05/15/2025
“মা” মা—তুমি শুধু একটি শব্দ নও,তুমি পৃথিবীর সব শব্দের জন্ম।তোমার চোখের চাহনি,আমার জীবনের প্রথম আলো।তোমার গলা,আমার প্রথম শান্তির সুর।তুমি কান্না চেপে রাখা রাতে,আমার ঘুমে ঢেকে দাও সমস্ত দুশ্চিন্তা।তোমার হাত ছুঁলেই,ভয় গলে যায়—পাথরের মতো শক্ত পৃথিবীটাও নরম হয়ে পড়ে।তুমি যখন ক্লান্ত,তখনো আমার জন্য রান্নাঘরে দাঁড়াও।তুমি যখন কাঁদো,তখনও মুখে হাসি রাখো—আমার মন যাতে দুঃখ না পায়।মা,তুমি কোনো একটা সময়ে জন্মাও না,তুমি জন্ম দাও—প্রেমকে, বিশ্বাসকে, জীবনকে।