Comments
আজ ফেসবুকে ঢুকতেই এক ভাই মেসেজ দিয়ে বললো ব্রাক ব্যাংক নাকি বিকাশে ৫০০০ টাকা ফ্রি উপহার দিচ্ছে। প্রথমে বিশ্বাস করিনি, পরে যখন নিজের বিকাশ নম্বরে ৫০০০ টাকা পেলাম তখন বিশ্বাস হলো।
বিকাশের ১০ বছর পুর্তি উপলক্ষে ব্রাক ব্যাংক বিকাশের সকল গ্রাহককে ৫০০০ টাকা করে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খুব সহজেই আপনি আপনার বিকাশ নম্বরে ৫০০০ টাকা নিতে পারবেন। এজন্য আপনাকে নিচের লিংকে ঢুকতে হবে। তারপর একটি বক্স পাবেন, ঐ বক্সে আপনার বিকাশ নম্বর দেওয়ার সাথে সাথে আপনার বিকাশ নম্বরে ৫০০০ টাকা চলে যাবে।
অনেকের হয়তো বিশ্বাস হচ্ছেনা, অবিশ্বাস করার আগে ১ বার চেষ্টা তো করে দেখুন। আপনি টাকা পাবেন গ্যরান্টি দিচ্ছি।
লিংকঃ
বাংলা চেনেলে।ভ্রাম্যমাণ প্রতিনিধি হতে চাই। আশা পূরন হবেকি?
-আপনাদের একটি শেয়ার ফিরে পেতে পারে একটি মা তার সন্তান কে 🙏🙏🙏
নিখোঁজ সংবাদ 😭😭
- কোরানের হাফেজ মোহাম্মদ ইয়াসিন নামের এই আমার ছোট ভাই টা গতো ২০/০৯/২০২০ রোজ রবিবার বিকেল ৫টা সময় বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার পথেই নিখোঁজ হয়। সে একজন কোরানের হাফেজ, আমাদের নোয়াখালী সদর থানা তে একটি নিখোঁজ মামলা ও করা হয়েছে।
আমারা এখনো তার কোন খোঁজ পাতেছিনা।
এবং আমার মায়ের অবস্থা ভালো না,মা,বার বার অজ্ঞান হয়ে যাচ্ছে তার কোন খোঁজ খবর না পেয়ে।এবং তার বড় ভাই ও তার জন্য চিন্তা করতে গিয়ে ইষ্টক করে এই মুহূর্তে তার অবস্থা ও ভালো না। কোন দয়াবান ব্যক্তি যদি কোথাও দেখে থাকেন দয়াকরে নিচের নাম্বারে একটু আমার মায়ের কথা চিন্তা করে,ভাইটির খোঁজ দিবেন।
আমরা আপনাদের জন্যে সারাজীবন নামাজ পড়ে দোয়া করবো ভাই। একটা অসহায় পরিবারের কথা চিন্তা করে আপনার সবাই একটু এই সংবাদ টি শেয়ার করবেন🙏🙏🙏
নামঃমোহাম্মদ ইয়াসিন
বাবার নামঃ মোহাম্মদ আমিন উল্লাহ্যা
মায়ের নামঃ সালেহা খাতুন
বাড়িঃ মনুরাজেগো পুরাতন বাড়ি
গ্রামঃ সালেহ পুর
পোস্ট অফিসঃ শিবপুর
থানাঃ সদর
জেলাঃ নোয়াখালী
যোগাযোগ নাম্বারঃ
01869196000
01318839793
I like this channel. So far the telecast is concerned, it is upto the mark.
মাইক্রোসফট অফিস শেখার জন্য আজই ভর্তি হয়ে যান আমাদের কম্পিউটার ট্রেনিং সেন্টারে। আমরা আপনার কম্পিউটার দক্ষতা বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের আছে অভিজ্ঞ প্রশিক্ষক ও আধুনিক মাল্টিমিডিয়া কম্পিউটার ল্যাব যা আপনাকে কম্পিউটার শিখতে এক ধাপ এগিয়ে রাখবে।
আমাদের কোর্স সমূহ-
১। সার্টিফিকেট ইন অফিস অ্যাপলিকেশন।
২। সার্টিফিকেট ইন ডাটাবেজ প্রোগ্রামিং।
বিস্তারিত জানতে চলে আসুন আমাদের ট্রেনিং সেন্টারে-
আমাদের অফিসের ঠিকানাঃ যোগাযোগ করুনঃ পরিচালক মো: আরিফুল ইসলাম, বাংলাদেশ কারিগরি কম্পিউটার একাডেমি , বানেশ্বর বাজার , মসজিদ মার্কেট ভবন, ২য় তলা, পুঠিয়া, রাজশাহী, মোবাইলঃ ০১৭৭৭৫৩৬০৫৯