Dessert Queen Sharmin

Dessert Queen Sharmin Hello everyone! This is Sharmin Hossain. I live in the USA. I’ll share the foods I enjoy eating the most.❤️❤️❤️

I will share my favorite simple food recipes, including desserts, breakfasts, snacks, healthy dishes, and other food-related videos.

05/18/2025

Three Must-Try Dessert Recipes for Every Sweet Tooth🍮 Healthy Snack ideas/ Easy recipes/Dessert

05/08/2025

সস্তা জিনিসের খরিদ্দার বেশি…
তাই তো ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি,
প্রতিবাদী মানুষের শত্রু বেশি‼️
🙂

04/29/2025

4 Delicious Dubai Chocolate Recipes to Try! Easy & simple/ Healthy recipes/ Dessert Queen Sharmin

03/14/2025

এর পরেও কিছু “পুরুষ! মানুষ” (এবং কিছু “নারী”🙄 ও) বলবে পর্দা না করার কারণে ধর্ষণ হয়!

এরা হয় সম্পূর্ণ মূর্খ, নয়তো জ্ঞানহীন, অথবা সম্পূর্ণ বিবেকহীন! Shame!

Fact: শিশু আছিয়ার আর তার পরিবারের কি অন্যায় ছিলো….?????????????????

02/10/2025

“খাবারের প্রতি আমার ভালোবাসা এতটাই, ডায়েটিংয়ের বেলায় হঠাৎ WiFi চলে গেলে মনে হয়, ‘আরে, কোন সিগন্যালই নেই!’”

02/09/2025

“যদি খাবার কথা বলতো, আমি তার সাথে চিরকাল গল্প করতাম—কারণ আমাদের Chemistry একেবারে পারফেক্ট!”

01/21/2025

কিছুদিন আগে অনলাইন থেকে ২টা পুতুল আমি নেই, পুতুলগুলো দেখতে অনেক সুন্দর তাই ভাবলাম ২মেয়ের জন্য ২টা নেই।
যাই হোক এবার বলি আসল কথা, যেহেতু বাচ্চারা নতুন খেলনা পাওয়ার পর অইটা কিছুদিন অনেক যত্নে রাখে, আমার ফাইজাও এইটা নিয়ে প্রতিদিন ঘুমাই, কিন্তু যেদিন সে পুতুলটা নিয়ে ঘুমাই সেদিন রাতেই ও ঘুমের মধ্যে কান্না শুরু করে আর পুতুল টাকে ফেলে দেয়।
আর প্রচুর কান্না করে, আমাকে বলে আম্মু পুতুল্টা ফেলে দাও পুতুল আমাকে মারে😪
আমিতো ভাবছি ছোট মানুষ হইতো মনের ভুল বা সপ্নে কিছু দেখে।।
কিন্তূ কাল রাতের ঘটনা আর আজকে যা দেখেছি তাতে আমি রীতিমতো অবাক😭😭😭
কাল রাতেও ও ঘুম ভেঙে কান্না করতেছিল আর বলতেছিল মা তুমি আর পুতুল আনিও না, আমি আর পুতুল নিবো না, পুতুল টা আমাকে খামছি দেই🥲🥲
আজ গোসল করানোর সময় আমি ফাইজার পিঠে এই রকম খামছির দাগ দেখি😭😭
অরে জিজ্ঞেস করলে ও বলে মা আমি তোমাকে বলেছিনা পুতুল আমাকে খামছি দেই
তাহলে কি আমার মেয়ে সত্যি বলেছিলো এতদিন😭😭😭

©️& Fake story 🙄

01/19/2025

USA 🇺🇸 তে TikTok বন্ধ 😑🙂

Anyway আমি কিন্তু Tiktoker না 😎

আল্লাহ তাঁকে ধৈর্য্য দিক
01/16/2025

আল্লাহ তাঁকে ধৈর্য্য দিক

তাহসান কি বিয়ে করেছে?
01/05/2025

তাহসান কি বিয়ে করেছে?

12/29/2024

কিভাবে সম্ভব আমার একপাশে 1.5 ছেলে আর একপাশে 8 বছরের মেয়ে ঘুমায় 🥲
স্বামী কে সময় কখন দিবো 🤔
যে মেয়ে নিজের হাতে খায় না, টয়লেট যায় না তাকে আলাদা রুমে ঘুমানোর কথা মনে পড়লে বুক কেঁপে উঠে 💔💔

সন্তান জন্মের পর আমাদের দেশের বেশীরভাগ স্বামী স্ত্রীর সম্পর্কেই ভাটা পড়ে। ২ জন বা ৩ জন বাচ্চা হলে তো কথাই নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যায় ভাইবোনের মতো। বাচ্চার পিছনে দৌড়ে দৌড়ে, সংসারের কাজ করে করে স্বামীর সাথে রোমান্টিক সম্পর্কের মুড আর থাকেনা। সম্পর্কে শুরু হয় তিক্ততা।

এদিকে দেশীয় কালচারে বাচ্চা নিয়ে ঘুমানো প্রায় সব পরিবারেই দেখা যায়। বাচ্চার বয়স ৫/৬/৭, কিন্তু মা বাবার সাথে শোয়। যেখানে আড়াই বা তিন হলেই বাচ্চাকে আলাদা করে দেয়া উচিত। কারন এরপর বাচ্চারা বুঝতে পারে অনেককিছুই। রাতে ঘুম ভেংগে সে মা-বাবাকে অপ্রস্তুত অবস্থায় দেখলে তার মনে যেমন প্রশ্নের উদ্রেক হবে, তেমনি উল্টোদিকে বাচ্চার সাথে একসাথে শোবার কারনে দাম্পত্যে বিঘ্ন তৈরি হয়।

বাচ্চার বয়স আড়াই বা তিন হলেই তাকে আলাদা করে দিন। বাচ্চা কিন্তু কষ্ট পাবেনা, কষ্ট পাবেন আপনি, বাচ্চা দূরে সরে যাবে মনে হবে। কিন্তু না, আসলে বাচ্চা দূরে সরে যায়না। এটা বাচ্চার ভালোর জন্য, আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকার জন্য অত্যাবশ্যকীয়। বাচ্চার জন্য আলাদা বিছানা রেডি করুন। ওর রুমটাকে ওর পছন্দ মতো সাজিয়ে দিন। রাতে গল্প শুনিয়ে বা বই পড়িয়ে ওকে ঘুম পাড়ান।

ঘুমিয়ে গেলে চলে আসুন আপনার রুমে। ও আপনার অনুপস্থিতি টেরও পাবেনা। রাতে ও উঠতে পারে এই ভয় থাকলে একটা বেবি মনিটর কিনে নিন, দাম বেশি নয়। ওর মাথার কাছে মনিটর রেখে রিসিভার আপনার নিজের বালিশের কাছে রাখুন। রাতে উঠলে আপনি সাথে সাথে টের পাবেন, যেমনটা পেতেন আপনার সাথে ঘুমালে। আপনি তো জানেনই সকালে কখন উঠে। তার একটু আগে গিয়ে ওর সাথে শোবেন। ও ঘুম হতে উঠেও আপনাকে পাবে। রাতে যে আপনি ছিলেন না, তা ও বুঝবেইনা।

দ্বিতীয় সন্তান হলে বেশীরভাগ মায়েরা প্রথম সন্তানকে অবহেলা শুরু করে। সব আদর যেন ছোটজনের জন্য, অথচ সে আদরের কিছুই বোঝেনা। আর যে বোঝে সেই বড়জনকে কথায় কথায় ডাক দেয়া, বকা দেয়া চলতে থাকে। মা/ রে*র কথা তো বাদই দিলাম।

স্বাভাবিকভাবেই তার মনে ছোট বাচ্চাটার প্রতি বি- দ্বেষ সৃষ্টি হয়। ভাবে, ও না থাকলেই ভালো হতো, মা আদর করতো। অথচ মায়ের উচিত এই সময়ে বড়জনকে বেশি করে সময় দেয়া, আদর করা। বড়জনকে বোঝানো তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি। আপনি আর আপনার স্বামী দুজনেরই দায়িত্ব এটা।

দু বাচ্চার মাঝে তুলনা করবেন না। কারন তারা দুজনই সম্পুর্ন আলাদা মানুষ। দুই বাচ্চার জন্য আলাদা নিয়ম বানাবেন না। একজনকে মোবাইল দেখিয়ে খাওয়াবেন, আরেকজনকে বলবেন খাওয়ার সময় নো ডিভাইস, তাহলে তো হবেনা। দুজনের বেডটাইম যেন এক হয়। কোনো জিনিস কিনলে একজনের জন্য নয়, দুজনের জন্যই কিনবেন।

ছোটটির বয়স যখন আড়াই হবে তখন ওকেও আলাদা করে দিন, বড়জনের সাথে। দুজন একসাথে ঘুমুবে বা একই রুমে দুটো বিছানায়।

দিনে এক হতে দেড়ঘন্টা আলাদা করে রাখুন যখন পরিবারের সবাই মিলে সময় কাটাবেন। হাসি আনন্দ করবেন। বাচ্চাদের সাথে স্বামী স্ত্রী একসাথে খেলবেন। নিজের পার্টনারের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাবেন। মেজাজ যদি বেশি খারাপ থাকে অকারণে, সরে যান প্রিয় মানুষগুলোর কাছ হতে তাদের আ*ঘাত করার আগেই। আলাদা রুমে বা বারান্দা বা ছাদে গিয়ে মেডিটেশন করুন। নিজেকে জিজ্ঞাসা করুন যে কারনে আপনার মেজাজ খারাপ তা কতটা যুক্তিযুক্ত। গভীর নিঃস্বাস নিন। মন খারাপকে ছড়িয়ে দিন বাতাসে।

সংসার তৈরি হয় স্বামী স্ত্রী ও সন্তানকে নিয়ে। সংসারের কাজ করতে করতে এই মানুষগুলোই যেন অবহেলিত না হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমাদেরই। ভালোবাসার সম্পর্কগুলো অটুট থাকুক।

🙂🙂
12/21/2024

🙂🙂

Address

Los Angeles, CA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dessert Queen Sharmin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share