Probashi TV Canada

Probashi TV Canada Probashi TV Canada is Toronto based Bangla IPTV.

বাংলাদেশ থেকে আজ ১৫ ই নভেম্বর নিজ দেশে ফিরে এলেন কানাডার অন্টারিও প্রদেশের স্কারবোরো সেন্টারের সংসদ সদস্য সালমা যাহিদ। এ...
11/15/2025

বাংলাদেশ থেকে আজ ১৫ ই নভেম্বর নিজ দেশে ফিরে এলেন কানাডার অন্টারিও প্রদেশের স্কারবোরো সেন্টারের সংসদ সদস্য সালমা যাহিদ। এ সময় বিভিন্ন ব‍্যক্তি ও সংগঠনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। তেমনই সালমা যাহিদের সাথে সৌজন‍্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–মনোনীত প্রার্থীদের একটি প্রতিনিধিদল। সাক্ষাতে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এস. এম. খালিদুজ্জামান এবং ঢাকা-১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার আরমান। এছাড়াও বৈঠকে অংশ নেন ড. জুবায়ের।

11/15/2025

৬২ অ্যালিস্টার অ্যাভিনিউ, স্কারবোরো। গতকাল ১৪ নভেম্বর, শুক্রবার এ ঠিকানায় নতুন শুরুর গন্ধ ছিল। আর আজ ১৫ ই নভেম্বর, শনিবার সেখানে কেবল পোড়া কাঠের গন্ধ। নির্মাণাধীন বাড়িটা ভোরের আগুনে কয়েক মুহূর্তেই ভেঙে পড়ে। নির্মানাধীন বাড়ির আফগানি বংশদ্ভূত মালিককে খবরটি জানান তার প্রতিবেশি বন্ধু। মালিক এসে নিজের স্বপ্নের বাড়ির সামনে এসে দেখেন, দেয়াল ওঠার আগেই স্বপ্নগুলো ভেঙে গেছে। কারন এই পরিবারটি এবার নতুন ঘরের চাবি হাতে নেওয়ার অপেক্ষায় ছিল। তারা আজ দাঁড়িয়ে আছে ছাইয়ের সামনে নিঃশব্দ, অসহায়। দমকল পৌঁছেছিল দ্রুত, তবু আগুনের তীব্রতা এতটাই ছিল যে কিছুই রক্ষা পেল না। এ ধরনের ঘটনা শুধু একটি কাঠামো ধব্বংস নয়। বরং একটি পরিবারের ভবিষ্যৎ হারিয়ে যাওয়ার গল্প।

11/15/2025

স্কারবোরোতে দাউ দাউ করে জ্বলছে একটি বাড়ি। বাড়িটির পাশেই রিয়েলটর মনির ইসলামের বাড়ি। তার ফেসবুক লাইভ থেকে ভিডিওটি সংগ্রহ করা হয়েছে।

গ্রেটার খুলনা এসোসিয়েশন, কানাডার নতুন নেতৃত্ব গঠন করা হয়েছে। কমিটিতে প্রেসিডেন্ট হয়েছেন দক্ষ রিয়েল এষ্টেট ব্রোকার শেখ হা...
11/15/2025

গ্রেটার খুলনা এসোসিয়েশন, কানাডার নতুন নেতৃত্ব গঠন করা হয়েছে। কমিটিতে প্রেসিডেন্ট হয়েছেন দক্ষ রিয়েল এষ্টেট ব্রোকার শেখ হাসিব হোসেন। সংগঠনের গতি-প্রবাহ ধরে রাখতে পাশে রয়েছেন জেনারেল সেক্রেটারি লুৎফর আখন্দ মিঠু। গত ১৩ ই নভেম্বর গ্রেটার খুলনা এসোসিয়েশনের সাধারন সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়েছে। সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত করার সময় বলা হয়, সহসাই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

11/15/2025

কানাডিয়ান বাংলাদেশি আইটি সামিট এখন জমে উঠেছে ওয়ান চার্চে, ঠিকানা 2885 Kennedy Road। গেট খোলার পর থেকে দর্শনার্থী আর অতিথিদের ভিড় চোখে পড়ার মতো। সময় যত যাচ্ছে, ভিড় তত বাড়ছে। তাই আর দেরি না করে চলে আসাই ভালো।

আজকের মঞ্চে আছেন বাংলাদেশের লিজেন্ডারি ব্যান্ডশিল্পী মাকসুদ। তাকে দারুণভাবে সঙ্গ দেবেন রাফি আলম, আর তার পরিবেশনায় যোগ হবে এক আলাদা রঙ। সঙ্গে থাকছে নাহিদ নাসরীন নয়ন–এর নাচসহ আরও নানা আকর্ষণ।

সংক্ষেপে, আজকের সন্ধ্যা মিস করার মতো নয়। দ্রুত এসে নিজের সিটে বসুন, অনুষ্ঠান শুরু হয়ে গেছে নিজের পূর্ণ ছন্দে।







আহা!!!! কি মজা!!এটা শুধু আইটি সামিট নয়।কত কত আয়োজন আছে আজকের আইটি সামিটে।।।পোস্টারটা দেখে চোখ বুলিয়ে নিন!!!দেখবেন কত কত ...
11/14/2025

আহা!!!! কি মজা!!
এটা শুধু আইটি সামিট নয়।
কত কত আয়োজন আছে আজকের আইটি সামিটে।।।
পোস্টারটা দেখে চোখ বুলিয়ে নিন!!!
দেখবেন কত কত আয়োজন!!!
চলুন সামিট দেখি এরপরের আয়োজন অনাবিল আনন্দে উপভোগ করি।
ধন‍্যবাদ রাফি আলম এবং তাঁর টীমকে এত সুন্দর আয়োজনের জন‍্য।।।।

মাকসুদের চমক কিন্তু আজকেটরন্টোতে গান গাইবেন এই প্রথমমাকসুদলাইভ এর টরন্টো ডেব্যু ঠিক সামনে। একই মঞ্চে কানাডিয়ান বাংলাদেশি...
11/14/2025

মাকসুদের চমক কিন্তু আজকে
টরন্টোতে গান গাইবেন এই প্রথম
মাকসুদলাইভ এর টরন্টো ডেব্যু ঠিক সামনে। একই মঞ্চে কানাডিয়ান বাংলাদেশি আইটি সামিট। আর পুরো আয়োজনের নেতৃত্বে রাফি আলম। যিনি অর্গানাইজার হিসেবে অনেক আগে থেকেই চার–ছক্কা হাঁকাচ্ছেন। সেটা ভিন্ন প্ল্যাটফর্ম। এবার তার আইটি সামিটের ভেন্যু ওয়ান চার্চ। আর জায়গাটা সত্যিই অন্যরকম। বসার ব্যবস্থা থেকে আইটি স্টল, ফুড কর্নার সব কিছুই সাজানো হয়েছে এমনভাবে, যেন ঢুকে পড়লে আলাদা একটা এনার্জি টের পাওয়া যায়।
এই আয়োজন জমে উঠবে কি না, সেটা আসলে ঠিক করবে দর্শকেরাই। আর আজকের লাইনআপে চমকের ঘর কম নয়; মাকসুদলাইভের বাইরে আরও কিছু নাম আছে, যেগুলো এখনই প্রকাশ করা যাচ্ছে না।
পরিবার নিয়ে চলে আসুন আইটি সামিটে। এখানে পাবেন সংগীত, প্রযুক্তির মানুষ, রিয়েলটর, বিল্ডার, মর্টগেজ এজেন্ট সবাই এক ছাদের নিচে। আর পুরো অনুষ্ঠানটিকে নিখুঁত করে তুলতে রাফি আলমের সঙ্গে নেপথ্যে আছেন শাহানা বেগম, যিনি বরাবরের মতোই দুহাতে সাপোর্ট দিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠান শেষে শাহানা বেগম রাফিকে শুধু একটা কথা বলবেন, ভালো করেছ, কিন্তু ওখানে–ওখানে একটু খুঁত ছিল…
এটাই তো আয়োজনের সৌন্দর্য, পরের বার আরও ভালো হবে।

নির্মাতা অমিতাভ রেজা বিয়ে করতে যাচ্ছেন।পাত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী মুশফিকা মাসুদ। পেশায় চিত্রনাট‍্যকার ও পরিচালক। নির্মা...
11/14/2025

নির্মাতা অমিতাভ রেজা বিয়ে করতে যাচ্ছেন।
পাত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী মুশফিকা মাসুদ। পেশায় চিত্রনাট‍্যকার ও পরিচালক। নির্মাতা অমিতাভ রেজার এটি তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। একটা সময় এসে তাঁদের দুজনের সঙ্গে দাম্পত্যজীবনের ইতি ঘটে।

11/14/2025

স্পট: ডেনফোর্থ রোড এবং ব্রিমলি ইন্টারসেকশন।
সময়: সকাল সাড়ে ছয়টা
ঘটে গেছে দূর্ঘটনা। সবাই সাবধানে থাকুন, প্রবাসী টিভির সাথে থাকুন।
ভিডিওটি ধারন করার জন‍্য ধন‍্যবাদ আলভীকে। এ ছোট্ট ভিডিও দেখে অনেকেই উপকৃত হবেন।

ব্রিটিশ কলম্বিয়ার নানাইমুতে বাংলাদেশীর মরদেহ উদ্ধারব্রিটিশ কলম্বিয়ার নানাইমুতে বাংলাদেশী বংশোদ্ভুত মাহাদী রেদওয়ান-এর মৃত...
11/14/2025

ব্রিটিশ কলম্বিয়ার নানাইমুতে
বাংলাদেশীর মরদেহ উদ্ধার
ব্রিটিশ কলম্বিয়ার নানাইমুতে বাংলাদেশী বংশোদ্ভুত মাহাদী রেদওয়ান-এর মৃতদেহ পাওয়া গিয়েছে । আরসিএমপি জানিয়েছে, নানাইমোতে হাইওয়ে ১৯এ এর ২৩ বছর বয়সী মাহাদী রেদওয়ানের মরদেহ ১২ নভেম্বর টার্নার রোড ও মোস্টার রোডের মাঝামাঝি হাইওয়ে সংলগ্ন এলাকায় পাওয়া যায়। যদিও তার মরদেহ ১২ নভেম্বর পাওয়া যায়, পুলিশ বলছে তারা বিশ্বাস করে তিনি এর প্রায় ১০ দিন আগেই মারা গিয়েছিলেন। আরসিএমপি বৃহস্পতিবার এক ঘোষণায় বলেছে, “তদন্তকারীরা বিশ্বাস করেন মি. রেদওয়ানের মৃত্যুর পেছনের ঘটনাগুলো ২ নভেম্বর, ২০২৫ তারিখ সন্ধ্যা প্রায় ৮টা ১৫ মিনিটে ওই স্থানেই ঘটেছিল।” মাউন্টিজরা জানান, রেদওয়ানের মৃত্যু “অপরাধ তদন্ত হিসেবে বিবেচিত” হচ্ছে এবং ২ নভেম্বর ওই এলাকায় যারা ছিলেন, বা ওই সময়ে এলাকার ড্যাশক্যাম ভিডিও যাদের কাছে আছে, তাদের নানাইমো আরসিএমপি–র নন-ইমার্জেন্সি নম্বর ২৫০-৭৫৪-২৩৪৫–এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। ভুক্তভোগীর কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলে জানা গেছে, রেদওয়ান প্রায় ছয় মাস আগে বাংলাদেশে তার পরিবার ও গর্ভবতী স্ত্রীকে সহায়তা করার জন্য অর্থ উপার্জনের উদ্দেশ্যে কানাডায় এসেছিলেন। আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছি, কারণ তিনি ছিলেন সবচেয়ে kind-hearted মানুষ যাকে আমি কখনও দেখেছি। তিনি ছিলেন সবচেয়ে সৎ মানুষ, এবং এমন একজন যাকে বন্ধু হিসেবে পেয়ে আপনি ভাগ্যবান হতেন,” বলেন মোতাহার ভুইঁয়া। তার বন্ধুরা বলেন, তিনি দুইটি চাকরি করতেন। সেদিন সন্ধ্যায় তিনি হ্যামন্ড বে সেন্টার শপিং মলের ওয়েন্ডি’স-এ তার শিফট শেষ করে দক্ষিণ দিকে লংউড স্টেশনের থ্রিফটি ফুডসে যান, যেখানে তিনি একটি ব্যাংক মেশিন ব্যবহার করেন।সেখানেই তারা বিশ্বাস করেন যে তিনি দুই বন্ধুকে ফোন করে ভ্যাঙ্কুভার আইল্যান্ড ইউনিভার্সিটির কাছে তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য লিফট চাইেছিলেন, কিন্তু তারা ব্যস্ত ছিলেন। তাকে ৫ নভেম্বর পর্যন্ত নিখোঁজ হিসেবে রিপোর্ট করা হয়নি, তারপর সাত দিন পর থ্রিফটি ফুডসের দক্ষিণ পাশে একটি নালায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আমি মনে করি তার সঙ্গে যা হয়েছে তার জন্য আমি দায়ী, কারণ প্রথমত আমিই তাকে নানাইমোতে এনেছিলাম,” যোগ করেন ভুইঁয়া। “আমি তাকে চাকরি পেতে সাহায্য করেছি, সবকিছু করেছি, আর তারপর তিনিই আমাকে—আমি ছিলাম তার শেষ যোগাযোগ করা ব্যক্তি—তাই আমি ভীষণ অপরাধবোধ করছি যে আমি তাকে সাহায্য করতে পারিনি। এখনো আমরা নিশ্চিত নই কী ঘটেছে। যেকোনো কিছু হতে পারে,” বলেন রনি হাওলাদার। “আমরা ১০০ শতাংশ নিশ্চিত নই এবং এটি আমাদের জন্য সত্যিই একটি মর্মান্তিক পরিস্থিতি, কারণ সেটি ছিল রবিবার রাত এবং সারারাত কেউই তাকে খুঁজে দেখেনি—এটা খুবই দুঃখজনক। আরসিএমপি তদন্তকারীরা বলেন, তারা বিশ্বাস করেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং জননিরাপত্তার জন্য কোনো ঝুঁকি নেই।

11/14/2025

কি অসাধারন গোল হামজা চৌধুরীর। দেখেই চোখ জুড়িয়ে যায়!!!

টরন্টোর আবাসিক মেজর স্ট্রিটের কর্নার প্লটে খোলা যাবে নতুন দোকান১৯৫৯ সালের পর এই প্রথম, টরন্টোর আবাসিক এলাকায় নতুন কর্নার...
11/14/2025

টরন্টোর আবাসিক মেজর স্ট্রিটের
কর্নার প্লটে খোলা যাবে নতুন দোকান
১৯৫৯ সালের পর এই প্রথম, টরন্টোর আবাসিক এলাকায় নতুন কর্নার স্টোর নির্মাণ বৈধ করা হয়েছে। টরন্টোর সিটি কাউন্সিলে এ নিয়ে বহুদিনের বিতর্ক চলছিল। অবশেষে আজ ১৩ নভেম্বর, বৃহস্পতিবার ডিসেম্বরের প্রস্তাবের একটি সরল সংস্করণ পাস হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ি, এখন থেকে ব্যবসা শুরু করতে আগ্রহীরা শহরের কিছু বড় “মেজর স্ট্রিট”-এর আবাসিক অংশে দোকান খুলতে পারবেন। মেজর স্ট্রিট বলতে এমন বড় রাস্তা বোঝায় যেগুলো দিয়ে বাস, পণ্য পরিবহন এবং শহরের বিভিন্ন অংশের সংযোগ বজায় থাকে। ওল্ড টরন্টো ও ইস্ট ইয়র্ক এলাকার কাউন্সিলররা মেয়র অলিভিয়া চাওয়ের সংশোধনী সমর্থন করেছেন। তাদের ওয়ার্ডের নির্দিষ্ট কিছু “কমিউনিটি স্ট্রিট”-এও এখন ছোট দোকান খোলা যাবে। এসব দোকানে খাবার–পানীয় বিক্রি করা যাবে, তবে খাবার অবশ্যই বাইরে প্রস্তুত করা হতে হবে।

Address

3018 Danforth Avenue, Suite
Canada, KY
M1M3G2

Website

https://probashinews24.tv/

Alerts

Be the first to know and let us send you an email when Probashi TV Canada posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Probashi TV Canada:

Share

Category