
04/06/2023
বঙ্গবাজারের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ করতে আরো একঘণ্টা সময় লেগে যাবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন সাংবাদিকদের বলেন, ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুরোপুরি নির্বাপণ করতে আরো একঘণ্টা লাগবে।
মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে ঘটনাস্থলে সাংবাদিকদের একথা বলেন তিনি।
সাড়ে ছয় ঘণ্টা পর বঙ্গবাজারের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে দুপুর ১২টা ৩৬ মিনিটে। মঙ্গলবার ভোরে দেশের অন্যতম বড় এই মার্কেটে আগুন লাগার পর ৬টা ১০টি মিনিটে খবর পায় দমকল কর্মীরা।
এরপর আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ শুরু করে। পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও দমকলে বেশ কয়েকটি ইউনিট বঙ্গবাজারে আনা হয়।
সেনা, নৌ, বিমান বাহিনী এবং বিজিবি ও র্যাবের সদস্যরাও আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। বিমানবাহিনীর হেলিকপ্টারে করে হাতিরঝিল থেকে পানি এসে ছিটানো হয়।
বঙ্গবাজারে লাগোয়া কয়েকটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। দোকান মালিক সভাপতি হেলাল উদ্দিন জানিয়েছেন প্রায় ৬ হাজার দোকানপাট আগুনে পুড়ে গেছে।