Clicky

WashingtonBangla.tv

WashingtonBangla.tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from WashingtonBangla.tv, Broadcasting & media production company, Ashburn, VA.

Operating as usual

“আলেমরা নন, গ্রেফতার হচ্ছে দুষ্কৃতিকারীরা।”
04/22/2021

“আলেমরা নন, গ্রেফতার হচ্ছে দুষ্কৃতিকারীরা।”

গতবারের চেয়ে বেশি ধান-চাল কিনবে সরকার
04/21/2021

গতবারের চেয়ে বেশি ধান-চাল কিনবে সরকার

অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন মাননীয় প্রধানমন্ত্...
02/22/2021

অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্র নায়ক শেখ হাসিনা।

কিংবদন্তি অভিনেতা এ টি এম শামসুজ্জামান আর নেই। বর্ষীয়ান অভিনেতা ও বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুকাভিনেতা এ টি এম শামসুজ্...
02/22/2021

কিংবদন্তি অভিনেতা এ টি এম শামসুজ্জামান আর নেই।

বর্ষীয়ান অভিনেতা ও বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুকাভিনেতা এ টি এম শামসুজ্জামান আজ সকাল ৯ টায় তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উল্লেখ্য, গতকাল বিকেলেই হাসপাতাল থেকে খানিক সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনি। আর রাত পোহাতেই কাউকে না জানিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

এ টি এম শামসুজ্জামান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, পরিচালক, কাহিনিকার, চিত্রনাট্যকার, সংলাপ লেখক ও গল্পকার। অভিনয়ের জন্য বেশ কয়েকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন একুশে পদক।

১৯৬৫ সালে অভিনেতা হিসেবে চলচ্চিত্র আগমন হয় এই অভিনেতার। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

আমি মরহুমের আত্নার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

09/15/2020
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজন করতে যাচ্ছে 'THANK YOU PM' ...
09/11/2020

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজন করতে যাচ্ছে 'THANK YOU PM' ক্যাম্পেইন। এই আয়োজনটি আমরা ৬৪টি জেলার তরুণদের নিয়ে সাজিয়েছি। আমরা আপনাদের কাছে আহবান করছি, আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় গত ১২ বছরে আপনার জেলায় শেখ হাসিনা সরকারের উন্নয়ন সম্পর্কে আমাদের জানান।

ভিডিও করার পূর্বে শর্তাবলীঃ

- অবশ্যই খোলা জায়গায় ভিডিও ধারণ করতে হবে
- যদি সম্ভব হয় আওয়ামী লীগ সরকারের আমলে আপনার জেলার নির্মিত স্থাপনার সামনে দাঁড়িয়ে ভিডিও চিত্রটি ধারণ করতে পারলে ভালো হয়
- আপনার আঞ্চলিক ভাষায় ভিডিও চিত্রটি ধারণ করতে হবে
- ভিডিওটি অবশ্যই এক মিনিটের মধ্যে শেষ করতে হবে
- এবং আপনি অবশ্যই 'ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা' বলে ভিডিওটি শেষ করবেন

আপনার ধারণকৃত ভিডিওটি পাঠাবেন [email protected] এই ঠিকানায়। আপনার ভিডিওটি যদি প্রাসঙ্গিক হয় তাহলে ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেইসবুক পেইজে প্রচারিত হবে।

করোনাভাইরাস বাংলাদেশ আপডেটঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০।২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১,৮৯২ জন। আজ মৃত্যু হয়েছে আরও ৪১ জনের...
09/11/2020

করোনাভাইরাস বাংলাদেশ আপডেটঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০।

২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১,৮৯২ জন। আজ মৃত্যু হয়েছে আরও ৪১ জনের।
- স্বাস্থ্য অধিদপ্তর

মেডিক্যাল অক্সিজেন সিলিন্ডার ব্যবহারের পূর্বে নিম্নলিখিত তথ্য যাচাই করে নিন:- সিলিন্ডারের সিরিয়াল নাম্বার;- গ্যাস ভর্তিক...
09/10/2020

মেডিক্যাল অক্সিজেন সিলিন্ডার ব্যবহারের পূর্বে নিম্নলিখিত তথ্য যাচাই করে নিন:

- সিলিন্ডারের সিরিয়াল নাম্বার;
- গ্যাস ভর্তিকারী কোম্পানির নাম;
- সিলিন্ডারে ভর্তিকৃত গ্যাসের নাম;
- সর্বশেষ পরীক্ষার তারিখ।

বিস্ফোরক অধিদপ্তর
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

09/02/2020
বাইক রেজিস্ট্রেশন ফি অর্ধেক কমতে পারেমোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি ১০ হাজার টাকার মধ্যে আনার ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়...
09/02/2020

বাইক রেজিস্ট্রেশন ফি অর্ধেক কমতে পারে
মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি ১০ হাজার টাকার মধ্যে আনার ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
সোমবার (৩১ আগস্ট) জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
আরও পড়ুন: নিজস্ব ব্র্যান্ডের গাড়ি উৎপাদন করবে বাংলাদেশ
এ সময় শিল্পমন্ত্রী বলেন, মুজিব বর্ষ উপলক্ষে নিজস্ব ব্র্যান্ডের গাড়ি উৎপাদন করবে বাংলাদেশ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রগতির মাধ্যমে যত দ্রুত সম্ভব এ প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। এক্ষেত্রে কারিগরি ও প্রশিক্ষণ সহযোগিতা দেবে জাপান। প্রয়োজনীয় কিছু এক্সেসরিজ আমদানি করা হবে। তবে চেষ্টা থাকবে যেন বেশিরভাগ পার্টসই দেশে তৈরি করা যায়।
গাড়ি নির্মাণ শিল্পের বিনিয়োগ সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে হবে নাকি পুরোটাই সরকারি উদ্যোগে হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান শিল্পমন্ত্রী।
এ সময় নতুন গাড়ির রেজিস্ট্রেশন ফি কমানোসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন জাপানি রাষ্ট্রদূত।
আরও পড়ুন: দেশের বাজারে সেরা ৫ মোটরসাইকেল
দুই ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন:
বর্তমানে মোটরসাইকেল রেজিস্ট্রেশন দুই ধরনের হয়ে থাকে। ১০ বছর মেয়াদি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিআরটিএর তথ্য মতে ৫০ এবং ৮০ সিসির মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি ১৩ হাজার ৯১৩ টাকা। ১০০ সিসির মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি ১৯ হাজার ৬৬৩ টাকা। এবং ১৫০ সিসির মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি ২১ হাজার ২৭৩ টাকা।
এছাড়া ২ বছর মেয়াদি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ৫০ থেকে ৮০ সিসি মোটরসাইকেলের জন্য রেজিস্ট্রেশন ফি ৯ হাজার ৩১৩ টাকা। ১০০ সিসি মোটরসাইকেলের ক্ষেত্রে ১০ হাজার ৪৬৩ টাকা এবং ১০১ সিসি থেকে ১৫০ সিসি মোটরসাইকেলের ক্ষেত্রে ১২ হাজার ৭৩ টাকা।
মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি ১০ হাজার টাকার মধ্যে আনা হলে বর্তমান খরচের চেয়ে তা অর্ধেকে নেমে আসবে।

অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের নিয়মজাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্ট কার্ড হারিয়ে গেলে কিংবা পরিচয়পত্রে থাকা ...
09/01/2020

অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের নিয়ম
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্ট কার্ড হারিয়ে গেলে কিংবা পরিচয়পত্রে থাকা ভুল তথ্য সংশোধন করা যাবে এখন থেকে অনলাইনে। শধু তাই নয়, আপনি চাইলে ভোটার আইডি কার্ডের ছবিও পরিবর্তন করতে পারবেন অনলাইনে মাধ্যমে। কিন্তু কিভাবে করবেন সে বিষয়ে আজকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
জেনে নিন কিভাবে করবেন-
প্রথমে রেজিষ্ট্রেশন করতে এই লিংকে যান https://services.nidw.gov.bd/registration (এই সাইট https ফরম্যাটে হওয়াতে আপনার ফায়ারফক্স ব্রাউজারে এটা লেখা আসতে পারে This Connection is Untrusted সেক্ষেত্রে সমাধান হলো প্রথমে Understand the Risks ক্লিক করেন তারপর।
* On the warning page, click I Understand the Risks.https://services.nidw.gov.bd/registration
* Click “Add Exception‘…. The Add Security Exception dialog will appear.
* Click “Confirm Security Exception” ক্লিক করুন সাইট চলে আসবে। এরপর-
১. প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করুন।
২. আপনার কার্ডের তথ্য ও মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড সহকারে লগ ইন করুন।
৩. তথ্য পরিবর্তনের ফর্মে তথ্য হালনাগাদ করে সেটির প্রিন্ট নিয়ে নিন।
৪. প্রিন্টকৃত ফর্মে স্বাক্ষর করে সেটির স্ক্যানকৃত কপি অনলাইনে জমা দিন।
৫. তথ্য পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় দলিলাদি কালার স্ক্যান কপি অনলাইনে জমা দিন।
এবার ‘রেজিষ্ট্রেশনফরম পূরণ করতে চাই’ ক্লিক করুন।
এবার ফরমটি সঠিক ভাবে পুরণ করুন-
* এন.আই.ডি নম্বরঃ (আপনার এন.আই.ডি নম্বর যদি ১৩ সংখ্যার হয় তবে অবশ্যই প্রথমে আপনার জন্মসাল দিয়ে নিবেন উদাহরণঃ আপনার কার্ড নাম্বার ১২৩৪৫৬৭৮৯১০০০ ও জন্মসাল ১৯৯০ আপনি এভাবে দিবেন১৯৯০১২৩৪৫৬৭৮৯১০০০)
* জন্ম তারিখঃ (কার্ড দেখে সিলেক্ট করুন)
*মোবাইল ফোন নম্বরঃ (আপনার সঠিক মোবাইল নাম্বার দিন কারণ মোবাইলে ভেরিফাই কোড পাঠাবে)
* ইমেইলঃ (ইচ্ছা হলে দিতে পারেন না দিলে সমস্যা নাই, ইমেইল আইডি দিলে পরবর্তীতে লগইন করার সময় ভেরিফাই কোড ইমেইলে সেন্ড করতে পারবেন যদি মোবাইল হাতের কাছে না থাকে)
* বর্তমান ঠিকানা: বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন ভোটার হবার সময় যা দিয়েছিলেন।
* স্থায়ী ঠিকানা: বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন ভোটার হবার সময় যা দিয়েছিলেন।
* লগইন পাসওয়ার্ড: পাসওয়ার্ড অবশ্যই ৮ সংখ্যার হতে হবে বড় হাতের অক্ষর ও সংখ্যা থাকতে হবে যেমনঃ InfoPedia71
এবার সঠিক ভাবে ক্যাপচার পূরণ করুন ছোট হাতের বড় হাতের অক্ষর বা সংখ্যা যা দেওয়া আছে তাই বসান তবে স্পেস দিতে হবেনা । এবার “রেজিষ্টার” বাটন ক্লিক করে দ্বিতীয় ধাপে চলে যান।
ফরম টি সঠিক ও সফল ভাবে রেজিস্টার করার পর দেখুন আপনার মোবাইলে ভেরিফাই কোড এসেছে ও ব্রাউজারে ঐ কোড সাবমিট করার অপশন এসেছে, নিচের ছবির মত স্থানে আপনার মোবাইলের ভেরিফিকেশন কোড বসান ও রেজিস্টার বাটনে ক্লিক করুন।
(২ মিনিটের মধ্যে মোবাইলে কোড না আসলে পুণরায় কোড পাঠান (SMS) ক্লিক করুন)
সঠিক ভাবে কোড প্রবেশ করার পর আপনার Account Active হয়ে যাবে এবার একটি পেইজ আসবে আপনাকে লগইন করতে বলা হবে অথবা লগইন লিংক https://services.nidw.gov.bd/login
লগইন করতে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর (১৩ সংখ্যার হলে অবশ্যই প্রথমে আপনার জন্মসাল দিয়ে নিবেন) জন্মতারিখ ও আপনার দেওয়া পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই কোড কিভাবে পেতে চান তা সিলেক্ট করতে হবে।
রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার আপনার হাতের কাছে থাকলে মোবাইলে তা না হলে ইমেইলে সিলেক্ট করুন।
এবার “সামনে” ক্লিক করুন।
এবার আপনার সিলেক্ট করা অপশন মোবাইলে বা ইমেইল থেকে ভেরিফাই কোড বসিয়ে লগইন করুন।
দুই মিনিটের মধ্যে যদি কোড না আসে তবে “পুনরায় কোড পাঠান” বাটনে ক্লিক করুন।
নির্বাচন কমিশনের কাছে থাকা আপনার ডাটাবেজের সব তথ্য দেখা যাবে এবার। নিচের যেকোনো অপশনে চাহিদা অনুযায়ী ক্লিক করুন আর তথ্য হালনাগাদ করুন। এভাবেই আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন কিংবা ছবি পরিবর্তন করতে পারবেন খুব সহজেই।

হার্ট সুস্থ রাখতে মেনে চলুন এই নিয়মগুলোমানব শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে বেশি ভাবনা থাকে হার্ট নিয়ে। এটি বিকল হল...
08/30/2020

হার্ট সুস্থ রাখতে মেনে চলুন এই নিয়মগুলো
মানব শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে বেশি ভাবনা থাকে হার্ট নিয়ে। এটি বিকল হলেই মহাবিপর্যয় নেমে আসে জীবনে। তাই হার্ট সুস্থ ও স্বাভাবিক রাখতে চলছে নানা ধরনের গবেষণা।
যদিও অনেকেরই ধারণা এক্সারসাইজ এবং হেলদি ডায়েটের মাধ্যমে হার্ট সুস্থ রাখা সক্ষম। তবে একথা পুরোপুরি ঠিক নয়। এই দুটো টিপস ছাড়াও আরও অনেক কিছু করা প্রয়োজন। তাই এখন সময় এসেছে হার্ট সুস্থ রাখার জন্য মানতে হবে যেসব গবেষণা।
সুস্থ হার্টের জন্য মেনে চলুন এই নিয়ম :
ধূমপান ত্যাগ করুন: যখন হেলদি হার্টের জন্য ধূমপান ত্যাগ করতে বলা হচ্ছে তখন আর কোনও প্রশ্ন বা সংশয় না রেখে অবশ্যই ধূমপান ত্যাগ করুন। ধূমপান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এই অভ্যাস অতি দ্রুত ত্যাগ করা উচিত। ধূমপানের ফলে ক্যানসার হয় এবং শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গেরও ক্ষতি হয়। তাই হার্ট সুস্থ রাখতে অবশ্যই ধূমপান ত্যাগ করুন।
প্রতিদিন এক কাপ আখরোট: প্রতিদিন এক কাপ পরিমাণ আখরোট-জাতীয় ফল খেলে শরীরের রক্ত সঞ্চালনপ্রক্রিয়া কার্যকর হয়ে ওঠে। কেননা আখরোট-জাতীয় ফলে থাকে ওমেগা-৩ নামের চর্বি, যা বিভিন্ন ধরনের প্রদাহের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেয় এবং এর ফলে দূষিত রক্ত নিয়মিত পরিসঞ্চালিত হয়ে হার্টের গতি স্বাভাবিক রাখে।
বেশি খান শিম, বরবটি: আলু কিংবা কলাই-জাতীয় খাবারের চেয়েও গুটিযুক্ত ফলধারী লতা, যেমন- শিম, বরবটি রক্তচাপ কমাতে সাহায্য করে। তাই প্রতিদিনের খাবারের তালিকায় এগুলো রাখতে পারেন ওষুধ বিবেচনায়ও।
করুন মুঠোর ব্যায়াম: টানা চার সপ্তাহের মুঠো সঞ্চালন-প্রসারণ ব্যায়ামও আপনার রক্তচাপ কমাতে সাহায্য করবে। হাইপারটেনশন জার্নাল জানিয়েছে, এর মাধ্যমে আপনি রক্তের ঊর্ধ্বচাপ কমিয়ে আনতে পারেন প্রায় ১০ শতাংশ হারে।
দৌড়ান নিয়মিত: এটা একটা সাধারণ তরিকা। তবে হার্ট ভালো রাখতে হলে প্রতিদিন কমপক্ষে তিন কিলোমিটার করে দৌড়ানোর উপদেশ দিয়েছেন চিকিৎসকরা।
ছুড়ে ফেলুন এনার্জি ড্রিংকস: শক্তিবর্ধক এসব পানীয়কে ‘শত্রু’ হিসেবে গণ্য করুন। কেননা এসব পানীয় কোনোভাবেই আপনার কোনো ধরনের উপকারে আসবে না, উল্টো রক্তচাপ বাড়িয়ে মুহূর্তেই আপনাকে ধসিয়ে দেবে।
যৌন কার্যকলাপ বজায় রাখুন: হার্টের জন্য সেক্স উপকারী। শরীর সতেজ রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হল যৌন কার্যকলাপ বজায় রাখা। এর ফলে শরীর থেকে প্রচুর হরমোন নিঃসৃত হয় ফলে স্ট্রেস কমে। স্ট্রেসের ফলে হার্টের বিভিন্ন সমস্যা দেখা যায়।
খাদ্যে লবণের পরিমাণ কমিয়ে দিন: দৈনিক লবণ গ্রহণের পরিমাণ কমিয়ে দিন। খাদ্যে লবণের পরিমাণ বেশি থাকলে হাইপারটেনশন এবং হার্টের সমস্যা দেখা দেয়। লবণের পরিমাণ কমানোর পাশাপাশি আপনার জাঙ্ক ফুড খাওয়াও বন্ধ করে দেওয়া উচিত।
ডার্ক চকোলেট খান: ডার্ক চকোলেটে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েড হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। তবে ডার্ক চকোলেট কীভাবে খেলে হার্ট সুস্থ থাকে আপনার তা অবশ্যই জানা উচিত। রাতে খাবার খাওয়ার পর এক টুকরো ডার্ক চকোলেট আপনাকে তৃপ্তি দেওয়ার পাশাপাশি আপনার হার্টকে সুস্থও রাখবে।
লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন: লিফট এবং এস্ক্যালেটরের যুগে আমরা সিঁড়ির ব্যবহার ভুলতে বসেছি। কিন্তু এইভাবে সুস্থ থাকা সম্ভব নয়। আপনার রোজকার ওয়ার্কআউট রুটিনে সিঁড়ির ব্যবহার যোগ করুন। সুস্থ থাকুন।
মুখের স্বাস্থ্যের দিকে নজর দিন: মুখের স্বাস্থ্য আপনার সম্পূর্ণ স্বাস্থ্য কেমন তার নির্দেশক। বিভিন্ন গবেষণায় জানা গেছে, মুখের স্বাস্থ্য খারাপ হলে তা হার্টের খারাপ স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। আপনার দাঁত এবং মাড়ি সুস্থ রাখতে নিয়মিত দাঁত ব্রাশ করুন এবং দাঁত পরিষ্কার রাখুন। আপনার দাঁতে সমস্যা দেখা দিলে তা ক্যাবিটি ছাড়া অন্য রোগেরও নির্দেশক।

জনগনের পেছনে যে টাকা খরচ করেছি তা আমার একান্ত ব্যক্তগত উপার্জনের টাকা। কারো কাছ থেকে চারআনা পয়সা নিইনি। ভালোবাসার কাছে আ...
08/30/2020

জনগনের পেছনে যে টাকা খরচ করেছি তা আমার একান্ত ব্যক্তগত উপার্জনের টাকা। কারো কাছ থেকে চারআনা পয়সা নিইনি। ভালোবাসার কাছে আমি বিক্রি হতে পারি কিন্তু টাকার কাছে কোন দিন বিক্রি হবো না। এই চেয়ারের প্রতি আমার কোন লোভ নেই। আমি আমার দেশকে ভালোবাসি। মানুষের সেবা করতে চাই। রাজনীতি আমার পেশা না নেশা এখন।"

-মাশরাফি বিন মুর্তজা এমপি

অভিনন্দন পাবনা ৪ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে নুরুজ্জামান বিশ্বাস মনোনীত হয়েছে।
08/30/2020

অভিনন্দন
পাবনা ৪ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে নুরুজ্জামান বিশ্বাস মনোনীত হয়েছে।

08/30/2020
অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঢাকা উত্তর সিটি করপোরেশনের।
08/30/2020

অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঢাকা উত্তর সিটি করপোরেশনের।

বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় আড়াই কোটি ছাড়ালো
08/30/2020

বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় আড়াই কোটি ছাড়ালো

সেপ্টেম্বর থেকে শর্ত সাপেক্ষে গণপরিবহন আগের নির্ধারিত ভাড়ায় চলাচল করবে। এতে বাসের দুই সিটের জায়গায় একজন করে না বসে, আগের...
08/29/2020

সেপ্টেম্বর থেকে শর্ত সাপেক্ষে গণপরিবহন আগের নির্ধারিত ভাড়ায় চলাচল করবে। এতে বাসের দুই সিটের জায়গায় একজন করে না বসে, আগের মত দুইজন যাত্রী বসবেন। এজন্য নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ৬০ শতাংশ বর্ধিত ভাড়া আর থাকবে না।

অ্যান্টিবায়োটিকের চেয়ে মধুই সর্দিকাশিতে বেশি কার্যকর বলে জানানো হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়।
08/29/2020

অ্যান্টিবায়োটিকের চেয়ে মধুই সর্দিকাশিতে বেশি কার্যকর বলে জানানো হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়।

বার্সেলোনাকে বিদায় বলতে যাচ্ছেন লিওনেল মেসি। খুব সম্ভবত কাতালুনিয়ায় নিজের শেষ দিনগুলো কাটাচ্ছেন তিনি। যদিও তার বিদায় নিয়...
08/29/2020

বার্সেলোনাকে বিদায় বলতে যাচ্ছেন লিওনেল মেসি। খুব সম্ভবত কাতালুনিয়ায় নিজের শেষ দিনগুলো কাটাচ্ছেন তিনি। যদিও তার বিদায় নিয়ে এখনো চলছে নানা নাটকীয়তা। তবে বিশ্বজুড়ে বার্সা সমর্থকরা ধরেই নিয়েছেন, শিগগিরই বিদায় বলতে যাচ্ছেন আর্জেন্টাইনের এ মহাতারকা।
ইতিহাস বলে, কেবল মেসিই নয়, এর আগেও অনেক কিংবদন্তিকে ধরে রাখতে ব্যর্থ হয়েছে বার্সেলোনা। তেমনই কয়েকজন কিংবদন্তির বিদায়ের গল্প জানা যাক।
ম্যারাডোনা:
উত্তরসূরী মেসির মতোই বার্সেলোনায় খেলেছেন ফুটবল ইতিহাসের আরেক সেরা ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। তবে ক্লাবটিতে বেশিদিন টিকতে পারেননি তিনি। ক্লাব কর্তাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে বিদায় নিতে হয় তাকে। ১৯৮২ সালের জুনে বার্সায় যোগ দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি, বিদায় নেন ১৯৮৪ সালে। কোচ মেনোত্তি এবং ক্লাব কর্তাদের সঙ্গে মতবিরোধ দেখা দেয়ায় ইতালিয়ান ক্লাব নাপোলিতে চলে যান ম্যারাডোনা। পরবর্তীতে সেই ক্লাবের কিংবদন্তি হিসেবে খ্যাতি পান।
মাইকেল লডরুপ:
ডেনমার্কের এই তারকা খুব একটা সখ্যতা গড়ে তুলতে পারেননি তৎকালীন কোচ ইয়োহান ক্রুইফের সঙ্গে। ফলাফল সেসময়ের অন্যতম সেরা ফুটবলারের বেশিদিন টেকা হয়নি বার্সেলোনায়। লডরুপের বিষয়ে নানা তথ্য ফাঁস করা হয় ক্লাবের পক্ষ থেকে। ক্ষুব্ধ এই ফুটবলার বার্সার সঙ্গে চুক্তি বাতিল করে যোগ দেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে এবং ১৯৯৫ সালে রিয়ালের হয়ে জেতেন লা লিগা।
রোমারিও ডি সুজা:
রোমারিওকে বলা হয় ফ্যান্টাসি ফুটবলার। বার্সায় দীর্ঘদিন কাটিয়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে তার বিদায়টাও সুখকর হয়নি। ক্লাবে যোগ দিয়ে প্রথম বছরেই ৪৭ ম্যাচে ৩২ গোল করেন রোমারিও। ১৯৯৪ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের পর লম্বা ছুটিতে যান রোমারিও। কোচ ইয়োহান ক্রুইফ সেসময় তাকে ফিরতে বললেও, দীর্ঘদিন পর দলের সঙ্গে যোগ দেন তিনি। ফলাফল কোচের সঙ্গে বিবাদ এবং এরপর ক্লাব ছাড়ার ঘটনা।
রোনালদো নাজারিও:
১৯৯৬-৯৭ সালে বার্সেলোনায় যোগ দেন ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। মৌসুমে ৪৯ ম্যাচে ৪৭ গোল করেন এই তারকা। তবে বার্সায় যোগ্য মুল্যায়ন পাচ্ছেন না এমন দাবি তুলে পরের বছরই তখনকার রেকর্ড ট্রান্সফার ফি'তে (২৫ মিলিয়ন ইউরো) যোগ দেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে।
লুই ফিগো:
পর্তুগিজ এই কিংবদন্তির বিদায়টা আজীবন মনে রাখবেন বার্সেলোনা সমর্থকরা। কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি বাড়াতে চেয়েও সক্ষম হননি ফিগো। অথচ এই ক্লাবে তার দারুণ অবদান ছিল। বার্সেলোনা থেকে একপ্রকার বিতাড়িত হয়ে মনোক্ষুন্ন হয়ে ৬১ মিলিয়ন ইউরোতে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে যোগ দেন ফিগো।
রোনালদিনহো:
সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকেও সুখকর বিদায় দিতে পারেনি বার্সেলোনা। ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত কাতালান ক্লাবটিতে খেলেছেন ব্রাজিলিয়ান তারকা। এসময় ১৪৫ ম্যাচে গোল করেন ৭০টি। তবে ২০০৮ সালে গার্দিওলা বার্সার দায়িত্ব নিলে সেরা একাদশে জায়গা হারিয়ে ফেলেন রোনালদিনহো। সেবছরই একপ্রকার বাধ্য হয়েই ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইন্টার মিলানে যোগ দেন এই কিংবদন্তি ফুটবলার।
জ্লাতান ইব্রাহিমোভিচ:
মেসি-রোনালদোর দাপটের ভীড়ে এই প্রজন্মের সুপ্ত এক নক্ষত্রের নাম জ্লাতান ইব্রাহিমোভিচ। বিশ্বের সব বড় লিগ এবং ক্লাবগুলোতে খেলেছেন এই সুইডিশ স্ট্রাইকার। তবে কাতালান ক্লাবটিতে পাননি যথাযোগ্য মর্যাদা। ২০০৯ সালে ৭৮ মিলিয়ন ইউরোতে বার্সায় যোগ দেন জ্লাতান, ২০১১'তে ক্লাব ছাড়েন মাত্র ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে। বার্সায় অবশ্য প্রত্যাশিত ছন্দে ছিলেনও না ইব্রা।
নেইমার জুনিয়র:
সমসাময়িক ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলা যেতেই পারে নেইমারকে। ক্লাবের সঙ্গে দারুণভাবে খাপ খাইয়ে নিয়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা, সখ্যতা গড়ে উঠেছিল লিওনেল মেসির সঙ্গেও। দু'জনে মিলে গড়ে তুলেছিলেন বিশ্বসেরা আক্রমণভাগ। তবে ২০১৭ সালে পিএসজির প্রস্তাবে সাড়া দিয়ে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সা ছাড়েন নেইমার। পরবর্তীতে বিভিন্ন সময়ে নিজের সিদ্ধান্তের জন্য অনুশোচনায় ভোগেন জানালেও, তাকে ক্লাবে ফেরাতে সক্রিয় উদ্যোগ নেয়নি বার্সেলোনা কর্তৃপক্ষ।
সবশেষ কি এই তালিকায় যোগ দিতে যাচ্ছেন ক্লাব ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার? সময়ই বলে দেবে।

আজ ২৯/০৮/২০২০ইং বিকেলে  ০৫ঃ০০ ঘটিকায় মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তর  আওয়ামী লীগ  আয়োজিত সেমিনারে প্রধান অতিথি মাননী...
08/29/2020

আজ ২৯/০৮/২০২০ইং বিকেলে ০৫ঃ০০ ঘটিকায় মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সেমিনারে প্রধান অতিথি মাননীয় তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ এমপি,

আমাদের ঢাকা 🇧🇩💓
08/29/2020

আমাদের ঢাকা 🇧🇩💓

08/29/2020
অক্সফোর্ডের করোনাভাইরাসের ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে আসছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিডেট। এতে সহযোগিতা করছে সিরাম ইনস্...
08/29/2020

অক্সফোর্ডের করোনাভাইরাসের ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে আসছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিডেট।
এতে সহযোগিতা করছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।
শুক্রবার কোম্পানি দুটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের অন্যতম বৃহৎ ওষুধ ও ওষুধের কাঁচামাল উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (বিপিএল) এবং বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (এসআইআই) কোভিড-১৯ ভ্যাকসিন উন্নয়নে এসআইআই-এ বিনিয়োগ করবে বিপিএল।এই বিনিয়োগ অগ্রিম হিসেবে বিবেচিত হবে।
ভ্যাকসিনটি যখন নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন পাবে, তখন যেসব দেশ সবার আগে নির্দিষ্ট পরিমাণ ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে পাবে তাদের মধ্যে বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করবে এসআইআই।
বাংলাদেশের বেসরকারি বাজারের জন্য ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত করবে বেক্সিমকো ফার্মা লিমিটেড।
অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন (এজেডডি১২২) হলো অ্যাডিনোভাইরাস ভেক্টর-ভিত্তিক ভ্যাকসিন। বর্তমানে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতে বৃহৎ আকারে এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল চলছে।
এসআইআই-এর মালিক ও প্রধান নির্বাহী আদর সি পুনাওয়ালা ও বেক্সিমকো ফার্মা লিমিটেড -এর প্রিন্সিপ্যাল শায়ান এফ রহমান যৌথ বিবৃতিতে জানিয়েছেন, অত্যন্ত আশাব্যঞ্জক এই ভ্যাকসিন যেসব মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে ভারত ও বাংলাদেশের দুটি শীর্ষ স্থানীয় ফার্মা কোম্পানিকে একসাথে করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। দুই দেশের মধ্যে সহযোগিতার যে গভীর সদিচ্ছা, তারই প্রতিফলন হিসেবে এই চুক্তি মাইলফলক হয়ে থাকবে।
দুই জাতির প্রতিনিধি হিসেবে, একসঙ্গে আমরা কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট স্বাস্থ্য সংকট নিরসনে অনেকদূর যেতে পারবো।

Address

Ashburn, VA
20148

Website

Alerts

Be the first to know and let us send you an email when WashingtonBangla.tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos


Other Broadcasting & media production in Ashburn

Show All
x

Other Broadcasting & media production in Ashburn (show all)

Lambi vérité Colima noticias Freedom with Steve Nichols Flowz Generating Inc. SpitBallin' Sports Podcast WPMM TALK  RADIO Grizzly Sports Network Danny Smith Media World Tamil Federation உலக தமிழ் பேரவை McNair Music Group LLC Freelance Creativ. Country Girls Gone Wild Tru-Entertainment, LLC. PhillyWood Venue Media