07/30/2020
রাজধানীর দীপনপুর বুক ক্যাফেতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'দ্যা রিভার' ও 'কালার অফ চাইল্ডহুড' নামে দুইটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী করা হয়।
শুক্রবার বিকেলে দীপনপুর বুক ক্যাফেতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা শিক্ষা ও একজন কিশোরের মনস্তাত্ত্বিক দন্দকে কেন্দ্র করে নির্মিত 'কালার অফ চাইল্ডহুড' চলচ্চিত্রটি আমেরিকার ১৭ তম আর্বান মিডিয়ামেকার ফিল্ম ফেস্টিভ্যাল এবং ভারতের ৩য় পুনে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জনের পাশাপাশি আরো চারটা সম্মানজনক আন্তর্জাতিক এওয়ার্ড অর্জন করার কারণে অনেক দর্শকদের মাঝেই এই চলচ্চিত্রটি দেখার আগ্রহ তৈরি হয়েছে। পাশাপাশি যুদ্ধের ভয়াবহতা ও মানবিক বিপর্যয়ের গল্পে আশিষ খন্দকার ও জ্যোতিকা জ্যোতি অভিনয়ে সদ্য নির্মিত হয়েছে 'দ্যা রিভার' চলচ্চিত্রটি। এবার এই চলচ্চিত্রদুইটির বাংলাদেশে প্রথম প্রদর্শনী আয়োজন করা হয়।
প্রদর্শনীতে এই দুইটি চলচ্চিত্রের সকল অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত ছিলেন।
Two short films were exhibited in the capital's Dipanpur Book Cafe, the short film 'The River' and 'Color of Childhood'.
A short film exhibition was held on Friday afternoon in Dipanpur Book Cafe.
The 'Color of Childhood' film, centered around Madrasah education and psychological stigma of a teenager, has won the Best Film Award in America's 17th Arban Media Film Festival and the 3rd International Film Festival of India at the 3rd International Film Festival along with winning four more prestigious international awards, because of the interest of many viewers. CreatedAs well as the horror of war and humanitarian catastrophe, Ashish Khandakar and Jyotika Jyoti have been cast in the newly created 'The River' movie. This year, the first exhibition was organized in Bangladesh.
All actors of these two films were present at the exhibition.
আরও বিস্তারিত জানতে ভিজিট করুন: http://www.somoynews.tv