
06/03/2025
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ'।
আমি রিদায়শা হক, বয়স ৩৮ বছর।
আমার স্বামী নেই, কয়েক বছর আগে মারা গেছেন তাই একা একা আর ভালো লাগে না সেই জন্য একজন ভালো মনের মানুষ খুঁজছি।
৩৫ থেকে ৫৫ বছর বয়সী একজন জীবনসঙ্গী চাই!
(আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছি)।
তবে আমার একটি সমস্যা আছে তা হলো আমি কখনো মা হতে পারবো না। যদি এমন কোন ব্যক্তি থাকেন যার স্ত্রী নেই, ডিভোর্সী, বা এখনো বিয়ে করেননি তারা।
(আমার কোন খরচ বহন করতে হবে না যেহেতু আমি নিজেই ভালো স্যালারির চাকুরীজীবী, শুধু আমার সাথে সারাজীবন থাকবে এটাই চাওয়া)
এই সব কিছু জেনে শুনে আগ্রহী যারা শুধু তারাই ইনবক্সে যোগাযোগ করবেন,
দয়া করে অযথা কেউ বিরক্ত করবেন না।