10/20/2025
এই আপু কে ফেবুর মাধ্যমেই চিনি , বিশেষ কিছু জানি না । উনার একটা ভিডিও তে ভুল উচ্চারন করায় খুবই ভাইরাল এখন । প্রচুর লেখা ট্রল সবই হচ্ছে । এতো ফ্যান ফলোয়ারস্ নিয়ে ভিডিও বানানোর আগে অবশ্যই কি কন্টেন্ট তার ডিটেলস্ টা জানা দরকার ছিল ।
সে যাই হোক যারা ট্রল করছেন , যা ইচ্ছা কমেন্ট করছেন তারা খুবই সচেতন আর এলেমদার ধরে নিচ্ছি ।
আমি আমার কথা বলি , বাংলাদেশ থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স করেছি । তার আগে বি কম পাশ করে একটি বেসরকারী এয়ারলাইন্সে ৩ বছর জব করি। বিয়ের দেড় বছর পর হাসবেন্ডের সাথে ইউ এস এ তে চলে আসি ২০০৩ এ । এখানেই স্হায়ী এখন । আমার সম্পর্কে বলার একটাই কারন আমার অবস্হান আর কোয়ালিফিকেশন টা বুঝানো । আমি মফস্বল থেকে আসা l কোন রকমে মেট্রিক বা কলেজ পাশ না ।
যাই হোক আসল কথায় আসি , এখানকার মানুষদের সাথে কথা বলা খুব সহজ । spelling grammar এগুলো নিয়ে ভাবতে হয় না। ভুল বল্লেও criticize করে না। কেউ কেউ সুন্দর করে শিখিয়েও দেয় । বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ভাবে কথা বলে । Chinese আর Maxican দের অবস্থা আরো খারাপ। কিন্তু কেউ হাসাহাসি করে না । He She তে কতো বার ভুল করি। English এ বলতে বলতে আচ্ছা বলি । কই কেউ কখনো হাসে নি তো । কিন্তু বাংলাদেশী gathering এ English বলতে আসলেই ভয় পাই ।
কারন আমাদের দেশের মানুষরা English এ সবাই পিএইচ ডি করা । আমি তো এমনও দেখেছি বুয়েট থেকে পাশ করে আবার ইউ এস এ থেকে মাস্টার্স করা , এখানে নাম করা কম্পানীতে কাজ করেন কিন্তু English এ কথা বলতে থতমত খান ।
আমার লম্বা পোস্টের একটাই বিষয় আসলেই এতটা হাসাহাসি করা কি শোভন ।
যাই হোক এর মধ্যেও আপার লাভ , ভাইরাল তো উনিই হলেন 😃