06/05/2025
ডঃ ইউনুস মরে দ্রুত মরে গেলে , অনেকে ভাল থাকবেন , আর বেশিদিন বেঁচে থাকলে , আপনাদের দুঃখ আছে ।
যখন ড. ইউনূসের নামে শেখ হাসিনা মামলা দিল , আমি তখনই বলেছিলাম — ভুল করেছেন , শেখ হাসিনা খেলছেন এক বুড়ো বাঘের সাথে। আমি ভিডিও করেছিলাম, এখনও আছে প্রমাণ হিসেবে। আরেকটা ভিডিও করেছিলাম “পদ্মায় চুবানো” নিয়ে — যেখানে বলেছিলাম, এই বুড়োটা যদি বেঁচে থাকে, শেখ হাসিনার খবর আছে।
আজ যারা ড. ইউনূসের মামলার পক্ষে কথা বলেন, তাদেরকে একটা প্রশ্ন করতে চাই — যদি ইউনূসের বিরুদ্ধে মামলা সত্য হয়, তাহলে তারেক রহমান, বেগম খালেদা জিয়া, জামাতের বিরুদ্ধে শেখ হাসিনার আমলের মামলাগুলোও কি সব সত্য ছিল? ভেবে বলবেন — কারণ যুক্তি একপাশে ফেললে ইতিহাস ধ্বংস হয়।
আমি চাই না ইউনূস ক্ষমতায় থাকুক — পাঁচ বছর নয়, দুই বছরও নয়। উনার সরে যাওয়া উচিত, দ্রুত।
কিন্তু আজ আমি তারেক রহমানকে বিনীতভাবে স্মরণ করিয়ে দিতে চাই — আপনি ভুল পথে পা দিয়েছেন। আপনার অনেককিছু ঠিক ছিল, কিন্তু আপনার দলের নেতাকর্মীদের যেভাবে ড. ইউনূসের পেছনে লাগিয়েছেন, তার দায় আপনাকেই নিতে হবে। একা।
চাইলেই আপনি ইউনূসের সাথে সরাসরি কথা বলতে পারতেন। আমিও চাইলে ব্যবস্থা করে দিতে পারতাম , অন্যদের চেয়ে ভাল । আপনি বলতেন আপনার অবস্থান, উনি শুনতেন। ওনার চারপাশে কিছু চোর আছে — কোটি কোটি টাকার বানিজ্যে লিপ্ত — ওগুলো আলাদা বিষয়। কিন্তু আপনারা যা করেছেন, তাতে ইউনূস আপনাদের কথা ভালভাবে নেবেন না।
তিনি বেগম খালেদা জিয়াকে সম্মান করেছেন — সেটা আপনি নিজেই দেখেছেন। উনি চাইলেই ক্ষমতার দানব হয়ে যেতেন না। উনি পাগল না। আন্তর্জাতিকভাবে সমর্থিত একজন পুরস্কারপ্রাপ্ত মানুষ, যাকে আপনারা প্রতিপক্ষ বানিয়েছেন, যেটা ছিল ভয়ঙ্কর ভুল।
মাঠে যারা গালাগালি করেন তারাই ডঃ ইউনূসের সাথে আলোচনায় বসেন , আলোচনা শেষে আবার গালাগালি করেন , এদের সাথে আলোচনায় কি লাভ হবে ? আলোচনা হয় বন্ধুদের মধ্যে , ভালবাসা থাকলে ,
যেখানে শ্রদ্ধা নেই সম্মান নেই সেখানে তারা কি আলোচনা করবে ?
আর একটা বিষয় পরিষ্কার করে বলি — ইউনূস এখনো আসল খেলায় নামেননি। তিনি চিল্লিয়ে খেলবেন না। এটা ওনার টেস্ট ম্যাচ। উনি বেঁচে থাকলে আপনাদের চলার পথ টা সাকিব খানের বরবাদ সিনেমার মত করে দেবেন ।ক্ষমতায় গিয়েই টের পাবেন না , যখন টের পাবেন তখন অনেক দেরী হয়ে যাবে ।
আজ যদি আপনি আলোচনার টেবিলে না বসেন, কালকে হয়তো ওনার খেলা আপনাকে আউট করে দেবে না , তবে যাত্রা কঠিন ও ছোট করে দেবে ।
উনি নির্বাচন দেরিতে দিবেন বলছেন , আপনার লোকজন বেফাঁস কথা বলছে , জনগণ শুনছে । এতে ইমেজের ক্ষতি হচ্ছে আপনাদের ।
আপনাদের নেতারা মন্ত্রী, এমপি হয়ে কী করবে , সেটা জনগণ জানে। আর আপনারা যে ভাষায় ড. ইউনূসকে অসম্মান করছেন, তাতে উনার প্রতিক্রিয়া একেবারে নরম হবে, এমনটা ভেবে বসবেন না। সেনাবাহিনীর প্রধানও নিরাপদ নন — তার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে আন্তর্জাতিক মহলে। অবসরের পর তারও বিচার হতে পারে।এবং উনার কর্ম নোট করা হচ্ছে ।উনাকে কিসের ভরসায় আপনি বিশ্বাস করেন ।
তাই বারবার বলছি — এই খেলায় শত্রু বানাতে থাকলে, আপনাদের রাস্তা ছোট হয়ে আসবে , কঠিন হয়ে আসবে ।
আপনাদের নেতা-কর্মীরা হঠাৎ বাঘ হয়ে উঠেছেন, আবার কেউ কেউ হাস্যকর প্রতিযোগিতায় নেমেছেন— কে কতটা অশ্রদ্ধা করতে পারে ড. ইউনূসকে। কিন্তু জানেন কি, যাকে আপনি খেলনা ভেবেছেন, তিনি হয়তো আপনার ইনিংসটাই ভয়ঙ্কর করে তুলবেন ।
এই দেশ এখন একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে — যেখানে রাজনীতি শুধু মাঠে নয়, মানসিকতায় খেলতে হয়। আলোচনার বিকল্প নেই। হিংসা ও ব্যঙ্গ দিয়ে কেউ শাসক হয় না — হয় শত্রুদের খাবার।
দিন দিন কঠিন হচ্ছে পরিস্থিতি , ডঃ ইউনুস নির্বাচন দেবেনই না হয় সরে যাবেন , তবে অনেক কিছু হারাচ্ছেন আপনারা । অনেক ভুল পথে পা দিচ্ছেন ।
ডঃ ইউনুস একজন গ্রহণযোগ্য ভাল বক্তা , ডঃ ইউনুস যত সহজে মানুষের সামনে আপনাদের দুর্বলতাগুলো প্রচার করতে পারবে , আপনাদের বা বাংলাদেশের কারও পক্ষে তা সম্ভব হবে না ।ভুল হচ্ছে আপনাদের ।ডঃ ইউনুস শুধু একজন বাংলাদেশের উপদেষ্টা নয় , উনি একজন আন্তর্জাতিক ব্যাক্তিত্ত্ব , উনাকে অসম্মান কথার পূর্বে বিষয়টা মাথায় রাখলে দেশের ভবিষ্যত সুন্দর হবে । একটা মানুষকে যা ইচ্ছা তা বলবেন , উনি চুপ করে থাকবেন , কিছু করবেন না , এটা হয় , উনি তো ফেরেস্তা না ।উনি ফুস ফাঁস করবেন না , উনি ঠাণ্ডা মাথায় কঠিন কিছু করবেন ।উনাকে অং সান সু চির সাথে তুলনা করাটা বোকামী হবে ।
#বাংলাদেশ