Provati Haldia

Provati Haldia provati haldia news Secretary-- Abanindranath Das. Reporters--- Indra, Sandipan Das, Ankur Guriya, Arun Sau.

আজ ১১ই আগস্ট। ভারত মাতার বীর সন্তান, বিশিষ্ট স্বাধীনতা সংগ্ৰামী বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। এই স্মরণীয় দিনট...
08/12/2025

আজ ১১ই আগস্ট। ভারত মাতার বীর সন্তান, বিশিষ্ট স্বাধীনতা সংগ্ৰামী বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। এই স্মরণীয় দিনটিতে এই মহামানবের স্মৃতির উদ্দেশ্যে সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্ত চ্যারিটেবল ট্রাস্ট সুতাহাটা মণ্ডপ কমিউনিটি হল এ হলদিয়া মহকুমা হাসপাতালের সহযোগিতায় এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও জীবনদীপ ভল্যান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এর যৌথ উদ্যোগে আয়োজন করেছিলো রক্তদান শিবির এবং আলোচনা সভা। 'ভারতবর্ষের স্বাধীনতা সংগ্ৰামে অবিভক্ত মেদিনীপুর জেলার অবদান' শীর্ষক এই আলোচনা সভায় প্রধান অতিথির আসনে বক্তব্য রাখলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের মহিষাদল শাখার অধ্যক্ষ শ্রদ্ধেয় ব্রহ্মচারী গৌতম মহারাজ, বিশেষ অতিথির আসনে বক্তব্য রাখলেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় গৌরাঙ্গ খাঁড়া মহোদয় এবং লক্ষ্যা হাইস্কুলের প্রধান শিক্ষক মাননীয় দেবাশীষ পাহাড়ী মহোদয়। উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান শ্রী প্রদীপ বিজলী মহোদয়, আমাদের অন্যতম পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবী শ্রী আনন্দময় অধিকারী সহ সমাজের বিভিন্ন স্তরের এক ঝাঁক গুণীজন। ২৫ জন রক্তদাতা আজ রক্ত দিলেন। তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে হাসপাতালের ডাক্তার, নার্স, আমাদের ও সহায়ক সংগঠন গুলির সকল সম্মানীয় সদস্য ও সদস্যাদের, মণ্ডপ হল কর্তৃপক্ষ, সাউন্ড ম্যান, সাফাই কর্মী, যাঁরা দুপুরের খাওয়ার তৈরি করে দিয়েছেন তাঁদের সবাইকে সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্ত চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি ।

তমলুক সুবর্ণ জয়ন্তী ভবনে আয়োজিত হল ভ্রমণ কুইজ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু কুইজ প্রেমীরা উপস্থিত হয়েছিল...
08/12/2025

তমলুক সুবর্ণ জয়ন্তী ভবনে আয়োজিত হল ভ্রমণ কুইজ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু কুইজ প্রেমীরা উপস্থিত হয়েছিলেন। এই ভ্রমণ কুইজের মূল লক্ষ্য ছিল শিশু কিশোর ও বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়াকে বিভিন্ন ধরণের অনলাইন গেমের আসক্তি থেকে বের করে এনে, তাদের ভ্রমণমুখী করা। সেই সঙ্গে কুইজের মধ্য দিয়ে জ্ঞানচর্চা করা এবং সর্বস্তরের মানুষের কাছে কুইজের প্রসার ঘটানো। সঙ্গে প্রয়াত ডঃ মৌসম মজুমদার - এর স্মৃতিকথা ও জীবনধারা আলোচনা করা।
উপস্থিত ছিলেন তমলুক বিধায়ক মাননীয় শ্রী ডঃ সৌমেন কুমার মহাপাত্র মহাশয়, মাননীয় শ্রী হরপ্রসাদ গর্গ মহাশয়, শ্রী ডাঃ প্রবীর ভৌমিক, শ্রী সুরজিৎ সিনহা, শ্রী শশাঙ্ক মাইতি মহাশয়,শ্রী অরুণাংশু প্রধান, শ্রী দেবকান্ত ভট্টাচার্য, শ্রী সৌগত কান্ডার, শ্রী চয়ন চক্রবর্তী, শ্রী শ্রীতম ব্যানার্জি, শ্রী ধীমান চক্রবর্তী, শ্রী দীপ সুন্দর দিন্দা,সুপর্ণা মজুমদার, কৃষ্ণ প্রসাদ ঘড়া,শ্রী ছবিলাল পাল, সৌমেন ঘোষ তথা দুই বিখ্যাত ভ্রমণ খ্যাত মানুষ শ্রী শিবাজি পাল এবং শ্রী পৃথ্বীজিৎ দত্ত।
অনুষ্ঠানে র অন্যতম আয়োজক ও সঞ্চালক Quiz Traveller এর পক্ষে শ্রী অরুপ মান্না মহাশয়। তাকে যোগ্য সহযোগিতা করেন মল্লিকা মান্না, মাশকুর খান, সুমন দিন্দা, সন্দীপন দাস , অতনু রায় সহ অন্যান্য রা।
ভ্রমণ বিশারদ শিবাজি পাল বাবু, ফাইনাল পর্বের বেশকিছু প্রশ্ন সঞ্চালনা করেন । তিরিশ টি প্রশ্নের বাছাই পর্ব শেষে ফাইনালে ওঠেন ১৩ টি দল। এরমধ্যে তিনটি দল স্কুল কুইজের জন্য নির্ধারিত ছিল।
দারুন লড়াই শেষে ৩৩৫ নম্বর পেয়ে প্রথম স্থান ছিনিয়ে নেন হলদিয়ার সুপ্রিয় মান্না এবং সুস্মিতা মান্নার টিম। ৩২৫ দ্বিতীয় স্থান অধিকার করেন কলকাতার সুপ্রিয় মন্ডল এবং মৌমিতা পাত্র জুটি । ২৯০ নম্বর পেয়ে তৃতীয় স্থানে শেষ করেন হলদিয়ার কৌশিক মাজি এবং দোলন মাজি জুটি।
২৮০ নম্বর পেয়ে চতুর্থ স্থানে শেষ করেন হুগলীর সুমন নিয়োগী এবং শ্রাবন্তী জানা জুটি। সফল কুইজারদের আর্থিক পুরষ্কার এর পাশাপাশি ছিল নানান ধরণের গিফ্ট। দর্শকদের জন্যও ছিল আকর্ষনীয় সব পুরষ্কার। অনুষ্ঠান টি জেলাজুড়ে বেশ প্রশংসিত হয়েছে।
উদ্যোক্তা দের মধ্যে অন্যতম অরুপ মান্না জানান, ভ্রমণ বিষয়ক কুইজ জেলায় প্রথমবার অনুষ্ঠিত হল । যথেষ্ট ই সাড়া ফেলেছে। আগামী দিনে স্কুল ভিত্তিক ভ্রমণ কুইজের জন্য আমরা এখন থেকে ভাবনা চিন্তা করছি।

Address

Charlotte, NC

Telephone

+17047450181

Website

Alerts

Be the first to know and let us send you an email when Provati Haldia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Provati Haldia:

Share

Category