Rafa Safa’s family Diary in USA

Rafa Safa’s family Diary in USA হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল— আলাল্লাহি তাওয়াক্কালনা। অর্থ : মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই মহান 🌺
(1)

04/26/2025

পাখির কিচিরমিচির শব্দে মনোমুগ্ধকর দৃশ্য মাশআল্লাহ 🌇🇺🇸 view

প্রকৃতি কখনো শূন্যস্থন পচন্দ করে না।যদি মনে  করো কেউ তোমার থেকে দূরে চলে গেছে। তাহলে ভেবে নিয়ো সে অন্য কাউকে পেয়ে গেছে। ...
04/25/2025

প্রকৃতি কখনো শূন্যস্থন পচন্দ করে না।যদি মনে করো কেউ তোমার থেকে দূরে চলে গেছে। তাহলে ভেবে নিয়ো সে অন্য কাউকে পেয়ে গেছে।

04/24/2025

Beautiful cherry blossom USA 💟❤️🇺🇸 ゚viralfbreelsfypシ゚viral2025 ゚viralfbreelsfypシ゚viral ゚viralvideo

মেয়ের ফুল টুকানো দেখে আমার সেই শৈশবের কথা মনে পরে গেলো। এক সময় আমিও এই ভাবে ফুল তুলতাম বকুল ফুলের গাছের নিছে থেকে ফুল ঢু...
04/24/2025

মেয়ের ফুল টুকানো দেখে আমার সেই শৈশবের কথা মনে পরে গেলো। এক সময় আমিও এই ভাবে ফুল তুলতাম বকুল ফুলের গাছের নিছে থেকে ফুল ঢুকায়া এনে মালা বানাতাম। আল্লাহ মমে হয় মেয়ে দের কে এই ভাবে সৃষ্টি করেছে তাই না। ফুল গুলো তুলে এনে আমার হাতে দিবে আর বলবে। I Love you too 💟😁. মাশআল্লাহ আলহামদুলিল্লাহ সবার দোয়া করবেন আমাদের জন্য 🤲🤲

আমেরিকার সৌন্দর্য দেখলে মনে হয় রং তুলিতে আঁকা কোন ক্যানভাস। 🌺🌺🌺🌺🌇🇺🇸Cherry blossom ,USA 🌺🇺🇸
04/24/2025

আমেরিকার সৌন্দর্য দেখলে মনে হয় রং তুলিতে আঁকা কোন ক্যানভাস। 🌺🌺🌺🌺🌇🇺🇸
Cherry blossom ,USA 🌺🇺🇸

১. ভুলঃ কোমর ব্যথা মানে কিডনি রোগ!নির্ভুলঃ কিডনি রোগে প্রস্রাব কমে যায়, খাওয়ার রুচি কমে যায়, বমি বমি লাগে, মুখ ফুলে য...
04/23/2025

১. ভুলঃ কোমর ব্যথা মানে কিডনি রোগ!
নির্ভুলঃ কিডনি রোগে প্রস্রাব কমে যায়, খাওয়ার রুচি কমে যায়, বমি বমি লাগে, মুখ ফুলে যায়!
২. ভুলঃ ঘন ঘন প্রস্রাব মানেই ডায়াবেটিস বা বহুমূত্র রোগ!!
নির্ভুলঃ ডায়াবেটিস হলে প্রথম অনুভূতি হল- এতো খেলাম, তবুও কেন শক্তি পাইনা, এছাড়া ওজন কমে যায়, মুখে দুর্গন্ধ হয়, ঘা শুকাতে চায়না!
৩. ভুলঃ ঘাড়ে ব্যথা মানেই প্রেসার!
নির্ভুলঃ প্রেসার বাড়লে বেশিরভাগ ক্ষেত্রে কোন উপসর্গ পাওয়া যায় না! একটু অস্বস্তিকর অনুভুতি হয় মাত্র।
৪. ভুলঃ বুকের বামে ব্যথা মানে হার্টের রোগ!
নির্ভুলঃ হার্টের রোগে সাধারণত বুকে ব্যথা হয় না। হলেও বামে নয়তো বুকের মাঝখানে ব্যথা হয়... হার্টের সমস্যায় সাধারণত বুকের মাঝখানে চাপ চাপ অনুভূতি হয়, মনে হয় বুকের মাঝখানটা যেন কেউ শক্ত করে ধরে আছে!!
৫. ভুলঃ মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়।
নির্ভুলঃ ডায়াবেটিস হরমোনাল অসুখ। অগ্ন্যাশয় ঠিকমত কাজ না করলে ডায়াবেটিস হয়। তাই মিষ্টি খাওয়ার সাথে এই রোগ হবার সম্পর্ক নেই। কিন্তু ডায়াবেটিস হয়ে গেলে মিষ্টি খেতে হয় না।
৬. ভুলঃ প্রেগন্যান্সিতে বেশি পানি খেলে পায়ে পানি আসে।
নির্ভুলঃ প্রেগন্যান্সিতে প্রোটিন কম খেয়ে, কার্বোহাইড্রেট বেশি খেলে পায়ে পানি আসে। তাই প্রোটিন বেশি বেশি খেতে হয়।
৭. ভুলঃ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাকালীন বেবির (৬মাসের আগে পানিও খাওয়ানো যায় না একারণে) ডায়রিয়া হলে, মা স্যালাইন খেলেই বেবিরও চাহিদা পূরণ হয়ে যায়।
নির্ভুলঃ মা খেলেই বাচ্চার চাহিদা পূরণ হয় না... বেবিকেও স্যালাইন খাওয়াতে হয়।
৮. ভুলঃ দাঁত তুললে চোখের আর ব্রেইনের ক্ষতি হয়।
নির্ভুলঃ দাঁত তোলার সাথে চোখের আর ব্রেইনের কোনো সম্পর্ক নেই। দাঁত, চোখ, মাথার নার্ভ সাপ্লাই সম্পূর্ণ আলাদা।
৯. ভুলঃ মাস্টারবেশন করলে চোখের জ্যোতি কমে যায়!
নির্ভুলঃ ভিটামিন এ জাতীয় খাবার না খেলে চোখের জ্যোতি কমে যায়।
১০. টক/ ডিম/ দুধ খেলে ঘা দেরীতে শুকায়।
নির্ভুলঃ টক/ ডিমের সাদা অংশ/ দুধ খেলে ঘা তাড়াতাড়ি শুকায়।
১১. ভুলঃ অস্বাভাবিক আচরন, ভাংচুর, পাগলামি মানেই জ্বিন ভুতে ধরা!!!
নির্ভুলঃ এটা বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, হ্যালুসিনেশন।
১২. ভুলঃ তালু কাটা, এক চোখ, কপালে চোখ, বাঘের মত ডোরাকাটা দাগ নিয়ে জন্ম গ্রহন করা বাচ্চা কিয়ামতের আলামত, আল্লাহর গজব, বাঘের বাচ্চা।
নির্ভুলঃ মানুষের পেট থেকে বাঘের বাচ্চা হয় না আর কিয়ামতের আলামত বা গজব বাচ্চাদের উপর আসে না। এসব জিনগত রোগ বা জন্মগত রোগ।
১৩. ভুলঃ প্রেগন্যান্ট মহিলা আয়রণ, ক্যালসিয়াম এসব খেলে বাচ্চা বড় হয়ে যায়। তাই গাইনী ডাক্তার সিজার করার জন্য এগুলা প্রেসক্রাইব করে....
নির্ভুলঃ প্রেগন্যান্ট মহিলা আয়রণ, ক্যালসিয়াম না খেলে গর্ভস্থ বেবির নিউরাল টিউব ডিফেক্ট হয়।
১৪. ভুলঃ প্রেগন্যান্সিতে সাদাস্রাব হলে ফ্লুইড কমে যায়।
নির্ভুলঃ White discharge এবং Amniotic fluid সম্পূর্ণ আলাদা দুটো ফ্লুইড.. একটার সাথে আর একটার কোনো সম্পর্ক নেই।
১৫. বাচ্চা না হওয়া মানেই বন্ধ্যা নারী।
নির্ভুলঃ বন্ধ্যা, নারী এবং পুরুষ উভয়ই হতে পারে।।
__________________________________________
এ ধরণের আরো অনেক ধরণের গুজব বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত, যেগুলোর কোনো ভিত্তি বা বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।
সৌজন্যেঃ ডাক্তার তানিয়া সুলতানা
__________________________________________
বিঃদ্রঃ আমাদের পোষ্টগুলো যদি আপনাদের ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার যদি লিখতে কষ্ট হয় তাহলে সংক্ষেপে
T=Thanks
G=Good,
V=Very Good
E=Excellent
T, G, V কিংবা E লিখে কমেন্টস করবেন।
নিয়মিত স্বাস্থ্যতথ্য পেতে অামাদের পেইজে লাইক দিন৷
ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানান৷

আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর আমেরিকা থেকে। শুভ রাএী বাংলাদেশ। যে যেখানে আছেন ভালো থাকবেন এই প্রত্যাশা রইলো। আল্লাহ ...
04/23/2025

আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর আমেরিকা থেকে। শুভ রাএী বাংলাদেশ। যে যেখানে আছেন ভালো থাকবেন এই প্রত্যাশা রইলো। আল্লাহ হাফেজ।

ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরকাল থাকে না 💟💟❤️❤️🌹🌹🇺🇸🇺🇸
04/23/2025

ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরকাল থাকে না 💟💟❤️❤️🌹🌹🇺🇸🇺🇸

জীবনে তুমি যতক্ষণ সফল হতে থাকবে ততক্ষণে হাত তালির অভাব হবে না। কিন্তু যখন ব্যর্থ হবে তখন ধরার জন্য একটি হাত পাবে না। ভয় ...
04/23/2025

জীবনে তুমি যতক্ষণ সফল হতে থাকবে ততক্ষণে হাত তালির অভাব হবে না। কিন্তু যখন ব্যর্থ হবে তখন ধরার জন্য একটি হাত পাবে না। ভয় পেয়োবনা তোমাকে টেনে তোলার জন্য সৃষ্টিকর্তাই যথেষ্ট ইনশাআল্লাহ। 🤲

আসসালামু আলাইকুম সবাইকে।শুভ বিকেলের শুভেচ্ছা সবাইকে।  লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না কার কার প্রিয়?  আমার তো অনেক প্রিয়। কোন ...
04/21/2025

আসসালামু আলাইকুম সবাইকে।শুভ বিকেলের শুভেচ্ছা সবাইকে। লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না কার কার প্রিয়? আমার তো অনেক প্রিয়। কোন কোন অঞ্চল এইভাবে রান্না করে? কমেন্টে বলে যান।

প্রায় দের বছরের উপরে আজকে নিজ হাতে কাইকরে রুটি বানাইলাম। আর বাংলাদেশের দিন গুলোর কথা খুব মিস করছিলাম প্রতি দিন সকালে রুট...
04/21/2025

প্রায় দের বছরের উপরে আজকে নিজ হাতে কাইকরে রুটি বানাইলাম। আর বাংলাদেশের দিন গুলোর কথা খুব মিস করছিলাম প্রতি দিন সকালে রুটি নাস্তা করা হতো ঢাকাতে আর জাহাঙ্গীর এর মা খালা আর স্বরনালী কথা খুব মিস করছিলাম। এই সময় আমার ছোট্ট ভাই রাসেল কল দিছিল আমি তার সাথে ও এই কথা গুলো বলতাছিলাম।😔
আর বিয়ের আগে রুটি ভাত সব কিছুই খাওয়া হতো কারন। তখন তো সকালে উঠেই স্কুল কলেজ দৌড়ে যেতে হতো।
এই রুটি বানানো নিয়ে আমার সুন্দর একটা মেমরি আছে। আমার বিয়ের পরে আমার শাশুড়ি নিজ হাতে রুটি বানানো শিখিয়ে ছিল। ডয়িং রুমে বসিয়ে।💟
আমার হাসবেন্ড শাশুড়ীরা যখন বাংলাদেশে যেত তখন ১ বছর পর পর তখন চেষ্টা করতাম নিজ হাতে কিছু করি। তবুও সব রান্না বান্না সব কিছু আমেরিকা তে আসার পরেই সুন্দর করে শিখা হয়েছে আলহামদুলিল্লাহ। 💟
আর টেক্সাস এ থাকতে আমার শাশুড়ি সব সময় এই কাজটা করতো আর আমি ফিনিশিং দিতাম। আসলে আমার কাছে আটা বা ময়দা গোলানো টা অনেক কষ্টে কাজ মনে হয় 😔🤔🫣আপনাদের কার কাছে কেমন লাগে বলে যান।

04/21/2025

Niagara Falls Canada Visting 🌇🌇 ゚viralfbreelsfypシ゚viral2025 ゚viralfbreelsfypシ゚viral ゚viralvideo

Address

Buffalo, NY

Alerts

Be the first to know and let us send you an email when Rafa Safa’s family Diary in USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share