বাংলা কবিতা ডটকম - Bangla-Kobita.com

বাংলা কবিতা ডটকম - Bangla-Kobita.com বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বাংলা কবিতার ওয়েবসাইট www.bangla-kobita.com-এর অফিসিয়াল ফেসবুক পেজে আপনাকে স্বাগত।

বাংলা-কবিতা ডটকম (www.bangla-kobita.com) ওয়েবসাইটটি প্রখ্যাত বাঙ্গালী কবিদের বাংলা কবিতার এক অনলাইন সংগ্রহশালা। পাশাপাশি নতুন কবিদের জন্য রয়েছে কবিতার আসর বিভাগ। এখানে যে কেউ তার স্বরচিত কবিতা প্রকাশ করতে পারেন। আমাদের বিশ্বাস আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা বাংলা সাহিত্য, কবিতা ও আমাদের দেশীয় কৃষ্টি-কালচারকে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা নতুন প্রজন্মের বাঙ্গালীদের কাছে আরও পরিচিত করে তুলবে।

লোনা চোখ- মোঃ হুমায়ুন কবিরআমার চোখের ভবদহের এক কোণে,ডিঙি নৌকায় তোমার বসবাস। লোনা চোখের ভবদহে নীরব নৌকায় তুমি,অবিনশ্বর ...
09/17/2025

লোনা চোখ
- মোঃ হুমায়ুন কবির

আমার চোখের ভবদহের এক কোণে,
ডিঙি নৌকায় তোমার বসবাস।
লোনা চোখের ভবদহে নীরব নৌকায় তুমি,
অবিনশ্বর এক গল্পের মধ্যে,
হালকা হেঁসে বসে থাকো চুপচাপ!!!

https://www.bangla-kobita.com/thishumayun/luna-eyes/
#কবিতা

বাংলা-কবিতা ডটকমে প্রকাশিত মোঃ হুমায়ুন কবির-এর কবিতা - লোনা চোখ।

মুখোমুখি দাঁড়াবার দিন- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহমুখোমুখি দাঁড়াবার এইতো সময়,শত্রু কে চিনে গেছে অমিত মানুষ,হৃদয় জেনেছে ঠিক ...
09/17/2025

মুখোমুখি দাঁড়াবার দিন
- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

মুখোমুখি দাঁড়াবার এইতো সময়,
শত্রু কে চিনে গেছে অমিত মানুষ,
হৃদয় জেনেছে ঠিক কতটা পলন –
মুখোমুখি দাঁড়াবার এইতো সময়।

বুঝেছে জীবন তার কোথায় খলন
কোন সেই ভুল ছিল বিশ্বাসে।
বুঝেছে,
কোন সেই প্রতারক ছিলো তার প্রভু –
মুখোমুখি দাঁড়াবার এইতো সময়।

ফুলের ঘাটে খোঁজে ফুলের পোশাক
মাংশাশী পাখি তার লুকোয় নখর,
লালজে জেনেছে তার শ্রমে কার লাভ
রাজপথ জেনেছে গেছে কারা কাঁদে রাতে –
ঘোড়া চিতে পোঁটে কোন নিঃস্ব জীবন।

পৃষ্ঠ পৃথিবী তোলে পাথরের ভার,
কর্কশ হাত তোলে সময়ের রশি।
কালো-সাদা মানুষেরা জাগে দরোজায়
মুখোমুখি দাঁড়াবার এইতো সময়।।

https://www.bangla-kobita.com/rudramohammad/mukhomukhi-darabar-din/

শুধুই স্বার্থের হিসাব- মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণবেইমান মানুষের সাথে সম্পর্ক রাখা মানেপ্রতিদিন বিষ পান করা,হাসির আড়া...
09/17/2025

শুধুই স্বার্থের হিসাব
- মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ

বেইমান মানুষের সাথে সম্পর্ক রাখা মানে
প্রতিদিন বিষ পান করা,
হাসির আড়ালে লুকানো ছুরির আঘাত
বুকে বয়ে বেড়ানো।

তাদের চোখে নেই কোনো সত্যি,
শুধুই স্বার্থের হিসাব,
বিশ্বাসের দেয়ালে আগুন ধরিয়ে
তারা চলে যায় নির্বিকার।

একটা মিথ্যা সম্পর্কের দাগ
নষ্ট করে দেয় হাজারো সত্যিকারের প্রেম,
যেখানে অশ্রুর ধারা বয়ে যায়
সেখানে তারা হাসে নির্মম।

বেইমানদের হৃদয় শূন্য,
তাদের হাতে নেই কোনো ফুল,
শুধুই বিষাক্ত কাঁটা নিয়ে
তারা নষ্ট করে বিশ্বাসের ফসল।

তাই শিখে নাও—
বেইমানদের থেকে দূরে থাকা মানেই
নিজেকে রক্ষা করা,
কারণ সত্যিকারের ভালোবাসা কখনো
বিশ্বাসঘাতকতার ভিড়ে জন্মায় না।

https://www.bangla-kobita.com/kamaluddin/just-a-calculation-of-interests/

#কবিতা

বাংলা-কবিতা ডটকমে প্রকাশিত মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ-এর কবিতা - শুধুই স্বার্থের হিসাব।

09/16/2025

নীতির ট্রাইবুনাল
লেখা- ফিরোজ সোহাগ
আবৃত্তি- সেলিনা জাহান

বেলার সাথে ছোটা- সুমিত্র দত্ত রায়না হয় কেবলই বাস ধরার আকাঙ্ক্ষায়আগ্রহ নিয়ে বেলাটা গড়ালো।নানান রকমের উটকো ঝামেলা চললোআপ...
09/15/2025

বেলার সাথে ছোটা
- সুমিত্র দত্ত রায়

না হয় কেবলই বাস ধরার আকাঙ্ক্ষায়
আগ্রহ নিয়ে বেলাটা গড়ালো।

নানান রকমের উটকো ঝামেলা চললো
আপিস প্যাসেঞ্জারের কোলঘেঁষে,
বাসস্টপের স্টপেজ এড়িয়ে ড্রাইভার__
স্বপ্নের যাত্রীদের ব্যস্ততা জোগায়...

হতবাক যাত্রী তবুও ঘোরের মধ্যে
সতীর্থদের পেছনেতে ফেলে বিলকুল
ছুঁটেই হয়রান, ছুটতে হবেই,
এটাই হোলো সময়ের পিছনে দৌঁড়ানো...

https://www.bangla-kobita.com/ratnaboli/belar-sathe-chota/
#কবিতা

বাংলা-কবিতা ডটকমে প্রকাশিত সুমিত্র দত্ত রায় -এর কবিতা - বেলার সাথে ছোটা।

ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি,মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী।জানি না, সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হই...
09/15/2025

ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি,
মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী।
জানি না, সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা,
কি গান গাহিল মানুষে সেদিন বন্দী' বিশ্ববীণা।
জানি না, সেদিন ফেরেশতা তব করেছে কি না স্তব-
অনাগত কাল গেয়েছিল শুধু, 'জয় জয় হে মানব।'

পুরো কবিতার লিঙ্ক - https://www.bangla-kobita.com/kazinazrulislam/umar-faruq/

নিজেকে কোথায় খুঁজি- মোহাম্মদ রফিকউজ্জামাননিজেকে কোথায় খুঁজি - কাছে দূরে ভিতরে ভিতরেসবখানে খণ্ড খণ্ড করেছড়ানো ছিটানো আমি ...
09/14/2025

নিজেকে কোথায় খুঁজি
- মোহাম্মদ রফিকউজ্জামান

নিজেকে কোথায় খুঁজি - কাছে দূরে ভিতরে ভিতরে
সবখানে খণ্ড খণ্ড করে
ছড়ানো ছিটানো আমি - অথচ 'অস্তিত্ব' শব্দটাকে
কত ঘোর ঝড়-ঝঞ্ঝা কত দুর্বিপাকে
গানের মতন করে বুকে নিয়ে সেই কবে থেকে
আমি আছি আমি আছি - এরকম বোধের উদ্রেকে
অবিরাম খুঁজি আর খুঁজি--
পূর্ব পুরুষের দেয়া জন্মপত্রী কোষ্ঠী বা ঠিকুজি
মিলিয়ে পণ্ডিত বলে - গ্রহ নক্ষত্রের শত জটিল বিদ্রূপে
চন্দ্রকান্ত হয়ে আছি দৈববশে বায়ূবহ রূপে

প্রতি রাতে চাঁদ দেখি - প্রথমা দ্বিতীয়া করে শুক্লপক্ষ শেষে
কৃষ্ণপক্ষ আসে যায় - অমাবশ্যা পূর্ণিমার অন্তরে প্রবেশে
দৃষ্টি রেখে ক্লান্ত হই - ধরার ব্যাকুল ইচ্ছে কেবল উদ্বাহু
হতে থাকে - মুঠোর ভিতরে কোন রাহু
পূর্ণচন্দ্র গ্রাস করে - চন্দ্রকান্ত পূর্ণ অবয়ব
তবে কি কোথাও নেই - বিনষ্টি কেবল অট্টহাসি দিয়ে সব
নৈশব্দ বিদীর্ণ করে ছুঁড়ে দেয় এখানে-সেখানে--

নিজেকে কোথায় খুঁজি - ছোট ছোট খণ্ড জুড়ে অন্তহীন গানে
শব্দকে শব্দের পিঠে গাঁথার কৌশলে
মূর্তি গড়ে অবশেষে গেলো না সনাক্ত করা তাকে 'আমি' বলে

https://www.bangla-kobita.com/rafiquzzaman/nijeke-kothay-khuji/

09/14/2025

শঙ্খমালা
কবি- জীবনানন্দ দাশ
আবৃত্তি- সেলিনা জাহান

কোথায় ছিলাম আমি- কাজী নজরুল ইসলামমা গো! আমায় বল্‌তে পারিস কোথায় ছিলাম আমি-কোন্‌ না-জানা দেশ থেকে তোর কোলে এলাম নামি?আ...
09/13/2025

কোথায় ছিলাম আমি
- কাজী নজরুল ইসলাম

মা গো! আমায় বল্‌তে পারিস কোথায় ছিলাম আমি-
কোন্‌ না-জানা দেশ থেকে তোর কোলে এলাম নামি?
আমি যখন আসিনি, মা তুই কি আঁখি মেলে
চাঁদকে বুঝি বল্‌তিস-ঐ ঘর-ছাড়া মোর ছেলে?
শুকতারাকে বল্‌তিস কি, আয় রে নেমে আয়-
তোর রূপ যে মায়ের কোলে বেশি শোভা পায়।
কাজলা দিঘির নাইতে গিয়ে পদ্মফুলের মুখে
দেখ্‌তিস কি আমার ছায়া, উঠ্‌ত কাঁদন বুকে?
গাঙে যখন বান আস্‌ত, জান্‌ত না মা কেউ-
তোর বুকে কি আসতাম আমি হয়ে স্নেহের ঢেউ?…

সুচিত্রা- ইত্তেফাক তাসিনসেই শীতের কুয়াশায় সুচিত্রার নৃত্য দেখেছিলামনীরব চিত্তে, অন্ধ চোখে, নির্বাক তাকে ভেবেছিলামনিদার...
09/13/2025

সুচিত্রা
- ইত্তেফাক তাসিন

সেই শীতের কুয়াশায় সুচিত্রার নৃত্য দেখেছিলাম
নীরব চিত্তে, অন্ধ চোখে, নির্বাক তাকে ভেবেছিলাম
নিদারুণ আশায়, শূন্যের কারাগারে ভালোবেসেছিলাম
একসাথে ত্রীচক্রজানে জগৎ অন্বেষণ করেছিলাম।
তার চোখে যেনো প্রখর মমতার জাল বোনা
মুখে তার যেনো শতাব্দীর আলপনা আঁকা
চেহারায় যেনো তার একগুচ্ছ শশীর বসবাস
চোখ যে তার তিমির রাত, চুল অবেলার বৃষ্টি,
তার ইশারায় সকল পায়রা জড়ো হয় চিলেকোঠায়
তারই কথায় সর্বস্ব জোনাকি আলো দেয় নিশীথে
সে যে দিয়েছিল খড়া হৃদয়ে একচিমটি বৃষ্টির ফোঁটা
চাঁদকে অপমান করাটা বোধ হয় ভুল ছিল।
অভিশপ্ত পুনর্জন্মে যে আবার খড়া নেমেছে হৃদয়ে
একমাত্র তুমিই পারো এই ছেঁড়া হৃদয় সেলাই করতে
প্রেম মন্দিরে শুধু মোহ আর বিচ্ছেদ ঘোরাফেরা করে
প্রেমের পূজারীদের শেষ পরিণাম ভীষণ ভয়ংকর,
অতিথি পাখির মতন এলে আবার চলেও গেলে
কিছু সুখ খোলা চোখে উপভোগ করেছিলাম
এখন বন্ধ চোখের কোটরে বিষাদ দুঃখ বহন করি।
আকাশে এখন আর সাদা মেঘ দেখা যায় না
প্রকৃতিও আমায় অভিশাপ দিতে পিছু হটে না
কেনো প্রেমে পড়েছিলাম, কেনই বা কেঁদেছিলাম
এর শেষ কোথায়? এর সমাধান কি?

https://www.bangla-kobita.com/ittefaqtasin/shuchittra/
#কবিতা

Address

Kissimmee, FL

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা কবিতা ডটকম - Bangla-Kobita.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলা কবিতা ডটকম - Bangla-Kobita.com:

Share

Category