খাইয়ে নিয়েছি, মানিয়ে নিতে শিখেছি..🙂

দেহের শান্তিটা ওষুধের দোকানে পাওয়া গেলেওমনের শান্তিটা কিন্তু কোন না কোন মানুষের কাছ থেকেই পাওয়া যায়। সকলের জন্য শুভকা...
02/10/2025

দেহের শান্তিটা ওষুধের দোকানে পাওয়া গেলেও
মনের শান্তিটা কিন্তু কোন না কোন মানুষের কাছ থেকেই পাওয়া যায়।
সকলের জন্য শুভকামনা ❤️🥰
শুভ সকাল 💐🌿

Address

Laxmipur
Alexander

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramisha anni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ramisha anni:

Share