11/07/2025
একজন ষ্ট্রং ওমেন হলো কালো তিক্ত দামী স্বাদের কফির মতন । তার সমস্ত জীবন দর্শনের অভিজ্ঞতা আর জীবনের টানাপোড়েন তাকে ধীরে ধীরে ব্লাক কফির মতনই প্রসেস করে ।কফির বিন রোদে শুকিয়ে যেমন ওভেনে পোড়ে অনেক গুলো প্রসেসে তার স্বাদ নির্ভর করে তৈরী হয়। তেমন একজন ষ্ট্রং ওমেনের ও জীবনের পিছনের গল্পে , লুকানো থাকে একটা অবুজ বালিকা , যেখানে সবার থেকে বিমুখ ও জীবনের কঠিন পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা লুকানো থাকে ।
আর সে যখন কফির মতন তিক্ত স্বাদে পরিনত হয় , তখন তাকে গ্রহন করার ক্ষমতা কোন সাধারন পুরুষের থাকে না। কারন এই দুনিয়ার পুরুষ জাত সস্তা স্বাদের ওয়াইনের মতন ইন্টারটেইন করা মেয়েদের পছন্দ করে। চিনি মুক্ত ব্ল্যাক দামী কফির অভ্যাস কম পুরুষ মানুষেরই আছে।
তাই ষ্ট্রং ওমেনকে হ্যান্ডেল করা সহজ না। সাধারন পুরুষ মানুষ যেটাকে তার এ্যাটিটিউড ভাবে । একজন ষ্ট্রং মেন্টালিটির পুরুষ একজন ষ্ট্রং ওমেনের অভ্যাস ভেবে আগলে নেয়। তাই একজন রিয়েল পুরুষ জানে , ষ্ট্রং ওমেন গুলো সম্পূর্ন আলাদা তার মুড , তার প্যাশন , তার কাজ ও তার বাক স্বাধীনতা অন্য পাঁচটা নারীর চেয়ে আলাদা।
তাকে ভালোবাসতে হলে তাকে গ্রহন করার ক্ষমতা থাকতে হবে। অন্য সাধারন পুরুষ তাকে প্রতিযোগী মনে করে ।আর একজন ষ্ট্রং পুরুষ জানে এই টাইপ নারী গুলোকে নিয়ে যেমন যুদ্ধে যাওয়া যায় , আবার প্রয়োজনে সে ঘরে সাধারন মহিলার মতন গৃহিনী হয়ে যায় । তার লয়্যালিটি ও তার যোগ্যতা তাকে অন্য পাঁচটা চীপ মেন্টালিটির মেয়েদের থেকে অনেক বেশি আলাদা করে থাকে।
লেখা -মাসুমা ইসলাম নদী ॥