
10/04/2025
বন্ধ সেদিন কবির দুয়ার, বাইরে শুভ্র ঝড়
কবি পত্নী কাঁদছেন আকুল, মনে বেজায় ডর
সেই ঝড়েরই ক্ষত এবার, উঠলো ভীষণ বেজে
কবি গেছেন, যুগ পেরুলো, শুনবেনা আর সে যে
হাওয়া এসে ওলট পালট, দুয়ার দক্ষিনমুখী
বন্ধ হলো অনেক পরে, হবেন বোধয় সুখী
বন্ধু এবার মা হলো যেই, ছিঃ ছিঃ নষ্ট নটী
হুক্কাহুয়া মাতলো সবে, ধরলো গলে বটি
কোলন এসব সইলো না তাই, নষ্ট হলো রোজ
ক্যান্সারেতেই ধরাশায়ী, নেয় নি তো কেউ খোঁজ
দাফন হবে, কখন কবে, জড়ো শহীদ মিনার
কবি শুয়ে কফিনবন্দী, ভক্তে পূর্ণ কিনার
যুগ পেরুলো, কবিও জেগে, হঠাৎ ঝড়ো হাওয়া
সেই রাতেরই, শুভ্র ঝড়ে, কাঁপছে মাতাল হাওয়া
কেন কেন এতো বছর, পরে আবার খোঁচা?
কবি শুয়ে নুহাশ পল্লী, যায় না তারে মোছা
জীবন যখন জুড়ে ছিলো, সাহস কোথায় তখন
সাইন করেছো দুজন মিলেই, ডিভোর্স হলো যখন
কবির দুয়ার ঠিক খুলেছে, যেই ফিরেছেন ঘরে
গোরের কপাট খুলবে না আর, কবি গেছেন মরে
ভালোবাসা কঠিন করে, কেউবা মরেন শেষে
সম্মানটাই সহজে বিকোয়, এই বঙ্গের দেশে
কবির নামেই পরিচিত, যদ্দিন আছেন বেঁচে
নামের শেষে আহমেদটাও, দিতে পারেন বেচে
ভালোবাসতে সাহস লাগে
ফয়সাল মোরশেদ