A to z shoje shekha

A to z shoje shekha is the Facebook page crate especially for this love . Here we will be last Videos. keep teh page

শাহ আমানত সেতুতে অসহনীয় যানজট, হেঁটেই পারাপার সাধারণ মানুষদক্ষিণ চট্টগ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা শাহ আমানত সে...
09/16/2025

শাহ আমানত সেতুতে অসহনীয় যানজট, হেঁটেই পারাপার সাধারণ মানুষ

দক্ষিণ চট্টগ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা শাহ আমানত সেতু বা নতুন ব্রিজে প্রতিদিনই চলছে অসহনীয় যানজট। সোমবার সকালে মইজ্জারটেক থেকে সেতুটি হেঁটেই পার হতে বাধ্য হন অসংখ্য যাত্রী।

নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এ সেতুর উপর দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। কিন্তু দীর্ঘ যানজটে আটকে থেকে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়ছেন দক্ষিণ চট্টগ্রামের সাধারণ মানুষ। শুধু তাই নয়, বান্দরবান ও কক্সবাজারগামী পর্যটকরাও একই দুর্ভোগে পড়ছেন নিয়মিত।

ভুক্তভোগীরা জানান, শাহ আমানত সেতুতে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে এ সমস্যা আরও বাড়বে। দ্রুত যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দারা।

08/07/2025

📢 আপনি কি চট্টগ্রাম ও কারিগরি শিক্ষা বোর্ডের সমস্যায় পড়েছেন?

আমি আছি আপনাদের পাশে ✅
সমস্যাগুলোর সহজ সমাধান – কোনো দালাল ছাড়াই:

🔹 নাম/বয়স সংশোধন
🔹 ডুপ্লিকেট সনদ/নম্বরপত্র উত্তোলন
🔹 কলেজ বা বিষয় পরিবর্তন
🔹 প্রভেশনাল সার্টিফিকেট

📞 এখনই যোগাযোগ করুন: 01323247132
📍 বিশ্বাসযোগ্য ও দ্রুত সেবা!

📩 আমাদের ইনবক্স করুন বা কল করুন

📢 আপনি কি চট্টগ্রাম ও কারিগরি শিক্ষা বোর্ডের সমস্যায় পড়েছেন?আমি আছি আপনাদের পাশে ✅সমস্যাগুলোর সহজ সমাধান – কোনো দালাল ছা...
08/02/2025

📢 আপনি কি চট্টগ্রাম ও কারিগরি শিক্ষা বোর্ডের সমস্যায় পড়েছেন?

আমি আছি আপনাদের পাশে ✅
সমস্যাগুলোর সহজ সমাধান – কোনো দালাল ছাড়াই:

🔹 নাম/বয়স সংশোধন
🔹 ডুপ্লিকেট সনদ/নম্বরপত্র উত্তোলন
🔹 কলেজ বা বিষয় পরিবর্তন
🔹 প্রভেশনাল সার্টিফিকেট

📞 এখনই যোগাযোগ করুন: 01323247132
📍 বিশ্বাসযোগ্য ও দ্রুত সেবা!

📩 আমাদের ইনবক্স করুন বা কল করুন

07/09/2025

রিয়াল মাদ্রিদ vs পিএসজি ম্যাচের প্রথম গোল কে করবে??

সঠিক উত্তরদাতা ৫ জন পাবেন নগদ ২০০ টাকা মোবাইল রিচার্জ!!
📲💸

06/09/2025

কোরবানির পশুর হাট

06/04/2025

আজ রাতে সাহারী করে আগামীকাল বৃহস্পতিবার আরাফার ছিয়াম রাখলে দুই বছরের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ।

🐉 ফড়িং: নিঃশব্দ সৈনিক, প্রকৃতির অদৃশ্য বীরফড়িং—বাংলার মাঠেঘাটে, পুকুরপাড়ে কিংবা জলাভূমির ধারে প্রায়ই উড়ে বেড়াতে দেখা যায়...
06/04/2025

🐉 ফড়িং: নিঃশব্দ সৈনিক, প্রকৃতির অদৃশ্য বীর

ফড়িং—বাংলার মাঠেঘাটে, পুকুরপাড়ে কিংবা জলাভূমির ধারে প্রায়ই উড়ে বেড়াতে দেখা যায় এই নিসর্গসৌন্দর্যের প্রতীককে। কিন্তু এই ক্ষণিকের উড়ন্ত সৌন্দর্য শুধু রঙিন পাখার সৌন্দর্য নিয়েই প্রকৃতিতে তার অবস্থান তৈরি করেনি, বরং সে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে নিজেকে উৎসর্গ করেছে—নিঃশব্দে, নিঃস্বার্থে, নিরলসভাবে।

🦟 প্রতিদিনের রক্তহীন যুদ্ধ

একটি পূর্ণবয়স্ক ফড়িং প্রতিদিন গড়ে প্রায় ১০০ থেকে ৩০০টি মশা খেয়ে থাকে। অবিশ্বাস্য হলেও সত্যি—একটি ফড়িং তার জীবদ্দশায় হাজার হাজার মশা ধ্বংস করে! এরা নিশ্ছিদ্রভাবে ওড়ার সময় তাদের জটিল চোখ দিয়ে নিশানা করে ধরে ফেলে মশাকে। নিঃশব্দে এই শিকার কার্যক্রম চলে চলে প্রতিনিয়ত, যেন এক প্রকৃতি-নিযুক্ত শিকারি।

তাদের গঠনই এমন—তীক্ষ্ণ দৃষ্টিশক্তি, গতিশীল পাখা, আর ক্ষিপ্র প্রতিক্রিয়া—যা মশার মত ক্ষুদ্র ও ক্ষিপ্র পতঙ্গকে সহজেই ধরে ফেলতে পারে। তারা এমন দক্ষ শিকারি যে তাদের সফলতা হার ৯৫% এরও বেশি, যা পৃথিবীর যেকোনো শিকারির মধ্যে অন্যতম সর্বোচ্চ।

🌱 প্রকৃতির স্নেহময় সেনা

ড্রাগনফ্লাই শুধু মশা খেয়েই থেমে থাকে না। তারা মাছি, ছোট পোকামাকড়, এমনকি কিছুক্ষেত্রে কীটপতঙ্গের ডিমও খেয়ে থাকে, যা আমাদের পরিবেশকে সুস্থ ও ভারসাম্যপূর্ণ রাখতে সাহায্য করে।

এই কারণে অনেক বিজ্ঞানী ও পরিবেশবিদ ফড়িংকে বলেন "প্রাকৃতিক কীটনাশক"—যারা কোন রাসায়নিক ছাড়াই মানবসভ্যতাকে রক্ষা করে।

❗ আমরা যা করছি, তা বিপরীত...

দুঃখজনকভাবে, অজ্ঞতা ও অবহেলার কারণে আমরা অনেকেই ফড়িংকে তুচ্ছজ্ঞান করি, অনেক সময় মেরে ফেলি শুধুমাত্র খেলার ছলে কিংবা শখে। কিন্তু একটি ফড়িং মারা মানে হলো—

প্রতিদিন শতাধিক মশাকে বাঁচিয়ে দেওয়া।
অর্থাৎ, নিজের হাতেই নিজের ক্ষতির রাস্তা তৈরি করা।

মশা শুধু বিরক্তিকর নয়, এটি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস-এর মতো প্রাণঘাতী রোগের বাহক। অথচ এই রোগের বিরুদ্ধে আমাদের প্রকৃতির নিজস্ব সৈনিক—ফড়িং—আমাদের অজান্তেই লড়ে যাচ্ছে!

🌍 ফড়িং আছে মানেই প্রকৃতি সুস্থ

ফড়িং পরিবেশের একটি সূচকপ্রজাতি। অর্থাৎ, যেখানে ফড়িং বেশি দেখা যায়, বুঝতে হবে সেখানে জলাশয় সুস্থ, বায়ু বিশুদ্ধ, প্রকৃতি এখনও জীবিত। কিন্তু জলাভূমি নষ্ট হলে, কীটনাশক ব্যবহারে বা নগরায়ণের চাপে যখন তারা বিলুপ্ত হতে শুরু করে, তখন আমরা খেয়াল না করেই প্রকৃতির ভারসাম্য হারিয়ে ফেলি।

💡 আমাদের করণী

06/04/2025

নতুন ব্রিজ

06/04/2025

আলহামদুলিল্লাহ আজ থেকে শুরু হল পবিত্র হজ্জের আনুষ্ঠানিকতা

শিক্ষানীয় পোস্ট।💖 আজকে একটা সুন্দর পোস্ট পেলাম ভাবলাম পোস্টটা এখানে আপলোড করি , কারণ পোস্ট  টি অনেক প্রয়োজনীয়। আমার মন...
05/31/2025

শিক্ষানীয় পোস্ট।💖

আজকে একটা সুন্দর পোস্ট পেলাম ভাবলাম পোস্টটা এখানে আপলোড করি , কারণ পোস্ট টি অনেক প্রয়োজনীয়। আমার মনে হলো যে আপনাদের কাছে শেয়ার করা উচিত যদি আপনাদের কোন না কোন উপকারে আসে।

"ইচ্ছে মাফিক নাপা খেয়ে কিডনি কে হত্যা কর‌বেন না"

চেম্বারে রোগী এসেছে ,

ডাক্তারঃ জিজ্ঞাসা করলাম, কি সমস্যা??
রোগীঃ স্যার কিডনি ডেমেজ, সেরাম ক্রিয়েটিনিন ১৪, হিমোগ্লোবিন ৮.৪ 💔

ডাক্তারঃ কবে থেকে সমস্যা??
রোগীঃ স্যার ১ মাস হলো ধরা পরছে।

ডাক্তারঃ ধরেই ১৪ হয়ে গেলো কি করে? আগে টের পান নি??
রোগীঃ না স্যার,বমী ভাব, পা গুলা ফুলা লাগায় ডাক্তার এর কাছে গেলে ডাক্তার সেরাম ক্রিয়েটিনিন লেভেল পরীক্ষা করে দেখে ১৪। এটা দেখে ডাক্তার সাহেব বলছে ডায়লাইসিস করার জন্য।

ডাক্তারঃ আচ্ছা আপনি কি কখনো নাপা, নাপা এক্সটা, পেরাসিট্যামল, ব্যাথার ঔষধ অনেক দিন খেয়েছেন??
রোগীঃ জি স্যার, নাপা খাইতাম একটু শরীর খারাপ লাগলেই।

ডাক্তারঃ আহ, কি ক্ষতিটাই না করলেন। কে বলছে আপনাকে কথায় কথায় নাপা, নাপা এক্সট্রা খেতে??
রোগীঃ স্যার, এগুলাতো অনেকেই খায় তাই আমিও খাইতাম।

ডাক্তারঃ আমি আমার এইটুকু বয়সে যতো রোগী দেখেছি তার মধ্যে ৭০% কিডনী ডেমেজ এর রোগী এবং এই সকল কিডনি রোগী গনের মধ্যে ৭০-৮০% হয় কিছু দিন ব্যাথার ঔষধ খেয়েছে, না হয় নাপা, নাপা এক্সট্রা, প্যারাসিটামল খেয়েছে না হয় এলার্জির ঔষধ দীর্ঘ দিন খেয়েছে।🙄💔

রোগীঃ আগে জানলে কি আর খাইতাম ?? স্যার এই কথা বলার মানুষ পাই নাই, তাই জানতাম ও না।🥺

"সময় থাকতে বুঝলে ভালো, না হয় যখন বুঝবেন অনেক দেরি হয়ে যাবে। আল্লাহ পাক আপনাদের রক্ষা করুন।"🙂

সুত্রঃ Dr. Syed Golam Gous Ashrafi.

Address

Chattanooga, TN

Website

Alerts

Be the first to know and let us send you an email when A to z shoje shekha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share