rakib_khan_rocky

rakib_khan_rocky Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from rakib_khan_rocky, Digital creator, Wilmington, DE.

07/07/2025
কিছু হলেই জামাত শিবিরের ওপর দায় দিয়ে দাও।কারণ এটা ছাড়া আমাদের রাজনীতি অপ্রাসঙ্গিক।
02/23/2025

কিছু হলেই জামাত শিবিরের ওপর দায় দিয়ে দাও।কারণ এটা ছাড়া আমাদের রাজনীতি অপ্রাসঙ্গিক।

বাংলাদেশের ছাত্র সংগঠনের মধ্যে শিবিরের বিরোধিতা করে সবচেয়ে বেশি কথা বলা লোকটি হলো ছাত্রদলের সেক্রেটারী নাছির, এই কয়দিন দ...
02/23/2025

বাংলাদেশের ছাত্র সংগঠনের মধ্যে শিবিরের বিরোধিতা করে সবচেয়ে বেশি কথা বলা লোকটি হলো ছাত্রদলের সেক্রেটারী নাছির, এই কয়দিন দেখবেন টকশো, সাক্ষাৎকার, যে কোন অনুষ্ঠানে কোন কারন ছাড়াই শিবিরের বিরোধিতা নিয়ে কথা বলছে। এর কারন ছোটবেলা থেকে আওয়ামী পরিবারে বেড়ে উঠা, তার বাবা একজন আওয়ামী নেতা, ছোট বেলা থেকে জামায়াত-শিবির বিরোধিতা শুনতে শুনতে এখন তার ধ্যান জ্ঞান হয়ে গেছে শিবির বিরোধিতা! কথা হচ্ছে আওয়ামী পরিবারের কেউ কি বিএনপি-জামায়াত করতে পারবেনা ? অবশ্যই পারবে তবে তাকে আওয়ামী অভ্যাস ত্যাগ করতে হবে, বিএনপি করলে তাকে শহীদ জিয়া এবং খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গির রাজনীতি করতে হবে, আওয়ামী কিংবা বামদের দৃষ্টিকোন থেকে নয়-
এই নিউজটি কিন্ত আওয়ামী আমলের অতএব উদ্দেশ্যপ্রনোদিত নিউজ কেউ বলতে পারবেনা এবং নিউজটি অনেক আগেই দেখেছি, আজকে পোষ্ট করলাম আর কি!

02/18/2025

ছাত্রদলের সন্ত্রাস,
রুখে দাঁড়াও ছাত্র সমাজ।
ছাত্রলীগ গেছে যেই পথে
ছাত্রদল যাবে সেই পথে।

02/18/2025

আজ কুয়েটে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা প্রমাণ করে দিয়েছে কারা সন্ত্রাসী, কারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। কিন্তু অবাক করার বিষয় হলো, নিজেদের হামলার জন্য লজ্জিত বা ক্ষমা চাওয়ার বদলে তারা ফ্যাসিবাদী কায়দায় ছাত্রশিবিরের ওপর দায় চাপিয়ে দিচ্ছে। এর চেয়ে হীন, নির্লজ্জ ও স্বৈরাচারী আচরণ আর কী হতে পারে? তারা ছাত্রলীগ ও ফ্যাসিবাদকেও হার মানিয়েছে।

তাদের কমিটি প্রকাশ হওয়ার পর যে পরিমাণ ছাত্রলীগ ক্যাডার খুঁজে পাওয়া যায়, তা প্রমাণ করে তারাই আসল গুপ্ত সংগঠন। সাধারণ ছাত্রদের কাছে আপনাদের পূর্বতন সকল আমলনামা রয়েছে।

৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে কোনো নব্য ফ্যাসিস্টদের সহ্য করা হবে না।
Shibir
Secretary General
Nurun Islam Sddam

ছাত্রদলের প্রতি আহ্বানছাত্রদলকে আমরা শত্রু মনে করি না। আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে। তাদেরকে সরাসরি কিংবা কৌশলে অনেক...
02/18/2025

ছাত্রদলের প্রতি আহ্বান

ছাত্রদলকে আমরা শত্রু মনে করি না। আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে। তাদেরকে সরাসরি কিংবা কৌশলে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি— "অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্ররাজনীতির ধারায় ফিরে আসুন"।

কিন্তু বন্ধুপ্রতিম সংগঠনটি আমাদের আহ্বানে সাড়া না দিয়ে বিগত ফ্যাসিস্ট ও তাদের শাহবাগী দোসরদের পরামর্শে অগ্রসর হচ্ছেন। যার প্রতিফলন আজ কুয়েটে প্রমাণিত হলো। আজকের ঘটনা আর জুলাই-আগস্টে ছাত্রলীগের কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য কোথায়?

আবারও বলছি, আমরা আপনাদের শত্রু নই। বিগত সময়ে আপনাদের যতটুকু ত্যাগ (কম হোক বা বেশি হোক), তার স্বীকৃতি দিতে আমরা কৃপণতা করি না। কিন্তু আপনারা হাঁটছেন ঠিক আগের মতো উল্টোপথে। দখলদারিত্বের মনোভাব পরিহার করে, শিক্ষা ও সেবামূলক ছাত্ররাজনীতির ধারায় ফিরে আসুন। নতুন বাংলাদেশ বিনির্মাণে সামর্থ্যের আলোকে ভূমিকা রাখুন।

যাদের পরামর্শে অগ্রসর হচ্ছেন, তারা ছাত্রলীগকে যে পরিণতি বরণ করিয়েছে, আপনাদেরও একই পরিণতি করতে ছাড়বে না। শুভবুদ্ধির উদয় হোক— এই কামনা। নতুবা সকল ব্যর্থতা ও পরিণতির দায় নিজেদেরই নিতে হবে। দায় চাপানোর রাজনীতি এখন চলে না। এই প্রজন্ম যথেষ্ট সচেতন।

বিশেষ অনুরোধ— ছাত্রশিবিরের উদারতাকে দুর্বলতা ভাববেন না। ছাত্রশিবির কোনো ব্যক্তি বা দলের পূজা করে না। এক আল্লাহর গোলাম হিসেবে শুধুমাত্র রবের কাছেই মাথা নত করে।

জাহিদুল ইসলাম
কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তেছাত্রশিবিরকে সমর্থন করুন।
02/18/2025

নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে
ছাত্রশিবিরকে সমর্থন করুন।



আপনার চরিত্রের খবর দেশের মানুষের কাছে প্রকাশিত
02/17/2025

আপনার চরিত্রের খবর দেশের মানুষের কাছে প্রকাশিত

এটিএম আজহারের মুক্তি হচ্ছে না আসিফ নজরুলের জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ০৫ আগষ্টের পরিবর্তনের পর ০৬ ই আগষ...
02/17/2025

এটিএম আজহারের মুক্তি হচ্ছে না আসিফ নজরুলের জন্য

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ০৫ আগষ্টের পরিবর্তনের পর ০৬ ই আগষ্টেই আমরা মুক্তি পেতে দেখেছি। পরবর্তীতে কনডেম সেলের কোনো কোনো বাসিন্দাও বেরিয়ে গেলেন। স্বভাবতই মনে প্রশ্ন জাগে, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে সমস্যা কোথায়?

সমস্যা আসলে এক জায়গায়- আসিফ নজরুল। 'ঘাদানিক' দোসর আসিফ নজরুলের নাম কিন্তু এটা নয়। তাঁর প্রকৃত নাম নজরুল ইসলাম। সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় চাকরী করার সময় আসিফ নজরুল নামটি দিয়েছিলেন মুরগি কবির নামে খ্যাত শাহরিয়ার কবির।

সেই 'ঘাদানিক' দোসর আসিফ নজরুলের ইচ্ছায় মিথ্যা মামলায় এখনো বন্দী আছেন এটিএম আজহারুল ইসলাম। কাজেই বহুরূপী আলো-স্টারপন্থী কতিপয় আসিফ নজরুলদের প্রতিহত করা সময়ের দাবী।

নতুবা যে কোনো একদিন হয়তো এমনও শুনতে হবে, তিনি তাঁর চিরাচরিত কথার মারপ্যাঁচে দাবী করছেন: আমি তো নজরুল ইসলাম, আসিফ নজরুল আবার কে!

হামদুল্লাহ আল মেহেদী
চেয়ারম্যান
বাংলাদেশ লেবার পার্টি

বিদেশ আসতে হলে দেশ থেকে স্কিল তৈরি করে নিয়ে আসেন।১/ড্রাইভিং শিখেন,লাইসেন্স নিয়ে আসেন২/কম্পিউটার শিখে আসেন৩/আন্তর্জাতিক ভ...
02/16/2025

বিদেশ আসতে হলে দেশ থেকে স্কিল তৈরি করে নিয়ে আসেন।

১/ড্রাইভিং শিখেন,লাইসেন্স নিয়ে
আসেন
২/কম্পিউটার শিখে আসেন
৩/আন্তর্জাতিক ভাষা ইংরেজি শিখেন(কমিউনিকেশন এর জন্য)
৪/যেই দেশে আসবেন সেই দেশের ভাষা সম্পর্কে ধারণা নিয়ে আসেন
৫/রান্নার কাজ পারলে শিখে আসেন
৬/ইলেকট্রনিক, মোবাইল ডিভাইস ইত্যাদির কাজ জানতে পারলে ভালো
৭/গুগল থেকে সব ধরনের তথ্য বের করায় পারদর্শী হওয়ার চেষ্টা করুন।
৮/কমিনিউকেশন কিভাবে সুন্দর করে করতে হয় ভিডিও দেখে শিখে আসুন।
৯/নিজেকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার কৌশল শিখুন।
১০/পরিশ্রমের মনমানসিকতা নিয়ে আসুন

Address

Wilmington, DE

Telephone

+13025433136

Website

Alerts

Be the first to know and let us send you an email when rakib_khan_rocky posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to rakib_khan_rocky:

Share