Southeast University Crush And Confession

Southeast University Crush And Confession তোমাকে জানাইতে পারিনাই ভালবাসার কথা।তাই পেয়েছি বুক এ ব্যাথা তখনই পেয়েছি,এই ক্রাশিং পেজ এর দেখা । 🫶🏻

Confession no -37Name:Anny Paul(tithi)Batch:57Dept:Textile কত সুন্দর তুমি,প্রেমে পড়েছি আমি,সুন্দর তোমার মন,ভালোবেসে হারা...
09/08/2025

Confession no -37

Name:Anny Paul(tithi)
Batch:57
Dept:Textile

কত সুন্দর তুমি,
প্রেমে পড়েছি আমি,
সুন্দর তোমার মন,
ভালোবেসে হারা ২জন,

মায়াবি তোমার আঁখি,
দিওনা আমায় ফাঁকি,
সুন্দর তোমার হাসি,
আমি তোমাকে ভালবাসি. 🙂🙂

Confession no - 36 প্রিয় নিশি,প্রতিদিন তোমাকে দেখলেই মনে হয় সময়টা যেন একটু থেমে যায়। তোমার হাসি, তোমার চোখের দৃষ্টি—সবকি...
09/04/2025

Confession no - 36

প্রিয় নিশি,
প্রতিদিন তোমাকে দেখলেই মনে হয় সময়টা যেন একটু থেমে যায়। তোমার হাসি, তোমার চোখের দৃষ্টি—সবকিছু আমার ভেতরে এক অদ্ভুত শান্তি নিয়ে আসে। আমি হয়তো কখনও তোমার সামনে দাঁড়িয়ে এসব বলতে পারব না, তাই লিখেই জানালাম।

নিশি, আমি তোমাকে খুব পছন্দ করি। তুমি আমার কাছে শুধুই একজন সহপাঠী নও, বরং এমন একজন, যাকে দেখলেই আমার দিনটা সুন্দর হয়ে যায়।

আমি জানি, হয়তো এই কথাগুলো তোমার কাছে হঠাৎ মনে হতে পারে, কিন্তু আমার অনুভূতিটা সত্যি। আমি শুধু চাই একদিন তুমি আমার অনুভূতিকে একটু হলেও জায়গা দাও।

শেষে একটা কথা—
নিশি, তুমি কি আমার হবে? ❤️

Confession no - 35 প্রিয় নিশি,আমি জানি না কখনও তোমাকে সরাসরি এটা বলতে পারব কিনা, তবে আমার মনের কথা আজ আর লুকিয়ে রাখতে প...
08/24/2025

Confession no - 35

প্রিয় নিশি,
আমি জানি না কখনও তোমাকে সরাসরি এটা বলতে পারব কিনা, তবে আমার মনের কথা আজ আর লুকিয়ে রাখতে পারছি না। ক্লাসে তোমাকে যখনই দেখি, মনে হয় চারপাশটা একটু আলোকিত হয়ে উঠলো। তোমার উপস্থিতি, তোমার হাসি এসব যেন আমাকে প্রতিনিয়তই গ্রাস করে, অজান্তেই টেনে নেয় আমাকে তোমার কাছে।
আমি জানি তুমি এখন একা নও, তুমি সম্পর্কের মধ্যে আছো, আর আমি সেটাকে শ্রদ্ধা করি। তবুও আমার হৃদয় তোমার প্রতি এক অদ্ভুত টান অনুভব করে। শুনেছিলাম তুমি আগে কারও সাথে হাতিরঝিলে সুন্দর মুহূর্ত কাটিয়েছিলে। যেখানে সেখানে ঘুরতে যেতে। সেটাও তোমার জীবনেরই একটা অংশ। কিন্তু আমি বেশ ভালো করেই বুঝেছিলাম, তোমার পাশে থাকা আসলেই ভাগ্যের ব্যাপার।
একবার তোমার এক বন্ধু মজা করে তোমার নাক ছুঁয়েছিল, আর সেটা দেখে অকারণে কষ্ট পেয়েছিলাম। আর তখন এটাও বুঝতে পারলাম যে, আসলে আমি তোমাকে কতটা ভালোবাসি।
আমি জানি, এই স্বীকারোক্তি থেকে কিছুই আশা করার নেই। শুধু চাই তুমি জানো , কেউ একজন আছো যে নীরবে তোমাকে ভালোবাসে, তোমার হাসিকে সবচেয়ে মূল্যায়ন, আর তোমাকে তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হিসেবে দেখে।

এক নীরব প্রশংসক

Confession no -34 হায় জেরিন,ছবিগুলো দেখেই হয়তো চিনে ফেলেছো আমায়…🙂আমি আজও তোমার অপেক্ষায়, তোমার পথ চেয়ে থাকি,মনে পড়...
08/22/2025

Confession no -34

হায় জেরিন,
ছবিগুলো দেখেই হয়তো চিনে ফেলেছো আমায়…🙂
আমি আজও তোমার অপেক্ষায়, তোমার পথ চেয়ে থাকি,
মনে পড়ে যায় তোমায় প্রতিটা নিঃশ্বাসে,তোমার সেই রাগি রাগি চোখ আহা!

হৃদয়ের গহীনে আজও রয়ে গেছে তোমার শূন্যতা,
তোমার স্মৃতিগুলো আঁকড়ে পড়ে আছি চুপচাপ।
সেই দিনের সেই কাকতালীয় দেখা, সেই মুহূর্তটা আজও চোখে ভাসে,
ভেবেছিলাম প্রপোজালের পর তুমি সময় দেবে—
কিন্তু তুমি উল্টো হঠাৎ পাগলামি করলে…
আমি চেয়েছিলাম আমায় তুমি বুঝো, একটু জানো আমায়,
কিন্তু তুমি ধীরে ধীরে সরে গেলে অনেক দূরে…

তোমার না-থাকাটা আমার মনকে বারবার নাড়া দেয়,
অনেক খুঁজেছি তোমায়— আজও খুঁজি,
কিন্তু কোথাও খুঁজে পাই না তোমার অস্তিত্বের ছায়া।

জেরিন, আমি এখনও ভালোবাসি তোমায়—
ভীষণভাবে মিস করি প্রতিটি মুহূর্তে।
জানি না তুমি আমাদের স্মৃতিগুলো মনে রাখো কিনা,
কিন্তু আমি এখনও সেই স্মৃতি বুকে নিয়ে
তোমার ফিরে আসার অপেক্ষায় আছি… 💔

Confession no - 33Department Economics পিও জিসু 🥹ট্রাস্ট মি এই দুটো ছবিতে তোমাকে এত ভালো লাগে । বিশ্বাস কর একদম সোলেমান ...
08/20/2025

Confession no - 33

Department Economics

পিও জিসু 🥹ট্রাস্ট মি এই দুটো ছবিতে তোমাকে এত ভালো লাগে । বিশ্বাস কর একদম সোলেমান খানের মতো দেখতে 😊।জানিনা কেন জানি তোমাকে প্রথম দিন থেকে আমার খুব ভালো লাগে। কিন্তু বলা হয়ে ওঠেনি কারণ তুমি বাংলার সোলেমান খান 😊যদি আমাকে রিজেক্ট করে দাও 😭।তবে একতরফা ভালবেসে যাব তোমাকে 😭।তোমার হাতের এই হলুদ ফুলটা একদিন আমাকেই দিতে হবে 😭❤️
From:Tomar priya😭

Confession-32ইউনিভার্সিটিতে ভিড়ের মধ্যে প্রথমবার দেখেছিলাম শাহেনশাহকে… সেই মুহূর্তটা যেন থেমে গিয়েছিল। চারপাশের শব্দ, ...
08/14/2025

Confession-32

ইউনিভার্সিটিতে ভিড়ের মধ্যে প্রথমবার দেখেছিলাম শাহেনশাহকে… সেই মুহূর্তটা যেন থেমে গিয়েছিল। চারপাশের শব্দ, মানুষের কোলাহল সব মিলিয়ে হারিয়ে গিয়েছিল— শুধু দেখা মিলেছিল ওর।
তার চোখের সেই শান্ত অথচ তীক্ষ্ণ দৃষ্টি, মুখের হালকা হাসি, আর হাঁটার সেই আত্মবিশ্বাসী ভঙ্গি… যেন রাজা তার রাজ্যে প্রবেশ করেছিল।
আমি ভাবিনি, মাত্র কয়েক সেকেন্ডের দেখা এত গভীর ছাপ রেখে যেতে পারে।
সেই দিন থেকে রাতগুলো আর আগের মতো ছিল না— ঘুম আসত না, কারণ চোখ বন্ধ করলেই সেই মুহূর্তটা বারবার ফিরে আসত।
শাহেনশাহ, হয়তো সে জানত না, কিন্তু সে আমার দিনের আলো, রাতের স্বপ্ন, আর বুকের ভেতরের সবচেয়ে গোপন গল্প হয়ে গিয়েছিল।
হয়তো সে পড়বে না, হয়তো জানতেও পারবে না— কিন্তু আমার হৃদয় তখনই তার রাজ্যের বন্দী হয়ে গিয়েছিল। 👑❤️

08/08/2025

Confession no -31

From :-Unknown
To : Imrul Kayas ovi
Department: CSE

তুমি কি জানো আমি তোমার প্রেমে কীভাবে পড়েছি?
আমিও কতো বোকা,
তুমি জানবে কি করে আমি যে তোমার প্রেমে পড়েছি!
জানার কথা ও না

থাক আমিই বলে দিচ্ছি,

প্রেমে পড়েছি জনাব আপনার সেই হাসিতে, যেই হাসি মুখটা দেখার জন্য ব‍্যাকুল হয়ে আছি আবারও!!

প্রেমে পড়েছি জনাব আপনার সেই চোখের, যেই চোখেতে শুধু আমি আমাকেই দেখতে চাই!!
একটু স্বার্থপর হয়ে গেলাম, আপনার জন্য, আপনাকে নিজের করে পাওয়ার জন্য!!

আপনাকে কারো কাছ থেকে কেড়ে নিতে চাইছি এমন কিছু মনে করবেন না আবার!

চাই আপনি আমার হন কিন্তু তাই বলে কেড়ে নিতে চাইবোনা ।

আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
তাই তার কাছ থেকেই আপনাকে চেয়েছি।
যদি আপনি আমার জন্য উপযুক্ত হন, আর যদি ভাগ্যে আপনি থেকে থাকেন নিশ্চয়ই আপনাকে পাবো। ইনশাআল্লাহ 🤍

এই কথাটা লেখার কারণ একটাই, জীবন অনিশ্চিত!
যদি মৃত্যুর আগে আপনাকে বলতে না পারি আপনাকে ভালোবাসি! Ti- amo


এই লেখা শেষ করতে ইচ্ছে করছেনা, আপনাকে নিয়ে লেখা শেষ হবার নয়। তাও ইতি টানা জরুরি না হয় যেই কথা গুলো একান্তই নিজের মনের মধ্যে লুকিয়ে রাখেছি সেগুলো ও বলে ফেলবো।

শেষমেশ একটা মজার কথা বলে যাই, আপনি মানুষ টা খুবই দামি, যদি হয়ে যান আমারই ☺️

দুঃখিত আমার পচা মার্কা কবিতা বানানোর চেষ্টা করার জন্যে ।🥲

Confession no :30 From: এয়ারপোর্টের তোমার বোনের পিছনে থাকা কালো প্রিন্টের শার্ট পরা চোখে চশমা পরা সে ছেলেটা To : অপরিচিত...
07/15/2025

Confession no :30

From: এয়ারপোর্টের তোমার বোনের পিছনে থাকা কালো প্রিন্টের শার্ট পরা চোখে চশমা পরা সে ছেলেটা
To : অপরিচিত নাম না জানা পরী..🧚🏼

সময়টা ছিলো ১২ / ০৭ / ২০২৫ সময় ১ টা বাজার কিছুটা আগে
জায়গাটা ছিলো ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল ১

অনেক সময় অপেক্ষা করার পর আব্বুর সাথে বিদায় নিয়ে যখন এয়ারপোর্টের গেট দিয়ে ডুকবো (গেট ৫) তখন এদিক সেদিক গুরে পিরে সিরিয়ালে দাড়াই । সিরিয়ালে দাড়ানোর পরে আমার বাম পাশে তাকাতেই
আমার জীবনের সবচেয়ে বড় অনুভূতি টা অনুভব করি একটা অচেনা মেয়েকে দেখে
মনে হলো যেন হাজার বছর ধরে চেনা , এই যেন আলাদা একটা মায়া কাজ করা শুরু করলো আমার তার প্রতি ।
মনের মধ্যে যেন এক শীতল অনুভূতি অনুভব করলাম।
তার দিকে অনেকবার তাকালাম দেখতেই ভালো লাগতো দেখতে দেখতে কয়েকবার চোখে চোখ পড়ে।
সেও আমার দিকে অনেকবার তাকালো বুঝতে পারলাম , একবার তো একেবারেই তাকিয়েই ছিলো সে , যখন তার পাশাপাশি ছিলাম

সিরিয়লটা সামনে যত এগিয়ে যাচ্ছে তত তার সামনে যাচ্ছি , আর আমার তত হার্টবিট বাড়ছে আর তার প্রেমে গভির ভাবে পড়ছি
কি যে এক অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না আল্লাহ জানে
মেয়েটি বেজ কালারের হিজাব পরা ছিলো সাথে মেজেন্ডা কালার যেটাকে আমরা ওয়াইন কালার বলি তো সে কালারের আবায়া নাকি বোরকা আমি জানিনা বাংলাদেশের মেয়েদের জামা পোশাকের ব্যাপারে আমার আইডিয়া একটু কম ,
তো সে কালারের আবায়া পড়া ছিলো হাসিটা এত মিষ্টি যে দেখতেই ভালো লাগতো
তো সামনে যত এগিয়ে যাচ্ছি তত তার কাছা কাছি আসছি আর হার্টবিট বেড়েই যাচ্ছিলো
মনে মনে অনেকবার ভাবলাম নাম্বারটা কি নিবো নাকি নিবো না , নাম্বার চাইলে যদি খারাপ ভাবে বা তার আম্মু আব্বুকে বলে দেয় তাহলেতো মান-সম্মান এর ১২ টা বেজে যাবে এরকম হাজার হাজার চিন্তা মাথায় আসলো। আসাটা স্বাভাবিক কখনো কারোথেকে এভাবে নাম্বার বা কিছু নেওয়া হয় নাই জিবনে
পরে সাহস করে লজ্জা শরম সাইডে রেখে ভাবছি প্রোপোজ করে দিবো
কিন্তু আব্বুকে তখন দেখলাম আমার দিকে তাকাই দাড়াই আছে
পুরা একটা মাইনকা চিপায় পড়ছিলাম পরে এয়ারপোর্টে ডুকে গেলাম । মন তো আর মানছিল না
তারপর ভাবলাম তার বোন ও এয়ারপোর্টের ভারতে আছে সাহস করে ত র থেকে নিবো নাম্বার পরে তার বোনকেও হারাই পেল্লাম
অনেক খুঁজলাম তার বোনকে পাইনাই
অনেক বড় একটা দীর্ঘশ্বাস পেলে বিমানে উঠে গেলাম
আর ভাবছিলাম কি করলাম
মেয়েটির কথা আমার মাথা এবং মন থেকে যাচ্ছেই না
চেহারাটা এখনো চোখে বাসে
আজকে ১৫ তারিখ এখনো তাকে ভুলতে পারছি না
মেয়েটি নাম ঠিকানা কিছুই জানিনা শুধু চেহারাটা মনে , মাথায় , চোখে বাসে
এবং সে বাংলাদেশের-ই আপনাদের কাছে অনুরোধ প্লিজ পোস্টটা শেয়ার করে ছড়িয়ে দেন তাহলে হয়তো পেতে পারি তার খোঁজ
যদি তাকে পাই অনেক কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি
পেয়ে থাকলে আমাকে +96898383618 এই নাম্বারে Whatsapp এ নক করলেই হবে

(বিঃ দ্রঃ) অভদ্র কাজ ভেবে পিক তুলি নাই এবং ঐ রকম experience বা সাহসও নেই 😑

Confession-29Name: Israt Jahan AfrinDepartment : Don't knowBatch : Don't know From: A random person নাম ছাড়া আর কিছু জান...
06/21/2025

Confession-29

Name: Israt Jahan Afrin
Department : Don't know
Batch : Don't know
From: A random person

নাম ছাড়া আর কিছু জানা নেই। হটাত ই একদিন বাস এ দেখেছিলাম মেয়েটি কে। অনেক ফর্সা করে ছোট্ট গরনের একটা মেয়ে দাঁড়িয়ে আছে। 🥺 চোখে এত্ত মায়া। মাস্ক পরা ছিল তাই শুধু চোখ দুটোই দেখা গিয়ে ছিল। সম্ভবত মোহাম্মদপুর বা শ্যমলী এদিকে বাসা কারন আলিফ বাস এ দেখেছিলাম। কেউ কি চিনেন ওনাকে🥺। চিনে থাকলে একটু মেনসন দেয়ার অনুরোধ থাকল।

Confession no:- 28From: unknownTo: Tasnim FarzanaDepartment: EnglishYear: 3rd or 4thসু-নয়না, চক্ষুশীতলকারী..পৃথিবীতে যা ...
06/19/2025

Confession no:- 28

From: unknown
To: Tasnim Farzana
Department: English
Year: 3rd or 4th

সু-নয়না, চক্ষুশীতলকারী..

পৃথিবীতে যা কিছু সুন্দর, সবকিছুই আমার পছন্দের, কিন্তু সব তো আমার না!
আমি কার? কে আমার?
আমি যার, সে যে কার?
অবশ্যই সে শুধুমাত্র আমার!

তুমি কি আমার হবে?
তোমার-আমার walking distance ৬ ঘন্টার পথ! দূরত্ব কি খুব বেশি?
Distance is just a test to see how far intentions can travel! Let's be together forever!

প্রথমত, আমি জানিনা তোমার ফিউচার প্ল্যান কি!
দ্বিতীয়ত, তুমি বিয়ের জন্য প্রিপেয়ার্ড কিনা!

আর আমার প্ল্যান কি জানো? জানুয়ারিতে তোমার birthday celebration আমাদের বাসায় হোক, cake তুমি নিজে বানানোর সুযোগও থাকবে! I prefer to be your companion in every moment of life—in every season, in every journey, in every joy, and in every storm.

এই মুহূর্তে বিয়ের সিদ্ধান্ত নিলে যদি তোমার ফিউচার প্ল্যান সেক্রিফাইস না করতে হয়, তাহলে ইমেইল আইডি দিতে পারো! জানিনা, এই সাময়িক পরিচয়-কথোপকথন এর শেষ গন্তব্য কেমন হবে! শেষ গন্তব্য যেমনই হোক, তোমার জন্য শুভকামনা সবসময়। নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী!

ওর ফেসবুক আইডি খুঁজে পাওয়া খুব সহজ! আন্তরিক কৃতজ্ঞতা, ওকে যে মেনশন করবেন তার প্রতি!

Confession no 27ECONOMICS er Rakib 👀There’s something about him… the way he talks, the way he doesn’t even know how effo...
06/18/2025

Confession no 27

ECONOMICS er Rakib 👀

There’s something about him… the way he talks, the way he doesn’t even know how effortlessly he steals moments. He’s not just someone I noticed he’s someone my heart quietly chose, again and again. And maybe he’ll never know… but some people are meant to be poetry in someone else’s story🌹🌹💓💓💌💌

Dear
Unknown 🎀

Confession no - 26 প্রিয় নিলাঞ্জনা,আচ্ছা তোমার হিমুকে কি পেয়ে গেছো তুমি!আমি যদি তোমার হিমু হতে চাই সে সুযোগ দিবে তো তুম...
05/16/2025

Confession no - 26
 প্রিয় নিলাঞ্জনা,

আচ্ছা তোমার হিমুকে কি পেয়ে গেছো তুমি!
আমি যদি তোমার হিমু হতে চাই সে সুযোগ দিবে তো তুমি?

তোমাকে প্রথম দেখেছিলাম সাউথইস্টের গ্রাউন্ডে কারো জন্য অপেক্ষা করছিলে বোধহয়।এরপর অনেক দিন ধরে তোমায় দেখছি,তোমার সম্পর্কে জানছি,কিন্তু কখনোই সাহস করে তোমার কাছে বলতে পারিনি।কেন জানিনা তোমাকে দেখতে আমার ভিষণ ভালো লাগে।মন হয় তোমাতেই হারিয়ে যাই।তোমার চোখে অদ্ভুত এক মায়া আছে।তোমার প্রতিটি দৃষ্টিতে আমি হারিয়ে যাই,মনে হয় এই চোখে লুকিয়ে আছে আমার পৃথিবী। তোমার কোকরা চুল,তোমার হাসি, তোমার চলাফেরা, তোমার উপস্থিতি যেন চারপাশের সব কিছু আরও সুন্দর করে তোলে।আমি অনেক দিন ধরে তোমায় ফলো করছি,তোমার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছি কিন্তু তোমার সাথে সবসময় তোমার ফ্রেন্ডরা থাকে!🙂

তোমার চোখ দুটো যেন সন্ধ্যার আকাশে হারিয়ে যাওয়া দুইটি তারা!
যেখানে তাকাই, সেখানেই তোমার মায়া জড়িয়ে থাকে নীরবে।
তোমার কোকরা চুলের মাঝে লুকিয়ে থাকে এক বিশুদ্ধ কবিতা,
যা প্রতিদিন আমার ভাবনার পাতায় লেখা হয়ে যায় অজান্তে।

তোমাকে ভালো বাসি অনেক—এটা কোনো হঠাৎ পাওয়া নয়,এটা একটা ধীরে ধীরে গড়ে ওঠা অনুভব, এক নিঃশব্দ ভালোবাসা।
আমি তোমার গল্পের এক ক্ষুদ্র অধ্যায় হতে পারি কি?হবে কি আমার রূপা?

ইতি,
তোমার অজানা এক প্রেমিক

Address

তোমার মনে
Loveland, CO
143DEAR

Website

Alerts

Be the first to know and let us send you an email when Southeast University Crush And Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share