
Bangaleer Channel
- Home
- United States
- New York, NY
- Bangaleer Channel
How to build your political leadership? Do you have any thoughts, pls share .


06/09/2023
দাদা একদিন বলছিলো যে এই সমাজ রাজনীতিকে একটি ঘরের মধ্যে বন্দী করে দিয়েছে তাই এই সমাজ ভাবে রাজনীতি করা মানেই এমপি মন...

04/11/2023
কুমিল্লার চৌদ্দগ্রামে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দুটি দলের যুব সমাজের মডেল নয়ন বাঙ্গালি ও মেয়র মিজান যেনো আজীবন ঘুর.....

01/03/2023
৬ মাসের জামিন পেলেন মির্জা ফখরুল ও আব্বাস
মঙ্গলবার (৩ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দে.....

12/27/2022
আন্তর্জাতিক সংস্থা যার সদর দপ্তর আফ্রিকা যেখানে বিশ্ব মানবাধিকার সংস্থা গূলো মিলিত হয়েছে এক কাতারে । গত বছরের ...

12/27/2022
আন্তর্জাতিক সংস্থা যার সদর দপ্তর আফ্রিকা যেখানে বিশ্ব মানবাধিকার সংস্থা গূলো মিলিত হয়েছে এক কাতারে । গত ২৬ ডিসে...

12/27/2022
ইয়াসিন আহমেদ : আন্তর্জাতিক সংস্থা যার সদর দপ্তর আফ্রিকা যেখানে বিশ্ব মানবাধিকার সংস্থা গূলো মিলিত হয়েছে এক কা.....

12/25/2022
আন্তর্জাতিক পরিমন্ডলে সন্মাননা পেয়েছেন নয়ন বাংগালী
আন্তর্জাতিক সংস্থা যার সদর দপ্তর আফ্রিকা যেখানে বিশ্ব মানবাধিকার সংস্থা গূলো মিলিত হয়েছে এক কাতারে । গত ২৬ ডিসে...

12/09/2022
ঢাকার নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার সময় বন্দুক হাতে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে এক ব্যক্তিকে গুলি ছুড়তে দেখা গেছে। এ ঘটনায় গুলিতে মকবুল হোসেন নামে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন।
নিহত মুকবুল পল্লবী থানার ৫নং ওয়ার্ডের বাসিন্দা। নিহত মুকবুলের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন নির্বাসিত সমাজকর্ম বিশ্লেষক আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ড.নয়ন বাঙালি।
তিনি মুকবুলের পরিবারের প্রতি সার্বিক সহযোগিতা ও তার কন্যার লেখাপড়া দায়িত্ব নিয়েছেন।

11/09/2022
নেতা বানানোর কারখানা গড়তে চেয়েছিলো যিনি – তিনি আজ নির্বাসিত -নয়ন বাংগালী (নির্বাসিত সমাজ কর্ম গবেষক)
শফিক ভাই এর থেকে আমার বেশি আপন ছিল তালেয়া আপা ।যেহেতু রাজনীতির আগে আমি ও আমার বড় পরিচয় , আমি একজন সমাজকর্মী এবং সমা...
10/10/2022
পল্লবীর সমাবেশ ছিলো ঢাকা শহরের সবচেয়ে বেশী জনসমাগম সমপন্ন একটি সমাবেশ ।
পল্লবীর মাটি ও মানুষের মা বেগম মেহেরূননেছা হক যিনি ২৫ বছর ধরে জনগনের নির্বাচিত প্রতিনিধি ।তার বক্তৃতা ছিলো পল্লবীর প্রতিটি মানুষের জন্য আশার বানী ।

07/09/2022
পবিত্র ঈদ-উল আযহা ধর্ম প্রাণ মুসলিমদের জন্য একটি ত্যাগের মহিমা। ত্যাগের এই অপার মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন। এই মহান প্রত্যাশায় ঢাকা-১৬ আসনের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক

07/08/2022
পবিত্র ঈদ-উল আযহা ধর্ম প্রাণ মুসলিমদের জন্য একটি ত্যাগের মহিমা। ত্যাগের এই অপার মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন। এই মহান প্রত্যাশায় ঢাকা-১৬ আসনের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারকত
06/01/2022
ডক্টর নয়ন বাঙালি’র পক্ষ থেকে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন পল্লবী বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

04/30/2022
জয় হোক-সকল শ্রমজীবি মানুষের
ড.নয়ন বাঙালির পক্ষ থেকে সকল মেহনতি শ্রমিকদের আন্তরিক শুভেচ্ছা

04/28/2022
আমাদের নয়ন বাঙালি
মিরপুরের বিহারী পল্লীতে বেড়ে উঠা এই ক্ষুদে বাংগালি। কৈশোর বয়স থেকেই এক সীমাহীন চ্যলেঞ্জ নিয়ে চলতে চলতে সমাজের প্রতিটি ক্ষেত্রে কাজ করার অসীম সাহসী সংগঠক হিসেবে নিজেকে গড়ে তুলে । শ্রেষ্ট সমাজ সংগঠক হিসেবে পায় জাতীয় পদক , পেয়েছিলেন প্রধানমন্ত্রীর যুব পদক , রাষ্ট্রপতি থেকে স্বর্ন পদক , কমনওয়েলথ পদক । নিজেকে নয়ন বাংগালী সমাজ কর্মী হিসেবেই বরাবরই গড়তে চেয়েছেন তাই প্রাতিষ্ঠাকি ভাবেও মেধায় শিক্ষায় ঐ বিষয়ে জোর দিয়েছেন অনেক । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রীতে প্রথম শ্রেনীতে প্রথম স্থান অধিকার করে গবেষনা করতে চলে যান আমেরিকার ভার্জিনিয়ার লিবারটি ইউনিভার্সিটিতে যেখানে সামাজিক নেতৃত্ব বিষয়ে গবেষনা চালিয়ে যাচ্ছেন আজ প্রায় তিন বছর যাবৎ । আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে পেয়েছেন সমাজ কর্মের লাইসেন্স তাই তাকে আন্তর্জাতিক সমাজ কর্মী হিসেবে বিশ্ব বাসী চেনেন নয়ন বাঙ্গালী এখন সোস্যাল ওয়ার্ক পলিটিক্স নামক একটি প্রকল্প উদ্ভাবন করেছেন যেখানে তিনি আমেরিকার একটি ছোট্ট শহরে তার প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নিয়েছেন - প্রকল্পটি হচ্ছে প্রতিটি রাজনৈতিক দলের কর্মীরা দলে থেকে কি কি কাজ করতে হয় বুঝে উঠতে পারে না - দলে শুধু জাতীয় কর্মসূচী দেয় কিন্তু ব্যক্তি গত কোনো কর্ম সূচী নির্ধারণ করে দেয় না । একজন ডাক্তার জানে-তার আজ কি কাজ , প্রকৌশলী জানে-শিক্ষক জানে কিন্তু রাজনৈতিক দলের একজন কর্মীকে তার কি কি কাজ সারাদিন সে বলতে পারে না!!!
তাই নয়ন বাংগালী এই প্রকল্প এর নাম দিয়েছে Social Work Politics . যে শহরে থাকেন সেই শহরের নাম world Cherry Capital তাই ঐ শহরের মেয়র তাকে রোল মডেল হিসেবে আখ্যায়িত করেছেন। নয়ন বাংগালী প্রতিষ্ঠা করেছে School of Leadership তার হাতেই গড়া দেশের সর্ব বৃহৎ সামাজিক যুব সংগঠন National Youth Forum . তিনিই বাংলাদেশে প্রথম প্রতি বছর চালু করেছেন Bangladesh Youth Parliaments. তাই তাকে দেশে সমাজ কর্মীরা বলে সামাজিক রাজনীতির জনক । তিনি চান বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের কর্মীরা আদর্শ সমাজ কর্মী হয়ে গড়ে উঠুক- বেড়ে উঠুক তাহলেই সে আদর্শ নেতা হয়ে সমাজ সেবা করতে পারবে। অন্যথায় সবাই মারামারি , দলাদলি , চাঁদাবাজি , টেন্ডার বাজি , মাদক সেবন ছাড়া এই গন্ডি থেকে বের হতে পারবে না । নয়ন বাংগালী সামাজিক নীতিমালা ও সামাজিক আইন নিয়ে কাজ করছেন । সমাজ কোন কোন আইনের ভিত্তিতে চলবে তার একটি বস্তুনিষ্ঠ মাস্টার প্ল্যান তৈরী করেছেন । বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর এই আইনজীবী নয়ন বাংগালি বিশ্ব দরবারে বাংগালী দের সামাজিক ভিত্তি নিশ্চিত ভিত্তি প্রতিষ্ঠা করার জন্য দেশের বাইরেও কিভাবে বাংগালীরা সামাজিক নিরাপত্তা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তার জন্য ভূমিকা রাখছেন । তাই তো তা আমেরিকার সর্ব বৃহৎ বার আমেরিকান বার এসোসিয়েশন মানবাধিকার সংক্রান্ত কমিটিতে অর্ন্তভুক্ত করেন ও স্টেট বার অব ক্যালিফোর্নিয়া তাকে ফরেন লিগ্যাল কনসালটেন্ট হিসেবে লাইসেন্স দিয়ে ঐদেশে practice করার সুযোগ দেন। বর্তমানে নয়ন বাংগালী বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন যে প্রতিটি সমাজ কর্মীকে ডাক্তার , ইঞ্জিনিয়ার , আইনজীবীদের মতো মর্যাদা দিয়ে তাদের জন্য বোর্ড গঠন করে লাইসেন্স এর ব্যবস্থা করা কারন গোটা বিশ্বে তাই করে এবং এটাকে সবচেয়ে বড় পেশা হিসেবে মানে।
সামনে পবিত্র ঈদ-উল ফিতর। নয়ন বাঙালির পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

04/26/2022
আমাদের নয়ন বাঙালি
মিরপুরের বিহারী পল্লীতে বেড়ে উঠা এই ক্ষুদে বাংগালি। কৈশোর বয়স থেকেই এক সীমাহীন চ্যলেঞ্জ নিয়ে চলতে চলতে সমাজের প্রতিটি ক্ষেত্রে কাজ করার অসীম সাহসী সংগঠক হিসেবে নিজেকে গড়ে তুলে । শ্রেষ্ট সমাজ সংগঠক হিসেবে পায় জাতীয় পদক , পেয়েছিলেন প্রধানমন্ত্রীর যুব পদক , রাষ্ট্রপতি থেকে স্বর্ন পদক , কমনওয়েলথ পদক । নিজেকে নয়ন বাংগালী সমাজ কর্মী হিসেবেই বরাবরই গড়তে চেয়েছেন তাই প্রাতিষ্ঠাকি ভাবেও মেধায় শিক্ষায় ঐ বিষয়ে জোর দিয়েছেন অনেক । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রীতে প্রথম শ্রেনীতে প্রথম স্থান অধিকার করে গবেষনা করতে চলে যান আমেরিকার ভার্জিনিয়ার লিবারটি ইউনিভার্সিটিতে যেখানে সামাজিক নেতৃত্ব বিষয়ে গবেষনা চালিয়ে যাচ্ছেন আজ প্রায় তিন বছর যাবৎ । আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে পেয়েছেন সমাজ কর্মের লাইসেন্স তাই তাকে আন্তর্জাতিক সমাজ কর্মী হিসেবে বিশ্ব বাসী চেনেন নয়ন বাঙ্গালী এখন সোস্যাল ওয়ার্ক পলিটিক্স নামক একটি প্রকল্প উদ্ভাবন করেছেন যেখানে তিনি আমেরিকার একটি ছোট্ট শহরে তার প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নিয়েছেন - প্রকল্পটি হচ্ছে প্রতিটি রাজনৈতিক দলের কর্মীরা দলে থেকে কি কি কাজ করতে হয় বুঝে উঠতে পারে না - দলে শুধু জাতীয় কর্মসূচী দেয় কিন্তু ব্যক্তি গত কোনো কর্ম সূচী নির্ধারণ করে দেয় না । একজন ডাক্তার জানে-তার আজ কি কাজ , প্রকৌশলী জানে-শিক্ষক জানে কিন্তু রাজনৈতিক দলের একজন কর্মীকে তার কি কি কাজ সারাদিন সে বলতে পারে না!!!
তাই নয়ন বাংগালী এই প্রকল্প এর নাম দিয়েছে Social Work Politics . যে শহরে থাকেন সেই শহরের নাম world Cherry Capital তাই ঐ শহরের মেয়র তাকে রোল মডেল হিসেবে আখ্যায়িত করেছেন। নয়ন বাংগালী প্রতিষ্ঠা করেছে School of Leadership তার হাতেই গড়া দেশের সর্ব বৃহৎ সামাজিক যুব সংগঠন National Youth Forum . তিনিই বাংলাদেশে প্রথম প্রতি বছর চালু করেছেন Bangladesh Youth Parliaments. তাই তাকে দেশে সমাজ কর্মীরা বলে সামাজিক রাজনীতির জনক । তিনি চান বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের কর্মীরা আদর্শ সমাজ কর্মী হয়ে গড়ে উঠুক- বেড়ে উঠুক তাহলেই সে আদর্শ নেতা হয়ে সমাজ সেবা করতে পারবে। অন্যথায় সবাই মারামারি , দলাদলি , চাঁদাবাজি , টেন্ডার বাজি , মাদক সেবন ছাড়া এই গন্ডি থেকে বের হতে পারবে না । নয়ন বাংগালী সামাজিক নীতিমালা ও সামাজিক আইন নিয়ে কাজ করছেন । সমাজ কোন কোন আইনের ভিত্তিতে চলবে তার একটি বস্তুনিষ্ঠ মাস্টার প্ল্যান তৈরী করেছেন । বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর এই আইনজীবী নয়ন বাংগালি বিশ্ব দরবারে বাংগালী দের সামাজিক ভিত্তি নিশ্চিত ভিত্তি প্রতিষ্ঠা করার জন্য দেশের বাইরেও কিভাবে বাংগালীরা সামাজিক নিরাপত্তা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তার জন্য ভূমিকা রাখছেন । তাই তো তা আমেরিকার সর্ব বৃহৎ বার আমেরিকান বার এসোসিয়েশন মানবাধিকার সংক্রান্ত কমিটিতে অর্ন্তভুক্ত করেন ও স্টেট বার অব ক্যালিফোর্নিয়া তাকে ফরেন লিগ্যাল কনসালটেন্ট হিসেবে লাইসেন্স দিয়ে ঐদেশে practice করার সুযোগ দেন। বর্তমানে নয়ন বাংগালী বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন যে প্রতিটি সমাজ কর্মীকে ডাক্তার , ইঞ্জিনিয়ার , আইনজীবীদের মতো মর্যাদা দিয়ে তাদের জন্য বোর্ড গঠন করে লাইসেন্স এর ব্যবস্থা করা কারন গোটা বিশ্বে তাই করে এবং এটাকে সবচেয়ে বড় পেশা হিসেবে মানে।
সামনে পবিত্র ঈদ-উল ফিতর। নয়ন বাঙালির পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

04/03/2022
আল্লাহ তাআলা বলেন,'রমজান মাস! যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের দিশারিরূপে ও হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন হিসেবে' (সুরা-২ বাকারা, আয়াত: ১৮৫)। 'নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মাহাত্ম্যপূর্ণ রজনীতে।
04/03/2022

02/25/2022
বাংলাদেশে নূতন রাজনৈতিক দল আসছে যারা ২০২৩ এ ক্ষমতায় আসবে
বাংলাদেশে নূতন রাজনৈতিক দল আসছে যারা আসবে ক্ষমতায়

11/30/2021
বিশ্ব জুড়েই বাঙ্গালী , our positive political practice is important

10/28/2021

07/06/2021
যেখানেই থাকো দেশ সবার আগে - দেশের জন্য মন সবারই কাঁদে - একঝাঁক সমাজকর্মীর দেশের বাইরে সূদুর আমেরিকায় বসে গানে মেতে উঠা ।
দেশের জন্য মন কাঁদে কেন ?
06/05/2021
নয়ন বাঙ্গালী হচ্ছে এক দেশ ছাড়া নির্বাসিত মানুষ - কোনো ভাবেই দেশে থাকার শত চেষ্টা করেও পারে নাই । হিংসাত্মক আচোরন , ব্যক্তিগত আক্রোশ যা রাজনীতির থেকেও অন্য কিছু ; মানুষ যদি মানুষকে চরম হিংসা করে তাহলে তার কোনো উপায় থাকে না হিংসা থেকে বের হওয়ার ।
তার একমাত্র ছেলে তাকেও কিডন্যাপ করার অনেক চেস্টা বা হুমকি ছিল তাই দেশের মাটিতে তাকে হিড ইন্টারন্যাশনাল স্কুল থেকে সরিয়ে স্কলাসটিক সকুলে পরিবর্তন করে - তবুও গাড়িতে হামলা তারপর আবার সেই স্কুল থেকে নিয়ে যাওয়া হয় মহাজাতকের পরামর্শে কসমো কিন্তু না দেশ ছাড়তে বাধ্য হলো
ছেলে আহনাফ রাববানীর আর পড়া শুনা হবে কিনা সেই সন্দেহ ছিলো বাবার । ছেলেরও এতো স্কুল প্রায় ৪ টি স্কুল বার বার চেনজ করাতে মন ভেংগে যায় - যাক সব প্রতিকুলতা পেরিয়ে আজ ছেলে স্কুল গ্রাজুয়েশন শেষ করতে পারলো
06/05/2021
05/30/2021
আগামী দিনের নেতা নয়ন বাংগালী ।
04/10/2021
আমাদের School of Leadership গ্রাম বাংলার খেটে খাওয়া যুবকদের নেতৃত্ব গড়ার কাজে ছোটো ছোটো কাজ করছে তবে তা হাজার হাজার নেতা তৈরী করার জন্য নয় শুধু ২/৪ জন তৈরী হলেই খুশি ।
01/04/2021
ধানের শীষে ভোট দিন - দেশ কে অরাজকতার হাত থেকে রক্ষা করেন - নয়ন বাংগালী
( নির্বাসিত সমাজ কর্ম গবেষক - মানবাধিকার নেতা )

01/02/2021
ধানের শীষে ভোট দিন আপনার পছন্দের মেয়র বেছে নিন ।
নির্বাচন এর মার্কা ধানের শীষ

08/09/2020
প্রবাসীদের পরিবারকে সরকার অনেক টাকা দিবে
প্রবাসীদের দূ:খ কষট যাতনা নিয়ে IMF কাজ করছে



06/09/2020
ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান গত ৭তারিখ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্...
Address
New York, NY
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when Bangaleer Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to Bangaleer Channel: