
03/08/2025
ঠকে তো ভালো মানুষরা। যারা ভালোবাসতে পারে, যারা আপন করতে পারে, যাদেরকে চোখ বুজে বিশ্বাস করতে পারা যায়, তাদের সাথেই খারাপ ব্যবহার করা হয়। এই পৃথিবীতে সৎ, সরল, লয়াল থাকা মানুষ গুলোই বিচ্ছিরি ভাবে ঠকে গেছে। বেশির ভাগ মানুষ ভাবে, এই মানুষ গুলো আসলে বোকা। অথচ তারা জানে না, এই বোকা মানুষগুলোর জন্য পৃথিবী আজও সুন্দর। ভালোবাসা, বিশ্বাস, সততার মতো মহৎ গুণ গুলোকে যারা বাঁচিয়ে রেখেছে, তারা শুধু সুন্দর মানুষই নয়, তাদের সৌন্দর্য্যে পুরো পৃথিবীই ঋণী।
#পানআপ্পি ゚