Usbdjournal

Usbdjournal The true news is our pride. 24 hours online news portal.

06/07/2025

নিউইয়র্কে আমাজুরা হলে নগর বাউল জেমসের কনসার্ট

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

06/07/2025

নিউইয়র্কে আমাজুরা হলে গানের কনসার্ট

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

Happy 4th of July 🇺🇸🎉দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে  আমাদের Us...
04/07/2025

Happy 4th of July 🇺🇸🎉

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

নিউজ পোর্টালের পাশাপাশি উপভোগ করুন Usbdjournal 24 Tv Link- https://gia.tv/watchssh101.php?sn=usbdjournalদেশে বিদেশের সকল...
13/06/2025

নিউজ পোর্টালের পাশাপাশি উপভোগ করুন Usbdjournal 24 Tv Link- https://gia.tv/watchssh101.php?sn=usbdjournal

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

Gia TV is an online entertainment platform that has a wide variety of live channels and movie content. We offer multiple live channel packages and movie packages.

05/06/2025

ইউএসবিডিজার্নালের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও অভিনন্দন

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

The true news is our pride.

নর্থ আমেরিকায় প্রীতম হাসানের ২৫টি কনসার্ট, নিউ ইয়র্কে ১৫ জুনমেরিল প্রথম আলো পুরস্কার ২০২৪ সেরা গায়ক বিজয়ী এই সময়ের ...
04/06/2025

নর্থ আমেরিকায় প্রীতম হাসানের ২৫টি কনসার্ট, নিউ ইয়র্কে ১৫ জুন

মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৪ সেরা গায়ক বিজয়ী এই সময়ের সবচেয়ে জনপ্রিয় গায়ক, সংগীত পরিচালক ও অভিনেতা প্রীতম হাসান এবার যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে প্রায় ২৫টি কনসার্টে পারফর্ম করবেন। উত্তর আমেরিকা সফরের খবর পুরাতন হলেও টানা তিন মাসে আমেরিকা কানাডার বিভিন্ন শহরে ২৫টি কনসার্ট করে প্রিতম হাসান তার সঙ্গীত ক্যারিয়ারে নতুন পালক যোগ করলেন। আমেরিকার মাটিতে নেমে প্রীতম নিজেই ফেসবুক পোস্টে কনসার্টের বিস্তারিত জানিয়েছেন।

প্রীতমের উত্তর আমেরিকা সফর শুরু হবে ৩১ মে ডালাস থেকে, আর শেষ হবে ৩১ আগস্ট বাফেলোতে। এর মধ্যে তিনি নিউ ইয়র্ক, নিউ জার্সি, ডালাস, অস্টিন, হিউস্টন, মায়ামি, সান হোসে, পোর্টল্যান্ড, টরন্টো, লস অ্যাঞ্জেলেস, বস্টন, মনট্রিয়াল, ক‍্যালগেরি, ওয়াশিংটন ডিসি, মিশিগান, সিয়াটল, আটলান্টাসহ বাঙালি অধ্যুষিত প্রায় সকল শহরে কনসার্টে অংশ নেবেন। সাথে থাকবে তার বড় ভাই জনপ্রিয় গায়ক প্রতিক হাসান।

জনপ্রিয়তার শিখরে থাকা প্রীতম হাসান নিউ ইয়র্কে গান গাইবেন আগামী ১৫ জুন সন্ধ্যা ৭ টায় লাগর্ডিয়া কলেজ পারফর্মিং আর্ট সেন্টারে। ঠিকানা প্রোজেক্টস্ প্রীতম হাসান লাইভ ইন নিউ ইয়র্ক পাওয়ার্ড বাই রিভার শিরোনামে এই কনসার্ট আয়োজন করতে যাচ্ছে দেশী মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট এবং সহযোগী আয়োজক প্রিয়জন ফিল্মস্ ও টোস্টার প্রোডাকশন। আয়োজক জামান মনির জানান- আমি দীর্ঘ ২০ বছর ধরে এই শো আয়োজন করে আসছি। প্রীতমের হাসানের মত এতো দর্শক উন্মাদনা আর কাউকে দেখি নাই। আমি এখনও আমেরিকা কানাডার বিভিন্ন শহর থেকে ফোন পাচ্ছি, তারা প্রীতম হাসানের কনসার্ট দেখতে চায় কিংবা আয়োজন করতে চায়।

নিউ ইয়র্কের সহ আয়োজক প্রিয়জন ফিল্মসের কর্ণধার লিটু আনাম বলেন- এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গীতের সবচেয়ে বড় এবং জনপ্রিয় শিল্পী প্রীতম হাসানের কনসার্ট আয়োজন করতে পেরে আমি খুবই আনন্দিত। খুবই ভালো সাড়া পাচ্ছি। প্রীতম ভক্তদের উন্মাদনা আমি উপভোগ করছি। সহ আয়োজক রনি ভৌমিক বলেন- ভক্ত-অনুরাগীদের জন্য এটি নিঃসন্দেহে দারুণ এক খবর। নিউ ইয়র্ক বাসীদের আমরা প্রীতমের কনসার্ট উপহার দিতে পেরে আনন্দিত এবং সকলের আগ্রহ দেখে আমরা ধন‍্য।

কোক ষ্টুডিও’র দেওরা ও মালোমা এবং বর্তমানে সাকিব খানের সিনেমার জনপ্রিয় গান, উড়াধুরা, চাঁদ মামা ও দ্বিধা এবং তার জনপ্রিয় বেয়াইনসাব, লোকাল বাস, গার্লফ্রেন্ডের বিয়ে, জাদুকর, খোকাসহ সব এখন উত্তর আমেরিকার বাংলাদেশি দর্শক-শ্রোতারা প্রীতমের জনপ্রিয় গানগুলো উপভোগ করার সুযোগ পাবেন এবার সরাসরি মঞ্চে।

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

নিউইয়র্ক পুলিশের বাংলাদেশী আমেরিকান কর্মকর্তাদের পদোন্নতিনিউইয়র্ক সিটির এনওয়াইপিডি পুলিশ হেডকোয়ার্টারে ৩০শে মে শুক্র...
04/06/2025

নিউইয়র্ক পুলিশের বাংলাদেশী আমেরিকান কর্মকর্তাদের পদোন্নতি

নিউইয়র্ক সিটির এনওয়াইপিডি পুলিশ হেডকোয়ার্টারে ৩০শে মে শুক্রবার সকাল ১১টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার জেসিকা টিশ ।তার কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের পাঁচজন সদস্য পদোন্নতি পেয়েছেন।

এদের মধ্যে দুজন লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন। তাঁদের একজন বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের ইভেন্ট কো-অর্ডিনেটর মুরাদ আহমেদ এবং মোহাম্মদ আহমেদ। এছাড়াও দুইজন সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন। তাঁদের একজন বাপার ট্রাস্টি এমডি আলী এবং মোহাম্মদ সোহেব। এছাড়াও ডিটেকটিভ স্পেশালিস্ট পদে পদোন্নতি পেয়েছেন মাইনুল হাসান।

বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক অভিনন্দন জানিয়েছেন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের। তাঁরা বলেন, এই অর্জন বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্যকে উচ্ছ্বসিত করেছে এবং তাঁদের সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এছাড়া উপস্থিত ছিলেন বাপার নেতৃবৃন্দ সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী মানুষ।

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

31/05/2025

Bollywood Singer Monali Thakur Live show in New York ©️Copyright Usbdjournal24 (recorded by Usbdjournal24)

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

ভারত-পাকিস্তানকে সংঘাত বন্ধ করতে বললেন ট্রাম্পপ্রতিবেশী বৈরি দুই রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বাজছে। এক...
08/05/2025

ভারত-পাকিস্তানকে সংঘাত বন্ধ করতে বললেন ট্রাম্প

প্রতিবেশী বৈরি দুই রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বাজছে। একটু এদিক-সেদিক হলেই এই দুই রাষ্ট্রের মধ্যে পুরো মাত্রার যুদ্ধ শুরু হতে পারে। তবে এমন পরিস্থিতিতে ভারত-পাকিস্তানকে অবিলম্বে সংঘাত থামাতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ডনের।

হোয়াইট হাউজের এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ভারত-পাকিস্তান উভয় দেশের সঙ্গেও তার ভালো সম্পর্ক আছে এবং সংঘাত নিরসনে তিনি সহায়তা করতেও প্রস্তুত।

উভয় দেশকে ভালোভাবে চিনেন উল্লেখ করে ট্রাম্প বলেন, সত্যিই অবস্থা খুব ভয়াবহ। আমি চাই, তারা বিষয়টি মিটিয়ে নিক, তারা থামুক।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। এখন অন্তত তারা থামবে বলে আশা করছি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই করব।

গত ২২ এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছিল। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছিল ভারত।

এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের অন্তত ছয়টি স্থানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে নিহত হয়েছে অন্তত ৩১ জন এবং আহত অর্ধশতাধিক।

পাকিস্তানও ভারতের এই হামলার জবাব দিয়েছে। পাকিস্তানের দাবি, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সেইসঙ্গে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে অন্তত ১৫ জন নিহত হয়েছে।

গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে বলেছেন, আমরা প্রতিজ্ঞা করছি, নিরপরাধ শহীদদের রক্তের বদলা আমরা নেব।

এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভারত-পাকিস্তানকে অবিলম্বে সংঘাত থামানোর আহ্বান জানালেন ট্রাম্প।

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

নতুন পোপ নির্বাচন করতে কনক্লেভে সমবেত হয়েছেন কার্ডিনালরাপ্রার্থনা অনুষ্ঠানের মধ্য দিয়ে গত বুধবার সকালে ভ্যাটিকানের সেন...
08/05/2025

নতুন পোপ নির্বাচন করতে কনক্লেভে সমবেত হয়েছেন কার্ডিনালরা

প্রার্থনা অনুষ্ঠানের মধ্য দিয়ে গত বুধবার সকালে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শুরু হয়েছে রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা। এই আয়োজনে সভাপতিত্ব করছেন ৯১ বছর বয়সি কার্ডিনাল ডিন জিওভান্নি বাতিস্তা রে। নতুন পোপ নির্বাচনের জন্য এর আগেই ভ্যাটিকানে জড়ো হন বিশ্বের ১৩০ জনের বেশি কার্ডিনাল। ভ্যাটিকান সময় গতকাল বিকালে তারা বিখ্যাত রেনেসাঁ ফ্রেস্কোর নিচে ভোট দেওয়ার জন্য সিস্টিন চ্যাপেলে যান।

রোমান ক্যাথলিকদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচিত নতুন পোপই বিশ্বব্যাপী প্রায় দেড় বিলিয়ন ক্যাথলিক খ্রিষ্টানদের পরবর্তী নেতৃত্ব দেবেন। গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। তারই পরিপ্রেক্ষিতে নতুন পোপ বেছে নেওয়ার বিষয়টি সামনে আসে।

২৬৭তম পোপ নির্বাচনে কেন্দ্রীয় ভূমিকা পালন করবেন কার্ডিনালরা, যাকে কনক্লেভ বলা হয়। বর্তমানে ২৫২ জন ক্যাথলিক কার্ডিনাল আছেন, কিন্তু মাত্র ১৩৩ জন নতুন পোপ নির্বাচনে ভোট দিতে পারবেন। কারণ এই প্রক্রিয়ায় অংশ নিতে তাদেরকে ৮০ বছরের কম বয়সি হতে হবে।

নতুন পোপ নির্বাচনের এই প্রক্রিয়াটি কতক্ষণ স্থায়ী হবে, বিষয়টি এখনো নিশ্চিত নয়। সাম্প্রতিক কনক্লেভগুলো মাত্র কয়েক দিন স্থায়ী হয়েছিল, যদিও আগের শতাব্দীগুলিতে মতবিরোধের কারণে মাঝেমধ্যে সভাগুলো মাসের পর মাস ধরেও চলতে থাকে।

পোপ নির্বাচনের আনুষ্ঠানিক ধাপগুলো

ভ্যাটিকানের স্থানীয় সময় সকাল ৭টা থেকে কার্ডিনালরা ভ্যাটিকানের সানক্টা মার্থাই অতিথিশালার কক্ষে স্থানান্তরিত হয়ে সকাল ১০টায় সেন্ট পিটার্স ব্যাসিলিকায় একটি প্রার্থনার জন্য জড়ো হবেন। বিকাল ৪টা ৩০ মিনিটে কার্ডিনালরা পলিন চ্যাপেল থেকে সিস্টিন চ্যাপেলের দিকে একটি মিছিল শুরু করবেন। এরপর নির্বাচক কার্ডিনালরা ছাড়া বাকিরা সিস্টিন চ্যাপেল ত্যাগ করবেন। সন্ধ্যা ৭টার কাছাকাছি সময়ে প্রথম ভোটের পর ধোঁয়ার প্রথম অংশ বের হবে।

কার্ডিনালরা চ্যাপেলে প্রবেশ করার পর, নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত তাদের বাইরের বিশ্বের সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না। এটি কনক্লেভের শুরু, যা ল্যাটিন থেকে এসেছে ‘কাম ক্লেভ বা চাবি দিয়ে তালাবদ্ধ’। প্রথম ভোটেই পোপ নির্বাচিত হবেন না, এমন কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে এমনটা ঘটেনি। কিন্তু প্রথম ভোটটি খুবই গুরুত্বপূর্ণ।

কারণ একজন নতুন পোপ নির্বাচন করতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, তাই কার্ডিনালদের একটি নির্দিষ্ট স্তরের সমর্থনপ্রাপ্ত প্রার্থীদের ওপর মনোনিবেশ করতে হবে। আর প্রথম অথবা প্রথম কয়েকটি ভোটই নির্দেশ করবে কে সম্ভাব্য প্রার্থী হিসেবে আবির্ভূত হতে পারেন, যা নির্বাচিত কার্ডিনালদের মধ্যে যথেষ্ট ঐকমত্য তৈরি করতে সক্ষম।

যদি প্রথম দিনের ভোটে নতুন পোপ না আসে, তাহলে কার্ডিনালরা রাতের খাবারের জন্য গেস্ট হাউজ কাসা সান্তা মার্টায় ফিরে যাবেন। ভোটদান প্রক্রিয়ার পাশে, কাকে সমর্থন করবেন তা নিয়ে আলোচনা শুরু করবেন। পরদিন আবারও এই প্রক্রিয়া শুরু হবে।

নতুন পোপ নির্বাচন কতটুকু এগোলো, সেটি বোঝার একমাত্র উপায় হলো ধোঁয়া। নির্বাচন চলাকালে প্রতিবার ভোট শেষে নির্দিষ্ট চুল্লিতে ব্যালট পেপার পুড়িয়ে ফেলা হয়। এর ফলে দিনে দুই বার যে ধোঁয়া বের হয়, সেটিই নতুন পোপের বিষয়ে ইঙ্গিত দেয়। কালো ধোঁয়ার অর্থ হলো পোপ নির্বাচিত হননি। আর সাদা ধোঁয়া দেখার মানে হলো নতুন পোপ নির্বাচিত হয়েছেন।

সাদা ধোঁয়া দেখা যাওয়ার পর সাধারণত ঘণ্টা খানেকের মধ্যে নতুন পোপ ঐতিহ্যবাহী পোশাক পরে সেন্ট পিটার্স স্কয়ারের বারান্দায় এসে দাঁড়ান। এরপর কনক্লেভে অংশগ্রহণকারী একজন জ্যেষ্ঠ কার্ডিনাল আনুষ্ঠানিকভাবে নতুন পোপের বিষয়ে সিদ্ধান্ত জানান। তিনি ল্যাটিন ভাষায় চিত্কার করে বলেন, হ্যাবেমাস পাপাম, বাংলায় যার অর্থ আমাদের একজন পোপ আছেন। কার্ডিনাল এরপর নতুন পোপের নাম ঘোষণা করেন। এ সময় নতুন পোপকে যে নামে পরিচয় করিয়ে দেওয়া হয়ে থাকে, সেটি তার আসল নাম হতে পারে, আবার না-ও হতে পারে।

পোপ হওয়ার যোগ্যতা কী?

তাত্ত্বিকভাবে বললে বলা যায়, ব্যাপ্টাইজ বা খ্রিষ্টধর্মের দীক্ষাগুরু এমন যে কোনো রোমান ক্যাথলিক পুরুষই পোপ হতে পারেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, ভ্যাটিকানের কার্ডিনালরা তাদের নিজেদের মধ্য থেকেই একজনকে পোপ হিসেবে বেছে নিতে পছন্দ করেন। ২০১৩ সালের নির্বাচনে আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী জর্জ মারিও বার্গোগলিও, যিনি পোপ ফ্রান্সিস নামে পরিচিত, তিনি পোপ নির্বাচিত হন। দক্ষিণ আমেরিকা, যেখানে বিশ্বের প্রায় ২৮ শতাংশ ক্যাথলিক খ্রিষ্টান বসবাস করে, সেখান থেকে প্রথম বারের মতো পোপ নির্বাচিত হন ফ্রান্সিস।

কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে, নতুন পোপ নির্বাচনের ক্ষেত্রে কার্ডিনালরা সাধারণত একজন ইউরোপীয়, বিশেষ করে একজন ইতালীয়কেই বেছে নেন। এখন পর্যন্ত নির্বাচিত ২৬৬ জন পোপের মধ্যে ২১৭ জনই এসেছেন ইতালি থেকে।

সূত্র :বিবিসি

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

পুলিশের হাত থেকে ১৪ মামলার আসামি ছিনিয়ে নিলো দুর্বৃত্তরাঠাকুরগাঁওয়ে পুলিশের হাত থেকে শাহজাহান আলী (৪৮) নামের এক আসামিক...
08/05/2025

পুলিশের হাত থেকে ১৪ মামলার আসামি ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

ঠাকুরগাঁওয়ে পুলিশের হাত থেকে শাহজাহান আলী (৪৮) নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৭ মে) রাত ১০টায় সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।

ছিনতাই হওয়া আসামির নাম শাহজাহান আলী (৪৮)। তিনি রহিমানপুর ইউনিয়নের আরাজি পাইকপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, প্রতারণাসহ প্রায় ১৪টি মামলা রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও সদর থানার এএসআই মাইদুল ইসলামের নেতৃত্বে চারজন পুলিশ সদস্য মাদারগঞ্জ এলাকায় আসামি শাহজাহানকে ধরতে একটি অভিযান পরিচালনা করে। এসময় আসামি শাহজাহানকে ধরতে সক্ষম হয় পুলিশ। তবে হঠাৎ আশপাশ থেকে কিছু দুর্বৃত্ত এসে পুলিশের হাত থেকে আসামি শাহজাহানকে ছিনিয়ে নিয়ে যায়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার খান জানান, ‘অভিযানে পুলিশ সদস্য কম থাকায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যথেষ্ট পুলিশ সদস্য থাকলে আসামি ফসকে যাওয়ার সুযোগ ছিল না। সেই আসামিকে ধরার অভিযান অব্যাহত রয়েছে। আশা করি দ্রুত সময়ে তাঁকে গ্রেপ্তার করা হবে।’

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

ইতালির কথা বলে সৌদি ঘুরে নেওয়া হয় রাশিয়া, যুদ্ধে নিহত তরুণইতালি নেওয়ার কথা বলে হাবিবুল্লাহ ভুইয়া (২০) নামের এক বাংল...
08/05/2025

ইতালির কথা বলে সৌদি ঘুরে নেওয়া হয় রাশিয়া, যুদ্ধে নিহত তরুণ

ইতালি নেওয়ার কথা বলে হাবিবুল্লাহ ভুইয়া (২০) নামের এক বাংলাদেশি তরুণকে রাশিয়া পাচারের অভিযোগ উঠেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ওই তরুণের মৃত্যু হয়েছে।

নিহত হাবিবুল্লাহ ভূঁইয়া (২০) শিবপুরের আইয়ুবপুর ইউনিয়নের ঘাশিরদিয়া গ্রামের আবু সিদ্দিক ভূঁইয়া ও মানসুরা বেগমের ছোট ছেলে।

জানা গেছে, হাবিবুল্লাহ বিদেশ যেতে চাইলে পাশের ব্রাহ্মন্দী গ্রামের দালাল ফারুকের সঙ্গে যোগাযোগ করেন আবু সিদ্দিক ভূঁইয়া। চুক্তি হয় ১৫ লাখ টাকায় হাবিবুল্লাহকে ইতালিতে পাঠাবেন। ইতালির কথা বলে ফারুক তার বন্ধু ঢাকার আরেক দালাল শফিকের মাধ্যমে হাবিবুল্লাহকে ২০২৪ সালে ডিসেম্বরে দুই মাসের ওমরা ভিসায় সৌদি আরব নিয়ে যান। দুই মাস পর সৌদি আরবের ভিসার মেয়াদ শেষ হওয়ায় শফিক আরেক দালাল সুলতানের কাছে ২০ লাখ টাকায় বিক্রি করে দেয়। হাবিবুল্লাহকে তুরস্ক হয়ে রাশিয়ায় নিয়ে যান সুলতান। সেখানে তাকে সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে ট্রেনিং করায়। এর আগে হাবিবুল্লাহকে সেনাবাহিনীর ক্যাম্পে রাশিয়ান ভাষায় লেখা এক বছরের চুক্তিপত্রে স্বাক্ষর করায়। ২০২৫ সালের ২৭ মার্চ রাশিয়ার ৪৫ জন সেনা সদস্যের সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে নিহত হন হাবিবুল্লাহ।

নিহত হাবিবুল্লাহর মা মানসুরা বেগম জানান, গত ৩০ এপ্রিল রাতে রাশিয়া থেকে তার ছেলের বন্ধু ফোন করে জানায় হাবিবুল্লাহ রাশিয়া ইউক্রেন যুদ্ধে মারা গেছে গত ২৭ মার্চ। তার বড় ছেলে ইব্রাহিম ভূঁইয়া সৌদি আরব থাকেন। তাকেও বিষয়টি জানানো হয়েছে। গত ৪ এপ্রিল প্রথমে বিষয়টি সাংবাদিকদের জানান তারা।

হাবিবুল্লাহর বাবা আবু সিদ্দিক বলেন, আমার ছেলে ইতালি যেতে চেয়েছিল। দালালরা তাকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে। আমি ছেলে হত্যার বিচার চাই।

নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, আমরা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারিনি। যিনি নিহত হয়েছে, তার পরিবার তথ্য দিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা করবো এবং দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

Address


Website

https://whatsapp.com/channel/0029VaIPlzTATRSqucABiN1b

Alerts

Be the first to know and let us send you an email when Usbdjournal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Usbdjournal:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share