
07/05/2025
একদিন গ্রামের মক্তবের হুজুর সবাইকে বললেন, — “আগামীকাল যার যার কলম আনবে, আমি সবাইকে নতুন কিছু লিখতে শেখাবো।”
সবাই খুশি হয়ে ঘরে ফিরে গেল। আরিফও গেল, কিন্তু তার কলম ছিল না। মা বললেন, — “তোমার কলম তো হারিয়ে ফেলেছ, কাল বাজার থেকে এনে দেবো।”
কিন্তু আরিফ ধৈর্য ধরতে পারলো না। সে রাতে চুপিচুপি তার বন্ধুর কলম চুরি করে ফেলল। পরের দিন মক্তবে হুজুর সবাইকে লিখতে বললেন। আরিফ খুব গর্ব করে কলম বের করল। হঠাৎ হুজুর কলমটি দেখে বললেন, — “এটা তো তোহা’র কলম! তার নাম খোদাই করা আছে!”
আরিফ চুপ করে দাঁড়িয়ে রইল। তোহা বলল, — “হুজুর, এটা সত্যি আমার কলম। আমি রাতে হারিয়ে ফেলেছিলাম।”
সবাই চুপ। আরিফের চোখে জল এসে গেল। সে মাথা নিচু করে বলল, — “আমি চুরি করেছিলাম হুজুর। আমি ভুল করেছি।”
হুজুর শান্তভাবে বললেন, — “ভুল সবাই করতে পারে আরিফ, কিন্তু স্বীকার করার সাহস সবার থাকে না। আজ তুমি শাস্তি পেলে না, কারণ তুমি সত্য বলেছো। কিন্তু মনে রেখো, চুরি কখনো ভালো কাজ নয়। এটা মানুষের সম্মান কেড়ে নেয়।”
সেদিনের পর থেকে আরিফ কখনো কারো জিনিস না বলে নেয়নি। বরং সে ধৈর্য শিখে সময় মতো সব কিছু করার চেষ্টা করত।
শিক্ষা: 👉 চুরি করা অপরাধ। আর ভুল করলে তা স্বীকার করে সংশোধন হওয়া এক মহান গুণ।