02/07/2025
আমেরিকা থেকে বীতশোক চাকমা বাফুফে অনুর্ধ ১৯ ট্রায়ালে খুবই ভালো করেছেন,সাথে প্রশংসা ও কুড়াচ্ছেন।তিনি আমেরিকার বড় ক্লাবে প্রশিক্ষণ নিয়েছেন।
অনেকে ট্রল করছেন।ঐখানে উন্নত দেশে থেকে গেলে ভালো হতো।আমি বলবো না।কেন,শেকড়ের গভীরতাই চেতনা।উনার শিকড় সিএইচটি,বাংলাদেশ।কিছু উদাহরণ দিয়ে বলিঃবিদেশে বসে দেজ-জাতের ব্যাপারে অনেকে উদগ্রীব বা অনেক কথা বলেন লেখালেখি করেন কেন!বা ২০২৪ ইং,১৯শে সেপ্টেম্বরের পর বিদেশে থাকা পাহাড়িরা কেন,বারবার আমেরিকা,ইউরোপে মিছিল করছে বা কেন অসুস্থ,দুঃস্থদের জন্য ফান্ড পাঠাচ্ছে,ঐটাই শিকড়,অস্থিত্বের টান।কারণ অস্তিত্ব যেন বিলুপ্ত নাহয়,জাতির অস্থিত্ব হারালে পুরো জাতটাই হারিয়ে যাবে।এরকম অনেককে আমরা চিনি।তাই জাত হিসেবে টিকে থাকতে হলে শিকড় আঁকড়ে ধরে,মাথা উঁচু করেই টিকে থাকতে হবে।শুভকামনা নিরন্তর বীতশোক চাকমা।আমরা চাই বাংলাদেশ ফুটবল টিমে বীতশোক অধিনায়কত্ব করুন।