08/26/2024
আসসালামু আলাইকুম,,
আশা করি বর্তমান পরিস্থিতির কথা সবারে জানা আছে। তোর গাউছিয়া পেজের পক্ষ থেকে আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল আপনারা বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ান যে যার জায়গা থেকে আপনার একটু সাহায্যের কারণে হয়তো একটা মানুষের প্রাণ বেচে যেতে পারে। আমরা ইতিমধ্যে একটি উদ্যোগ নিয়েছি যে আমরাও তাদের পাশে দাঁড়ানো উচিত, ইনশাআল্লাহ আমরা তাদের পাশে আছি, আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান বন্যার্তদের পাশে দাঁড়াতে চান, আপনার সাধ্যমত আপনি যা দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে টাকা পাঠাতে পারেন।
তবে হ্যাঁ তোর কথা অবলম্বন করে টাকাগুলো পাঠাবে বর্তমানে অনেকগুলো ফ্রড বের হয়েছে যারা বন্যার্তদের কথা বলে টাকা নিয়ে মেরে দেয় ওদের থেকে সাবধান থাকবেন।
তো আশা করি আপনাদের সাধ্যমত সহযোগিতা করবেন বন্যার্তদের পাশে দাঁড়াবেন।
– 01882-563278 (nagad)>(bikash)