
08/03/2025
ভাই রে, আপনারা একটু থামেন। আমি এই পোস্টগুলো দেখতে দেখতে বিরক্ত।
আচ্ছা, একজন মানুষের প্রথম স্ত্রী একজন, যার সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে। আর একজন তার বর্তমান স্ত্রী।আমি যতটা জানি তারা সেপারেইটেড ডিভোর্সড না।
মানে এখন কি তিনি প্রথম স্ত্রী কষ্ট পাবে বলে আর বিয়ে করবেন না? ভালো থাকবেন না?
আপনারা এমনভাবে প্রচার করছেন যেন মনে হচ্ছে দুজনই এখনকার স্ত্রী বা দুজনের সাথেই ডিভোর্স হয়েছে।
একটু নিরপেক্ষভাবে দেখেন তো, যা করছেন সেটা ঠিক করছেন কিনা?
নোটঃ আমি কিন্তু বুবলী বা অপু বিশ্বাসের ফ্যান না 🤓