11/03/2025
তুমি কি জানো??
তুমি না থাকলে সবকিছুই ফাঁকা ফাঁকা লাগে। তুমি কথা না বললে, মনটা কেমন যেন চুপচাপ হয়ে যায়। তোমার একটুখানি হাসি, একটুখানি খেয়াল সবকিছু বদলে দেয়।
তুমি না থাকলে, আমার মনে হয় কেউ নেই পাশে। তোমার জন্যই আমার এত অনুভব, এত ভাবনা। তুমি না থাকলে, নিজের কাছেই আমি অচেনা লাগি।
তোমায় ছাড়া কিছুই ভালো লাগে না। তোমার গুরুত্বটা হয়তো কখনও বোঝাতে পারবো না তবে এটুকু জানো তুমি আমার সবচেয়ে আপন সবচেয়ে প্রিয়!!