Women’s “hobby

Women’s “hobby Assalamo Walaikum 🌹
I love sharing pictures and videos 🎆🌅
Please like and share my page 💜
Trust Allah be happy

09/05/2025
Good morning
09/04/2025

Good morning

09/01/2025

জীবনে এমন অনেক মুহূর্ত আসে, যখন ভেতরের আগুন নিভে যায়,অথচ বাইরে আমরা সবাইকে হাসির প্রদীপ জ্বালিয়ে দেখাই।
বাস্তবতা হলো,আমরা মুখোশ পরেই বাঁচি।

আমি দেখেছি- যে মানুষটা প্রতিদিন চারপাশে সবচেয়ে বেশি হাসে, সবার জন্য প্রাণখোলা পরামর্শ দেয়,
সে-ই রাতে বালিশ ভিজিয়ে কাঁদে।

আমি দেখেছি- যে আত্মীয়/বন্ধু সামনাসামনি হাততালি দিয়েছে, পিছন ফিরে সেই একই হাত আমার ব্যর্থতা গুণে গুণে হিসেব করেছে।

আমি বুঝেছি- মানুষের চোখে যতটা “আনন্দ” দেখি,
তার অর্ধেকটাই কৃত্রিম,বাকিটা হিংসা আর প্রতিযোগিতা।

আমরা হয়তো ভেবেছি, দুঃখ ভাগ করলে হালকা হবে,
কিন্তু দুঃখ শোনার ভান করা মুখোশধারীরা আছে,
যারা ভিতরে ভিতরে বলে- "এটাই তো চেয়েছিলাম!”

এটাই মানুষ।
এটাই সমাজ।
হাসি-কান্না, ভালোবাসা-ঘৃণা -সবকিছুর আড়ালে এক গাঢ় মুখোশ।

আজকাল আমি সেই মানুষটিকে খুঁজি,
যে আমার হাসিতে ঈর্ষা খুঁজবে না,
যে আমার কান্নায় গোপন আনন্দ খুঁজবে না,
যে শুধু মানুষ হয়ে মানুষকেই বুঝবে।

কিন্তু সত্যি বলতে,
এত মুখোশের ভিড়ে,
সে মানুষটাও যেন বিলীন হয়ে গেছে।।

゚ ゚viralシfypシ゚viralシalシ

Address

Los Angeles, CA
92507

Website

Alerts

Be the first to know and let us send you an email when Women’s “hobby posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share