Din islam

Din islam This is the official fan page of Singer Din Islam. Also a Sergeant of Bangladesh Police. I love to play music & like almost all the genre of music.

07/07/2025

কুংফু মাস্টার 🤣

৬০ বছর আগে জন্মাইলে বড় বাচা বেচে যেতাম। বাপের সাথে মাঠে যাইতাম, ধান লাগাইতাম। পাট লাগাইতাম, মাছ ধরতাম জাল দিয়ে। নদীতে ...
02/07/2025

৬০ বছর আগে জন্মাইলে বড় বাচা বেচে যেতাম। বাপের সাথে মাঠে যাইতাম, ধান লাগাইতাম। পাট লাগাইতাম, মাছ ধরতাম জাল দিয়ে। নদীতে নেমে আচ্ছা মত ডুবাইতাম।
২০-২২ বছর বয়সে বিয়ে করতাম ।
ঘর হইত মাটির।
বৃস্টি হইলে চুয়ে চুয়ে পানি পড়তো খড়ের চাল দিয়ে,
চালে উঠে সেটা ঠিক করতাম।
লাইফ ক্যারিয়ার সাক্সেস, পিজ্জা বার্গার, আইফোন, ম্যাকবুক, ফেসবুক, ড্রোন, মাসের বাসা ভাড়া, গাড়ি,বাইক,
কিছু নিয়ে কোন চিন্তা নাই ।
পছন্দ করা মেয়ের বাপ, স্টাব্লিশড না হইলে বিয়ে দিবেনা সেই চিন্তা নেই। গাড়ি বাড়ির চিন্তা নেই।
দুনিয়া নিয়া চিন্তা নাই, কে ভাইরাল হইলো নাকি কারেন্ট ইস্যু কি, এসব ভাবার টাইম নাই। সন্ধার পরেই ঘুম।
বাসা ভাড়া দেয়ার প্যারা নাই।
বাবা মা ছেড়ে দুরে একলা থাকা নেই।
কাজ করো খাও ঘুমাও,
হার্ট এটাক, হার্টে ব্লক, অফিসের প্যারা!
অন্ততপক্ষে টেনশন মুক্ত থাকতে পারতাম।😥😥 (CP-WK)

জীবন একবারই আসে।কফি গরম থাকতে থাকতেই খেয়ে ফেলুন,ভালোবাসা থাকতেই বলুন,সুযোগ থাকতেই এগিয়ে যান।পরে- কখনোই ঠিক সময়ে আসে না...
01/07/2025

জীবন একবারই আসে।
কফি গরম থাকতে থাকতেই খেয়ে ফেলুন,
ভালোবাসা থাকতেই বলুন,
সুযোগ থাকতেই এগিয়ে যান।
পরে- কখনোই ঠিক সময়ে আসে না।

ছোট ছোট শখগুলো পূরণ করুন—
ছবি আঁকা, বই পড়া, বাগান করা, রান্না করা বা ভ্রমন, আপানাকে যেটা আনন্দ দিবে সেটাই করুন, সব সময় মানুষের vslidation এক জন‍্য অপেক্ষা করবেন না।
নিজের ভালো লাগার জায়গাগুলোকে গুরুত্ব দিন।
কারণ এই ছোট ছোট আনন্দগুলোই জীবনের আসল সৌন্দর্য ।

প্রত‍্যেকটা সময়ের একটা আলাদা সৌন্দর্য আছে, কিশোর বয়সের সাথে 30th এর তুলনা চলে না আবার after 30 যা ভালো লাগে meaningful মনে হয় after 50 সেটা ভালো না ও লাগতে পারে । ছোট ছোট সখ গুলো সাধ‍্যমত পূরন করুন, ভালো থাকুন, ভালো রাখুন।

28/06/2025
25/06/2025
24/06/2025

এ কেমন থ্রেড??

23/06/2025
 #বেহায়া
27/06/2024

#বেহায়া

ব্যবহারের কঠোরতা অন্তরে ঘৃণার জন্ম দেয়, ব্যবহারের সরলতা হৃদয়ে ভালোবাসার জন্ম দেয়।
25/06/2024

ব্যবহারের কঠোরতা অন্তরে ঘৃণার জন্ম দেয়, ব্যবহারের সরলতা হৃদয়ে ভালোবাসার জন্ম দেয়।

 #বাবা সম্পূর্ণ গানটি ১ম কমেন্টস এ
09/06/2024

#বাবা
সম্পূর্ণ গানটি ১ম কমেন্টস এ

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Din islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Din islam:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

মানুষ মানুষের জন্য.....

আসুন আমরা একে অপরকে সহযোগিতা করি, পৃথিবীটাকে সুন্দর করে তুলি।