11/14/2025
ব্রিটিশ কলম্বিয়ার নানাইমুতে
বাংলাদেশীর মরদেহ উদ্ধার
ব্রিটিশ কলম্বিয়ার নানাইমুতে বাংলাদেশী বংশোদ্ভুত মাহাদী রেদওয়ান-এর মৃতদেহ পাওয়া গিয়েছে । আরসিএমপি জানিয়েছে, নানাইমোতে হাইওয়ে ১৯এ এর ২৩ বছর বয়সী মাহাদী রেদওয়ানের মরদেহ ১২ নভেম্বর টার্নার রোড ও মোস্টার রোডের মাঝামাঝি হাইওয়ে সংলগ্ন এলাকায় পাওয়া যায়। যদিও তার মরদেহ ১২ নভেম্বর পাওয়া যায়, পুলিশ বলছে তারা বিশ্বাস করে তিনি এর প্রায় ১০ দিন আগেই মারা গিয়েছিলেন। আরসিএমপি বৃহস্পতিবার এক ঘোষণায় বলেছে, “তদন্তকারীরা বিশ্বাস করেন মি. রেদওয়ানের মৃত্যুর পেছনের ঘটনাগুলো ২ নভেম্বর, ২০২৫ তারিখ সন্ধ্যা প্রায় ৮টা ১৫ মিনিটে ওই স্থানেই ঘটেছিল।” মাউন্টিজরা জানান, রেদওয়ানের মৃত্যু “অপরাধ তদন্ত হিসেবে বিবেচিত” হচ্ছে এবং ২ নভেম্বর ওই এলাকায় যারা ছিলেন, বা ওই সময়ে এলাকার ড্যাশক্যাম ভিডিও যাদের কাছে আছে, তাদের নানাইমো আরসিএমপি–র নন-ইমার্জেন্সি নম্বর ২৫০-৭৫৪-২৩৪৫–এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। ভুক্তভোগীর কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলে জানা গেছে, রেদওয়ান প্রায় ছয় মাস আগে বাংলাদেশে তার পরিবার ও গর্ভবতী স্ত্রীকে সহায়তা করার জন্য অর্থ উপার্জনের উদ্দেশ্যে কানাডায় এসেছিলেন। আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছি, কারণ তিনি ছিলেন সবচেয়ে kind-hearted মানুষ যাকে আমি কখনও দেখেছি। তিনি ছিলেন সবচেয়ে সৎ মানুষ, এবং এমন একজন যাকে বন্ধু হিসেবে পেয়ে আপনি ভাগ্যবান হতেন,” বলেন মোতাহার ভুইঁয়া। তার বন্ধুরা বলেন, তিনি দুইটি চাকরি করতেন। সেদিন সন্ধ্যায় তিনি হ্যামন্ড বে সেন্টার শপিং মলের ওয়েন্ডি’স-এ তার শিফট শেষ করে দক্ষিণ দিকে লংউড স্টেশনের থ্রিফটি ফুডসে যান, যেখানে তিনি একটি ব্যাংক মেশিন ব্যবহার করেন।সেখানেই তারা বিশ্বাস করেন যে তিনি দুই বন্ধুকে ফোন করে ভ্যাঙ্কুভার আইল্যান্ড ইউনিভার্সিটির কাছে তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য লিফট চাইেছিলেন, কিন্তু তারা ব্যস্ত ছিলেন। তাকে ৫ নভেম্বর পর্যন্ত নিখোঁজ হিসেবে রিপোর্ট করা হয়নি, তারপর সাত দিন পর থ্রিফটি ফুডসের দক্ষিণ পাশে একটি নালায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আমি মনে করি তার সঙ্গে যা হয়েছে তার জন্য আমি দায়ী, কারণ প্রথমত আমিই তাকে নানাইমোতে এনেছিলাম,” যোগ করেন ভুইঁয়া। “আমি তাকে চাকরি পেতে সাহায্য করেছি, সবকিছু করেছি, আর তারপর তিনিই আমাকে—আমি ছিলাম তার শেষ যোগাযোগ করা ব্যক্তি—তাই আমি ভীষণ অপরাধবোধ করছি যে আমি তাকে সাহায্য করতে পারিনি। এখনো আমরা নিশ্চিত নই কী ঘটেছে। যেকোনো কিছু হতে পারে,” বলেন রনি হাওলাদার। “আমরা ১০০ শতাংশ নিশ্চিত নই এবং এটি আমাদের জন্য সত্যিই একটি মর্মান্তিক পরিস্থিতি, কারণ সেটি ছিল রবিবার রাত এবং সারারাত কেউই তাকে খুঁজে দেখেনি—এটা খুবই দুঃখজনক। আরসিএমপি তদন্তকারীরা বলেন, তারা বিশ্বাস করেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং জননিরাপত্তার জন্য কোনো ঝুঁকি নেই।