A-M Mahfuz_A༎༎

A-M Mahfuz_A༎༎ __🌺'༉༎
︽︽︽︽︽︽︽︽•••︽︽︽︽︽︽︽︽
❤✦.لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ.✦❤
︾︾︾︾︾︾︾︾•••︾︾︾︾︾︾︾︾

04/01/2025

"শিক্ষা এমন একটি আলো, যা অজ্ঞতার অন্ধকার দূর করে। প্রতিদিন নতুন কিছু শিখুন, নিজেকে আরও উন্নত করুন!"
#শিক্ষা #জ্ঞান #শেখা #প্রতিদিনশেখা #ইনস্পিরেশন #মোটিভেশন #সফলতা #জ্ঞানইশক্তি #জীবনধারা #বইপ্রেমী #শিক্ষণীয় #ইনফরমেশন #লার্নিং #নতুনকিছুশেখা #স্মার্টলিভিং #পড়াশোনা #উন্নয়ন #মেধা #সৃজনশীলতা #সাফল্যেরপথ #জীবনেরপাঠ #বাংলা_উক্তি ্রেমী #শিক্ষা #জ্ঞান #শেখা #প্রতিদিনশেখা #ইনস্পিরেশন #মোটিভেশন #সফলতা #জ্ঞানইশক্তি #জীবনধারা #বইপ্রেমী #শিক্ষণীয় #ইনফরমেশন #লার্নিং #নতুনকিছুশেখা #স্মার্টলিভিং #পড়াশোনা #উন্নয়ন #মেধা #সৃজনশীলতা #সাফল্যেরপথ #জীবনেরপাঠ #বাংলা_উক্তি ্রেমী

03/25/2025

"জ্ঞান হলো এমন একটি আলো, যা অন্ধকারকে দূর করে এবং সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করে। প্রতিদিন নতুন কিছু শিখুন, কারণ শিক্ষা কখনোই বৃথা যায় না।"

03/24/2025

⏳ সময় আর WiFi সিগনাল কখনো কারো জন্য অপেক্ষা করে না,
তাই যতক্ষণ আছে, মজা করে নিন! 😄

#সময় #মুহূর্ত #জীবন

03/23/2025

🌟 সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না।
⏳ প্রতিটি মুহূর্তই মূল্যবান।
✨ আজ ভালোভাবে বাঁচুন।
🌼 কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে।

#সময় #জীবন #মুহূর্ত

03/23/2025

সুন্দর সকাল: এক লোক রাস্তায় হাঁটছে, পা পিছলে পড়ল।
সুন্দর হাসি: পাশ থেকে এক মেয়ে হাসতে লাগল।
সুন্দর উদারতা: লোকটি উঠে বলল, “ধন্যবাদ, আপনাকে হাসাতে পেরে ভালো লাগল!”
সুন্দর রাগ: মেয়ে রেগে গিয়ে বলল, “আপনি হাঁটেন কীভাবে?”
সুন্দর উত্তর: লোকটি বলল, “পড়তে পড়তে!”

03/23/2025

🌟 জীবনটা একটু রঙিন করো,
🌼 হাসি দিয়ে ভরিয়ে দাও প্রতিটি মুহূর্ত।
🌞 ছোট ছোট স্বপ্ন দেখো,
🌠 আর বড় বড় ইচ্ছেগুলো পূরণ করো।
🌈 প্রতিদিন নতুন কিছু শেখো,
🍃 আর প্রকৃতির মতোই সহজ থাকো।
💖 ভালোবাসা ছড়িয়ে দাও চারপাশে,
✨ কারণ তুমিই কারো না কারো আলো। 😊

#জীবন_রঙিন
#হাসি_ভরা_মুহূর্ত
#ছোট_স্বপ্ন_বড়_ইচ্ছে
#নতুন_শেখা
#প্রকৃতির_সহজতা
#ভালোবাসা_ছড়িয়ে_দাও
#তুমিই_আলো
#ইতিবাচক_চিন্তা
#সুখী_জীবন
#মজার_ক্যাপশন

03/23/2025

জ্ঞান অর্জনই জীবনের সবচেয়ে বড় সম্পদ। শিক্ষা আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখায়। আজই শিখতে শুরু করুন, কারণ প্রতিটি দিন নতুন কিছু শেখার সুযোগ নিয়ে আসে। 📚✨
#শিক্ষা #জ্ঞান #বাংলা_ক্যাপশন"

03/22/2025

Caption:** "Be the change you wish to see in the world."
**Bengali Meaning:** "তুমি পৃথিবীতে যে পরিবর্তন দেখতে চাও, সেই পরিবর্তন নিজেই হও।"
**শিক্ষণীয়:** পরিবর্তন নিজের থেকেই শুরু হয়। আপনি যদি চান যে বিশ্ব ভালো হোক, তাহলে প্রথমে নিজেকে উন্নত করুন।

03/22/2025

একটি শিক্ষামূলক পোস্ট ::
১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজে ব্যস্ত আছে।
১০/১৫ মিনিট পর আবার চেষ্টা করতে পারেন।

২. কারো কাছ থেকে টাকা ধার/ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময়মতো ফেরত দিন বা তাকে এমন ভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরন করুন।

৩. এখনো বিয়ে করোনি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন।

৪. যদি কোন বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন।

৫. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন।

৬. কারো সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না।

৭. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ-ওপাশ করবেন না।

৮. কারো সঙ্গে কথা বলার সময় স্মার্ট ফোন টিপাটিপি করবেন না।

৯. যতক্ষণ পর্যন্ত কোন বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন।

১০. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না।

১১. সবাইকে সম্মান দিতে শিখুন হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস।

১২. কারো বেতন - চাকরি - ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না।

১৩. কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন।

১৪. কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন।

১৫. কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন।

১৬. বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না।

১৭. সবসময় কোনো কিছু ফ্রি - তে পাওয়ার আশায় থাকবেন না।

১৮. কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন। অপপ্রচার করবেন না।

১৯. কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না। নিজে চেষ্টা করুন। হয়তো আপনিও পারবেন।

২০. ছোট-বড় সবার সাথে মাধুর্য্যপূর্ণ আচরন করুন। আপনার সাথে কারো মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন।

২১. বন্ধুত্বের মধ্যে ঝগড়া-বিবাদ হলে তার দোষ রটনা করবেন না।

২২. কাউকে খোঁটা দিবেন না।

২৩. কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না।

২৪. ছোট-বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না। অন্য ধর্মাবলীদের তুচ্ছ করে কথা বলবেন না।

২৫. যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না অর্থাৎ উলু বনে মুক্তা ছড়াবেন না।

ধৈর্য্য সহকারে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। (Collected)

05/16/2024

কেউ আমার উপর বিরক্ত থাকলে… বলে দেবেন। চেষ্টা করবো আরেকটু বিরক্ত করার!

🌸🌸!!!....বিশ্বাস তাঁকেই করো....!!!☺️              🖤যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে🖤🦋___অপ*রা*ধি মনে করে ___🍂🦋🖤ভালো তাঁকেই বাস...
05/06/2024

🌸🌸!!!....বিশ্বাস তাঁকেই করো....!!!☺️
🖤যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে🖤
🦋___অপ*রা*ধি মনে করে ___🍂🦋

🖤ভালো তাঁকেই বাসো🌺🖤
!!!... যার ভিতর সারাক্ষণ তোমাকে....!!!
🦋___ হারানোর ভয় থাকে___🦋🙈🙈♥️🥀🫣

Address

Noakhali
Chicago, IL
01010101

Alerts

Be the first to know and let us send you an email when A-M Mahfuz_A༎༎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A-M Mahfuz_A༎༎:

Share

Category