05/24/2024
নদীয়া জেলার বীরনগরে চন্ডীতলার মেলা বা উলাইচন্ডীর মেলা। প্রতি বছর বুদ্ধপূর্ণীমাতে অনুষ্ঠিত হয়। এক দিনের মেলা। ভোর রাত থেকে মায়ের পূজো শুরু হয়। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। মনস্কামনা পুরোনের আশায় গাছে ঢিল বেঁধে অনেকে প্রার্থনা করে। অনেকের মানসা পুরোন হলে পায়রা ছাড়ে আবার অনেকে পাঁঠা বলি দেয়।
যারা এই ভিডিও দেখছেন তাদের একবার আসার অনুরোধ রইলো, আশা করি ভালো লাগবে।