ziaul8383

ziaul8383 Hey

12/28/2025

সালাম সবাইকে, হাত ধরে না, বেশি ভাব নিয়ে না, চোখের ভাষা কেন বুঝে না ? এবার আশা যাক আসল কথায় আমরা সবাই হাদি হব , হাদি হত্যার বদলা নিব। একটু পেছনে ফিরা যাক ১৯৭৫ সাল ১৫ আগস্ট আগের দিন শেখ মুজিবকে সবাই আব্বা বলতো কিন্তু পরের দিন পুরা বাংলাদেশে সহ পৃথিবীর সব চাইতে খারাপ মানুষের তালিকা নাম করন হল? ঠিক পরের বছর এরাই জিয়াকে আবার আব্বা ডাকা শুরু করল উনার মৃত্যুর পর …? তার পর এরশাদকে ঠিক আবার আব্বা ডাকার পতিযোগীতা শুরু করল এরা কারা জাতি জানে এর পর খালেদা জিয়া আম্মা আম্মা করত তারপর শেখ হাসিনাকেও আম্মা বলত যারা তারাই ক্ষমতার , দল পরিবর্তন বা পালা বদল কিন্তু রাষ্ট্র ক্ষমতায় বা মসনদে এদের অনুসারীগন ছিল আছে এবং থাকবে ?আমার প্রশ্ন অন্য জায়গায় ১৯৭২ থেকে শুরু করে ২০২৫ ডিসেম্বরের মধ্যে যত হত্যা কাণ্ড ঘটেছে নায়ক ও খলনায়কে খুঁজে বের করা রাষ্ট্রের পক্ষে সম্ভব হয়নি।আমি জানি এটা বের করা কঠিন কাজ । তাই নিম্নে কয়টি নাম উল্লেখ্য করলাম সিরাজ সিকদার , দেলওয়ার, দিপালী সাহা, হামিদ , ডা: মিলন , নুর হোসেন , উপরের উল্লেখিত হত্যার কারিদেরকে সনাক্ত ও বিচার করা উচিত ছিল ? উক্ত পরিবারের সদস্যরা আধোও পাইনি রাষ্ট্রের কাছে ? আর আবু ছাইদ মুগ্ধ সবশেষে হাদির হত্যার বিচার বাংলার মাটিতে সম্ভব নয়? কারন কারা হাদির হত্যা কারি কে সনাক্ত করবে এটাই আমার প্রশ্ন ?
এদের সবার হত্যার সাথেই রাষ্ট্রের সকল রাজনৈতিক দল জড়িত আছে । সবশেষ একটা কথা বলতে চাই তোরা যে যাহা বলিস ভাই আমি রাষ্ট্র নামক সোনার হরিণ চাই । সবশেষে আবারও বলবো আমরা হাদি হব হাদি হত‍্যার বদলা নিবো।একটা উদাহরণ দিয়ে বলছি এক ব্যক্তির উপরেই ভূতের আছর ছিল ,এলাকার মুরব্বিরগন পরামর্শ দিল সরিষার টালি দিতে, তারপর দেখা দিল ,সরিষার মধ্যে ভূত ছিল ,
ভূত তাড়াবে কিসে ? সাহবাগে বসে বসে রাত ও দিন ২৪ ঘন্টা বিচার চাহিলে বিচার পাওয়া যাবে না । ভূল হলে 🙏 করুন। ধন্যবাদ ।

11/07/2025

সালামুন আলাইকুম,আমার /তোমার নামাজ পড়ছ কি না? আমি ছোট বেলা থেকেই শুনে এসেছি সবাই আগের নামাজের হিসাব নিবে? আমাকে কেউ কি হিসাব মিলিয়ে দেবেন? নিম্মে হিসাব শুরু করা যাক ১.আদম ফজরের সময় ১+১=২ রাকাত আল্লাহর পক্ষে থেকে অনুমোদনকৃত ২.জোহর সময় ইব্রাহিমের ২+২=৪ রাকাত ৩.আছর সময় ইউনুস ২+২=৪ রাকাত ৪.মাগরিবের সময় দাউদ ২+১=৩ রাকাত ৫.এশায় সময় মুছা ২+২=৪ রাকাত (হাদিসের কিতাব থেকে আমাকে কেউ বুঝিয়ে বলবেন কি )?আওজে ওয়াজে শুনেই নামাজ ৫০ রাকাত তার অধেক ২৫ রাকাত তার পর ১২.৫ রাকাত তার পর ৬(সোয়া) রাকাত তার পর ৫ রাকাত পাঁচ সময় ।সোয়া এক রাকাত গেলো কই?মুসা নবীর অনুরোধে বার বার আল্লাহর দরবারে যাতায়াত ফলে ৫ রাকাত হল ।মরিয়ম ও শুয়ায়েব নামাজ কোথায় ? শেষ নবী মুহাম্মদ কি জম্ম থেকে ৪০ বছর নামাজ আদায় করেনি ? অন্য নবী ও রাসুলেরা কি একই বা নামাজ ছাড়াই ছিলেন ।আল কোরআন ছাড়া আদম থেকেই ইসা নবী কি ভাবে তারপর মুহাম্মদ নামাজ আদায় করতে ? তাহলে আমি দরে নিব মুহাম্মদ ৪১ বছরের পর নামাজ আদায় করছে আগে নয় ? জানতে ও মানতেই এমন প্রশ্ন সঠিকভাবে উপস্থাপনের কেউ কি আছেন অপেক্ষা রহিলাম ? ধন্যবাদ।

10/31/2025

Address

Brooklyn
New York, NY
11208

Telephone

+13473287084

Website

Alerts

Be the first to know and let us send you an email when ziaul8383 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ziaul8383:

Share