
10/02/2022
#মানবতা আজ কোথায় ❓❓ তরুণের নাম একুয়ান ইসলাম। 😭😭
একুয়ানকে #ইতালি পাঠাতে তার বাবা তরিকুল ইসলাম দালালকে ১৯ লাখ টাকা দেন।
বাবা স্বপ্ন দেখেছিলেন
ছেলে বিদেশে গেলে সংসারে সচ্ছলতা আসবে।
কিন্তু সে সচ্ছলতা আর হয়নি।
তিন মাস পর লাশ হয়ে বাড়ি ফিরেছেন একুয়ান।
দালালরা তাকে আটকে নির্যাতন করতে থাকেন।
সেখান থেকে ছেলের কঙ্কাল আবস্থাদ একটি ছবি পাঠিয়ে আরও টাকা দাবি করেন।
নিজেদের শেষ সম্বল বিক্রি করে দু দফায় আরও ১৫ লাখ টাকা দেন ছেলেকে ফিরে পাবার আশায়।
একুয়ানের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের
শ্রীধরপাশা গ্রামে।
বৃহস্পতিবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় একুয়ানের মরদেহ দেশে আসে।
শুক্রবার বিকেলে ময়নাতদন্তের পর গ্রামের বাড়িতে মরাদেহ দাফন হয়। আল্লাহ্ ভাইটিকে জান্নাত নসিব করুন 😭😭😭 আমিন
#লিবিয়া_হয়ে_যারা দালালের মাধ্যমে ইউরোপে আসতে চান "তাদের জন্য সতর্ক বার্তা!
#অতিথি_পাখি *******সবাই পোস্ট টি বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে সতর্ক করুন