04/06/2025
নর্থ আমেরিকায় প্রীতম হাসানের ২৫টি কনসার্ট, নিউ ইয়র্কে ১৫ জুন
মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৪ সেরা গায়ক বিজয়ী এই সময়ের সবচেয়ে জনপ্রিয় গায়ক, সংগীত পরিচালক ও অভিনেতা প্রীতম হাসান এবার যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে প্রায় ২৫টি কনসার্টে পারফর্ম করবেন। উত্তর আমেরিকা সফরের খবর পুরাতন হলেও টানা তিন মাসে আমেরিকা কানাডার বিভিন্ন শহরে ২৫টি কনসার্ট করে প্রিতম হাসান তার সঙ্গীত ক্যারিয়ারে নতুন পালক যোগ করলেন। আমেরিকার মাটিতে নেমে প্রীতম নিজেই ফেসবুক পোস্টে কনসার্টের বিস্তারিত জানিয়েছেন।
প্রীতমের উত্তর আমেরিকা সফর শুরু হবে ৩১ মে ডালাস থেকে, আর শেষ হবে ৩১ আগস্ট বাফেলোতে। এর মধ্যে তিনি নিউ ইয়র্ক, নিউ জার্সি, ডালাস, অস্টিন, হিউস্টন, মায়ামি, সান হোসে, পোর্টল্যান্ড, টরন্টো, লস অ্যাঞ্জেলেস, বস্টন, মনট্রিয়াল, ক্যালগেরি, ওয়াশিংটন ডিসি, মিশিগান, সিয়াটল, আটলান্টাসহ বাঙালি অধ্যুষিত প্রায় সকল শহরে কনসার্টে অংশ নেবেন। সাথে থাকবে তার বড় ভাই জনপ্রিয় গায়ক প্রতিক হাসান।
জনপ্রিয়তার শিখরে থাকা প্রীতম হাসান নিউ ইয়র্কে গান গাইবেন আগামী ১৫ জুন সন্ধ্যা ৭ টায় লাগর্ডিয়া কলেজ পারফর্মিং আর্ট সেন্টারে। ঠিকানা প্রোজেক্টস্ প্রীতম হাসান লাইভ ইন নিউ ইয়র্ক পাওয়ার্ড বাই রিভার শিরোনামে এই কনসার্ট আয়োজন করতে যাচ্ছে দেশী মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট এবং সহযোগী আয়োজক প্রিয়জন ফিল্মস্ ও টোস্টার প্রোডাকশন। আয়োজক জামান মনির জানান- আমি দীর্ঘ ২০ বছর ধরে এই শো আয়োজন করে আসছি। প্রীতমের হাসানের মত এতো দর্শক উন্মাদনা আর কাউকে দেখি নাই। আমি এখনও আমেরিকা কানাডার বিভিন্ন শহর থেকে ফোন পাচ্ছি, তারা প্রীতম হাসানের কনসার্ট দেখতে চায় কিংবা আয়োজন করতে চায়।
নিউ ইয়র্কের সহ আয়োজক প্রিয়জন ফিল্মসের কর্ণধার লিটু আনাম বলেন- এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গীতের সবচেয়ে বড় এবং জনপ্রিয় শিল্পী প্রীতম হাসানের কনসার্ট আয়োজন করতে পেরে আমি খুবই আনন্দিত। খুবই ভালো সাড়া পাচ্ছি। প্রীতম ভক্তদের উন্মাদনা আমি উপভোগ করছি। সহ আয়োজক রনি ভৌমিক বলেন- ভক্ত-অনুরাগীদের জন্য এটি নিঃসন্দেহে দারুণ এক খবর। নিউ ইয়র্ক বাসীদের আমরা প্রীতমের কনসার্ট উপহার দিতে পেরে আনন্দিত এবং সকলের আগ্রহ দেখে আমরা ধন্য।
কোক ষ্টুডিও’র দেওরা ও মালোমা এবং বর্তমানে সাকিব খানের সিনেমার জনপ্রিয় গান, উড়াধুরা, চাঁদ মামা ও দ্বিধা এবং তার জনপ্রিয় বেয়াইনসাব, লোকাল বাস, গার্লফ্রেন্ডের বিয়ে, জাদুকর, খোকাসহ সব এখন উত্তর আমেরিকার বাংলাদেশি দর্শক-শ্রোতারা প্রীতমের জনপ্রিয় গানগুলো উপভোগ করার সুযোগ পাবেন এবার সরাসরি মঞ্চে।
দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই