08/04/2025
৪ আগস্ট ২০২৪
রাজপথে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন ছাত্রশিবির সেক্রেটারি
সময় তখন ২.৩০ মিনিট, আজমপুর ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলাম। আমার সাথে খালাতো ভাই এসকে আরাফাত সাথে ছিল। হঠাৎ তা'মীরুল মিল্লাত শিবিরের সেক্রেটারি সাইদুল ইসলাম ভাইয়ের সাথে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ভাইকে দেখলাম। কাছে গেলে আমার আগেই ভাই ডাক দিয়ে বললেন- এ বাগিরহাট তুমি এখানে কি করো?(ভাই বাগেরহাট কে মজা করে বাগিরহাট বলেন আমার সাথে)।
ভাইকে জিজ্ঞেস করলাম ভাই পরিস্থিতি কি কি হতে পারে সামনে?
ভাই বললেন- পেছনে ফেরার আর সময় নেই । পুলিশ তখন চুপ করে দাঁড়িয়ে ছিল উত্তরা পূর্ব থানার সামনে। ভাই বললেন যে, তারা আর ঐভাবে এখন কিছু করবে না। বললাম ভাই রেজাল্ট কি হতে পারে- ভাই একটা উত্তর দিলেন আমাদের যে, তাদের আর সুযোগ নেই এই হয়তো দুই দুই তিন দিন; এরপরে কোথায় পালাবে কোথায় যায় তাই দেখো। এবং এই কথাটি আমার মনে এমন আশা সঞ্চার করেছিল যে, ওই সময়ে যারা আমার সাথে যোগাযোগ রেখেছেন তারা বিষয়টা জানেন যে, শতভাগ নিশ্চিত হয়ে গেছিলাম যে, আর সুযোগ নেই। মাত্র কয়েক দিনের মধ্যেই সরকারের পতন হবে।
আলহামদুলিল্লাহ, তারপরের দিনই ফ্যাসিবাদের পতন হয়েছিল। ২০২৪ সালের ০৫ই আগস্ট, মহান বিজয়ের দিন।
- আরত হোসেন (কিঞ্চিৎ পরিমার্জিত)