Sk’s Vision

Sk’s Vision This is the place for you if you like nature and foods. We welcome u2 enjoy our creative visions.
(22)

Humanity Needs a RESET.The Wests hypocrisy has indeed been exposed. Their so called values are a screen for their tyrann...
04/07/2025

Humanity Needs a RESET.
The Wests hypocrisy has indeed been exposed. Their so called values are a screen for their tyranny. Thankfully all have been exposed to reality. We hope for repentance and correctness for all. If those who are in error do not cease and desist, they have none to blame but themselves for the justice to be served from On High be it in this life in the form of natural disaster, or by the hands of the righteous who will emerge like white blood cells against a cancer when The decree of The Most High is given. His promise is unfailing, and how terrible will the condition of the oppressors be on that day.

Respite is still being given and will be given until the pinnacle of oppression and deceit is reached with the impostor spreading mischief on the earth for a 2ish year reign which hasn’t occurred yet. There is certainly hell for impenitent upon their death. The most merciful has given them respite, we seek refuge with Him lest we fail in our duties in serving and obeying The Most High in The Unseen to whom we all belong to and to whom we will all return to.
(c)




May Allah help and protect the sufferers from the evil oppressors. 🤲
04/06/2025

May Allah help and protect the sufferers from the evil oppressors. 🤲


কালজাদু/ Black magic! এটি এমন এক খারাপ জিনিস যা কিনা আমাদের নবী মুহাম্মদ (সাঃ) এর উপরও প্রভাব ফেলেছিলেন! এর থেকে মুক্ত থ...
04/02/2025

কালজাদু/ Black magic!
এটি এমন এক খারাপ জিনিস যা কিনা আমাদের নবী মুহাম্মদ (সাঃ) এর উপরও প্রভাব ফেলেছিলেন! এর থেকে মুক্ত থাকতে সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করুন। এবং এর জন্য যে সকল আমল আছে তা করুন। ইনশা আল্লাহ, আল্লাহ পাক হেফাজত করবেন।
————-
সৌদি আরবের একটি শহর থেকে একবার এক কালো জাদুকরের বাসায় রেইড দিল পুলিশ। বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার আর ১০ টা সাধারন বাসার মতোই যেন এই বাসা। কিন্তু দরজা খোলার সাথে সাথেই বুঝা যাবে, এই বাসায় স্বাভাবিক বলে কিছু নেই!

ভেতরে ঢুকতেই পুলিশদের গা গুলিয়ে বমি আসলো ভয়ানক দুর্গন্ধে! পুরো বাসাটা যেন একটা আবর্জনা খানা! তান্ত্রিক টাইপের হাবিজাবি জিনিস দিয়ে বাসা ভর্তি — তাবিজ- কবজ, দড়ি, বোতল, মরা প্রাণীর মৃতদেহের অংশবিশেষ, পায়খানা, রক্ত -- এগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে আছে! এই বাসায় কোন সুস্থ মস্তিষ্কের মানুষ থাকতে পারে??

পুলিশ সেই কালো জাদুকর মহিলাকে গ্রেফতার করল এবং তার বাসা থেকে বাজেয়াপ্ত করা জিনিসগুলোর উপর ইনভেস্টিগেশন শুরু করল। কালো জাদুর সাহায্যে এই মহিলা অনেক মানুষের ক্ষতি করেছে। প্রেগনেন্সি নষ্ট করা, স্বামী-স্ত্রীর বিচ্ছেদ থেকে শুরু করে কারো মৃত্যু! কোন কিছুই বাদ নেই।

ইনভেস্টিগেশন করার সময় পুলিশ অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করল! একজন পার্টিকুলার মহিলার ওপর অসংখ্য অসংখ্য বার কালোজাদুর চেষ্টা করা হয়েছে! বিভিন্ন বোতলের ভেতর কাগজের ওপর তার নাম লেখা, তার ছবির উপর বিভিন্ন রকমের আঁকা-বুকি করা, এতবার এতবার এই এক মহিলার নাম লেখা উপকরণ খুঁজে পেয়েছে যে, বাধ্য হয়ে পুলিশ কালো জাদুকরকে জিজ্ঞেস করে, "কেন এতগুলো উপকরণে একজন মহিলার নাম লেখা?"

কালো জাদুকর মহিলা তখন বলে,
"আমি এই মেয়েটার উপর কালো জাদু করার জন্য দুনিয়ার কোন চেষ্টা করা বাকি রাখিনি! অথচ কিছুতেই আমি কালো জাদু দিয়ে তাকে কাবু করতে পারিনি। এই মেয়েটির আপন খালা/আত্মীয়া তাকে কালো জাদু করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছে। অথচ আমি যতবার আমার জিন দেরকে তার বাসায় পাঠিয়েছি ক্ষতি করার জন্য, জিনগুলো ফেরত এসে আমাকে বলেছে, "আমরা তো ঐ বাড়িতে কিছুই দেখতে পারি না! ক্ষতি করার মত কোন মানুষকেই দেখতে পাই না!"

সুবহানআল্লাহ!!

যে মেয়েটার উপর কালো জাদুর এত চেষ্টা করা হয়েছে, সে আদৌ নিরাপদে আছে কিনা ? এটা নিশ্চিত হওয়ার জন্য এবার পুলিশ মেয়েটিকে সরাসরি ফোন দিল। মেয়েটাকে সব খুলে বলল পুলিশ। সে তো ভীষণ অপ্রস্তুত সব কিছু শুনে! তাকে জিজ্ঞেস করল, "এই যে এতবার আপনার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। আপনি কি কিছু টের পেয়েছিলেন?"

উত্তরে ভদ্রমহিলা যা জবাব দিল শুনে যেন হাত পা ঠান্ডা হয়ে যায়! তিনি বললেন, "জি, মাঝে মাঝে সন্ধ্যার পরে আমাদের মনে হতো ঘরের জানালাগুলোর উপর বাইরে থেকে সজোরে বাতাস দিয়ে কোন আঘাত করা হচ্ছে। আমরা ভেবেছি হয়তো এটা কোন ঝড়ের আলামত অথবা আবহাওয়ার সমস্যা! এবং মাঝে মাঝেই রাতে দেখতাম আমাদের ঘরের লাইট গুলো জ্বলছে এবং নিভছে — আবার নিজে নিজে ঠিক হয়ে যেত। তাই আমরা ভাবতাম হয়তো বিদ্যুৎ লাইনের কোন সমস্যা! এর বেশি তো আমি কিছু চিন্তা করিনি। আল্লাহু আকবার! সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে রক্ষা করেছেন!"

তখন পুলিশ অফিসার কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলেন, ‌"আচ্ছা বোন, আপনি যদি কিছু মনে না করেন আমাদেরকে একটু বলবেন আপনি কি কি আমল করেন, অথবা দুয়া করেন, যেটার বদৌলেতে আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে এত বড় ক্ষতি থেকে হেফাজত করেছেন? কালো জাদুকরের সর্বোচ্চ প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ আপনাকে সর্বোচ্চ সুরক্ষা দিয়েছেন?"

ভদ্রমহিলার উত্তরটা অন্তর নাড়া দেওয়ার মত রিমাইন্ডার!
তিনি তখন শেয়ার করলেন যে, সে কখনও সকাল এবং সন্ধ্যার জিকির- আযকার গুলো বাদ দেন না — অর্থাৎ আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, ইখলাস থেকে শুরু করে মাসনুন দুয়ার আমল গুলো! সকালে একবার এবং সন্ধ্যায় একবার — তার কখনোই এটা মিস্ যায় না আলহামদুলিল্লাহ। সেই সাথে তিনি সূরা বাকারাহ পাঠ করেন, কুরআনের সাথে পর্যাপ্ত সময় কাটান। এবং আরো কিছু বিশুদ্ধ সুন্নতি দুয়ার লিস্ট তিনি পুলিশ অফিসারকে দেন, এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন। (সুরা ইয়াসিনের ৯নাম্বার আয়াত তিলোয়াত করলে শয়তান দেখে না।) যেগুলোর উপর তিনি নিয়মিত আমল করেন!

আল্লাহু আকবার! আল্লাহু আকবার! আল্লাহু আকবার!

©

ঈদ মোবারক! Eid Day 2. ঈদ মানেই আমার কাছে সেমাই খাওয়ার দিন 😍 —— ঘন করে দুধ জ্বাল করে তার মধ্যে বেশি করে বাদাম কিসমিস দিয...
04/01/2025

ঈদ মোবারক! Eid Day 2.
ঈদ মানেই আমার কাছে সেমাই খাওয়ার দিন 😍 —— ঘন করে দুধ জ্বাল করে তার মধ্যে বেশি করে বাদাম কিসমিস দিয়ে রান্না করা সেমাই! আহা ঈদ এর আনন্দ 🥰
ঈদ উপলক্ষে যত দুনিয়ার হাবিজাবি রান্না করি না কেনো, সেমাই রান্না না করলে মনে হয় ঈদ পূর্ণ হলো না! দুধ দিয়ে রান্না সেমাই ছাড়াও ঘিয়ে ভাজা শুকনো জর্দা সেমাই বেশি করে নারকেল দিয়ে রান্না অসাধারণ একটা মিষ্টি খাবার আমাদের বাঙালি ঈদের 😍
ছবিতে📸 আমার ঈদ এর সেমাই! 😁 ——— ঘন দুধে রান্না লচ্ছা সেমাই আর ঘি নারকেলে শুকনো জর্দা সেমাই।

———

পিঙ্ক সুপ! বাচ্চাদের দেওয়া নাম! 😁 —- এইবার ঈদে আমার ঘরে বানানো এই মিষ্টি খাবারটি ছিলো বাচ্চাদের সবচেয়ে পছন্দের! কোনও র...
03/31/2025

পিঙ্ক সুপ!
বাচ্চাদের দেওয়া নাম! 😁 —- এইবার ঈদে আমার ঘরে বানানো এই মিষ্টি খাবারটি ছিলো বাচ্চাদের সবচেয়ে পছন্দের!
কোনও রকম রান্না করা ছাড়াই মিক্সড ফ্রুইট, হেভি ক্রিম, এভাপোরেটেড মিল্ক, হুইপড টপিং, কনডেন্সড মিল্ক, স্ট্রবেরি জেলো, সাবুদানা (এইটা অবশ্য সিদ্ধ করে নিয়েছি!), আর রুহআফজা দিয়ে বানানো এই মিষ্টি খাবারটি গরম ঠান্ডা যে কোনও দিনে খেতে ভীষণ মজাদার।

———

 #চাঁদদেখাগেছেআকাশ মেঘলা, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে! ঘণ্টা কয়েক আগে শুনলাম ঈদ সোমবারে! এখন শুনছি ঈদ রবিবারে!! এখন বাজে ...
03/30/2025

#চাঁদদেখাগেছে
আকাশ মেঘলা, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে! ঘণ্টা কয়েক আগে শুনলাম ঈদ সোমবারে! এখন শুনছি ঈদ রবিবারে!! এখন বাজে রাত ২:৩৬!! আমি এখন কি করতাম!
এইবার আম্মি আব্বু আপু, আমার ভাই কেউ নাই এখানে! সবাই ওরা বাংলাদেশে! ঈদ এর কোনও প্রস্তুতি নাই আমার! 😕
তারপরও সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা রইলো। এই দিনটি আপনাদের সবার পরিবার, প্রিয়জন এবং স্বজনদের সাথে অনেক সুন্দর আর আনন্দে কাটুক সেই কামনা করছি। ❤️

————-
#চাঁদদেখাগেছে

 #চাঁদ_দেখা_যায়নিআজ শনিবার ২৯ মার্চ, ২০২৫ (রমজান ২৯, ১৪৪৬) চাঁদ দেখার কোনো নির্ভরযোগ্য রিপোর্ট পাওয়া যায়নি। রমজান মাস...
03/30/2025

#চাঁদ_দেখা_যায়নি
আজ শনিবার ২৯ মার্চ, ২০২৫ (রমজান ২৯, ১৪৪৬) চাঁদ দেখার কোনো নির্ভরযোগ্য রিপোর্ট পাওয়া যায়নি। রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। ইনশাআল্লাহ।

তাই, মিশিগানের উলামা কাউন্সিল ২০২৫ সালের ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতর/ ১লা শাওয়াল ঘোষণা করেছে। মিশিগানের উলামা কাউন্সিলের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক।

অনুগ্রহ করে আপনার দুআতে সমগ্র উম্মাহকে স্মরণ করুন। আসুন বিভ্রান্তি না ছডিয়ে একসাথে ঈদ উদযাপন করি। বিশেষভাবে খেয়াল রাখি, রোজা ফরজ ঈদ সুন্নত।

Ramadan Day 27. হাজার মাস থেকে উত্তম এই পবিত্র রাতে আল্লাহ তায়ালা আমাদের গুনাহ গুলো কে মাফ করুন ও আমাদের দুয়া কবুল করে...
03/27/2025

Ramadan Day 27.
হাজার মাস থেকে উত্তম এই পবিত্র রাতে আল্লাহ তায়ালা আমাদের গুনাহ গুলো কে মাফ করুন ও আমাদের দুয়া কবুল করে আমাদের সব সময় ঈমান ও আমল এর সাথে চলার তওফিক দান করুন। 🤲

সূরা কদরের অর্থ :

নিশ্চয়ই আমি এটা (অর্থাৎ কোরআন) শবে কদরে নাজিল করেছি। তুমি কি জান শবে কদর কী? শবে কদর এক হাজার মাস অপেক্ষাও শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতাগণ ও রূহ প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয়। সে রাত (আদ্যোপান্ত) শান্তি ফজরের আবির্ভাব পর্যন্ত। (সূরা কদর, আয়াত : ১-৫)

———

Address

Detroit, MI

Alerts

Be the first to know and let us send you an email when Sk’s Vision posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share