Southeast University Crush And Confession

Southeast University Crush And Confession তোমাকে জানাইতে পারিনাই ভালবাসার কথা।তাই পেয়েছি বুক এ ব্যাথা তখনই পেয়েছি,এই ক্রাশিং পেজ এর দেখা । 🫶🏻

Confession number:- 46 Name- AribaDepartment- সাহিত্য I need to begin with an apology. Two days ago, I took a photo of y...
01/02/2026

Confession number:- 46

Name- Ariba
Department- সাহিত্য

I need to begin with an apology. Two days ago, I took a photo of you without asking for your permission, and I’m truly sorry for that. I should have said this earlier, but I didn’t know how.
The truth is, I barely get to see you properly. Sometimes you’re here, sometimes you’re not. I never quite know when your class starts or ends, and somehow I never find the right moment to talk to you the way I want to.

Yet, the very first time I saw you, I found myself liking you more than I expected. There is a calm sweetness in the way you speak, and your smile has a quiet beauty to it. When you look at someone, it feels sharp and gentle at the same time like an arrow released from a bow, striking without warning.

I’m not saying this to create pressure or expectations. I only wanted to be honest about how I feel, because some feelings deserve truth.

শুনেছি তুমি নাকি সাহিত্য নিয়ে পড়ছো তাই এই লেখাটা তোমার জন্যই উৎসর্গ করলাম।

“চোখের আলোয় দেখেছিলেম, চোখের বাইরে দেখিনে,
হৃদয় মাঝে মিলিয়াছো তুমি, হৃদয় ছাড়া মিলিনে।
সকলই ফাঁকি দিই আমি, সকলই ভুলে যাই,
পাওয়া যায় না আপনাকে, হারালে তবে পাই।”

— রবীন্দ্রনাথ ঠাকুর

Confession no :- 45কিছু মানুষ হঠাৎ করেই দিনের পুরো mood বদলে দেয়।আজ অফিস যাওয়ার পথে লেগুনায় তুমি সেই মানুষটা ছিলে।সামনে ...
12/23/2025

Confession no :- 45

কিছু মানুষ হঠাৎ করেই দিনের পুরো mood বদলে দেয়।
আজ অফিস যাওয়ার পথে লেগুনায় তুমি সেই মানুষটা ছিলে।
সামনে সামনিই বসেছিলাম কথা বলা হয়নি, কিছু মানুষের সাথে কথা না বললেও মনে থেকে যায় তারা।
sorry without permission picture tular Jonno (edited)

12/18/2025

Confession no - 44

Name:Sadia
CSC department (71)
I saw someone special in the cafeteria on Monday. Her smile really stayed in my mind. I’m not sharing her face, but if you know who she is, please mention her.

12/04/2025

Confession 43

Delete ……

Confession no - 42 From :- unknown আমাকে চিনবা না সম্ভবত কখনো দেখোও নাই বাট আমি দেখছি সেই ভর্তি হওয়ার দিনে দেখে Love at...
10/31/2025

Confession no - 42
From :- unknown

আমাকে চিনবা না সম্ভবত কখনো দেখোও নাই বাট আমি দেখছি সেই ভর্তি হওয়ার দিনে দেখে Love at first sight হয়ে গেছিল🫠 কোন ডিপার্টমেন্টে তুমি সেটা এখনো জানিনা কিন্তু সব সময় তোমাকে দেখি আমার break hour এ আমার চোখগুলো যেন স্থির থাকে না এইদিকে ওইদিকে খুঁজি যদি দেখা হয়ে যায় কয়েকবার কথা বলার চেষ্টা করেও সাহস করে সামনে যেতে পারিনি ,পরশু facebook scroll করতে করতে হঠাৎ তোমার আইডি সামনে আসে অনেক hesitation এর মধ্য দিয়ে রিকোয়েস্ট দিছিলাম বাট একসেপ্ট করনি তাই ক্যানসেল করে দিছিলাম🙃আমি জানিনা আমি কিভাবে আমার মনের ভাষা তোমার কাছে প্রকাশ করবো তাই এক্সাইটমেন্টে confession দিয়ে দিলাম. Lastly তোমার জন্য,

আমি দূর হতে তোমারে দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি💌

Confession no - 41 To: তাসফিয়া তানিশাবিভাগ : ইংরেজি From: অচেনা একজন "তুমি আমাকে চেনো না, হয়তো কোনোদিন চিনবেও না… তবুও ...
10/26/2025

Confession no - 41

To: তাসফিয়া তানিশা
বিভাগ : ইংরেজি
From: অচেনা একজন

"তুমি আমাকে চেনো না, হয়তো কোনোদিন চিনবেও না…
তবুও কেন যেন তোমাকে প্রথম দেখার পর থেকেই মনে হয়েছিল, তুমি আলাদা। তোমার হাসিটা, তোমার চোখ দুটো, কিংবা তোমার চুপচাপ থাকা—সবকিছুতেই অদ্ভুত এক যাদু আছে। আমি জানি না তুমি কেমন মানুষ, তোমার পছন্দ-অপছন্দগুলো কেমন, কিন্তু এতটুকু জানি, তোমাকে দেখলেই আমার বুকের ভেতর অচেনা এক আলোড়ন তৈরি হয়।

হয়তো এই কথাগুলো তোমার কাছে তেমন কিছু না, কিন্তু আমার কাছে অনেক বড় অনুভূতি। আমি কখনো তোমাকে বিরক্ত করতে চাই না, শুধু চুপচাপ দূর থেকে তোমার জন্য ভালোবাসা জমিয়ে রাখি। জানি না ভাগ্য আমাকে তোমার কাছে নিয়ে আসবে কিনা, কিন্তু আমি চাই তুমি সবসময় ভালো থেকো, হাসিখুশি থেকো।
স্নিগ্ধা (আমি তোমাকে এই নামেই ডাকতে চাই) তোমার অপেক্ষায় মুগ্ধ .... এভাবে মুগ্ধতা ছড়িয়ে যাও।
জানিনা তোমার লাইফে কেও আছে কি না,যদি না থাকে তবে সুযোগ দিও আমায়...

একটা অচেনা ছেলের চাওয়া—তুমি যেন সবসময় তোমার মতো করেই আলো ছড়াও। হয়তো একদিন তুমি জানতে পারবে, তোমার অচেনা একজন মানুষ দূর থেকে নিঃশব্দে তোমাকে ভালোবেসে যাচ্ছে… ❤️

Confession no - 40 From. UnknownTo Nusrat Jahan Tithi (এনি)Department. CSE প্রিয়, ট্রেনের ভিড়ের মাঝেও তোমাকে প্রথম দেখেছ...
10/23/2025

Confession no - 40

From. Unknown
To Nusrat Jahan Tithi (এনি)
Department. CSE

প্রিয়,
ট্রেনের ভিড়ের মাঝেও তোমাকে প্রথম দেখেছিলাম। জানালার ধারে বসে ছিলে, বাতাসে ওড়ানো চুলের ফাঁক দিয়ে তোমার চোখটা যখন আমার চোখে আটকালো—সেদিন থেকেই কিছু একটা থমকে গেছে মনে হয়।
কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস হলো না... সেই চোখ এখনও আমার মনে জ্বলজ্বল করে।

তারপর অনেক কষ্টে তোমার নাম্বার জোগাড় করলাম, একটু সাহস করে নকও করলাম—বললাম, “আপনার কাছে কি টিকিট হবে?” 😅
তুমি রেগে উত্তর দিলে, “আমি কি ব্ল্যাকার নাকি?”
হাসতে হাসতে ভাবলাম, হয়তো ঠিকই বলেছ! কারণ আমি সত্যিই একটা টিকিট চাইছিলাম... তোমার জীবনের ছোট্ট একটা সিটের টিকিট ❤️

এরপর অনেক খোঁজাখুঁজি করে তোমার ফেসবুক আইডি পেলাম... রিকোয়েস্টও পাঠালাম।
এখনও আমি পড়ে আছি তোমার ফলোয়ার লিস্টের মধ্যে — হয়তো তুমি খেয়ালই করো না,
কিন্তু আমি খেয়াল রাখি... প্রতিদিন, চুপিচুপি। 🥹

অপেক্ষার প্রহর গুনিব আমি, একটু খোঁজে নিও, বেস্ট অফ লাক ফিউচার ইন্জিনিয়ার..সরি ফর এভরিথিং🥹

Confession no- 39প্রিয় নীলাএ নিয়ে দ্বিতীয় বার তোমাকে দেখলাম।(১৪.১০.২৫) পছন্দের রঙ নীল এ তুমি এসেছো ভার্সিটি তে। তোমাক...
10/15/2025

Confession no- 39

প্রিয় নীলা
এ নিয়ে দ্বিতীয় বার তোমাকে দেখলাম।(১৪.১০.২৫)
পছন্দের রঙ নীল এ তুমি এসেছো ভার্সিটি তে। তোমাকে দেখেই হৃদস্পন্দন অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছিল। আসমানের পরী জমিনে নীল রঙ গায়ে মাখিয়ে বসে আছে। তোমার নাম তাই আমার কাছে নীলা। ৪৬ ব্যাচের সাথেই তোমাকে দেখেছি নীলা তুমি কি ৪৬ ব্যাচের নাকি বহিরাগত? তোমাকে অনেক খুঁজেছি পাইনি 🙃। আচ্ছা নীলা দ্বিতীয় বার দেখা টা আমাদের এমন কেন হলো? 🙃 যেই ভাবলাম তোমার সামনে যাব ওমনি দেখলাম তুমি অন্য কারো হাত ধরে কি আনন্দ নিয়ে হেঁটে যাচ্ছ। নীলা রা কি এমনি হয় ? আমার মতন মানুষ সামনে যাওয়ার আগেই মন ভেঙে যায় । প্রথম বার তোমাকে কয়েক মিনিটের জন্য দেখলেও দ্বিতীয় বার যতক্ষন না তুমি চোখের আড়াল হও ততক্ষন দেখেছি। ভালো থেকো নীলা। তোমার সৌন্দর্য সত্যিই প্রশংসনীয়। সৃষ্টিকর্তার সৃষ্টি অপরুপ তুমি যেন জলজ্যান্ত প্রমান তোমার পুতুলের মত চাহনি আমার আজীবন মনে থাকবে নীলা।
ইতি
কেউ একজন (S)

Confession no :- 38To: Didar Ahmed Department : BBADear,আসলে কথাগুলো কিভাবে শুরু করব বুঝতে পারছি না। অনেকদিন আগের জমানো ...
10/03/2025

Confession no :- 38
To: Didar Ahmed
Department : BBA

Dear,
আসলে কথাগুলো কিভাবে শুরু করব বুঝতে পারছি না। অনেকদিন আগের জমানো কথা এগুলো। দিনগুলো যেমন ভোলা সম্ভব নয় ঠিক তেমনি মানুষটা কেউ আসলে ভোলা সম্ভব নয়। ভার্সিটিতে যাওয়ার দুই সপ্তাহের মধ্যে আপনার সাথে আমার প্রথম কথা হয় জেমস এন্ড স্পোর্টস ক্লাবে। আসলে একটা কথা কি মানুষ তো অনেকে আছে সবাইকে তো আর ভালো লাগেনা। আপনি এমন একজন মানুষ হাজার জনের মধ্যে আপনাকে অনেক আলাদা মনে হয়। আপনার হাসি আপনার কথা বলা সত্যি মাশাআল্লাহ। আপনাকে দেখার জন্য ক্লাস শেষে সারাদিন বসে থাকা। এই ক্লান্তিটাও না শেষ হয়ে যায় যখন আপনাকে দেখি। কত যে আম্মুর কাছে বকা খেয়েছি দেরি করে বাসায় যাওয়ার জন্য। কিন্তু এই বকাটা ও কিছু মনে হতো না যখন পরের দিন এসে আপনাকে দেখতাম। মনের অজান্তেই আপনাকে ভালোবেসে ফেলি। কিন্তু কখনো আপনার সামনে কথাগুলো বলার সাহস করে উঠতে পারিনি। আপনার ব্যবহার, মানুষের সাথে কথা বলার ধরন আপনার হাসি,আপনার চোখ গুলো আসলে এখনো ভুলতে পারিনি। শুধু দূর থেকে ভালবেসে যাচ্ছি। হয়তো কখনো সামনে দাঁড়িয়ে কথাগুলো বলার সাহস হবে না। কারণ যদি আপনি কথাগুলো শুনে কোনদিনও আর কথা না বলেন দূরে সরে যান এই ভয়ে। এই ভয়ে হয়তো আর কোনদিনও আপনাকে সামনাসামনি কথাগুলো বলতে পারব না। যে আমি আপনাকে দূর থেকে ভালবাসি। ভার্সিটি ছেড়ে চলে এসেছি এক বছরের বেশি হলো। কিন্তু এখনো ভুলতে পারিনি। জানেন যেদিন আমি শেষবারের মতো ভার্সিটিতে যাই আপনাকে দেখেছিলাম কিন্তু শেষবারের মতো এর মত কথা বলারও সাহস করে উঠতে পারিনি। আফসোস এখন একটাই আগে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার অপেক্ষা করে আপনাকে দেখার সুযোগ হয় না। অনেকদিন হয়ে গেল আপনাকে দেখিনা🥺।

ইতি
নাম বলা যাবে না

Confession no -37Name:Anny Paul(tithi)Batch:57Dept:Textile কত সুন্দর তুমি,প্রেমে পড়েছি আমি,সুন্দর তোমার মন,ভালোবেসে হারা...
09/08/2025

Confession no -37

Name:Anny Paul(tithi)
Batch:57
Dept:Textile

কত সুন্দর তুমি,
প্রেমে পড়েছি আমি,
সুন্দর তোমার মন,
ভালোবেসে হারা ২জন,

মায়াবি তোমার আঁখি,
দিওনা আমায় ফাঁকি,
সুন্দর তোমার হাসি,
আমি তোমাকে ভালবাসি. 🙂🙂

Confession no - 36 প্রিয় নিশি,প্রতিদিন তোমাকে দেখলেই মনে হয় সময়টা যেন একটু থেমে যায়। তোমার হাসি, তোমার চোখের দৃষ্টি—সবকি...
09/04/2025

Confession no - 36

প্রিয় নিশি,
প্রতিদিন তোমাকে দেখলেই মনে হয় সময়টা যেন একটু থেমে যায়। তোমার হাসি, তোমার চোখের দৃষ্টি—সবকিছু আমার ভেতরে এক অদ্ভুত শান্তি নিয়ে আসে। আমি হয়তো কখনও তোমার সামনে দাঁড়িয়ে এসব বলতে পারব না, তাই লিখেই জানালাম।

নিশি, আমি তোমাকে খুব পছন্দ করি। তুমি আমার কাছে শুধুই একজন সহপাঠী নও, বরং এমন একজন, যাকে দেখলেই আমার দিনটা সুন্দর হয়ে যায়।

আমি জানি, হয়তো এই কথাগুলো তোমার কাছে হঠাৎ মনে হতে পারে, কিন্তু আমার অনুভূতিটা সত্যি। আমি শুধু চাই একদিন তুমি আমার অনুভূতিকে একটু হলেও জায়গা দাও।

শেষে একটা কথা—
নিশি, তুমি কি আমার হবে? ❤️

Confession no - 35 প্রিয় নিশি,আমি জানি না কখনও তোমাকে সরাসরি এটা বলতে পারব কিনা, তবে আমার মনের কথা আজ আর লুকিয়ে রাখতে প...
08/24/2025

Confession no - 35

প্রিয় নিশি,
আমি জানি না কখনও তোমাকে সরাসরি এটা বলতে পারব কিনা, তবে আমার মনের কথা আজ আর লুকিয়ে রাখতে পারছি না। ক্লাসে তোমাকে যখনই দেখি, মনে হয় চারপাশটা একটু আলোকিত হয়ে উঠলো। তোমার উপস্থিতি, তোমার হাসি এসব যেন আমাকে প্রতিনিয়তই গ্রাস করে, অজান্তেই টেনে নেয় আমাকে তোমার কাছে।
আমি জানি তুমি এখন একা নও, তুমি সম্পর্কের মধ্যে আছো, আর আমি সেটাকে শ্রদ্ধা করি। তবুও আমার হৃদয় তোমার প্রতি এক অদ্ভুত টান অনুভব করে। শুনেছিলাম তুমি আগে কারও সাথে হাতিরঝিলে সুন্দর মুহূর্ত কাটিয়েছিলে। যেখানে সেখানে ঘুরতে যেতে। সেটাও তোমার জীবনেরই একটা অংশ। কিন্তু আমি বেশ ভালো করেই বুঝেছিলাম, তোমার পাশে থাকা আসলেই ভাগ্যের ব্যাপার।
একবার তোমার এক বন্ধু মজা করে তোমার নাক ছুঁয়েছিল, আর সেটা দেখে অকারণে কষ্ট পেয়েছিলাম। আর তখন এটাও বুঝতে পারলাম যে, আসলে আমি তোমাকে কতটা ভালোবাসি।
আমি জানি, এই স্বীকারোক্তি থেকে কিছুই আশা করার নেই। শুধু চাই তুমি জানো , কেউ একজন আছো যে নীরবে তোমাকে ভালোবাসে, তোমার হাসিকে সবচেয়ে মূল্যায়ন, আর তোমাকে তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হিসেবে দেখে।

এক নীরব প্রশংসক

Address

তোমার মনে
Loveland, CO
143DEAR

Website

Alerts

Be the first to know and let us send you an email when Southeast University Crush And Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share