12/07/2025
প্রতিটা মানুষের জীবনে একটা নির্দিষ্ট বাউন্ডারি থাকা প্রয়োজন ।অধিকার দেখিয়ে অন্যজন কে কষ্টে ফেলবেন না।নিজেকে নিয়ে বেশি ভাবা,কারও প্রতি বেশি ইমোশন না দেখানো,নিজের শক্তি নিজের মধ্যেই রাখা…! এইগুলোই মানুষকে শান্ত আর সুখি করে।একটু আড়ালে থাকা-এটা অহংকার নয়, এটা আত্মসম্মান।