04/04/2022
নিউইয়র্ক ব্রুকলিন থেকে বাফেলো বিয়ে খেতে গিয়ে বরযাত্রী রক্তাক্ত,
We provide all the correct information in New York City �
Operating as usual
নিউইয়র্ক ব্রুকলিন থেকে বাফেলো বিয়ে খেতে গিয়ে বরযাত্রী রক্তাক্ত,
মৃত্যুর সংবাদ:
গত ৪ জানুয়ারি ২০২২ লস এঞ্জেলেসে নোয়াখালী নিবাসী সাইফুল ইসলাম (২১) মৃত্যুবরণ করেছেন । ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
উল্লেখ্য বিগত ৬ মাস আগে মরহুম সাইফুল ইসলাম দুবাই থেকে মেক্সিকোর বর্ডার দিয়ে আমেরিকার ভেতর প্রবেশকালে বর্ডার গার্ড এর হাতে ধরা পড়ে এবং ডিটেনশন সেন্টারে ছিল এবং সেখানেই তিনি অসুস্থ হলে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে এবং ছয় মাস ক্যান্সারের সাথে যুদ্ধ করে গত ৪ জানুয়ারি গ্লেন্ডেল নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কমিউনিটির সুপরিচিত নেতা মমিনুল হক বাচ্চু জানান তার লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এখানে তার একজন চাচাত ভাই ছাড়া তার আর কেউ নেই।
কমিউনিটির সকলকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার আহ্বান জানান হয়েছে।
শোক সংবাদ।
——————————-
আমেরিকার নিউইয়র্ক প্রবাসী, বৃহত্তর নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর নিবাসী ইমাম হোসেন রুবেল গতকাল রাত ৯ টায় হঠাৎ স্ট্রোক করে কিংস কাউন্টি হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )
মরহুমের নামাজে জানাযা আগামীকাল আগামীকাল ১৯ শে ডিসেম্বর ২০২১. রবিবার, বাদ মাগরিব ব্রুকলিন এর বাংলাদেশ মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য:- (ইমাম হোসেন রুবেল "বৃহত্তর নোয়াখালী সোসাইটির প্রাক্তন সেক্রেটারী জনাব তাজু মিয়ার ভাতিজা)
আমাদের সহযোধ্য Onubob Khan Munna হত্যাকারীকে গত-মাসে আটক করা হয়েছে , #Bronx থেকে , সে আবারো ক্রাইম করার পরে আটক হয় Bronx , তার বন্ড দিয়েছে ১১লাখ ডলার এবং
সময়সীমা ৪৫দিন .
হত্যাকারীর নাম : COWAN
🇺🇸🇧🇩
একটি গুরুত্বপূর্ণ ঘোষণা*
তথ্য সূত্র:- ইমাম মোহাম্মদ ইসমাইল ভাই।
JFK, Terminal 4 নিউ ইয়র্ক
বিমানবন্দর কর্তৃপক্ষ সকল মুসলিম ভাই ও বোনদের অনুরোধ করছে যে তারা যেন বিমানবন্দরে নামাজের জন্য তৈরি করা স্থানে কিছু সময় কাটান। বিমানবন্দরের এসব স্থানে কেউ নামাজ আদায় করে না বলে এসব স্থান খালি ও অব্যবহৃত পড়ে আছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে এই স্থানগুলি যদি মুসল্লিরা নামাজের জন্য ব্যবহার না করেন তবে এই স্থানগুলি অন্য কাজে ব্যবহার করা হবে। তাই অনুগ্রহ করে আপনার ভাই, বোন, আত্মীয়স্বজন এবং মুসলিম বন্ধুদের অনুরোধ করুন তারা যেন তাদের সময়ের ৫ থেকে ১০ মিনিট বিমানবন্দরের এই জায়গাগুলোতে নামাজ পড়ার জন্য ব্যয় করেন যাতে আপনার যাত্রা সফল হয় এবং এই স্থানগুলোও হারিয়ে না যায়। দয়া করে এই বার্তাটি অন্য গ্রুপে ছড়িয়ে দিন এবং আল্লাহ আপনাকে আপনার প্রচেষ্টার জন্য পুরস্কৃত করবেন।
An Important announcement* JFK,New York
Airport Authority requests all muslim brothers and sisters that they should spend some time at the places made for prayers at the airports. These places are lying empty and unused because nobody performs salah at these places at the airports. Airport Authority has decided that if these places are not used by the Muslims for prayers then these spaces will be used for other purposes. Hence please request your brothers, sisters, relatives and Muslim friends to spend 5 to 10 minutes of their time praying at these places at the airports so that your journey is successful and these places are also not lost. Please spread this message to other groups and Allah will reward you for your efforts.
অর্ধেক দামে মেট্রো কার্ড :
কোন ব্যক্তির বাৎসরিক ইনকাম ২৫ হাজার ৭৬০ ডলার (সিঙ্গেল) বা তার নীচে হলে অর্ধেক মূল্যে মেট্রেকার্ড কেনার যোগ্য বলে বিবেচিত হবেন। সেনসাস ব্যুরোর তথ্যানুসারে সিটির ৭ লাখ অধিবাসী এই সুবিধা নেয়ার যোগ্য। তবে ২ লাখ ৫৫ হাজারের কোটা থাকায় আগে আসলে আগে পাবেন পলিসিতে শতকরা ৩৫ ভাগ যোগ্য নিউইয়র্কার এ সুবিধা ভোগ করতে পারবেন।
কাগজ পত্র বিহীনদের ভয় দেখানো যাবে না :
কাগজপত্রহীনদের বিরুদ্ধে আইস পুলিশের কাছে রিপোর্ট করা যাবে না। এ ব্যাপারে মৌখিক বা লিখিতভাবে অভিযোগও করা যাবে না। এ ধরনের অভিযোগ বা ভয়ভীতি ব্ল্যাকমেইল হিসেবে বিবেচিত হবে। কেউ তা করলে নিউইয়র্ক স্টেট আইন অমান্য ও ক্রাইম বলে গণ্য হবে। এ সংক্রান্ত একটি আইন গর্ভনর ক্যাথি হোকল গেল সপ্তাহে স্বাক্ষর করেছেন।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি:
নিউইয়র্ক সহ সমগ্র আমেরিকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে জনজীবনে ভোগান্তি চরম পর্যায়ে পৌছেছে। গত বছরের তুলনাই ভোগ্য পণ্যের দাম 20-25% বৃদ্ধি পেয়েছে l এক জরিপে দেখা গেছে ৩১ ভাগ মানুষ নিউইয়র্ক ত্যাগ করে অন্য রাজ্যে চলে যাওয়ার কথা বলেছেন। নিউইয়র্কে ট্যাক্স সহ বাসাবাড়ীর মূল্য ও ভাড়া বৃদ্ধির ফলে অনেকে আর অ্যাফোর্ড করতে পারছেন না।
তথ্য সূত্র : NY Post এবং NY Senate. Gov
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির
নির্বাচন আবারও স্থগিত।
---±+++++++++++
বাংলাদেশ সোসাইটির নির্বাচন আবারো স্থগিত ঘোষনা করেছে নিউইয়র্ক স্টেটের সুপ্রিম কোর্ট। গঠনতন্ত্র ও ভোটার তালিকা হালনাগাদ, অবাধ নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরে শুক্রবার জন স্বার্থে এ মামলাটি দায়ের করেন নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটি নেত্রী নীরু এস নীরা। মামলার বিবাদী করা হয়েছে বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন, কার্যকরী কমিটি ও সভাপতি সেক্রেটারি প্রার্থীদের।
এ স্থগিতাদেশের ফলে আবারও বেস্তে যাচ্ছে নিউইয়র্কে মিলিয়ন ডলারের ব্যয় বহুল নির্বাচন। এর আগে ২০১৯ সালেও এই নির্বাচনটি স্থগিত হয়েছিলো।
Case Index. 724502/2021.
Supreme court of the state of Newyork.
Hon'ble Judge. Sallye E. Unger.
Collected
Braking News;-
————আদালতের নির্দেশে ————
নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিত
🇺🇸🇧🇩
নিউ ইয়র্ক সিটি ম্যারাথন বিশ্বের বৃহত্তম ম্যারাথনগুলির মধ্যে একটি। রুটটি স্টেটেন আইল্যান্ডে শুরু হয়, ব্রুকলিন, কুইন্স এবং ব্রঙ্কসের মধ্য দিয়ে সেন্ট্রাল পার্কে শেষ হওয়ার আগে। প্রতিটি বরোতে দেখার সেরা জায়গাগুলি।
প্রথম বাংলাদেশী মেয়র পেলো যুক্তরাষ্ট্র।
সেইসাথে, প্রথম বাংলাদেশী নারী কাউন্সিলমেম্বার। এবং, প্রথম ডিস্ট্রিক্ট জাজ।
অভিনন্দন মাহবুবুল তৈয়ব।
শাহানা হানিফ।
এবং, সোমা সাঈদ।
পেনসিলভানিয়ার ডেলওয়ার কাউন্টিতে মিলবর্ন বরোর মেয়র হয়েছেন মাহবুবুল তৈয়ব। ২ নভেম্বরের ভোটে। তার প্রতিদ্বন্ধীও বাংলাদেশী। দুইজনই চট্টগ্রামের। মেয়রের রানিংমেট নির্বাচিত তিনজন কাউন্সিলমেম্বারও বাংলাদেশী। এ বরোতে আরো একটি পদ বাংলাদেশীদের দখলে গেছে। সেটি হচ্ছে ট্যাক্স কালেক্টরের পদ।
শাহানা হানিফ জিতেছেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে কাউন্সিলমেম্বার পদে। ডিস্ট্রিক্ট থার্টি নাইন থেকে।
সোমা সাঈদ পেশায় আইনজীবী। কুইন্সের ডিস্ট্রিক্ট জাজ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
প্রথম বাংলাদেশি ও প্রথম মুসলিম নারী শাহানা হানিফের জয়। New York City Council District 39 জয়ী হওয়ার জন্য শাহানা হানিফকে নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটির পক্ষথেকে অভিনন্দন।
নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হচ্ছেন ডেমোক্র্যাটিক প্রার্থী এরিক অ্যাডামস, পরাজয় স্বীকার করেছেন রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া।
সালাউদ্দিনের জানাজা
মঙ্গলবার বাদ মাগরিব।
সালাউদ্দিন বাবলুর জানাজা আগামীকাল মঙ্গলবার মাগরিবের নামাজের পর। বাংলাদেশ মুসলিম সেন্টারে (105 Cortleyou Road. Brooklyn, NY 11218)। বুধবার এমিরেটস এর ফ্লাইটে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু।
শুক্রবার রাতে, ম্যানহাটনে ফুড ডেলিভারির কাজ করতে গিয়ে বাবলু দুর্বৃত্তের আক্রমণের শিকার হন। শনিবার দুপুরে হাসপাতালে মারা যান তিনি। ইন্নালিল্লাহি .....রাজিউন।
দুই সন্তানের জনক বাবলুর বাড়ি সোনাইমুড়িতে। তিনি দুইবছর আগে যুক্তরাষ্ট্রে এসেছিলেন বলে জানিয়েছেন তার এক বন্ধু।
🇺🇸🇧🇩
বাইক একসিডেন্টে প্রাণ গেলে আরো এক বাংলাদেশির
ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিলাহির রাজিউন
সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের হাটগাঁও গ্রামের সালা উদ্দিন বাবলু গত কাল রাতে ম্যানহাটনে ডেলিভারি দেয়ার সময় একসিডেন্ট করে
কি করে একসিডেন্ট হইসে কেউ জানতে ও পারে নাই
একটু আগে খবর আসে বাবলু একসিডেন্ট করে বেলভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে আছে
দুপুর ২টা বাজে সে শেষ নিঃশাস ত্যাগ করে 😭🤲
একজন বাঙালি ভাইর TLC license পাওয়া গেছে JFK এয়াপর্টে। কেউ যদি ভাইটিকে ছিনেন এই নাম্বার যোগাযোগ করতে বলবেন।
contact 347-935-7958
20 years ago. 😢 #newyork
New York City (1856 - 2019)
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন
তারেক নিউ ইয়র্ক এর উইলিয়ামবার্গ এ ফুড ডেলিভারি করতে গিয়ে গাড়ি একসিডিন্ট হয়ে
1275 Linden Blvd হাসপাতালে চিকিৎসা অবস্থা ইন্তেকাল করেন।
আল্লাহ তার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত নসিব করুক -আমিন
🇺🇸🇧🇩
আজ রাত 11 টার পর থেকে হারিকেন "হেনরি " আঘাত হানতে পারে কনেকটিকাট, মেসেচুসেট,নিউ ইয়র্ক, সহ লং আইল্যান্ড এর সব জায়গা নিয়ে! 4 মিলিয়ন মানুষকে সতর্ক করা হয়েছে এইসব এলাকার! কন এডিসন সতর্ক করেছে অনেক জায়গায় বিদ্যুৎ চলে যেতে পারে, কিন্তু এই ব্যাপারে আতঙ্কিত না হতে এবং ওদেরকে কল করে জানাতে! যারা রাতে গাড়ি চালান তারা একটু সাবধানে চালাবেন, প্রচুর গাছ রাস্তায় পড়ার সম্ভাবনা আছে! রবিবার রাত নাগাদ এই ঝড় শেষ হয়ে যাবে ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে!
নিউ ইয়র্কের কুইন্স শহরের পাঁচ জন নারী বাংলাদেশী বংশোদ্ভূত আলোচিত এবং সমালোচিত ডাক্তার ফেরদৌস খন্দকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করেছেন।
Manhattan times square.
নিউইয়র্কের বিশ্ববিখ্যাত টাইম স্কয়ার বিলবোর্ডে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ ভিত্তিক প্রদর্শনী
ক্যাথি হকুল।
নিউইয়র্কের নতুন গভর্ণর!
গভর্ণর এন্ড্রু ক্যুমোর কেলেঙ্কারি জনিত পদত্যাগের ঘোষণা এসেছে ১০ আগস্ট। এর ১৪ দিন পর আনুষ্টানিকভাবে বিদায় হবেন মি. ক্যুমো।
বৃহত্তর বাফেলোর নগরীর হোমবার্গ এলাকায় বেড়ে ওঠা ৬২ বছর বয়সী ডেমোক্র্যাট ও কংগ্রেসের সাবেক সদস্য, বর্তমানের লিউটেনান্ট গভর্নর ক্যাথি হকুল, রাজ্যের ৫৭তম গভর্নর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। মিস. হকুল গুরুত্বপূর্ণ এই রাজ্যে প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস সৃষ্টি করবেন।
যৌন হয়রানীর অভিযোগে নিউইয়র্কের গভর্নর কুমো পদত্যাগ করছেন।।
নিউইয়র্কে প্রথমবার নারী গভর্নর হচ্ছেন কেথি হোকো!
Happening Now! Vigil for Federico Zaput Palax, Brooklyn #Deliverista killed in Kensington Brooklyn. Today’s funeral service at 4PM- 761 4th Ave Brooklyn NY 11232. Carlos Menchaca, Brad Lander, Speaker Corey Johnson, Justin Brannan City Councilman, Councilwoman Carlina Rivera 利華娜, State Senator Jessica Ramos, Los Deliveristas Unidos
🇺🇸🇧🇩
New City, NY
11218
Be the first to know and let us send you an email when New York Bangladesh Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Clinical Social Work Journal (CSWJ)
1 Washington Sq N, New YorkLive Streaming Video Production NYC
808 Broadway, New YorkFluent in Finance: Learn Investing, Crypto, S
11 Wall StreetASBG - Asian Sexy Beautiful Girl
New City, NY, US