Talha's world

Talha's world Its all about our little Talha's lifestyle. say
MaSha Allah

তালহার সকালের নাশতা। মিনি ফ্রেঞ্চ টোস্ট, এপ্রিকোট,আর  আঙুর। ছবি তোলার সময় প্রচন্ড ঝামেলা করে, লুকিয়ে লুকিয়ে রাখি প্লেট ত...
06/23/2022

তালহার সকালের নাশতা। মিনি ফ্রেঞ্চ টোস্ট, এপ্রিকোট,আর আঙুর। ছবি তোলার সময় প্রচন্ড ঝামেলা করে, লুকিয়ে লুকিয়ে রাখি প্লেট তাও কিভাবে যেন দেখে ফেলবে। পরে চোর পুলিশের মতো ধাওয়া পাল্টা ধাওয়া চলে মা পুত্রের মাঝে 😛। ঠিক ছবিটাতে ক্লিক করার সময় হাতটা খাবারের উপর 😄😄 পরের ছবিতে কিছু আঙুর গায়েবও হয়ে গেছে। 😛😁 (মাশাআল্লাহ)

Snacks story:তালহার আজ দাঁতের ডাক্তার এর রেগুলার চেকআপ ছিল সকালে। তাই হাটাহাটি করে খাওয়ার টাইম কম ছিল 😄। একটু কলা খাইয়ে ...
06/21/2022

Snacks story:

তালহার আজ দাঁতের ডাক্তার এর রেগুলার চেকআপ ছিল সকালে। তাই হাটাহাটি করে খাওয়ার টাইম কম ছিল 😄। একটু কলা খাইয়ে চলে গেলাম। ডাক্তার এর সাথে তার ব‍্যাটেল (যুদ্ধ) পর্ব শেষ করে বাসায় এসে ভাবলাম একটু খাতির করি। 😆 আমিও ডিপ এ রাখা জমাট বাধা কিমার সাথে যুদ্ধ করে বের করে একটু লবন আর গোলমরিচ দিয়ে হালকা ফ্রাই করে দিলাম 😀 একটু সাজিয়ে দিলাম ফ্রুটস দিয়ে। সব খায় নি কিমা আমার পেটেও গেছে কিছু। 😛

একটি পরিপূর্ণ (টিভিছাড়া) দুপুরের খাবার। তালহার জন‍্য করেছিলাম আজকে এক প্লেট ভর্তি (শেপ) টুনা কাবাব সবজি সহ অল্প একস্ট্রা...
06/19/2022

একটি পরিপূর্ণ (টিভিছাড়া) দুপুরের খাবার। তালহার জন‍্য করেছিলাম আজকে এক প্লেট ভর্তি (শেপ) টুনা কাবাব সবজি সহ অল্প একস্ট্রা ভার্জিন জলপাই তেলে ভাজা (Sauted) সাথে ছিল ওর পছন্দের ঢ়েরস ভাজি আর মিক্সড ফল। একটি কালার ফুল খাবার প্লেট যেকোনো মানুষের মন ভালো করে দেয় তাইনা? একটা বাচ্চা প্রতিদিন তার শরীরের চাহিদা অনুযায়ী আমিষ, প্রোটিন, রংবেরঙের ফলের পুষ্টি পাচ্ছে কিনা সেটা খেয়াল রাখাটা গুরুত্বপূর্ণ। শুধু শুধু ভাত নিয়ে কুটুস বাচ্চাদের পিছনে না ঘুরে এরকম করে দিয়ে দেখেন ওরাই আপনার পিছনে ঘুর ঘুর করবে হাহা 😆। যেমনটা আমার তালহা করছিল 'কখন মাম্মার ছবি তোলা শেষ হবে আর আমি অপারেশন চালাবো'।😀😀 অনেক কষ্টে তাকে তার বাবা ধরে রেখেছিল😆। (মাশাআল্লাহ)

রেসিপি: একটা আলু, দুটো গাজর সিদ্ব করে নিতে হবে।এবার এগুলো চটকে নিয়ে টুনা মাছের পানি ঝরিয়ে ( ক‍্যানড টুনা) দিয়েছি এক কাপ। সাথে দিয়েছি একচামচ পরিমাণ পেয়াজ কুচি, টালা ধনিয়া জিরা গুড়ি, চিমটি লবন, আধা চামচ আদারসুন বাটা, একটা ডিম।
এবার সব মেখে সুন্দর করে শেপ দিয়ে অল্প তেলে আস্তে আস্তে ভেজে নিতে হবে। done.

ঢ়েরস ভাজি কিন্তু আমারা নরমালি যেভাবে রান্নাকরি জাস্ট ওইটাই মরিচ ছাড়া।

দয়া করে আমার পেজ এ ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করবেন আপু আর ভাইয়ারা🥰🥰

06/19/2022

Please follow my page, like and share 😊

তালহার দুপুরের খাবার। সে খিচুড়ি অপচ্ছন্দ করে প্রতিদিন দিলে।😀 মুরুব্বী মানুষ তো🤭 যাই হোক ওনাকে টেবিলে বসানোর এটা একটা চিক...
06/18/2022

তালহার দুপুরের খাবার। সে খিচুড়ি অপচ্ছন্দ করে প্রতিদিন দিলে।😀 মুরুব্বী মানুষ তো🤭 যাই হোক ওনাকে টেবিলে বসানোর এটা একটা চিকন বুদ্ধি। প্লেটে দিয়েছিলাম ডাল দিয়ে তিন রকমের সবজি রান্না, Beef bone marrow আর মাংস দুই টুকরা। সে এটা বসে বসে গবেষণা করে খায় আর পাশে সঙ্গী গাড়ি 😀। আমি তালহাকে সাদা ভাত দি না লাল ভাত prefer করি। bone marrow নিয়ে একটা লেখা শেয়ার দিলাম সন্দেহ দুর করার জন‍্য🥰 (মাশাআল্লাহ)

bone marrow recipe: হাফ কেজি মাংস আর বোন ম‍্যারো হাড় একসাথে নিয়ে একচামচ আদারসুন, হাফ চামচ করে হলুদ গুরো জিরা গুরো,ধনিয়া গুরো, দুটি এলাচ, দারচিনি আর একটা তেজপাতা দিয়ে মেখে নিতে হবে।
পাতিলে দুই টেবিল চামচ ওলিভ ওয়েল আর পেয়াজকুচি দিয়ে হালকা নরম হয়ে আসলে মাংস গুলো দিয়ে মিডিয়াম তাপে কশিয়ে নিতে হবে।
এরপর দুই কাপ গরম পানি দিয়ে মিডিয়াম তাপে একঘণ্টা রান্না অথবা মাংস নরম হওয়া পর্জন্ত রাননা করতে হবে।

বিশেষ টিপ: রান্নার সময় বেশি নাড়া চাড়া করা যাবে না তাহলে বোনম‍্যারো বের হয়ে যেতে পারে। এজন‍্য আস্তে আস্তে রান্না করতে হবে ঢাকনা দিয়ে। ☺☺
দয়া করে আমার পেজ এ ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করবেন আপু আর ভাইয়ারা🥰🥰

https://solidstarts.com/foods/bone-marrow/

06/12/2022

Can you give me a hug please 🙆‍🥰 😀
MaShaAllah (মাশাআল্লাহ)

06/12/2022

😍😍

🥰🥰
06/10/2022

🥰🥰

ওটস।চিনি এবং দুধ ছাড়া, কিন্তু দুধের স্বাদে। খেলে টেলে শেষ করে ক্লান্ত হয়ে গপাগপ খাবে সোনামনিরা।ঠান্ডা অথবা গরম দুই ভাবেই...
06/09/2022

ওটস।
চিনি এবং দুধ ছাড়া, কিন্তু দুধের স্বাদে।
খেলে টেলে শেষ করে ক্লান্ত হয়ে গপাগপ খাবে সোনামনিরা।
ঠান্ডা অথবা গরম দুই ভাবেই ইয়াম্মী।
দুই বছরের ছোট সোনামনিগুলোকে গরু দুধ দিতে না পারলেও আমারা কিন্তু plant based দুধ চোখ বন্ধ করে দিতে পারি যেমন বাদাম দুধ, নারকেল দুধ ওটস মিল্ক ইত‍্যাদি। শুধু মাথায় রাখতে হবে বাবুটার এলার্জি আছে কিনা এসবে।
দুই টেবিল চামচ ওটস এর সাথে আধা কাধা কাপ বাদাম দুধ দিয়ে পাচ মিনিটের মতো সিদ্ধ অথবা মাইক্রোওভেন এ দের মিনিট কুক করে নিতে হবে। চামচ দিয়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে। এবার এই ক্রীমি ওটস এ আপনার সোনামনি যে ফলগুলো খুব পছন্দ করে কেটে কুচি অথবা হাত দিয়ে ম‍্যাশ করে দিতে পারেন। আমি দিয়েছিলাম আন্গুর কুচি, ম‍্যাশড কলা আর স্বাদটা টকমিষ্টি করার জন্য কমলার রস দুই চামচ। যেকোনো ফল দেয়া যাবে কিন্ত। দুই থেকে তিনটি রং এর ফল বাবুটার পেটে গেলেই আলহামদুলিল্লাহ্ ☺ আম, স্ট্রবেরি, কলা, কমলার রস, আপেল কুচি, বেরী, পিচফল ইত্যাদি। ব‍্যস তৈরী ইয়াম্মী ওটস।

বিশেষ নোট: কোনো চিনি না দেয়া ভালো কারন চিনি বাবুদের দাত নস্ট করে। পরিবর্তে খাটি মধু, খেজুর কুচি দিতে পারেন এতে পুস্টি আরও কয়েকগুন বারবে।






18 থেকে 21 মাস বয়সী ছোট্ট বাবুরা ব্রেকফাস্টে বই দেখতে  দেখতে অথবা খেলনা নিয়ে আবিষ্কার করতে করতে খেয়ে নিবে।আমার তালহা হেঁ...
06/09/2022

18 থেকে 21 মাস বয়সী ছোট্ট বাবুরা ব্রেকফাস্টে বই দেখতে দেখতে অথবা খেলনা নিয়ে আবিষ্কার করতে করতে খেয়ে নিবে।
আমার তালহা হেঁটে হেঁটে চিন্তা করে আর খায়
আর আমাকে ফ্লোর ক্লিন করতে হয়।😝😀😀

তালহা ঘুরতে গিয়ে এই দুই সারস মহাশয়ের দেখা পেল। আর তালহার মা ছবি তুলে ধন‍্য করলো নিজেকে, এমন সুযোগ কি মিস করা ঠিক! 🥰🥰    ...
06/09/2022

তালহা ঘুরতে গিয়ে এই দুই সারস মহাশয়ের দেখা পেল।
আর তালহার মা ছবি তুলে ধন‍্য করলো নিজেকে, এমন সুযোগ কি মিস করা ঠিক! 🥰🥰




06/08/2022

Having fun with xylophone 😻






Address

Melbourne, FL

Website

Alerts

Be the first to know and let us send you an email when Talha's world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Talha's world:

Share