09/12/2025
আরবি দোʿআ
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণ
“রব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাতাঁও, ওয়া ফিল আখিরাতি হাসানাতাঁও, ওয়া কিনা আযাবান্নার।”
বাংলা অনুবাদ
“হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও এবং আমাদেরকে দোযখের শাস্তি থেকে রক্ষা করো।” (সূরা আল-বাকারাহ ২:২০১)
⸻
সংক্ষিপ্ত ব্যাখ্যা
• দুনিয়ার কল্যাণ (حسنة الدنيا): হালাল রিজিক, সুস্বাস্থ্য, নেক আমল করার তৌফিক, শান্তি-সমৃদ্ধি, সৎ সন্তান, উত্তম জীবনযাপন।
• আখিরাতের কল্যাণ (حسنة الآخرة): জান্নাত, আল্লাহর সন্তুষ্টি, হাশরের দিন নিরাপত্তা।
• দোযখ থেকে রক্ষা: আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও তাঁর আযাব থেকে নিরাপত্তা প্রার্থনা।