Probashi TV Canada

Probashi TV Canada Probashi TV Canada is Toronto based Bangla IPTV.

12/26/2025

টরন্টোর তুষারঝড়ের খন্ড চিত্র।।।।
সবাই সাবধান।।।।
এনভায়রনমেন্ট কানাডার সতর্কবার্তায় বলা হয়েছে, শুক্রবার সকালে তুষারপাত শুরু হয়ে বিকেল নাগাদ তা আরও ভারী আকার ধারণ করবে এবং সন্ধ্যার মধ্যে শেষ হতে পারে। বিকেলের দিকে কিছু এলাকায় তীব্র তুষারপাতের কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

টরন্টোসহ দক্ষিণ অন্টারিওতে শুক্রবার উল্লেখযোগ্য তুষারপাতের আশঙ্কা করছে এনভায়রনমেন্ট কানাডাটরন্টোবাসীর সাদা ক্রিসমাসের আশ...
12/26/2025

টরন্টোসহ দক্ষিণ অন্টারিওতে শুক্রবার উল্লেখযোগ্য
তুষারপাতের আশঙ্কা করছে এনভায়রনমেন্ট কানাডা
টরন্টোবাসীর সাদা ক্রিসমাসের আশা পূরণ হচ্ছে একদিন দেরিতে। এনভায়রনমেন্ট কানাডা জানিয়েছে, শুক্রবার টরন্টো ও গ্রেটার টরন্টো এরিয়ায় উল্লেখযোগ্য তুষারপাত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৮ থেকে ১২ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমতে পারে।
বৃহস্পতিবার সকালে এনভায়রনমেন্ট কানাডা জিটিএ ও দক্ষিণ অন্টারিওর বেশিরভাগ এলাকার জন্য বিশেষ আবহাওয়া সতর্কতা জারি করে। পরে টরন্টোর জন্য ‘ইয়েলো ওয়ার্নিং’ দেওয়া হয়, যেখানে শুক্রবার “গুরুত্বপূর্ণ তুষারপাত” হওয়ার কথা বলা হয়েছে।
সংস্থাটি জানায়, শুক্রবার দেরি সকাল থেকে তুষারপাত শুরু হয়ে সন্ধ্যার মধ্যে পশ্চিম থেকে পূর্ব দিকে ধীরে ধীরে শেষ হতে পারে। তবে নিম্নচাপের গতিপথ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে, যা তুষারপাতের এলাকার পূর্ব প্রান্তে প্রভাব ফেলতে পারে।
দুপুরের দিকে তুষারপাত তুলনামূলকভাবে ভারী হতে পারে এবং দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চালকদের সতর্ক থাকতে এবং যাতায়াত পরিকল্পনা প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়েছে।
এনভায়রনমেন্ট কানাডা বলছে, “ভ্রমণ কঠিন হতে পারে। তুষার জমে রাস্তা ও ফুটপাত চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। যাত্রায় অতিরিক্ত সময় ধরে নেওয়াই ভালো।”
ক্রিসমাস ও পরবর্তী দিনের আবহাওয়া
ক্রিসমাস ডে বৃহস্পতিবার টরন্টোতে আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস হলেও সন্ধ্যার দিকে উইন্ড চিলের কারণে অনুভূত তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ১১ ডিগ্রিতে। রাতে তা আরও কমে মাইনাস ১৯ ডিগ্রি অনুভূত হতে পারে।
শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস। সকালে উইন্ড চিল মাইনাস ১৯ এবং বিকেলে মাইনাস ১৩ ডিগ্রি পর্যন্ত অনুভূত হতে পারে। শনিবার তাপমাত্রা বাড়ে সর্বোচ্চ ২ ডিগ্রি এবং রোববার সর্বোচ্চ ১ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস রয়েছে।

৩০০ ফুটে সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমানের বক্তব্যের বেশ প্রশংসা করছেন অনেকেই। সেই তালিকায় আছেন শোবিজ তারকারা। আছেন চিত্র...
12/25/2025

৩০০ ফুটে সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমানের বক্তব্যের বেশ প্রশংসা করছেন অনেকেই। সেই তালিকায় আছেন শোবিজ তারকারা। আছেন চিত্রনায়িকা পরীমনিও।
ফেসবুকে দেওয়া এক পোস্টে পরীমনি লেখেন, ‘“আজ এ দেশের মানুষ চায়”… যখন বললেন একদম শিরদাঁড়ায় এসে বিঁধলো। কি যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারিদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে আর কিছু চাওয়ার নেই।’
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতিতে বক্তব্য দিতে দাঁড়িয়ে তারেক রহমান বলেন, ‘আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদের ধৈর্যশীল হতে হবে। আমাদের ধৈর্য ধারণ করতে হবে।’

12/25/2025

বিমানবন্দর থেকে বেরিয়ে খালি পায়ে ঘাসের ওপর কিছুক্ষণ দাঁড়ান তারেক রহমান। পরে তিনি একমুঠো মাটি তুলে নেন।।।

12/25/2025

মাতৃভূমিতে পৌঁছেই প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে ধন‍্যবাদ দিলেন তারেক রহমান।।।।

সবার আগে বাংলাদেশ লেখা বাসে করে সংবর্ধনাস্থল ৩০০ ফুটের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান তারেক রহমান।।।।
12/25/2025

সবার আগে বাংলাদেশ লেখা বাসে করে সংবর্ধনাস্থল ৩০০ ফুটের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান তারেক রহমান।।।।

স্কারবরো ক্যাম্পাসের পাশের জঙ্গলে গুলিতে নিহত যুবক শিভাঙ্ক, পরিচয় প্রকাশ করল পুলিশইউনিভার্সিটি অব টরন্টো স্কারবরো ক্যাম্...
12/25/2025

স্কারবরো ক্যাম্পাসের পাশের জঙ্গলে গুলিতে
নিহত যুবক শিভাঙ্ক, পরিচয় প্রকাশ করল পুলিশ
ইউনিভার্সিটি অব টরন্টো স্কারবরো ক্যাম্পাসের কাছে গুলিতে নিহত হয়েছেন ২০ বছর বয়সী শিভাঙ্ক আভাস্থি।
গত মঙ্গলবার বিকেলে হাইল্যান্ড ক্রিক ট্রেইল এলাকায় তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। টরন্টো পুলিশ জানিয়েছে, স্কারবরো ক্যাম্পাসের কাছে গুলিতে নিহত যুবকের নাম শিভাঙ্ক আভাস্থি (২০)। তিনি টরন্টোর বাসিন্দা। মঙ্গলবার দুপুর ৩টা ৩০ মিনিটের একটু পর হাইল্যান্ড ক্রিক ট্রেইল ও ওল্ড কিংস্টন রোড এলাকায় একজন গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ এক যুবককে পাওয়া যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি বা ব্যক্তিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তদন্তকারীরা বলছেন, এটি বিচ্ছিন্ন ঘটনা এবং কখনোই কোনো “অ্যাকটিভ শুটার” পরিস্থিতি ছিল না।
এই ঘটনার পর মঙ্গলবার বিকাল ও সন্ধ্যায় ইউনিভার্সিটি অব টরন্টো স্কারবরো ক্যাম্পাসে লকডাউন জারি করা হয়। শিক্ষার্থীদের নিরাপদে আশ্রয় নিতে বলা হয়। পরে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে লকডাউন তুলে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তারা এ ঘটনায় গভীরভাবে মর্মাহত। ছুটির সময়ে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের জন্য মানসিক সহায়তা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। নিহত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কি না, তা নিশ্চিত করা হয়নি। পুলিশ জানায়, ঘটনাস্থলটি জঙ্গলঘেরা হওয়ায় সেখানে নিরাপত্তা ক্যামেরা নেই, যা তদন্তকে কঠিন করেছে। তবে প্রমাণ সংগ্রহে কিছু সুবিধাও পাওয়া গেছে। এটি চলতি বছরে টরন্টোর ৪১তম হত্যাকাণ্ড।

12/24/2025

সবাই চলে আসুন ২৮ শে ডিসেম্বর।
টরন্টো প‍্যাভিলিয়নে

ঢাকার পথে রওনা গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান তারেক রহমান ও তার পরিবার।।।।
12/24/2025

ঢাকার পথে রওনা গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান তারেক রহমান ও তার পরিবার।।।।

পিকারিংয়ে ভয়াবহ দুর্ঘটনা: হাইওয়ে ৪০১-এর পূর্বমুখী এক্সপ্রেস লেন বন্ধপিকারিংয়ে হাইওয়ে ৪০১-এর পূর্বমুখী এক্সপ্রেস লেনে...
12/24/2025

পিকারিংয়ে ভয়াবহ দুর্ঘটনা: হাইওয়ে
৪০১-এর পূর্বমুখী এক্সপ্রেস লেন বন্ধ
পিকারিংয়ে হাইওয়ে ৪০১-এর পূর্বমুখী এক্সপ্রেস লেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর একটি পরিবহন ট্রাকের চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ (OPP) জানিয়েছে, আহত চালকের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে হোয়াইটস রোড ও ব্রক রোডের মধ্যবর্তী অংশে এই দুর্ঘটনা ঘটে। প্রথমে দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে একটি পরিবহন ট্রাক জড়িত ছিল। এরপর ওই ট্রাকটি আরেকটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে দ্বিতীয়বারের মতো সংঘর্ষে জড়ায়।
দুর্ঘটনার ফলে পরিবহন ট্রাকের চালক গুরুতর আহত হন এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে হাইওয়ে ৪০১-এর পূর্বমুখী সব এক্সপ্রেস লেন বন্ধ করে দেওয়া হয়েছে।
কতক্ষণ এই লেনগুলো বন্ধ থাকবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময় জানায়নি OPP। চালকদের বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশে ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল ...
12/24/2025

বাংলাদেশে ২৬তম প্রধান
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ কথা বলা হয়। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনের তারিখ—২৩ ডিসেম্বর ২০২৫। আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবারের তারিখ থাকলেও প্রজ্ঞাপনটি আজ বুধবার প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন।

Address

3018 Danforth Avenue, Suite
Canada, KY
M1M3G2

Website

https://probashinews24.tv/

Alerts

Be the first to know and let us send you an email when Probashi TV Canada posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Probashi TV Canada:

Share

Category