
08/12/2025
আজ ১১ই আগস্ট। ভারত মাতার বীর সন্তান, বিশিষ্ট স্বাধীনতা সংগ্ৰামী বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। এই স্মরণীয় দিনটিতে এই মহামানবের স্মৃতির উদ্দেশ্যে সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্ত চ্যারিটেবল ট্রাস্ট সুতাহাটা মণ্ডপ কমিউনিটি হল এ হলদিয়া মহকুমা হাসপাতালের সহযোগিতায় এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও জীবনদীপ ভল্যান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এর যৌথ উদ্যোগে আয়োজন করেছিলো রক্তদান শিবির এবং আলোচনা সভা। 'ভারতবর্ষের স্বাধীনতা সংগ্ৰামে অবিভক্ত মেদিনীপুর জেলার অবদান' শীর্ষক এই আলোচনা সভায় প্রধান অতিথির আসনে বক্তব্য রাখলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের মহিষাদল শাখার অধ্যক্ষ শ্রদ্ধেয় ব্রহ্মচারী গৌতম মহারাজ, বিশেষ অতিথির আসনে বক্তব্য রাখলেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় গৌরাঙ্গ খাঁড়া মহোদয় এবং লক্ষ্যা হাইস্কুলের প্রধান শিক্ষক মাননীয় দেবাশীষ পাহাড়ী মহোদয়। উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান শ্রী প্রদীপ বিজলী মহোদয়, আমাদের অন্যতম পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবী শ্রী আনন্দময় অধিকারী সহ সমাজের বিভিন্ন স্তরের এক ঝাঁক গুণীজন। ২৫ জন রক্তদাতা আজ রক্ত দিলেন। তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে হাসপাতালের ডাক্তার, নার্স, আমাদের ও সহায়ক সংগঠন গুলির সকল সম্মানীয় সদস্য ও সদস্যাদের, মণ্ডপ হল কর্তৃপক্ষ, সাউন্ড ম্যান, সাফাই কর্মী, যাঁরা দুপুরের খাওয়ার তৈরি করে দিয়েছেন তাঁদের সবাইকে সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্ত চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি ।