Jahid Hasan

Jahid Hasan Content Creator - Speaker
Busienss: [email protected]

10/15/2025

ফেসবুকের ফিড দেখলে কেউ বুঝতেই পারবে না যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব, দারিদ্রের হার, আইনশৃঙ্খলার কি বারোটা বেজে আছে।

সবাই এখানে আম্বানির বংশভূত

10/15/2025

ভিসা মিস হইলে প্ল্যান ছিলো বাড়িতে একটা মুরগীর খামার করবো চাকরির পাশাপাশি। পুরো একটা অংশ নেট দিয়ে আবৃত করে সেখানে প্রাকৃতিক পরিবেশে দেশী মুরগী পালন।

ভালো না আইডিয়া টা?

10/14/2025

Study in USA || Free Workshop

যদি কোন কলেজ, বিশ্ববিদ্যালয়, কিংবা শিক্ষা প্রতিষ্ঠান 'USA Study' বিষয়ক কোন অনলাইন সেমিনার করতে চান আমি অংশগ্রহণ করে আপনাদের সাথে আমার অভিজ্ঞতা এবং দিক নির্দেশনা দিতে আগ্রহী।

এটা সম্পূর্ণ ফ্রি করতে হবে তবে অংশগ্রহনকারী যেনো ভালো পরিমানে থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

10/13/2025

পড়াশোনাই একমাত্র উপায় ছোট থেকে বড় হওয়ার - এর বাইরে আর কোন শর্টকাট নাই

10/13/2025

Today I will show you how I became SAlman Khan in One Day!!! Kidding Guys
Just some videos togeter, Take Care

🇺🇸 যুক্তরাষ্ট্রে 𝐅𝟏 স্টুডেন্টদের জন্য গ্রিন কার্ড পাওয়ার উপায় — 𝐄𝐁𝟏𝐀, 𝐄𝐁𝟐, 𝐄𝐁𝟑 বিস্তারিত || Jahid Hasan🎓 যুক্তরাষ্ট্রে...
10/12/2025

🇺🇸 যুক্তরাষ্ট্রে 𝐅𝟏 স্টুডেন্টদের জন্য গ্রিন কার্ড পাওয়ার উপায় — 𝐄𝐁𝟏𝐀, 𝐄𝐁𝟐, 𝐄𝐁𝟑 বিস্তারিত || Jahid Hasan

🎓 যুক্তরাষ্ট্রে F1 স্টুডেন্ট থেকে গ্রিন কার্ড পাওয়ার সাধারণ উপায়:

অনেক আন্তর্জাতিক ছাত্রছাত্রী যুক্তরাষ্ট্রে F1 ভিসা নিয়ে পড়াশোনা করতে আসে। পড়াশোনা শেষ করার পর অনেকেই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে কাজ ও বসবাস করতে চায়। এজন্য সবচেয়ে প্রচলিত ধাপগুলো হলো 👇

1. F1 Visa → OPT (Optional Practical Training)
পড়াশোনা শেষের পর ১ বছরের কাজের সুযোগ (STEM ফিল্ডে ৩ বছর পর্যন্ত বাড়ানো যায়)

2. OPT → H-1B Work Visa
কোনো কোম্পানি যদি স্পন্সর করে, তাহলে আপনি H-1B ওয়ার্ক ভিসা পেতে পারেন, যা ৬ বছর পর্যন্ত বৈধ।

3. H-1B → Employment-Based Green Card (EB-2 / EB-3)
অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে কোম্পানি আপনার জন্য গ্রিন কার্ড স্পন্সর করতে পারে।

এই উপায়টি সবচেয়ে প্রচলিত এবং বেশিরভাগ ছাত্রছাত্রী এভাবেই যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে চায়।

💼 স্কিল-ভিত্তিক গ্রিন কার্ডের উপায় (EB1A, EB2, EB3)

F1 ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই সরাসরি স্কিল-ভিত্তিক গ্রিন কার্ড এর জন্য আবেদন করতে পারেন, যদি তারা নির্দিষ্ট যোগ্যতা পূরণ করেন। নিচে প্রতিটি ক্যাটাগরির ব্যাখ্যা দেয়া হলো 👇

🥇 𝐄𝐁-𝟏𝐀 — 𝐄𝐱𝐭𝐫𝐚𝐨𝐫𝐝𝐢𝐧𝐚𝐫𝐲 𝐀𝐛𝐢𝐥𝐢𝐭𝐲 𝐕𝐢𝐬𝐚

যোগ্যতা:
• বিজ্ঞান, শিক্ষা, ব্যবসা, শিল্প বা ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ দক্ষতা থাকতে হবে।
• আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ে স্বীকৃতি থাকতে হবে (যেমন: পুরস্কার, প্রকাশনা, মিডিয়াতে স্বীকৃতি ইত্যাদি)।
• এই ভিসার জন্য কোনো নিয়োগকর্তার প্রয়োজন নেই, আপনি নিজেই আবেদন (Self-petition) করতে পারেন।

কার জন্য উপযুক্ত: গবেষক, বিজ্ঞানী, শিল্পী, উদ্যোক্তা, বা যে কেউ তার ক্ষেত্রে “extraordinary” প্রমাণ করতে পারেন।



🧠 𝐄𝐁-𝟐 — 𝐀𝐝𝐯𝐚𝐧𝐜𝐞𝐝 𝐃𝐞𝐠𝐫𝐞𝐞 বা 𝐍𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐈𝐧𝐭𝐞𝐫𝐞𝐬𝐭 𝐖𝐚𝐢𝐯𝐞𝐫 (𝐍𝐈𝐖)

যোগ্যতা:
• মাস্টার্স ডিগ্রি বা ব্যাচেলর ডিগ্রি + ৫ বছরের অভিজ্ঞতা।
• সাধারণত নিয়োগকর্তার স্পন্সর দরকার হয় (PERM প্রক্রিয়া)।
• তবে যদি আপনার কাজ যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে (National Interest) অবদান রাখে, তাহলে আপনি নিজেই আবেদন (Self-petition) করতে পারেন — যেটা EB-2 NIW নামে পরিচিত।

কার জন্য উপযুক্ত: STEM গবেষক, পাবলিক হেলথ পেশাজীবী, বা যে কেউ যার কাজ সমাজে প্রভাব ফেলতে পারে।



🧰 𝐄𝐁-𝟑 — 𝐒𝐤𝐢𝐥𝐥𝐞𝐝 𝐖𝐨𝐫𝐤𝐞𝐫 / 𝐏𝐫𝐨𝐟𝐞𝐬𝐬𝐢𝐨𝐧𝐚𝐥 / 𝐎𝐭𝐡𝐞𝐫 𝐖𝐨𝐫𝐤𝐞𝐫

যোগ্যতা:
• অন্তত ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে (Professional ক্যাটাগরি)।
• বা কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে (Skilled Worker)।
• নিয়োগকর্তার স্পন্সর প্রয়োজন এবং PERM Labor Certification আবশ্যক।

10/11/2025

এখানে বাসা চেঞ্জ করার সময় মুভিং এর ঝামেলার চেয়ে মানুষ জিনিসপত্র কম দামে বিক্রি করে ফেলা বেশি সুবিধা মনে করে। অনেক সময় বাইরে ফেলে রেখে চলে যায়।

আরেকদল আছে যারা গাড়ি নিয়ে এসে এগুলো কালেক্ট করে টুকটাক রিপেয়ার করে আবার মার্কেটপ্লেসে সেল করে।

আবার আরেকজনকে চিনি যে ফেসবুক Marketplace থেকে পন্য কিনে সেটা আবার Ebay তে সেল করে ব্যবসা শুরু করছিলো। এখন সে মোটামুটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

এগুলো USA র ঘটনা, এমন হাজারো Side Hustle এর ব্যবস্থা উপায় বের করা যায় মাথায় বুদ্ধি থাকলে।

10/11/2025

𝐎𝐡𝐢𝐨'র 𝐓𝐨𝐩 পাবলিক 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐢𝐞𝐬 ও তাদের 𝐈𝐄𝐋𝐓𝐒 𝐑𝐞𝐪𝐮𝐢𝐫𝐞𝐦𝐞𝐧𝐭𝐬:

1️⃣ The Ohio State University (Columbus) – IELTS 6.5
2️⃣ Miami University (Oxford) – IELTS 6.5
3️⃣ Ohio University (Athens) – IELTS 6.0
4️⃣ University of Cincinnati – IELTS 6.5
5️⃣ Kent State University – IELTS 6.0
6️⃣ University of Toledo – IELTS 6.0
7️⃣ Bowling Green State University – IELTS 6.0
8️⃣ Cleveland State University – IELTS 6.0
9️⃣ Wright State University – IELTS 6.0
🔟 University of Akron – IELTS 6.0

মাঝারি ধরনর (ছোট) বিশ্ববিদ্যালয়:

11️⃣ Youngstown State University – IELTS 6.0
12️⃣ Shawnee State University – IELTS 5.5
13️⃣ Central State University – IELTS 5.5
14️⃣ Northeast Ohio Medical University (NEOMED) – IELTS 6.5 (for medical graduate programs)

10/09/2025

চাকরি করে টাকা সেভ করে কখনো ভালো টাকা কামাই করা যায় না যদি না কোন বিজনেস বা কোন সোর্স থাকে যেখান থেকে প্যাসিভ ইনকাম আসবে।

চাকরি একটা লায়াবিলিটি কারন যা ইনকাম হবে সে অনুযায়ী খরচের জায়গাও রেডি থাকে। আর আপনি চাইলেও দুইটা জব একসাথে করতে পারবেন না।

কিন্তু অন্যদিকে আপনার যদি একটা ফুচকার দোকানও থাকে, সেটা থেকে ২ টা ৩ টা করা সম্ভব। উদাহরণস্বরূপ বললাম, এটা যেকোন পেশার ক্ষেত্রে প্রযোয্য

10/07/2025

নিউইয়র্ক এ আপনি নতুন আসলে কোন বাংলাদেশির সাথে দেখা হলে প্রথমে জিজ্ঞেস করবে আপনার স্ট্যাটাস। আপনি স্টুডেন্ট, জিসি, সিটিজেন, নাকি এসাইলাম।

এরপর সে অনুযায়ী আপনার সাথে কথা বলার টিউন পরিবর্তিত হবে। আপনি স্টুডেন্ট হলে বেশিরভাগ সময় সহযোগিতার বদলি হিউমিলিয়েশন ফিল করবেন বেশি।

এমন বৈষম্য আবার ইন্ডিয়ান, নেপালিদের মধ্যে কম দেখা যায়। এরা নিজেরা যার যার মতো থাকে, চুগলখুরি কম করে, কারো উন্নতিতে জেলাস হয় না বরং সহযোগিতাই বেশি করে।

ব্যাক্তিগত অবজারভেশন, ভুলও হতে পারি আমি 😊

10/07/2025

নাহিদ রেইনস (ব্রেইনলেস) এর ভিডিও সামনে আসলে এতো মেজাজ খারাপ হয়, মন চায় ফেসবুক আনইন্সটল করে দেই।

জাপানি বংশভূত আমার দুই মার্কিন ইমিগ্র‍্যান্ট
10/06/2025

জাপানি বংশভূত আমার দুই মার্কিন ইমিগ্র‍্যান্ট

Address

1400 Mall Of Georgia Boulevard
Atlanta, GA
30519

Alerts

Be the first to know and let us send you an email when Jahid Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahid Hasan:

Share