12/25/2025
স্কারবরো ক্যাম্পাসের পাশের জঙ্গলে গুলিতে
নিহত যুবক শিভাঙ্ক, পরিচয় প্রকাশ করল পুলিশ
ইউনিভার্সিটি অব টরন্টো স্কারবরো ক্যাম্পাসের কাছে গুলিতে নিহত হয়েছেন ২০ বছর বয়সী শিভাঙ্ক আভাস্থি।
গত মঙ্গলবার বিকেলে হাইল্যান্ড ক্রিক ট্রেইল এলাকায় তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। টরন্টো পুলিশ জানিয়েছে, স্কারবরো ক্যাম্পাসের কাছে গুলিতে নিহত যুবকের নাম শিভাঙ্ক আভাস্থি (২০)। তিনি টরন্টোর বাসিন্দা। মঙ্গলবার দুপুর ৩টা ৩০ মিনিটের একটু পর হাইল্যান্ড ক্রিক ট্রেইল ও ওল্ড কিংস্টন রোড এলাকায় একজন গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ এক যুবককে পাওয়া যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি বা ব্যক্তিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তদন্তকারীরা বলছেন, এটি বিচ্ছিন্ন ঘটনা এবং কখনোই কোনো “অ্যাকটিভ শুটার” পরিস্থিতি ছিল না।
এই ঘটনার পর মঙ্গলবার বিকাল ও সন্ধ্যায় ইউনিভার্সিটি অব টরন্টো স্কারবরো ক্যাম্পাসে লকডাউন জারি করা হয়। শিক্ষার্থীদের নিরাপদে আশ্রয় নিতে বলা হয়। পরে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে লকডাউন তুলে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তারা এ ঘটনায় গভীরভাবে মর্মাহত। ছুটির সময়ে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের জন্য মানসিক সহায়তা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। নিহত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কি না, তা নিশ্চিত করা হয়নি। পুলিশ জানায়, ঘটনাস্থলটি জঙ্গলঘেরা হওয়ায় সেখানে নিরাপত্তা ক্যামেরা নেই, যা তদন্তকে কঠিন করেছে। তবে প্রমাণ সংগ্রহে কিছু সুবিধাও পাওয়া গেছে। এটি চলতি বছরে টরন্টোর ৪১তম হত্যাকাণ্ড।