08/24/2025
Confession no - 35
প্রিয় নিশি,
আমি জানি না কখনও তোমাকে সরাসরি এটা বলতে পারব কিনা, তবে আমার মনের কথা আজ আর লুকিয়ে রাখতে পারছি না। ক্লাসে তোমাকে যখনই দেখি, মনে হয় চারপাশটা একটু আলোকিত হয়ে উঠলো। তোমার উপস্থিতি, তোমার হাসি এসব যেন আমাকে প্রতিনিয়তই গ্রাস করে, অজান্তেই টেনে নেয় আমাকে তোমার কাছে।
আমি জানি তুমি এখন একা নও, তুমি সম্পর্কের মধ্যে আছো, আর আমি সেটাকে শ্রদ্ধা করি। তবুও আমার হৃদয় তোমার প্রতি এক অদ্ভুত টান অনুভব করে। শুনেছিলাম তুমি আগে কারও সাথে হাতিরঝিলে সুন্দর মুহূর্ত কাটিয়েছিলে। যেখানে সেখানে ঘুরতে যেতে। সেটাও তোমার জীবনেরই একটা অংশ। কিন্তু আমি বেশ ভালো করেই বুঝেছিলাম, তোমার পাশে থাকা আসলেই ভাগ্যের ব্যাপার।
একবার তোমার এক বন্ধু মজা করে তোমার নাক ছুঁয়েছিল, আর সেটা দেখে অকারণে কষ্ট পেয়েছিলাম। আর তখন এটাও বুঝতে পারলাম যে, আসলে আমি তোমাকে কতটা ভালোবাসি।
আমি জানি, এই স্বীকারোক্তি থেকে কিছুই আশা করার নেই। শুধু চাই তুমি জানো , কেউ একজন আছো যে নীরবে তোমাকে ভালোবাসে, তোমার হাসিকে সবচেয়ে মূল্যায়ন, আর তোমাকে তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হিসেবে দেখে।
এক নীরব প্রশংসক