Today's word 2.0

Today's word 2.0 আসুন দেশ এবং দেশের মানুষের স্বার্থে কাজ করি।

07/14/2025

অ্যাকশনে বিএনপি, নজরদারিতে সব পর্যায়ের নেতারা।

প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ।
07/14/2025

প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ।

চট্টগ্রাম বাঁশখালী আসনের জামায়াতের প্রার্থী।হে আল্লাহ এই জালেমদের হাত থেকে মা-বোনদের রক্ষা করুন।
07/09/2025

চট্টগ্রাম বাঁশখালী আসনের জামায়াতের প্রার্থী।

হে আল্লাহ এই জালেমদের হাত থেকে মা-বোনদের রক্ষা করুন।

বর্তমানে ঢাবি এর শিবিরের সভাপতি এস এম ফরহাদ ও সাবেক ছাত্রলীগ নেতা, এরাই আবার জাতিকে ইসলামি আদর্শ ও নীতি শিখায়।বিএনপি নেত...
07/08/2025

বর্তমানে ঢাবি এর শিবিরের সভাপতি এস এম ফরহাদ ও সাবেক ছাত্রলীগ নেতা, এরাই আবার জাতিকে ইসলামি আদর্শ ও নীতি শিখায়।

বিএনপি নেতা কর্মী সমর্থক সকলেই
গু- ম, হ- ত্যা, মাম- লা, হাম-লা,
অত্যাচা- র, নির্যা- তন, কোর্টের বারান্দায় বারান্দায় আর শিবির কি করেছে আর কত প্রমাণ দিব।
শিবিরের দায়িত্ব প্রাপ্ত দের এই অবস্থা।

দেখেন তাদের মোনাফেকি চরিত্র,  আপনি কাকে কথা শুনবেন!
07/06/2025

দেখেন তাদের মোনাফেকি চরিত্র, আপনি কাকে কথা শুনবেন!

সকালে এক কথা দুপুরে আরেক কথা রাত্রেবেলা গিয়ে আরেক কথা এ যেন পুরোটাই স্বৈরশাসক প্রেসিডেন্ট এরশাদের ফটো কপি এদের কাছ থেকে...
07/05/2025

সকালে এক কথা দুপুরে আরেক কথা রাত্রেবেলা গিয়ে আরেক কথা এ যেন পুরোটাই স্বৈরশাসক প্রেসিডেন্ট এরশাদের ফটো কপি এদের কাছ থেকে আপনারা ভালো কি আশা করতে পারেন 😂

আসলে রাজনীতির র বুঝেনা যারা তাদের দ্বারা কিভাবে রাজনীতি সম্ভব,রাজনৈতিক খেলোয়াড় দিয়েই রাজনীতি সম্ভব, রাজনীতি করতে করতে যাদের জন্ম তাদেরকে নিয়ে আপনারা কটুক্তি করেন যা খুবই দুঃখজনক 🤔

ইসলামের নামে অপরাধনীতি দেশ ধ্বংসের মূল কারণ হবে,ইসলাম একটি শান্তির ধর্ম এ ধর্মকে কলুষিত করবেন না মুসলমানদের বিজয় তখনই সম্ভব যখন হুজুর মাওলানাদের মধ্যে ভেদাভেদ থাকবে না প্রতিহিংসা থাকবে না একজনকে আরেকজন কটাক্ষ করে কথা বলবে না সকল মাওলানারা এক হবে তখনি পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন আমীন🤲

পরিশেষে একটা কথা বলব আমরা যাদেরকে ইমাম মানি তারাই ধর্মের দোহাই দিয়ে সাধারণ মুসলমানদের সাথে তামাশা করছে খেলা করছে, একই শব্দের অর্থ এক এক মাওলানা এক এক রকম উপস্থাপন করে সাধারণ মুসলমানদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে ফিতনা ছড়াচ্ছে আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন আমিন 😭😭

আল্লাহ না করুক, জমাত ইসলাম যদি কখনো ক্ষমতায় আসে ছোটখাটো যত ইসলামী দল এদেরকে পিষে মারবে অন্য সব ইসলামি দলের উপর এক্সট্রিম রোলার চালাবে সমস্ত মাজারগুলি ভাঙ্গা হবে, আমিও মাজারের পক্ষে নয় কিন্তু আমি চাই যে যেভাবে চলে চলুক যার পরিণতি সে বুক করবে, কারো উপর জোর চালানো উচিত নয়।

07/04/2025

PR পদ্ধতিতে হাদিয়া নিচ্ছে।😁

❤️🌾❤️
07/01/2025

❤️🌾❤️

কবিরাজ শফিককে নিউজটা কেউ দেখান। গতকাল তো বড় বড় কথা ফুটাইলো।
06/30/2025

কবিরাজ শফিককে নিউজটা কেউ দেখান। গতকাল তো বড় বড় কথা ফুটাইলো।

ভারতীয় গোয়েন্দা সংস্থা “র” এর প্রেস্ক্রিপশনে বাংলাদেশে জাতীয় নির্বাচনে PR পদ্ধতি সামনে আনা হচ্ছে। PR পদ্ধতিতে নির্বাচন হ...
06/30/2025

ভারতীয় গোয়েন্দা সংস্থা “র” এর প্রেস্ক্রিপশনে বাংলাদেশে জাতীয় নির্বাচনে PR পদ্ধতি সামনে আনা হচ্ছে। PR পদ্ধতিতে নির্বাচন হলে স্বাভাবিকভাব কোনো সরকারই ঠিকমতো ষ্ট্যাবল থাকতে পারবে না এবং কিছুদিন পর পর ভেঙ্গে যেতে পারে। বাংলাদেশকে দীর্ঘমেয়াদে অস্থিতিশীল করার ভারতীয় ষড়যন্ত্রের পরিকল্পনায় জামায়াত সহ বেশ কিছু দল এই ফাঁদে পা দিয়েছে। জামায়াত ২০০৮ সালেও র এর ফাঁদে পড়ে পাতানো নির্বাচনে অংশগ্রহণের জন্য চাপাচাপি করেছিলো। এবার আবারো তারা ভারতের সেই ফাঁদে পা দিচ্ছে। সাথে নিয়ে অন্যান্য ছোট কিছু দলকে। বাংলাদেশের সার্বভৌমত্বকে দীর্ঘমেয়াদে হুমকির মুখে ফেলছে তারা।

06/27/2025

হায় হায় পুরাই ফায়ার। 🔥🔥🔥

06/27/2025

Address

Bandarban
California City, CA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Today's word 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Today's word 2.0:

Share