13/07/2025
৪০ টাকায় মিলে শুধু কান্না!
বিশ্বাস করেন জনগণ পাকা পাকা সড়ক, উড়ালসেতু, বুলেট ট্রেন এসব কিছুই চায় না। কোনো রাজনৈতিক দলের নেতার বাড়ী ১ বেলা খেতেও চায় না, নিজ উপার্জনে দুই বেলা দুমুঠো খেয়ে শুধু নিরাপদে চলাচল এবং শান্তির ঘুমের নিশ্চয়তা চায়।
জনগণের চাহিদা মাত্র ৩ টি।
• জানমালের নিরাপত্তা।
• একটু সাশ্রয়ী দামে চাল, ডাল, নুন তেল।
• নিরাপদ সড়ক।
এসব নিয়ে কাউকে কথা বলতে দেখি না
অথচ বিসমিল্লাহির রাহমানির রাহীম দিয়ে শুরু করে শুধু এক দল আরেকদলের বদনাম করে মাইক হাতে কথা বার্তা এমন এগ্রেসিভ ভাবে বলে যেন সামনে পেলে আঘাত থেকে রেহাই নাই। নাই কোন ভদ্রতা, নাই কোন শ্রদ্ধাবোধ, নাই কোনো পারিবারিক নীতি শিক্ষা, শুধু পারে উস্কানি,প্ররোচনা, আর তেলবাজি। মতের মিল না হলেই মন চাইলেই রাস্তা টা আটকে ফেলেন আপনাদের বাবার রাস্তা বলে কথা আটকাবেন ই তো আর অফিসগামী চাকুরীজীবিদের সেদিনের স্যালারি কর্তন।