03/21/2022
রামকৃষ্ণ নগর পৌর ভোটে নব নির্বাচিত হয়ে মানুষের নিজি জীবন ও ব্যক্তি স্বাধীনতাত হস্তক্ষেপ।
Updated: 18 hours ago
রামকৃষ্ণ নগর পৌর ভোটে নব নির্বাচিত হয়ে মানুষের নিজি জীবন ও ব্যক্তি স্বাধীনতাত হস্তক্ষেপ। এমনই অভিযোগ করলেন মহিলা অধিকার সমিতির সভানেত্রী গৌরী দেবরায়। ঘটনার বিস্তারিত জানা যায় যে ,নব নির্বাচিত ৪ নং ওয়ার্ড কমিশিনার মাননীয়া অতসী ভট্টাচার্যী গৌরী দেবরায় কিভাবে বসবেন কিভাবে উঠবেন কিভাবে চলবেন কি খাবেন কি কাপড় পড়বেন তার অত্যাদিক তালিকা দিয়েগেছেন এবং এখানে বাসিন্দা নয় বলেন ।আগামী দিনে হয় তো জনসাধারণের উপরও এমনই ফতুয়া জারি হতে পারে। গৌরী দেবরায় বলেন ,৪ নং ওয়ার্ডের ভোটাররা মূল্যবান ভোট প্রদান করেছেন জনসাধারণের কাজ করার জন্য না মানুষের নিজি জীবনে হস্তক্ষেপ করার জন্য। ডাকের একটি কথা আছে, সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে সৃষ্টা কত সুন্দর হবে অনুরূপ ভাবে বলছি যে উনার জ্ঞানের পরিধি যদি এতটুকু হয় তাহলে উনাকে যারা প্রচালিত করছেন তাদের জ্ঞানের পরিধি কতটুকু হবে।উনাকে বলি অন্যর উপর আঙ্গুল তুলার আগে দেখতে হবে নিজে বা নিজের ঘর ঠিক আছে কি না। আপনার জানতে হবে ভারতের সংবিধানে কিছু মৌলিক অধিকার রয়েছে ।সংবিধানের PART ৩ লেখা হয়েছে FUNDAMENT RIGHTS সম্পর্কে। RIGHT TO EQUALITY মধ্যে Article No 15 বলা হয়েছে, জন্মস্থানে বৈষম্য নিষিদ্ধ(Prohibition of discriminations on birth place) Article No 19 স্বাধীনতার অধিকার (RIGHT TO FREEDOM) Article 21 জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা(Protection of life and Personal liberty)বাঁচার অধিকার (RIGHT TO LIVE) গোপনীয়তার অধিকার (RIGHT TO PRIVACY) সংবিধানের শপথ নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন আর সংবিধানকে অপমান করেছেন। আপনি যে সব কথা বার্থা বলেছেন এই গুলি সম্পূর্ণ সংবিধান বিরোধী। কোনো দিন কোনো মানুষের PRIVACY অর্থাৎ ব্যক্তিগত জীবন নিয়া কারো কথার বলার অধিকার নেই। এটা সম্পূর্ণ শাস্তিযোগ্য অপরাধ (PUNISHABLE OFFENCE ) আগামী দিনে কারো সঙ্গে কথা বলার আগে নিজের জ্ঞানের পরিধি বাড়িয়ে আসবেন।