Anita Saha

Anita Saha Bangla Mental Health Vlog ✨Psychologist, Autism specialist, Human rights activist, Researcher! Say I am happy!

Welcome to the enthralling journey and exploration of your mind and mental health.

সুখের বিজ্ঞান বিষয়টা শুনতে কিরকম মনে হচ্ছে? সুখ নিয়েও আবার বিজ্ঞান হতে পারে, মজার তাই না? এরকমই সুখের বিজ্ঞান বা সায়েন্স...
08/01/2025

সুখের বিজ্ঞান বিষয়টা শুনতে কিরকম মনে হচ্ছে? সুখ নিয়েও আবার বিজ্ঞান হতে পারে, মজার তাই না? এরকমই সুখের বিজ্ঞান বা সায়েন্স অব হ্যাপিনেস নিয়ে গবেষণা করেছেন লরি স্যান্টোস, ইয়েল বিশ্ববিদ্যালয়ের একজন মনোবিজ্ঞানের অধ্যাপক, ।

আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য তার বই থেকে শিখেছি, তা হলো আমাদের মন প্রায়ই আমাদেরকে বিভ্রান্ত ও প্রতারিত করে। সুখ বা হ্যাপিনেস নিয়ে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে।
আমরা অনেক কিছু পাওয়ার পিছনে ছুটি, ভাবি যে এগুলো আমাদের সুখী করবে—কিন্তু পরে বুঝি, এগুলো আসলে আমাদের প্রত্যাশা অনুযায়ী আনন্দ দেয় না।
আমাদের মনে এমন কিছু বায়াসনেস আছে, যা আমাদের সুখ সম্পর্কে বিভ্রান্ত করে। আমরা প্রায়ই মনে করি, যদি আমাদের আরও বেশি অর্থ থাকে, তবে আমরা আরও সুখী হব।
কিন্তু গবেষণা বলছে, যদি আমাদের মৌলিক চাহিদা—খাদ্য, আশ্রয়, নিরাপত্তা—পূরণ হয়, তাহলে অতিরিক্ত অর্থ সুখে তেমন কোনো বড় পরিবর্তন বা মাত্রা যোগ করে না। একই কথা প্রযোজ্য পদোন্নতি, সম্পদ, এমনকি বিয়ের ক্ষেত্রেও।
আমরা মনে করি, আমাদের চাহিদাগুলো পূরণ হলে আমরা সুখী হব, কিন্তু বাস্তবে, এগুলো পাওয়ার পরেও আমাদের অস্বস্তি থেকে যায়।
লরি স্যান্টোস আরও বলেন হেডোনিক অ্যাডাপটেশন নামক একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার কথা। যখন আমরা প্রথমবার কোনো চমৎকার অভিজ্ঞতা অর্জন করি, তখন সেটি অবিশ্বাস্যরকম আনন্দ দেয়। কিন্তু সময়ের সাথে সাথে, আমরা এর সাথে অভ্যস্ত হয়ে যাই, এবং সেই আনন্দ ধীরে ধীরে ফিকে হয়ে যায়।
তবে আমাদের আচরণ ও চিন্তাধারার পরিবর্তন ঘটিয়ে আমরা সত্যিকারের সুখ পেতে পারি, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কৌশল হলো সামাজিক যোগাগোগ বা সংযোগ।গবেষণা দেখা যায়, সুখী মানুষরা সম্পর্ককে অগ্রাধিকার দেয়। তারা পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে Quality time কাটায়।
আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যাস হল Kindness সত্যিকারের সুখী মানুষরা অন্যদের জন্য কিছু করার চেষ্টা করে—তারা দান করে, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে এবং আশেপাশের মানুষদের সাহায্য করে। গবেষণা বলে, অন্যদের জন্য কিছু করা আমাদের নিজেদের সুখ আরও বাড়ায়।

তাহলে এবার ভাবুন তো আপনি কি জীবনের সমস্যার দিকে বেশি মনোযোগ দেন, নাকি জীবনের আশীর্বাদগুলোর দিকে?

POV: অর্থ সুখ কিনতে পারে না এই প্রবাদে আমি খুব একটা বিশ্বাসী নই, অর্থ জীবনে প্রয়োজনীয় কারন হসপিটালের বেডে যখন শুয়ে আপনি আরোগ্য লাভের প্রার্থনা করেন তখন প্রকৃতপক্ষে সুস্থতা টাই আপনার সুখের একমাত্র কারন হয় তখন, এই অবস্থায় যদি আপনাকে অর্থের চিন্তা করতে হয় তাহলে তখন অর্থের ভ্যালু টা বেশী হয়ে যায়। কিন্তু এছাড়াও প্রকৃত সুখ নিজের হৃদয়ের ভেতরের কোমল বৈশিষ্ট গুলো যেমন দয়া, মহানুভবতা, কৃতজ্ঞতা, ও সহানুভূতির মতো গুনগুলো থেকেও আসতে পারে।

Anita Saha

জীবনে কোন বড় সাফল্য অর্জন করতে হলে, আগে নিজের সেইসব অভ্যাসগুলো চিহ্নিত ও নিয়ন্ত্রণ করা প্রয়োজন যা আপনাকে পিছিয়ে দিচ্ছ...
07/30/2025

জীবনে কোন বড় সাফল্য অর্জন করতে হলে, আগে নিজের সেইসব অভ্যাসগুলো চিহ্নিত ও নিয়ন্ত্রণ করা প্রয়োজন যা আপনাকে পিছিয়ে দিচ্ছে।এমন কয়েকটি নেতিবাচক অভ্যাস এবং সেগুলো দূর করার কৌশল হলো যেমন:

১. কাজ ফেলে রাখা (Procrastination): এই অভ্যাসে সাধারনত মানুষ কাজ ও দায়িত্বগুলো পরে করার জন্য ফেলে রাখা, যার ফলে সময়মতো কাজ শেষ হয় না এবং মানসিক চাপ বাড়তে থাকে।
কৌশল:
★ বড় কাজগুলোকে ছোট, সহজ ধাপে ভাগ করা যেতে পারে।
★ গুরুত্ব ও জরুরী অনুযায়ী কাজের অগ্রাধিকার ঠিক করা যেতে পারে (যেমন Eisenhower Matrix ব্যবহার করা)
★ প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে কাজ করার জন্য সময়সীমা ঠিক করা।
★ মনোযোগ নষ্ট হওয়া ঠেকাতে নিরিবিলি জায়গায় কাজ করুন এবং সোশ্যাল মিডিয়া বা বিভ্রান্তিকর ওয়েবসাইট ব্লক করার টুল ব্যবহার করা।
★ কাজ শেষ হলে নিজেকে ছোট পুরস্কার দেয়া, এতে উৎসাহ বাড়ে, মনে আনন্দের সঞ্চার হয় ও পরের কাজ শুরু করতে মনে আগ্রহ আসে।
২. নেতিবাচক আত্মকথন ও সীমাবদ্ধ বিশ্বাস
এই অভ্যাসে মানুষ নিজের প্রতি সন্দেহ ও নেতিবাচক চিন্তাগুলোকে প্রাধান্য দিয়ে নতুন সুযোগ গ্রহণ করা থেকে বিরত থাকে।
কৌশল:
★ নিজের সীমাবদ্ধ বিশ্বাসগুলো চিহ্নিত করা এবং সেগুলোর সত্যতা যাচাই করা যেতে পারে।
★ নেতিবাচক চিন্তাগুলোকে গঠনমূলক ও ইতিবাচক বিশ্বাসে রূপান্তর করা যেতে পারে।
★ নিজের যোগ্যতা, স্কিল , শক্তি ও অতীতের সাফল্যের দিকে মনোযোগ দেয়া যেতে পারে, এতে আত্মবিশ্বাস বাড়ে।
★ নিজেকে ক্ষমা করতে শেখা, ভুলগুলোকে শেখার সুযোগ হিসেবে দেখা এবং নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া।
৩. মনোযোগের অভাব ও সময় ব্যবস্থাপনায় অসুবিধা:
এই অভ্যাসে মানুষ কাজে মনোযোগ ধরে রাখতে পারে না, সহজেই বিভ্রান্ত হয়ে যায় এবং সময় সঠিকভাবে কাজে লাগাতে সমস্যা অনুভব করে।
কৌশল:
★ স্পষ্ট ও পরিমাপযোগ্য মানে যার আউটকাম গুলো বোঝা যায় এমন লক্ষ্য ঠিক করা যেতে পারে।
★ কাজের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে টাইম-ব্লকিং কৌশল ব্যবহার করা যায়।
★ নোটিফিকেশন বন্ধ রাখা নির্দিষ্ট সময় পর্যন্ত ও আলাদা নিরিবিলি ওয়ার্কস্পেস তৈরি করে বিঘ্ন ঘটা কমানো যেতে পারে।
★ নিয়মিত কাজে ব্রেক নেয়া, যাতে ক্লান্তি দূর হয় ও এনার্জি লেভেল ভালো থাকে।

আমরা কি করতে চাই তার অনেকটাই আমদের চয়েচ যে আমি আসলেই তা করতে ও নিজেকে নতুন ভাবে আবিষ্কার করতে চাই কিনা? আর এর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে স্টিক টু দ্যাট, ইটস ইওর চয়েচ।
এই অভ্যাসগুলোকে নিয়ন্ত্রণ করে সচেতনভাবে নতুন, আরও ফলপ্রসূ অভ্যাস গড়ে তুলে আপনি আপনার জীবনে আরও বড় সাফল্য ও পরিপূর্ণতা অর্জনের পথ তৈরি করতে পারেন।

Anita Saha

Address

Austin, TX

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anita Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anita Saha:

Share