
07/28/2025
একাত্তর টিভির মালিক মেঘনা গ্রুপ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে ১ লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে যা শেখ হাসিনার অতিরিক্ত দুর্নিতির বাজেটের তিনটি পদ্মা সেতুর সমান ও রুপপুর পরমাণু কেন্দ্রের মোট বাজেটের সমান।
কিন্তু দেশের মিডিয়া মানুষকে গেলাচ্ছে কিশোর গ্যাং কোথায় গিয়ে এক দুই লাখ টাকা চাঁদা দাবি করেছে, এবং ফাঁদে পড়ে আটক হয়েছে।যেন বাংলাদেশের সবচেয়ে বড় লুটেরা এরা।।\
এভাবে শুচকে চোর দিয়ে বড় অপরাধী ঢেকে ফেলা হচ্ছে, আরাল করা হচ্ছে।চিন্তা করুন এই বিপুল অর্থ পাচারে বিগত সময় কত গুলি ব্যাংক কর্মকর্তা জড়িত এবং এই তাদের পোষা প্রানী মত ইতর শ্রেণীর সাংবাদিক নামধারি ব্যাংংক লুটেরাদের পাহাড়াদারের সংখ্যা কত।