11/04/2025
ছাতকের লেখক ইঞ্জিনিয়ার কুতুব উদ্দিন লিখলেন "ছিলটি ভাষা আন্দোলনের ইতিহাস" নামক বই।
ডেস্ক নিউজঃ ছাতকের নোয়ারাই ইউনিয়নের (০৪) নং ওয়ার্ড বারকাহন গ্রামের ক্ষুদে লেখক ছিলেটি ভাষা সৈনিক ইঞ্জিনিয়ার কুতুব উদ্দিন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, ছিলেটি ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য। তিনিই ছাতকের প্রথম ব্যক্তি যিনি ছিলেটি ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য ভবিষ্যত প্রজন্মের মাঝে ছিলেটি ভাষার বর্ণমালা তুলে ধরেন। ছাতকের মানুষের কাছে ছিলেটি ভাষার বর্ণমালা পরিচয় করিয়ে দেয়ার জন্য তিনি এ পর্যন্ত একটি কমিটি,ছিলেটি ভাষার বর্ণমালা অঙ্কিত দুটি দেয়াল, ছিলেটি ভাষার বর্ণমালা "নাগরি বর্ণমালায়" নিজের গ্রামের নামে একটি "স্বাগতম বারকাহন" সাইনবোর্ড লিখান। এছাড়া ও তিনি নোয়ারাই ইউনিয়নের হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ে দুটি ছিলেটি ভাষার নাগরি বর্ণমালা শিখা প্রতিযোগিতার আয়োজন করেন। আয়োজন শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। ছিলেটি ভাষা প্রচারে বিশেষ অবদান রাখায় তিনি গত ৩০শে সেপ্টেম্বর ২০২৫ ইং ইতিহাসবিদ ড. মুমিনুল হক এওয়ার্ডে ভূষিত হন।
লেখকের নামঃ ইঞ্জিনিয়ার কুতুব উদ্দিন
গ্রন্থের নামঃ ছিলটি ভাষা আন্দোলনের ইতিহাস
প্রকাশকঃ জসিম বুক হাউজ, আম্বরখানা পয়েন্ট, সিলেট। (০১৭৩৪৯২১১৩৫)
প্রচ্ছদ - কম্পিউটার ও কম্পোজ চৌধুরী নাগরি পাবলিশার্স।
বইয়ের দামঃ মাত্র দুইশত টাকা।
বইয়ের মোট পৃষ্ঠাঃ ৮০ পৃষ্ঠা।
প্রকাশকালঃ নভেম্বর ২০২৫ ইং
(সিলেট থেকে বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন জসিম বুক হাউজ আম্বর খানা পয়েন্ট সিলেট 01734921135)
(ছাতক থেকে বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন মোঃ ইব্রাহিম আলী (01752580277) WhatsApp
বইয়ের সূচিপত্রঃ
ছিলটি ভাষা আন্দোলন
মনিপুরে ছিলটি ভাষা আন্দোলন
আসামে ছিলটি ভাষা আন্দোলন
বিরল ঘঠনা
নাগটি চত্তর
ছিলটি নাগরি টাওয়ার
ভাষা আন্দোলনের রোডম্যাপ
আন্দোলনের কথা
দেওয়াল লিখন
দোকানের সাইনবোর্ড
ছিলটি ভাষা হিখা প্রতিযোগিতা
মানববন্ধন
গণস্বাক্ষর
সংবাদ সম্মেলন
স্মারক লিপি
ছিলটি ভাষা দিবস
ছিলটি ভাষা দিবসে কুইজ প্রতিযোগিতার ফলাফল
ছিলটি স্বতন্ত্র ভাষা
২০১৫ সালের ৭ই মে ছিলটি ভাষার স্বীকৃতির লিফলেট
যুক্ত অক্ষর
ছিলটি ভাষা আন্দোলনে ছিলটি ভাষা হিখা প্রতিযোগিতার নিয়ম
ছিলটি নাম পুনঃবহাল
ভারত ও বাংলাদেশ সরকারের নিকট প্রশ্ন
নাগরি বানান
ছিলটি জাতি
ছিলেটি কবিতা
ওফার ছিলট হফার ছিলট
আন্দোলনের গ্রন্থ
সংবাদপত্র
নামদতগত
পরিষদের গঠিত কমিটি
নতুন শব্দ গুচ্ছ ইত্যাদি।