
07/22/2025
উৎসুক জনতার ভিড়ে অনেকেই মোবাইল তাক করে ব্যস্ত ভিডিও ধারণে—মনে হচ্ছিল, তারা যেন খুঁজে ফিরছে আরও ভয়াবহ, আরও মর্মান্তিক কোনো দৃশ্য, শুধু তাদের ইউটিউবের কন্টেন্ট সমৃদ্ধ করার লোভে। মানুষত্বের এমন অবক্ষয়, এমন নির্মম উদাসীনতা—মানবতার এক লজ্জাজনকতম উদাহরণ।