Progressive Bangladesh

Progressive Bangladesh Stay informed with reliable, engaging, and progressive content.

Progressive Bangladesh is a leading magazine and news-sharing platform, delivering the latest updates, insightful articles, and trending stories from Bangladesh and beyond.

নির্বাচনের পর তিন কাজে মনোযোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূস, মার্চে জাপান সফরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ...
01/12/2026

নির্বাচনের পর তিন কাজে মনোযোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূস, মার্চে জাপান সফর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের পর বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর তিনি কী করবেন—এ নিয়ে জনমনে নানা প্রশ্নের মধ্যেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

নতুন পে-স্কেল: শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর সুপারিশ নিয়ে যা জানা গেলনবম পে-স্কেলে স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যা...
01/12/2026

নতুন পে-স্কেল: শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর সুপারিশ নিয়ে যা জানা গেল
নবম পে-স্কেলে স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সব পর্যায়ের শিক্ষকরা স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছেন। বিষয়টি নিয়ে ইতিবাচক সাড়াও দিয়েছিল পে-কমিশন। কিন্তু সুপারিশ জমা দেয়ার শেষ সময়ে বড় দুঃসংবাদ দিয়েছে কমিশন।
পে-কমিশন সূত্র জানিয়েছে, স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়ে কমিশন ইতিবাচক, কিন্তু এটি তাদের এখতিয়ারের মধ্যে পড়ছে না। পে-কমিশন মূলত বিদ্যমান বেতন গ্রেডের বিষয়ে সুপারিশ করবে। স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি সার্ভিস কমিশনের এখতিয়ার। ফলে তাদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে কিছু করার নেই।

২০২৬ সাল পৃথিবীতে যুদ্ধ ও ধ্বংসের বছর: বাবা ভাঙ্গার ‘ভবিষ্যদ্বাণী’১৯১১ সালে বর্তমান উত্তর মেসিডোনিয়ায় জন্ম নেওয়া এই না...
01/12/2026

২০২৬ সাল পৃথিবীতে যুদ্ধ ও ধ্বংসের বছর: বাবা ভাঙ্গার ‘ভবিষ্যদ্বাণী’

১৯১১ সালে বর্তমান উত্তর মেসিডোনিয়ায় জন্ম নেওয়া এই নারীর প্রকৃত নাম ভ্যাঞ্জেলিয়া পান্ডেভা গুশতেরোভা। মাত্র ১২ বছর বয়সে এক ভয়াবহ টর্নেডোর কবলে পড়ে তিনি দৃষ্টিশক্তি হারান। ভক্তদের মতে, সেই অন্ধত্বই তাঁর ‘দিব্যচক্ষু’ খুলে দেয় এবং তিনি ‘ভবিষ্যৎ দেখার ক্ষমতা’ লাভ করেন।
প্রথাগত শিক্ষা না থাকলেও বাবা ভাঙ্গা বুলগেরিয়া ও এর বাইরে প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হন। ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে বৈশ্বিক বিষয়—সব ক্ষেত্রেই মানুষ তাঁর কাছে পরামর্শ নিতে আসত। তিনি ৫০৭৯ সাল পর্যন্ত, তথা সুদূরভবিষ্যতের বিভিন্ন বিষয়ে ‘ভবিষ্যদ্বাণী’ করে গেছেন।

পাঁচ লাখে শুরু, এখন কর্মীদের মাসিক বেতনই দেয় ৮ কোটি টাকা২০১৭ সালে পাঁচ লাখ টাকা বিনিয়োগ ও সাতজন কর্মী নিয়ে শুরু হয়েছিল প...
01/12/2026

পাঁচ লাখে শুরু, এখন কর্মীদের মাসিক বেতনই দেয় ৮ কোটি টাকা

২০১৭ সালে পাঁচ লাখ টাকা বিনিয়োগ ও সাতজন কর্মী নিয়ে শুরু হয়েছিল প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান বিডিকলিং আইটির যাত্রা। এরপর গত আট বছরে প্রতিষ্ঠানটির কলেবর বেড়েছে কয়েক গুণ। ছোট্ট এক প্রতিষ্ঠান থেকে জন্ম নিয়েছে ২২টি কোম্পানির বিটোপিয়া গ্রুপ। কর্মী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজারে। পাঁচ লাখ টাকায় যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এখন মাসে কর্মীদের বেতনই দেয় আট কোটি টাকা।

বিটোপিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) প্রকৌশলী মুহাম্মদ মনির হোসেন। একেবারে শূন্য থেকে শুরু করে তিনি বিটোপিয়া গ্রুপকে বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল প্রযুক্তি কোম্পানিতে রূপ দিয়েছেন। মনির হোসেনের উদ্যোক্তা–জীবনের যাত্রা শুরু অবশ্য ২০১৩ সালে। তখন ওডেস্ক ও ইল্যান্সের মতো আন্তর্জাতিক ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে একা কাজ শুরু করেন তিনি। একপর্যায়ে বাড়তে থাকে কাজের চাপ। পরে প্রতিষ্ঠা করেন বিডিকলিং আইটি।

ফুটবলবার্সেলোনায় ফ্লিক ফ্যাক্টর: ফাইনাল মানেই শিরোপারোমাঞ্চকর এক ফাইনালে শেষ পর্যন্ত প্রতিশোধটা নেওয়া হলো না রিয়াল মাদ্র...
01/12/2026

ফুটবল
বার্সেলোনায় ফ্লিক ফ্যাক্টর: ফাইনাল মানেই শিরোপা

রোমাঞ্চকর এক ফাইনালে শেষ পর্যন্ত প্রতিশোধটা নেওয়া হলো না রিয়াল মাদ্রিদের। টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হেরে গেছে তারা। জমে ওঠা ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছিল রিয়াল, কিন্তু তৃতীয়বার আর পারেনি। শেষ পর্যন্ত ৩–২ গোলে হার।

এর ফলে কোচ হিসেবে ৮ ফাইনালের ডাগআউটে দাঁড়িয়ে সব কটি জেতার কীর্তি ধরে রাখলেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, জার্মান কাপ ও জার্মান সুপার কাপ—সব কটি ফাইনালই জিতেছিলেন তিনি। বার্সেলোনায় এসে জিতেছেন একটি কোপা দেল রে ও দুটি স্প্যানিশ সুপার কাপ। তিনটিই রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার এক সংবাদ সম্মেলনে এলপিজি অটোগ্যাস স্টেশন ও কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়ে...
01/12/2026

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার এক সংবাদ সম্মেলনে এলপিজি অটোগ্যাস স্টেশন ও কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, মাসে এলপিজির চাহিদা গড়ে ১ লাখ ৪০ হাজার টন। এর মধ্যে পরিবহন খাতের জন্য প্রয়োজন ১৫ হাজার টন। কিন্তু গত মাস থেকে সরবরাহ চাহিদার তুলনায় অনেক কম হচ্ছে, যার ফলে অনেক গ্যাস স্টেশন ব্যবসা বন্ধ হওয়ার পথে।

সংস্থা জানিয়েছে, সংকট মোকাবিলায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ নিশ্চিত করা ও তিন দফা দাবি করেছে। সাধারণ মানুষ এবং ব্যবসায়ী উভয়েরই পরিস্থিতি বর্তমানে শঙ্কাজনক।

মাসে ১৮,৪৮৪ টাকা জমিয়ে ১২ বছরে পাওয়া যাবে ৫০ লাখ টাকাএসেছে নতুন বছর। যাঁরা আগে থেকেই সঞ্চয় করছেন, তাঁরা আরও বেশি সঞ্চয় ক...
01/12/2026

মাসে ১৮,৪৮৪ টাকা জমিয়ে ১২ বছরে পাওয়া যাবে ৫০ লাখ টাকা

এসেছে নতুন বছর। যাঁরা আগে থেকেই সঞ্চয় করছেন, তাঁরা আরও বেশি সঞ্চয় করার পরিকল্পনা করতে পারেন। আবার যাঁরা আগে সঞ্চয় করেননি, তাঁরা নতুন বছরে সঞ্চয় শুরু করতে পারেন।

বাস্তবতা হলো, গত কয়েক বছরে যেভাবে মূল্যস্ফীতি বেড়েছে, তাতে সঞ্চয় করা কঠিন হয়েছে ঠিক। কিন্তু একই সঙ্গে বড় অঙ্কের সঞ্চয়ের প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে। বড় অঙ্কের সঞ্চয় করতে গেলে সীমিত আয়ের মানুষের কষ্ট হবে। কিন্তু মেয়াদ শেষে যখন বড় অঙ্কের টাকার মুখ দেখা যায়, তখন কার না ভালো লাগে।

খুলনায় আয়-সম্পদে আলি আসগার, মামলার ভারে আজিজুল বারী এগিয়েত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে বিএনপি মনোনীত প্র...
01/12/2026

খুলনায় আয়-সম্পদে আলি আসগার, মামলার ভারে আজিজুল বারী এগিয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে বার্ষিক আয়, মোট সম্পদ, আয়কর, দেনা—সব ক্ষেত্রেই এগিয়ে আছেন মোহাম্মদ আলী আসগার (লবী)। বিপরীতে মামলার সংখ্যায় সবচেয়ে চাপে রয়েছেন এস কে আজিজুল বারী হেলাল।

আবারও বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি সাইদুর রহমান।আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে পরিচিত মুখ মালয়েশিয়া প্রবাসী বাংলা...
01/12/2026

আবারও বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি সাইদুর রহমান।

আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে পরিচিত মুখ মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান আবারও জায়গা করে নিয়েছেন বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায়। গবেষণা ও অ্যাকাডেমিক উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ এডি সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাঙ্কিং ২০২৬-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় তিনি মালয়েশিয়ায় প্রথম, এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে সপ্তম অবস্থান অর্জন করেছেন।

খুলনায় ভোক্তার অভিযান: ১০ প্রতিষ্ঠানকে জরিমানাভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় ও বিভাগের আওতাধ...
01/12/2026

খুলনায় ভোক্তার অভিযান: ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় ও বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) দিনব্যাপী এসব অভিযানে বিভিন্ন অভিযোগে মোট ১৩টি প্রতিষ্ঠানকে এক লক্ষ ৪৫ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

পে-স্কেলের দাবিতে আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা। নবম জাতীয় পে-স্কেলের গেজেট জারির দাবিতে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়...
01/12/2026

পে-স্কেলের দাবিতে আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা।

নবম জাতীয় পে-স্কেলের গেজেট জারির দাবিতে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আবার আন্দোলন শুরু করবেন তারা।

রোববার দৈনিক শিক্ষাডটকমকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী এ তথ্য জানিয়েছেন।

ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভে নিহতের ঘটনায় তিন দিনের রাষ্ট্...
01/12/2026

ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভে নিহতের ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিক্ষোভে প্রাণ হারানো ব্যক্তিদের ‘শহীদ’ হিসেবে অভিহিত করে তাদের সম্মানে এই শোক পালন করা হবে।

Address

Manhattan, NY
10101

Alerts

Be the first to know and let us send you an email when Progressive Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Progressive Bangladesh:

Share

Story of Progressive Bangladesh

প্রোগ্রেসিভ বাংলাদেশে যে যে ধরনের আর্টিকেল লেখা যাবে টা হলঃ শিক্ষা, বাণিজ্য, ইতিহাস, স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, বিনোদন, খেলাধুলা, মোটিভেশন, সাহিত্য, বই রিভিউ, উদ্যোক্তা, আন্তর্জাতিক, স্বদেশ, ফিচার, আবিষ্কার.

জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন ধারা নিয়ে সুখী ও সমৃদ্ধশীল সমাজ গঠনে ভুমিকা রাখা,লেখক পাঠক সমন্বয় যা মুক্তচিন্তার বিকাশে সাহায্য করবে, নতুন উদ্দোক্তাদেরকে সাহায্য করা বা তুলে ধরা,সামাজিক কর্মকাণ্ড ও বাংলাদেশকে তুলে ধরা। সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে অামরা শুরুতে যা করতে চাই-

১। বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধদের সাথে সময় কাটানো,

২। পথশিশুদের শিক্ষা কার্যক্রম,