Jahid Hasan

Jahid Hasan Entrepreneur | Content Creator | Speaker
MS in Business Analytics, Wright State University. Creating content on career, growth, and opportunities for youth.

Business: [email protected]

01/10/2026

৫ বছর পড়ালেখা করে চাকরি খুজে পাবেন না কিন্তু দেখবেন অন্যদিকে কেউ পড়াশোনায় ভালো না হয়েও স্কিল বিল্ড করে ভালো লাইফ লিড করতেছে।

এখনো সময় আছে, অপাত্রে সময় নষ্ট না করে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন। যে পড়াশোনা করছেন বা যেভাবে দিন কাটাচ্ছেন, সামনে তার ভবিষ্যৎ কি।

কোন পরামর্শ লাগলে ডিটেইলস এ মেসেজ দিতে পারেন কিন্তু হাই হ্যালো করে নষ্ট করবেন না ✌️

01/09/2026

ভালো থাকার জন্য টাকা অবশ্যই দরকার, তাই কাজ করুন সময় অপচয় না করে

Jahid Hasan

01/08/2026

ওসমান হাদী'র হ*ত্যার বিচার হবে না?

01/07/2026

USA তে ভিজিট ভিসায় আসতে হলে এখন থেকে ৫-১৫ হাজার ডলার বন্ড দিয়ে আসতে হবে। এ পদ্ধতি কিছু দেশের ক্ষেত্রে আগে থেকেই প্রযোজ্য ছিলো কিন্তু সম্প্রতি সেখানে নতুন আরো দেশ যুক্ত হয়েছে যেখানে বাংলাদেশের নামও আছে।

এখন প্রশ্ন আসতে পারে কেনো এমন হইলো। হাসিনা ট্রাম্পের কাছে না যেয়ে মোদীর কাছে গেছে বলে? 🤪

কারন হচ্ছে, ভিজিট ভিসায় এসে এসাইলাম ক্লেইম করা, ওভার স্টে করা। বাংলাদেশ থেকে গনহারে ইউরোপ, আমেরিকা, ক্যানাডায় ভালো ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে এসে আবার এসাইলাম ক্লেইম করা।

এগুলো হচ্ছে মূল কারন। মানুষ ভাবে আমেরিকার কাছে কোন ইনফো না! সব ডাটা আছে এখানে। কে এসে কি করে এবং তারই ফলাফল এই বন্ডের আওয়াতায় বাংলাদেশকে আনা।

01/06/2026

মুস্তাফিজ কে দিয়ে মোদি বাংলাদেশকে একটু খোচা দিতে গেছিলো। এখন আন্তর্জাতিকভাবে ভারত বাশ খাইছে। এমনকি ভারতের মানুষও এই কাজের জন্য খুবই বিব্রতবোধ করছে।

01/06/2026

ভারতীয় গোদি মিডিয়া খুব করে চাচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে। বাংলাদেশে দয়া করে কেউ এমন কিছু করবেন না যেনো আমাদের ভাবমূর্তি নষ্ট হয়।

আমাদের দেশে সবাই আমরা মিলেমিশে থাকি। ভারতের মানুষদেরও আমি অনেক ভিডিও দেখেছি। মোদীর এসব গেম তারাও বুঝে গেছে কিন্তু মূর্খ ধর্মভীরুরা এসব বুঝবে না।

01/05/2026

সামরিক, অর্থনৈতিক, কিংবা প্রযুক্তি কোনদিক থেকেই ভারতের সাথে আমাদের পেরে উঠার সম্ভাবনা নেই। সে জন্য ভারতের সাথে যুদ্ধে যাওয়া বা সামরিক সংঘাত আমাদের জন্য ভালো ফলাফল বয়ে আনবে না এবং এটা সম্ভব ও নয়।

কিন্তু আমরা যেভাবে তাদের জবাব দিতে পারি তা হলো তাদেরকে বয়কট করা। বানিজ্যিক ক্ষেত্রে যেসকল দিক থেকে ভারতের উপর নির্ভরশীল সেসব ক্ষেত্রে নিজেদের স্বয়ংসম্পূর্ণ করে তুলে অথবা আমদানির বিকল্প পথ খুজে বের করা। যেনো একদিকে আমাদের শুধু ওদের উপরই নির্ভর না করতে হবে।

আমরা ভারত থেকে আমদানি করি, মানে কিনে আনি। আমরা না আনলে আমাদের চেয়ে তাদের ক্ষতি বেশি হবে। যেমন বাংলাদেশ পেয়াজ আমদানি ব্যাপকভাবে কমিয়ে দেয়ায় পেয়াজ ব্যবসায়ীদের খুবই বাজে অবস্থা তাদের এখানে।

পারস্পরিক স্বার্থে প্রতিবেশি রাস্ট্রের সাথে ভালো সম্পর্ক জরুরি কিন্তু প্রতিবেশি যদি ভারতের মতো হয় তাহলে এমন দুষ্টু করুর চেয়ে শূন্য গোয়ালই ভালো।

01/04/2026

বাংলাদেশের আসল সমস্যা সমাধান কোথায়?

01/04/2026

Random Vlog - Cincinnati Premium Outlet

01/03/2026

একদম জিরো থেকে ইংরেজি শিখার পদ্ধতি

01/01/2026

২ বছরে মাস্টার্স শেষ করলাম কিন্তু কোনদিন ইউনিভার্সিটিতে একটা কনসার্ট হইতে দেখি নাই।

সারাবছরই বিভিন্ন ওয়ার্কশপ সেমিনার চলতে থাকে। বিভিন্ন ডিপার্টমেন্ট এ রিসার্চ হয়, স্পোর্টস এ ভালো করে। আবার উদ্যোক্তাদের জন্য প্রতি বছর একটা কম্পিটিশন ও হয়, "Wright Venture" নামে।

মোদ্যাকথা নিজের উন্নয়নের জন্য যা যা দরকার সবই করা হয়।

অথচ বাংলাদেশের মত ইকোনমিকালি ভঙ্গুর একটা দেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলা কোটি কোটি টাকা খরচ করে কয়দিন পর পর কনসার্ট করে।

কেউ কেউ আরো উপরে, মাহফিল করে আবার কনসার্টও করে। এইগুলা কি ভাই?? অনেক ইউনিভার্সিটি আবার টেক্কা দিয়ে শিল্পী আনে বিদেশ থেকে।

মানে এতো হাস্যকর লাগে এগুলা

12/31/2025

২০২৫ সালের শীর্ষ ১০ উদ্যোক্তা

১. Elon Musk

কোম্পানি: Tesla, SpaceX, xAI, Neuralink, The Boring Company
বিবরণ: একজন বিপ্লবী উদ্যোক্তা যিনি Tesla এর মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির শিল্পকে রূপান্তরিত করেছেন এবং SpaceX দিয়ে বেসরকারি মহাকাশ ভ্রমণে নেতৃত্ব দিচ্ছেন। Neuralink এর মাধ্যমে ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস এবং xAI এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তায় অগ্রগতি করছেন।

Valuation: SpaceX এর মূল্য ডিসেম্বর ২০২৪ অনুযায়ী $350 বিলিয়ন, যা IPO তে $1.5 ট্রিলিয়ন পর্যন্ত হতে পারে। Tesla এর market cap প্রায় $1.5 ট্রিলিয়ন। Musk এর ব্যক্তিগত সম্পদ প্রায় $230 বিলিয়ন।

২. Jeff Bezos

কোম্পানি: Amazon (প্রতিষ্ঠাতা), Blue Origin, The Washington Post
১৯৯৪ সালে একটি অনলাইন বইয়ের দোকান হিসেবে Amazon প্রতিষ্ঠা করেছিলেন, যা বর্তমানে বিশ্বের বৃহত্তম e-commerce এবং cloud computing কোম্পানিতে পরিণত হয়েছে। এখন Blue Origin এর মাধ্যমে মহাকাশ অনুসন্ধানে মনোনিবেশ করছেন এবং The Washington Post এর মালিক।

Valuation: Bezos এর আনুমানিক সম্পদ ডিসেম্বর ২০২৫ অনুযায়ী $239.4 বিলিয়ন। তিনি Amazon এর প্রায় ৯% শেয়ারের মালিক, যার মূল্য প্রায় $239 বিলিয়ন। Blue Origin এর মূল্যায়ন $10-50 বিলিয়নের মধ্যে।

৩. Mark Zuckerberg

কোম্পানি: Meta (Facebook, Instagram, WhatsApp)
২০০৪ সালে Harvard বিশ্ববিদ্যালয়ে Facebook সহ-প্রতিষ্ঠা করেছিলেন, যা একটি বিশ্বব্যাপী social media সাম্রাজ্যে পরিণত হয়েছে। Meta এখন virtual reality, augmented reality এবং metaverse এ ব্যাপকভাবে মনোনিবেশ করছে।

Valuation: Meta এর market capitalization $1 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। Zuckerberg বর্তমানে বিশ্বের দ্বিতীয় বা তৃতীয় ধনী ব্যক্তি, যার সম্পদ $200 বিলিয়ন ছাড়িয়েছে।

৪. Jensen Huang

কোম্পানি: NVIDIA
CEO যিনি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য চিপ তৈরিতে প্রতিযোগিতামূলক সুবিধার কারণে NVIDIA কে আজকের সবচেয়ে লাভজনক কোম্পানিগুলির একটিতে পরিণত করতে সক্ষম হয়েছেন। Tainan, Taiwan এ জন্মগ্রহণ করেছেন, যেখানে বিশ্বের অধিকাংশ semiconductors তৈরি হয়।

Valuation: Jensen Huang এর সম্পদ ২০২৪ অনুযায়ী $43.8 বিলিয়ন। NVIDIA এর market cap $3 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে, যা বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলির একটি।

৫. Bill Gates

কোম্পানি: Microsoft (সহ-প্রতিষ্ঠাতা), Bill and Melinda Gates Foundation
Microsoft এর সহ-প্রতিষ্ঠাতা যার software শিল্পে অবদান ডিজিটাল যুগকে রূপ দিতে সাহায্য করেছে। এখন তার ফাউন্ডেশনের মাধ্যমে বৈশ্বিক স্বাস্থ্য এবং উন্নয়নে তার বেশিরভাগ সময় এবং সম্পদ উৎসর্গ করেন।

Valuation: ২০২৪ অনুযায়ী সম্পদ প্রায় $130 বিলিয়ন। Microsoft এর বর্তমান market cap $3 ট্রিলিয়ন ছাড়িয়েছে।

৬. Larry Page & Sergey Brin

কোম্পানি: Google/Alphabet (সহ-প্রতিষ্ঠাতা)
Stanford এ PhD ছাত্র থাকাকালীন ১৯৯৮ সালে Google সহ-প্রতিষ্ঠা করেছিলেন, internet search এবং online advertising এ বিপ্লব ঘটিয়েছেন। Alphabet এখন autonomous vehicles (Waymo), life sciences এবং cloud computing সহ একাধিক উদ্যোগ অন্তর্ভুক্ত করে।

Valuation: Alphabet এর market cap $2 ট্রিলিয়ন ছাড়িয়েছে। উভয় প্রতিষ্ঠাতার সম্পদ প্রত্যেকে $100 বিলিয়ন ছাড়িয়েছে।

৭. Bernard Arnault

কোম্পানি: LVMH (Louis Vuitton Moët Hennessy)
LVMH এর Chairman এবং CEO, বিশ্বের বৃহত্তম luxury goods conglomerate, যার মালিকানায় Louis Vuitton, Christian Dior, Fendi এবং ৭০টিরও বেশি অন্যান্য luxury brands রয়েছে।

Valuation: সম্পদ $200-230 বিলিয়নের মধ্যে ওঠানামা করে। LVMH এর market cap $400 বিলিয়ন ছাড়িয়েছে।

৮. Mukesh Ambani

কোম্পানি: Reliance Industries
Reliance Industries এর managing director, ভারতের বৃহত্তম কোম্পানি এবং ভারতের সবচেয়ে সফল উদ্যোক্তা। কোম্পানিটি petrochemicals, oil & gas, retail এবং telecommunications এ কাজ করে।

Valuation: সম্পদ প্রায় $100+ বিলিয়ন। Reliance Industries এর market cap $200 বিলিয়ন ছাড়িয়েছে।

৯. Sam Altman

কোম্পানি: OpenAI
OpenAI এর CEO, যে কোম্পানি ChatGPT এবং অন্যান্য যুগান্তকারী AI models তৈরি করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন এবং বাণিজ্যিকীকরণে নেতৃত্ব দিচ্ছেন।

Valuation: OpenAI এর মূল্যায়ন $80 বিলিয়ন পৌঁছেছে। কোম্পানিটি তার AI প্রযুক্তি এবং Microsoft এর সাথে partnership এর মাধ্যমে একাধিক শিল্পকে রূপান্তরিত করেছে।

১০. Brian Armstrong

কোম্পানি: Coinbase
Coinbase এর সহ-প্রতিষ্ঠাতা এবং CEO, যুক্তরাষ্ট্রের বৃহত্তম cryptocurrency exchange। mainstream users এবং institutions এর জন্য cryptocurrency সহজলভ্য করার পথপ্রদর্শক।

Valuation: Coinbase publicly traded এবং crypto markets এর উপর নির্ভর করে এর market cap $40-80 বিলিয়নের মধ্যে ওঠানামা করে। Armstrong এর সম্পদ আনুমানিক $6-10 বিলিয়ন।

এই উদ্যোক্তারা technology, e-commerce, মহাকাশ অনুসন্ধান, কৃত্রিম বুদ্ধিমত্তা, luxury goods এবং cryptocurrency সহ বিভিন্ন সেক্টরে কোম্পানি তৈরি করেছেন, যা সম্মিলিতভাবে ট্রিলিয়ন ডলারের market value প্রতিনিধিত্ব করে এবং বৈশ্বিক শিল্পগুলিকে মৌলিকভাবে পুনর্গঠন করছে।

Jahid Hasan
Entrepreneur | Content Creator | Speaker

Address

1400 Mall Of Georgia Boulevard
Atlanta, GA
30519

Alerts

Be the first to know and let us send you an email when Jahid Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahid Hasan:

Share